২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বা আইপিএল১৪ নামে পরিচিত অথবা, পৃষ্ঠপোষকতার কারণে, ভিভো আইপিএল ২০২১,[1] হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশতম আসর, যা ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠিত একটি পেশাদারী টুয়েন্টি২০ ক্রিকেট লিগ প্রতিযোগিতা। ২০২১ সালের প্রতিযোগিতাটি এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হতে নির্ধারিত রয়েছে।[2] মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে টানা দুই-বারের চ্যাম্পিয়ান, যারা ২০১৯ ও ২০২০ উভয় মৌসুমের বিজয়ী।[3][4] কিংস ইলেভেন পাঞ্জাব এই মৌসুমে পাঞ্জাব কিংস নাম গ্রহণ করে।
তারিখ | ৯ এপ্রিল - ২ মে – ১৯ সেপ্টেম্বর - ১৫ অক্টোবর ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ |
প্রতিযোগিতার ধরন | ডাবল রাউন্ড-রবিন ও প্লে-অফ |
আয়োজক | ভারত সংযুক্ত আরব আমিরাত |
বিজয়ী | চেন্নাই সুপার কিংস (৪র্থ শিরোপা) |
রানার-আপ | কলকাতা নাইট রাইডার্স |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ৬০ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | হার্শাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) |
সর্বাধিক রান সংগ্রহকারী | রতুরাজ গায়কোয়াদ (চেন্নাই সুপার কিংস) (৬৩৫) |
সর্বাধিক উইকেটধারী | হার্শাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) (৩২) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | www |
২০২১ আসরের দলসমূহ | |
---|---|
চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদ |
পটভূমি
যদিও বিগত দিনের রিপোর্টে প্রস্থাব করা হচ্ছিল যে, এবারের আসরে আরও নতুন দুটি দল সংযুক্ত করার,[5][6][7] কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) তাদের ৮৯তম সভায় ঘোষণা করা হয়ে, এই আসরে নতুন কোন দল সংযুক্তি হচ্ছে না এবং নতুন দুটি দলের অন্তর্ভূক্তি কেবল ২০২২ আসরেই সম্ভব।[8][9]
৩০ জানুয়ারি ২০২১, বিসিসিআই নিশ্চিত করে যে, তারা প্রতিযোগিতাটির আয়োজন ভারতে করতে প্রত্যয়ী। তারা এও বলে যে, আরব আমিরাতকে এখন আর বিকল্প ভেন্যু হিসাবে আপাতত আর চিন্তা করা হচ্ছে না।[2]
কর্মকর্তার পরিবর্তন
অবমুক্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয় ২০ জানুয়ারি ২০২১ তারিখে। স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল এর মতো বড় বড় নামগুলোও ছিল উক্ত অবমুক্ত তালিকায়। ২০২০ নিলামে, সবচেয়ে দামী ভারতীয় খেলোয়াড় পিযুষ চাওলাকে অবমুক্ত করা হয়।[10]
এ আসরে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয় চেন্নাইতে ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে।[11] প্রাথমিক পর্যায় তালিকাভূক্ত সর্বমোট ১০৯৭জন খেলোয়াড়ের[12] মধ্য থেকে ২৯২ জন খেলোয়াড়কে নিলামে বাছাই করা হয়।[13] ক্রিস মরিস হচ্ছেন সবচেয়ে দামী খেলোয়াড়, যাকে ₹ ১৬.২৫ কোটি (US$ ১.৯৯ মিলিয়ন) বিনিময়ে ক্রয় করে নেয় রাজস্থান রয়্যালস।[14] সবচেয়ে দামী ভারতীয় খেলোয়াড় হচ্ছেন কৃষ্ণাপ্পা গৌতম।[15]
কোভিড প্রভাব
ভারতে কোভিড-১৯ মহামারীর প্রকোপের কারণে, তিনজন অস্ট্রেলিয়ার খেলোয়াড় প্রতিযোগিতা থেকে নিজেদেরকে তুলে নেন।[16] ৩ মে ২০২১, দুইজন খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়ায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর মধ্যকার পূর্ব নির্ধারিত খেলাটি স্থগিত করা হয়।[17] চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি সহ মোট তিনজন সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।[18] পরে একই দিনে দিল্লি ক্যাপিটালসের সকল খেলোয়াড়দেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।[19] ফলে বিসিসিআই প্রতিযোগিতার বাকী খেলাগুলো মুম্বাইতে সম্পন্ন করার পরিকল্পনা করছে।[20]কিন্তু পরবর্তীকালে কোভিড-১৯ এর প্রভাব মারাত্মক হবার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরায় টুর্নামেন্টটি সচল করার লক্ষ্যে ঘোষণা করা হয়, বাকি অংশটি সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে।[21] এটি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ১৫ অক্টোবর ফাইনাল খেলা হবে।[22]
