২০২১ কান চলচ্চিত্র উৎসব

৭৪তম বার্ষিক কান চলচ্চিত্র উৎসব ২০২১ সালের ৬ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত হয়।[1] এটি মূলত ২০২১ সালের ১১ থেকে ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[2] ২০২১ সালের মার্চে মার্কিন পরিচালক ও চিত্রনাট্যকার স্পাইক লিকে দ্বিতীয়বারের মত এই উৎসবের বিচারকদের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়।[3]

২০২১ কান চলচ্চিত্র উৎসব
উদ্বোধনী চলচ্চিত্রআনেত
সমাপনী চলচ্চিত্রওএসএস ১১৭: বোঁ বেইসের দাফ্রিক
অবস্থানকান, ফ্রান্স
প্রতিষ্ঠিত১৯৪৬
পুরস্কারপাল্ম দর
চলচ্চিত্র সংখ্যা২৪ (প্রতিযোগিতা)
১৮ (আঁ সের্ত্যাঁ রেগার)
উৎসবের তারিখ৬-১৭ জুলাই ২০২১
ওয়েবসাইটfestival-cannes.com/en

ফরাসি পরিচালক লোস কারাক্সের দীর্ঘ-প্রতীক্ষিত সঙ্গীতধর্মী চলচ্চিত্র আনেত এই উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ছিল।[4] ২০২১ সালের ৩রা জুন দাপ্তরিক নির্বাচন ঘোষণা করা হয়।[5] মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা জোডি ফস্টার ও ইতালীয় চলচ্চিত্র নির্মাতা মার্কো বেল্লোচ্চিওকে সম্মানসূচক পাল্ম দর প্রদান করা হয়।[6][7]

বিচারকমণ্ডলী

প্রধান প্রতিযোগিতা

  • স্পাইক লি, মার্কিন পরিচালক, বিচারকদের সভাপতি
  • মাতি দিওপ, ফরাসি-সেনাগালীয় পরিচালক ও অভিনেত্রী
  • মিলেন ফারমার, কানাডীয়-ফরাসি গায়িকা ও গীতিকার
  • ম্যাগি ইলেনহল, মার্কিন অভিনেত্রী, পরিচালক, ও প্রযোজক
  • জেসিকা হাউসনার, অস্ট্রীয় পরিচালক ও চিত্রনাট্যকার
  • মেলানি লোরঁ, ফরাসি অভিনেত্রী ও পরিচালক
  • ক্লেবার মেন্দোনকা ফিলিয়ো, ব্রাজিলীয় পরিচালক, চলচ্চিত্র প্রোগ্রামার ও সমালোচক
  • তাহার রাহিম, ফরাসি অভিনেতা
  • সং কাং-হো, দক্ষিণ কোরীয় অভিনেতা

আঁ সের্ত্যাঁ রেগার

  • অ্যান্ড্রেয়া আর্নল্ড, ব্রিটিশ পরিচালক, বিচারকদের সভাপতি
  • দানিয়েল বুরমান, আর্জেন্টিনীয় পরিচালক
  • মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো, মার্কিন পরিচালক ও অভিনেতা
  • মুনিয়া মেদ্দুর, আলজেরীয় পরিচালক
  • এলসা জিলবেরস্তাঁ, ফরাসি অভিনেত্রী

ক্যামেরা দর

  • মেলানি তিয়েরি, ফরাসি অভিনেত্রী, বিচারকদের সভাপতি
  • ওদ্রি আবিভঁ, ফরাসি অভিনেতা ও পরিচালক
  • রোম্যাঁ কোগিতোর, ফরাসি পরিচালক, চিত্রনাট্যকার ও আলোকচিত্রী
  • লোরঁ দাইলাঁ, ফরাসি চিত্রগ্রাহক
  • পিয়ের-সিমন গ্যুতমাঁ, ফরাসি সমালোচক

সিনেফোঁদাশিওঁ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

  • সামেহ আলা, মিশরীয় পরিচালক
  • কোতার বেন হানিয়া, তিউনিসীয় পরিচালক
  • কার্লোস মুগিরো, স্পেনীয় পরিচালক
  • তুভা নভৎনি, সুয়েডীয় পরিচালক ও অভিনেত্রী
  • নিকোলাস পারিসে, ফরাসি পরিচালক
  • আলিস উইনোকুর, ফরাসি পরিচালক

