২০২১ জার্মানি ত্রিদেশীয় সিরিজ

২০২১ জার্মানি ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২১ সালের আগস্ট মাসে জার্মানিতে অনুষ্ঠিত হয়।[1][2] টুর্নামেন্টটি ২০২১ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[3] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে জার্মানিতে লকডাউন শুরু হওয়ার ফলে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[4]

২০২১ জার্মানি ত্রিদেশীয় সিরিজ
তারিখ৫ আগস্ট ২০২১ – ৮ আগস্ট ২০২১
অবস্থানজার্মানি
ফলাফল জার্মানি টুর্নামেন্টে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড় হরমনজোত সিং
দলসমূহ
 জার্মানি  নরওয়ে  ফ্রান্স
অধিনায়কবৃন্দ
ভেংকটরমণ গণেশন রাজা ইকবাল উসমান শহিদ
সর্বাধিক রান
হরমনজোত সিং (১৫২) মোহাম্মদ শের সাহাক (১১৮) উসমান শহিদ (৯৬)
সর্বাধিক উইকেট
সাজিদ লিয়াকত (৯) রাজা ইকবাল (৭) উসমান শহিদ (৫)
রহমতউল্লাহ মংগল (৫)

টুর্নামেন্টটিতে স্বাগতিক জার্মানির সঙ্গে অংশগ্রহণ করে ফ্রান্সনরওয়ে[5] প্রাথমিকভাবে স্পেনের অংশগ্রহণে একটি চতুর্দেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ২০২১ সালের ২৮ জুলাই কোভিড-১৯ সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে স্পেন নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[6] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ক্রেফেল্ট শহরে জার্মান ক্রিকেট ফেডারেশন-এর জাতীয় ক্রিকেট পারফরম্যান্স কেন্দ্রের অন্তর্গত বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[7] এ টুর্নামেন্টের ম্যাচগুলো ছিল জার্মানির মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ।[8] টুর্নামেন্টের ফাইনালে নরওয়েকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয় জার্মানি।[9]

দলীয় সদস্য

 জার্মানি[10]  নরওয়ে[11]  ফ্রান্স
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • হরমনজোত সিং (সহ-অধি.)
  • আজমত আলি
  • আবদুল-শুকুর রহিমজাই
  • আহমদশাহ আহমদজাই
  • ইসরার খান
  • গোলাম আহমদি
  • ডিলান ব্লিগনট
  • তালহা খান
  • নুরউদ্দিন মুজাদাদি
  • বিজয়শংকর চিক্কানাইয়া
  • বিষ্ণু ভারতী
  • সাজিদ লিয়াকত
  • সাহির নাকাশ
  • হরিশ শ্রীনিবাসন (উই.)
  • হাসনাইন কবির (উই.)
  • উসমান শহিদ (অধি.)
  • আব্দুলমালিক জাবারখেল
  • আলেস্তাঁ জনম্যারি
  • ইব্রাহিম জাবারখেল
  • উসমান খান
  • জুবাইদ আহমেদ
  • দাউদ আহমদজাই
  • নাইম দাউদজাই
  • নোমান আমজাদ
  • ভির্ক মোহাম্মদ আলি
  • মুস্তফা ওমর
  • মোবাশের আশরাফ
  • রহমতউল্লাহ মংগল
  • লিঙ্গেশ্বরন কানেসান (উই.)
  • শিকদার ইয়াসিন
  • সুবেনতিরন শান্তিরাকুমারন
  • হেভিট জ্যাকসন (উই.)

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 জার্মানি +০.৮০৯
 নরওয়ে +০.৩৬৫
 ফ্রান্স −১.১৬১

     ফাইনালে উত্তীর্ণ

সূচি

৫ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৭৬ (১৮.৪ ওভার)
 জার্মানি
৮০/৫ (১৭.১ ওভার)
মোহাম্মদ শের সাহাক ৩০ (৩৩)
গোলাম আহমদি ৪/৫ (৪ ওভার)
তালহা খান ১৬ (১২)
রাজা ইকবাল ২/১৪ (৪ ওভার)
জার্মানি ৫ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: গোলাম আহমদি (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গোলাম আহমদি, ডিলান ব্লিগনট (জার্মানি), আহমদউল্লাহ শিনওয়ারি, উসমান আরিফ, কুরুগে আবেরত্ন, ফাইজান মমতাজ, বিনয় রবি, বিলাল সফদার ও মোহাম্মদ শের সাহাক (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

৫ আগস্ট ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
নরওয়ে 
১১২/৭ (২০ ওভার)
 ফ্রান্স
১১৩/৬ (১৯.৩ ওভার)
ওয়াকাস আহমেদ ৩২* (৩৬)
দাউদ আহমদজাই ২/১০ (৪ ওভার)
সুবেনতিরন শান্তিরাকুমারন ৩৪ (৩৯)
রাজা ইকবাল ২/১৩ (৪ ওভার)
ফ্রান্স ৪ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচসেরা: সুবেনতিরন শান্তিরাকুমারন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াহিদউল্লাহ সাহাক, জুনায়েদ মাহমুদ, হাশির হোসেন (নরওয়ে), আলেস্তাঁ জনম্যারি, উসমান খান, উসমান শহিদ, জুবাইদ আহমেদ, দাউদ আহমদজাই, নোমান আমজাদ, ভির্ক মোহাম্মদ আলি, মোবাশের আশরাফ, রহমতউল্লাহ মংগল, সুবেনতিরন শান্তিরাকুমারন ও হেভিট জ্যাকসন (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