স্টেডিয়াম সমূহ
ভারত
বেঙ্গালুরু | আহমেদাবাদ | কলকাতা |
---|---|---|
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | নরেন্দ্র মোদী স্টেডিয়াম | ইডেন গার্ডেন্স |
ধারণক্ষমতা: ৩৫,০০০ | ধারণক্ষমতা: ১১০,০০০ | ধারণক্ষমতা: ৬৮,০০০ |
মুম্বই | দিল্লি | চেন্নাই |
ওয়াংখেড়ে স্টেডিয়াম | অরুন জেটলি স্টেডিয়াম | এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৩৩,০০০ | ধারণ ক্ষমতা: ৪১,৮২০ | ধারণ ক্ষমতা: ৫০,০০০ |
পর্ব | আয়োজক ১ | আয়োজক ২ |
---|---|---|
পর্ব ১ (৯ই এপ্রিল - ২৫শে এপ্রিল) | এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
পর্ব ২ (২৬শে এপ্রিল - ৮ই মে) | নরেন্দ্র মোদী স্টেডিয়াম | অরুন জেটলি স্টেডিয়াম |
পর্ব ৩ (৯ই মে - ২৩শে মে) | ইডেন গার্ডেন্স | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম |
সংযুক্ত আরব আমিরাত
শহর | দুবাই | আবুধাবি | শারজাহ |
---|---|---|---|
নাম | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা | ২৫,০০০ | ২০,০০০ | ১৭,০০০ |
মাঠের ব্যাসার্ধ | ৬৪-৬৮ মিটার | ৫৪-৫৬ মিটার | |
চিত্র | |||
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | এনআরআর | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|
১ | দিল্লি ক্যাপিটালস (৩য়) | ১৪ | ১০ | ৪ | ০ | ২০ | +০.৪৮১ | বাছাই ১-এ অগ্রসর। |
২ | চেন্নাই সুপার কিংস (চ্যা) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.৪৫৫ | |
৩ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | −০.১৪০ | এলিমিনেটর-পর্বে অগ্রসর। |
৪ | কলকাতা নাইট রাইডার্স (রা) | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.৫৮৭ | |
৫ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.১১৬ | বাতিল |
৬ | পাঞ্জাব কিংস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.০০১ | |
৭ | রাজস্থান রয়্যালস | ১৪ | ৫ | ৯ | ০ | ১০ | −০.৯৯৩ | |
৮ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৩ | ১১ | ০ | ৬ | −০.৫৪৫ |
জয় | হার | ফলাফল হয়নি |
- টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের খেলা শেষে পয়েন্ট হালনাগাদ করা হয়েছে।
- টীকা: খেলার সারাংশ দেখতে (গ্রুপ খেলার) পয়েন্টের উপর অথবা (প্লে-অফের) জ/হা এর উপর ক্লিক করুন।
অতিথি দল → | কলকাতা | চেন্নাই | দিল্লি | মুম্বাই | ব্যাঙ্গালোর | রাজস্থান | হায়দ্রাবাদ |
---|---|---|---|---|---|---|---|
স্থানীয় দল ↓ | |||||||
কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই ১৮ রান | কলকাতা ৩ উইকেট | মুম্বাই ১০ রান | কলকাতা ৯ উইকেট | কলকাতা ৮৬ রান | কলকাতা ৬ উইকেট | |
চেন্নাই সুপার কিংস | চেন্নাই ২ উইকেট | দিল্লি ৮ উইকেট | চেন্নাই ২০ রান | চেন্নাই ৬৯ রান | চেন্নাই ৪৫ রান | চেন্নাই ৭ উইকেট | |
দিল্লি ক্যাপিটালস | দিল্লি ৭ উইকেট | দিল্লি ৩ উইকেট | দিল্লি ৬ উইকেট | ব্যাঙ্গালোর ১ রান | দিল্লি ৩৩ রান | দিল্লি ৮ উইকেট | |
মুম্বাই ইন্ডিয়ান্স | কলকাতা ৭ উইকেট | মুম্বাই ৪ উইকেট | দিল্লি ৪ উইকেট | ব্যাঙ্গালোর ২ উইকেট | মুম্বাই ৭ উইকেট | মুম্বাই ১৩ রান | |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ব্যাঙ্গালোর ৩৮ রান | চেন্নাই ৬ উইকেট | ব্যাঙ্গালোর ৭ উইকেট | ব্যাঙ্গালোর ৫৪ রান | ব্যাঙ্গালোর ১০ উইকেট | হায়দ্রাবাদ ৪ রান | |
রাজস্থান রয়্যালস | রাজস্থান ৬ উইকেট | রাজস্থান ৭ উইকেট | রাজস্থান ৩ উইকেট | মুম্বাই ৮ উইকেট | ব্যাঙ্গালোর ৭ উইকেট | রাজস্থান ৫৫ রান | |
সানরাইজার্স হায়দ্রাবাদ | কলকাতা ১০ রান | চেন্নাই ৬ উইকেট | দিল্লি সুপারওভার | মুম্বাই ৪২ রান | ব্যাঙ্গালোর ৬ রান | হায়দ্রাবাদ ৭ উইকেট |
স্থানীয় দল জয়ী হয় | অতিথি দল জয়ী হয় |
- দ্রষ্টব্য: ম্যাচের ফলাফল স্থানীয় দল (লম্বালম্বি ভাবে) এবং অতিথি দল (আড়াআড়ি ভাবে) অনুযায়ী সাজানো হয়েছে।
- দ্রষ্টব্য: ম্যাচের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সংক্ষিপ্ত ফলাফলে ক্লিক করুন।
লিগ পর্যায়
ভারতীয় অংশ