স্বাধীন বিচারক

আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ
  • ক্রিস্তিয়ান মুনিগিও, রোমানীয় পরিচালক ও চিত্রনাট্যকার, বিচারকদের সভাপতি
  • দিদার দোমেহরি, ফরাসি প্রযোজক
  • কামেলিয়া জর্দানা, ফরাসি অভিনেত্রী, সুরকার ও গায়িকা
  • মিশেল মের্ক্তত, সুইস প্রযোজক
  • কারেল ওচ, চেক সৃজনশীল পরিচালক
লেইল দর
  • এজরা এদেলমান, মার্কিন পরিচালক, বিচারকদের সভাপতি
  • জুলি বেরতুচ্চেল্লি, ফরাসি পরিচালক
  • ইরিস ব্রে, ফরাসি সাংবাদিক, লেখক ও সমালোচক
  • দেবোরা ফ্রঁসোয়া, বেলজীয় অভিনেত্রী
  • ওরওয়া নিরাবিয়া, সিরীয় পরিচালক, প্রযোজক, ও সৃজনশীল পরিচালক
কুইর পাল্ম
  • নিকোলাস মোরি, ফরাসি অভিনেতা ও পরিচালক, বিচারকদের সভাপতি
  • জোৎজা অঁজেম্ব, ফরাসি পরিচালক, চিত্রনাট্যকার ও সাংবাদিক
  • রোক্সান মেকিদা, ফরাসি অভিনেত্রী
  • ভারাম ম্যুরাতিঁ, ফরাসি চিত্রশিল্পী ও গ্রাফিক ডিজাইনার
  • আলোয়াস সোভাজ, ফরাসি অভিনেত্রী ও গায়িকা

দাপ্তরিক নির্বাচন

প্রধান প্রতিযোগিতা

নিম্নোক্ত চলচ্চিত্রগুলো পাল্ম দরের জন্য নির্বাচিত হয়:[8][9]

শিরোনাম মূল শিরোনাম পরিচালক(গণ) প্রযোজনার দেশ(সমূহ)
আনেত (উদ্বোধনী চলচ্চিত্র) Annette লেয়স কারাক্স ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম
তিতান (কু) Titane জুলিয়া দ্যুকুর্নো বেলজিয়াম, ফ্রান্স
দোরাইবু মাই কা ドライブ・マイ・カー (Doraibu mai kā) র‍্যুসুকে হামাগুচি জাপান
নিট্রাম Nitram জাস্টিন কারজেল অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ The French Dispatch ওয়েস অ্যান্ডারসন মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্ল্যাগ ডে Flag Day শন পেন মার্কিন যুক্তরাষ্ট্র
ভের্দেন্স ভের্স্তে মেন্নেস্কে Verdens verste menneske ইওয়াখিম ত্রিয়ের নরওয়ে, সুইডেন, ফ্রান্স
মেমোরিয়া Memoria আপিচাতপং ভেরাসেতাকুল কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, থাইল্যান্ড, যুক্তরাজ্য
রেড রকেট Red Rocket শন বেকার মার্কিন যুক্তরাষ্ট্র
হাবেরেক הַבֶּרֶךְ‎‎ (Habereḵ) নাদাভ লাপিদ ইসরায়েল, ফ্রান্স
হিত্তি ন্রো ৬ (কু) Hytti nro 6 জুহো কুসমানেন রাশিয়া, ফিনল্যান্ড
(কু) কুইর পাল্ম প্রতিযোগিতার চলচ্চিত্র নির্দেশ করে।

পুরস্কার

দাপ্তরিক পুরস্কার

প্রতিযোগিতা

প্রধান প্রতিযোগিতায় প্রদর্শিত চলচ্চিত্রের জন্য নিম্নোক্ত পুরস্কারসমূহ প্রদান করা হয়:

