২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ৬)
২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ পর্ব যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওমানে অনুষ্ঠিত হয়।[1] সিরিজটি ছিল ওমান, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[2] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[3][4]
২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ | |||||||||||||||||||||||||||||
তারিখ | ১৩ সেপ্টেম্বর ২০২১ – ২০ সেপ্টেম্বর ২০২১ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | ওমান | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
সিরিজটি প্রথমে ২০২১ সালের মার্চ মাসে খেলা হওয়ার কথা ছিল।[5] ২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজের আগে টেক্সাসে অনুশীলন শুরুর জন্য ৪৪ সদস্যের একটি দল ঘোষণা করে।[6][7] এর পরের মাসে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সিরিজের অনুশীলন শুরুর জন্য ৩২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[8] কিন্তু ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি কোভিড-১৯ মহামারির কারণে সিরিজটি স্থগিত করা হয়।[9][10] ২০২১ সালের আগস্ট মাসে ওমান ক্রিকেট নিশ্চিত করে যে পরের মাসেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।[11] এর পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিরিজের সম্পূর্ণ সূচি ঘোষণা করে।[12]
দলীয় সদস্য
![]() |
![]() |
![]() |
---|---|---|
|
|
|
মার্কিন যুক্তরাষ্ট্র দলে কাইল ফিলিপকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[16] সিরিজ শুরুর আগে অ্যারন জোনস ও জসদীপ সিং মার্কিন যুক্তরাষ্ট্র দল থেকে ছিটকে গেলে কাইল ফিলিপকে মূল দলে নেয়া হয়।[17] দীপেন্দ্র সিং আইরি চোটের কারণে নেপাল দল থেকে ছিটকে যান।[18]
সূচি
১ম ওডিআই
ব |
||
মোনংক প্যাটেল ১০০ (১১৪) সুশান ভারি ২/৩১ (১০ ওভার) |
কুশল ভুর্তেল ৮৪ (৯৩) নিসর্গ প্যাটেল ২/৩৩ (১০ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সঞ্জয় কৃষ্ণমূর্তি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।
- মোনংক প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[19]
২য় ওডিআই
ব |
||
আসিফ শেখ ৯০ (১১২) বিলাল খান ৪/৪৭ (১০ ওভার) |
জতিন্দর সিং ১০৭ (৬২) কুশল মল্ল ২/৩৮ (১০ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আয়ান খান, নেস্টর ধাম্বা ও শোয়েব খান (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।
- জতিন্দর সিং (ওমান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[20]
৩য় ওডিআই
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডমিনিক রিখি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।
৪র্থ ওডিআই
ব |
||
স্টিভেন টেলর ৯২ (৬৩) করণ খাতরি ছেত্রী ২/২৩ (৫ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- গুলশান ঝা (নেপাল) ও কাইল ফিলিপ (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।
৫ম ওডিআই
ব |
||
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সুফিয়ান মাহমুদ (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।
৬ষ্ঠ ওডিআই
ব |
||
জিশান মাকসুদ ৫৩ (৫৩) নস্থুশ কেনজিগে ৩/৪৯ (১০ ওভার) |
মোনংক প্যাটেল ৫৬ (৫৮) আয়ান খান ৪/৩৬ (৮ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- পৃথ্বীকুমার মাচ্চি (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Oman confirms hosting Mumbai to prepare for WCL League Two, T20 Cricket World Cup"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
- "ICC Men's Cricket World Cup League 2 series announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- "Former West Indies player Narsingh Deonarine part of USA training camp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
- "USA Cricket Selection Update"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
- "32 players called up for Oman Tri-series closed-camp"। ক্রিকেটিংনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- "Three Men's Cricket World Cup League 2 series postponed"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১।
- "Covid-19 forces postponement of three men's World Cup League 2 series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১।
- "Many India players among strong Mumbai side coming to Oman"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
- "Men's Cricket World Cup League 2 set to resume"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১।
- "Our 14 member squad that would compete for World Cricket League Championship 2"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Nepal announces squad for the CWCL2 series"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১।
- "Former Guyana batter Gajanand Singh earns USA call-up as part of revamped squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।
- "Team USA Men's Squad Named for Return of International Cricket with Tour of Oman"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।
- "Phillip and Krishnamurthi called into ICC Cricket World Cup League 2 Squad"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১।
- "Dipendra Airee ruled out of Oman tri-series"। ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১।
- "Kushal Bhurtel and Rohit Paudel carry Nepal to World Cup qualifying success over USA"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১।
- "Jatinder, Bilal power Oman to comfortable win over Nepal"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১।