৬ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
৯৪/৯ (১৮ ওভার)
 জার্মানি
৯৭/৮ (১২.২ ওভার)
উসমান খান ২৫ (২৫)
ভেংকটরমণ গণেশন ২/১৫ (৪ ওভার)
হরমনজোত সিং ৬৮* (৩৪)
উসমান শহিদ ৩/২৯ (৩.২ ওভার)
জার্মানি ২ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: হরমনজোত সিং (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে জার্মানির লক্ষ্য ১৮ ওভারে ৯৪ নির্ধারণ করা হয়।
  • ইসরার খান, নুরউদ্দিন মুজাদাদি (জার্মানি) ও মুস্তফা ওমর (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

৭ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
জার্মানি 
১৬৪/২ (২০ ওভার)
 ফ্রান্স
১১৬/৮ (২০ ওভার)
বিজয়শংকর চিক্কানাইয়া ৮১* (৫৮)
উসমান শহিদ ১/২২ (৩ ওভার)
ভির্ক মোহাম্মদ আলি ৫২* (৫১)
সাজিদ লিয়াকত ৩/৩৪ (৪ ওভার)
জার্মানি ৪৮ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচসেরা: বিজয়শংকর চিক্কানাইয়া (জার্মানি)
  • ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আজমত আলি (জার্মানি), ইব্রাহিম জাবারখেল ও লিঙ্গেশ্বরন কানেসান (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

৭ আগস্ট ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
নরওয়ে 
১৩১/৮ (২০ ওভার)
 ফ্রান্স
১২৮/৮ (২০ ওভার)
মোহাম্মদ শের সাহাক ২৯ (১৫)
উসমান খান ৩/২৮ (৪ ওভার)
উসমান শহিদ ৬৪ (৫৫)
বিনয় রবি ২/২৩ (৪ ওভার)
নরওয়ে ৩ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: মোহাম্মদ শের সাহাক (নরওয়ে)
  • ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
১৮৫/৭ (২০ ওভার)
 জার্মানি
১৩৪/৬ (২০ ওভার)
ওয়াহিদউল্লাহ সাহাক ৫২ (৪৪)
আহমদশাহ আহমদজাই ২/২৪ (২ ওভার)
হরমনেজাত সিং ৪৯ (৪০)
ওয়াহিদউল্লাহ সাহাক ২/২৪ (৪ ওভার)
নরওয়ে ৫১ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচসেরা: ওয়াহিদউল্লাহ সাহাক (নরওয়ে)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আহমদশাহ আহমদজাই ও হাসনাইন কবির (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

৮ আগস্ট ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
নরওয়ে 
১২৭/৮ (২০ ওভার)
 জার্মানি
৯৬/৪ (১৩.৪ ওভার)
বিলাল সফদার ৩৭* (২৬)
সাজিদ লিয়াকত ৩/২৬ (৪ ওভার)
বিজয়শংকর চিক্কানাইয়া ১৯ (১৫)
রাজা ইকবাল ১/১৪ (৩ ওভার)
জার্মানি ৬ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: সাহির নাকাশ (জার্মানি)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে জার্মানির লক্ষ্য ১৪ ওভারে ৯৪ নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র

  1. "More T20Is on the horizon in Europe"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১
  2. "Planung für die 4 Nation T20i Serie der Männer steht" [৪ দেশীয় টি২০আই সিরিজের পরিকল্পনা এসে গেছে]জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১
  3. "Germany set to host men's T20I quadrangular series"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  4. "Germany Quadrangular T20I series postponed"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১
  5. "Cricket España participar en el torneo con Alemania, Francia y Noruega" [জার্মানি, ফ্রান্স ও নরওয়ের সাথে টুর্নামেন্টে স্পেন অংশগ্রহণ করবে]ক্রিকেট এস্পানিয়া (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  6. @Cricket_Germany (২৮ জুলাই ২০২১)। "Unfortunately COVID restrictions mean that Cricket Espana will not make it to Krefeld next week for our T20i tournament." (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  7. "Norway and France head to Germany for T20I Tri-Series in August 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১
  8. "Spain national team heading to Germany"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১
  9. "Global Game: Germany crowned T20I tri-series champions"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১
  10. "DCB nominiert 16 Spieler für das T20i 4-Nation-Turnier" [ডেৎসেবে দ্বারা চতুর্দেশীয় টি২০আই টুর্নামেন্টের জন্য ১৬ জন খেলোয়াড় মনোনীত]জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১
  11. "T20I quadrangular series in Germany"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.