  • পাল্ম দর: তিতান - জুলিয়া দ্যুকুর্নো
  • গ্রঁ প্রি:
    • কাহরমান - আসগর ফরহাদি
    • হিত্তি ন্রো মেরাকৌসি - ইয়ুহো কুওসমানেন
  • জুরি পুরস্কার:
    • হাবেরেক - নাদাভ লাপিদ
    • মেমোরিয়া - আপিচাতপং ওয়েরাসেতাকুল
  • শ্রেষ্ঠ পরিচালক: লেওস কারাক্স (চলচ্চিত্র - আনেত)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: রেনাতে রেইন্সভ (চলচ্চিত্র - ভার্দেন্স ভার্স্তে মেনেস্কে)
  • শ্রেষ্ঠ অভিনেতা: ক্যালেব ল্যান্ড্রি জোন্স (চলচ্চিত্র - নিট্রাম)
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য: র‍্যুসুকে হামাগুচি ও তাকামাস ও (চলচ্চিত্র - দরাইবু মাই কা)
আঁ সেরতাঁ র‍্যগার
  • আঁ সেরতাঁ র‍্যগার পুরস্কার: রাজ্জিমায়া কুলাকি - কিরা কভালেঙ্কো
  • আঁ সেরতাঁ র‍্যগার জুরি পুরস্কার: গ্রোসে ফ্রাইহাইট - সেবাস্টিয়ান মাইস
  • আঁ সেরতাঁ র‍্যগার অভিনয়শিল্পীদল পুরস্কার: বোন মের - আফসিয়া এর্জি
  • আঁ সেরতাঁ র‍্যগার সাহসিকতার পুরস্কার: লা সিভিল - তেওদোরা মিহাই
  • আঁ সেরতাঁ র‍্যগার মৌলিকতার পুরস্কার: দিরিদ - ভালদিমার ইয়োহানসন
  • আঁ সেরতাঁ র‍্যগার বিশেষ উল্লেখ: নোচে দে ফেগো - তাতিয়ানা হেজো
স্বর্ণ ক্যামেরা
  • কামেরা দর: মুরিনা - আন্তোনেতা আলামাত কুসিয়ানোভিচ
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাল্ম দর: অল দ্য ক্রোস ইন দ্য ওয়ার্ল্ড - তাং ই
  • বিশেষ উল্লেখ: অগাস্ট স্কাই - জেসমিন তেনুচ্চি
সিনেফঁদাশিওঁ
  • প্রথম পুরস্কার: লঁফঁ সালামঁদ্র - তেও দেগঁ
  • দ্বিতীয় পুরস্কার: সিকাদা - ইয়ুন দেওয়েন
  • তৃতীয় পুরস্কার:
    • প্রিন ওরাস সিরকুলা স্কুর্তে পোভেস্তি দে দ্রাগোস্তে - কারিনা-গাব্রিয়েলা দাসভেয়ানু
    • কান্তারেইরা - রদ্রিগো রিবেইরো
সম্মানসূচক পাল্ম

তথ্যসূত্র

  1. "Presse release - Festival de Cannes"festival-cannes.com। ২৭ জানুয়ারি ২০২১। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  2. টার্ট্যাগলিওনে, ন্যান্সি (২৭ অক্টোবর ২০২০)। "Cannes Film Festival Kicks Off Three-Day 'Spécial' Event Far From The Madding Crowd; Notes 2021 Contingency Plans"ডেডলাইন হলিউড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  3. "Cannes Film Festival: Spike Lee asked again to be first black jury head"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  4. গ্রেটার, টম (১৯ এপ্রিল ২০২১)। "Leos Carax's 'Annette' Starring Marion Cotillard & Adam Driver To Open Cannes Film Festival"ডেডলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  5. ওয়াইজম্যান, অ্যান্ড্রেয়াস (২০ এপ্রিল ২০২১)। "Cannes Lineup Will Include Wes Anderson's 'The French Dispatch' & Paul Verhoeven's 'Benedetta', Says Thierry Frémaux"ডেডলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  6. "Marx Can Wait: a new film and an Honorary Palme d'or for Marco Bellocchio"২০২১ কান চলচ্চিত্র উৎসব (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  7. পালভার, অ্যান্ড্রু (২ জুন ২০২১)। "Jodie Foster gets honorary Palme d'Or from Cannes film festival"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)।
  8. "Sean Penn, Wes Anderson, Ildikó Enyedi Join 2021 Cannes Lineup"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০
  9. "Cannes Film Festival 2021 Lineup: Sean Baker, Wes Anderson, and More Compete for Palme d'Or"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.