লিগ পর্যায়ের সময়সূচী আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় ৭ মার্চ ২০২১।[23]
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
দেবদূত পাদিক্কাল ১০১* (৫২) |
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) আইপিএলে ব্যক্তিগত ৬০০০ রান সংগ্রহের রেকর্ড তৈরি করেন।[24]
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- হার্শাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ওভার বল করেন, যেখানে এক ওভারে ৩৭ রান দিতে হয়।[25]
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জয়ী হয় ও ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়
- সুপার ওভার: সানরাইজার্স হায়দ্রাবাদ ৭/০ (১ ওভার), দিল্লি ক্যাপিটালস ৮/০ (১ ওভার)
সুপার ওভার | ||||||
---|---|---|---|---|---|---|
ডেলিভারি | সানরাইজার্স হায়দ্রাবাদ | দিল্লি ক্যাপিটালস | ||||
বোলার | ব্যাটসম্যান | রান | বোলার | ব্যাটসম্যান | রান | |
১ | অক্ষর প্যাটেল | ডেভিড ওয়ার্নার | ০ | রশীদ খান | ঋষভ পন্ত | ১ |
মোট | ৭/০ | মোট | ৮/০ |
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ) টি২০ ক্রিকেটে ১০,০০০ রান সংগ্রহকারী চতুর্থ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।[26]
ব |
||
- মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
সংযুক্ত আরব আমিরাত অংশ
লিগের দ্বিতীয় পর্যায়ের সময়সূচী আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় ২৫ জুলাই ২০২১।[27]
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিসিসিআই প্রকাশিত নতুন সূচি অনুসারে নতুনভাবে নথিভূক্ত।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- খেলাটি মুলত ৩ মে ২০২১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বরুন চক্রবর্তী ও সন্দীপ ওরিয়ার (কলকাতা নাইট রাইডার্স)-এর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়ায় খেলাটি স্থগিত করা হয়।[28]
- পূর্বে খেলাটি স্থগিত রাখা হলেও, বিসিসিআই প্রকাশিত নতুন সূচি অনুসারে নতুনভাবে নথিভূক্ত।
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিসিসিআই প্রকাশিত নতুন সূচি অনুসারে নতুনভাবে নথিভূক্ত।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিসিসিআই প্রকাশিত নতুন সূচি অনুসারে নতুনভাবে নথিভূক্ত।
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- হর্ষল প্যাটেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে সমগ্র আইপিএলে ৩য় খেলোয়াড় হন, যিনি হ্যাট-ট্রিক করেন।[29]
- বিরাট কোহলি সর্বপ্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি২০তে ১০,০০০ রান পূরণ করেন।[30]
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- মুম্বাই ইন্ডিয়ানস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- এই ম্যাচের ফলাফলের ভিত্তিতেই চেন্নাই সুপার কিংস প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে নেয়, অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রতিযোগিতা থেকে ছিটকে যায়।[31]
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে দিল্লি ক্যাপিটালস প্লে-অফের যোগ্যতা অর্জন করে নেয়।[32]
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- মুম্বাই ইন্ডিয়ান্স টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কুলদীপ যাদবের আইপিএল অভিষেক ঘটে।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জয়ী হয় ও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস প্রতিযোগিতা থেকে এলিমিনেট হয়ে যায়।[33]
ব |
||
- মুম্বাই ইন্ডিয়ান্স টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ম্যাচের ফলাফল অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিযোগিতা থেকে বিদায় নেয়, কলকাতা নাইট রাইডার্স এলিমিনেটরে খেলার যোগ্যতা অর্জন করে।[34]
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ব্যাঙ্গালোর ম্যাচ জিতলেও রান রেট-এর কারণে চেন্নাই সুপার কিংস বাছাইপর্ব-১ এ অগ্রসর হয়।[35]
প্লে-অফ
প্রাথমিক পর্ব | ফাইনাল | |||||||||||
১৫ অক্টোবর ২০২১ — দুবাই | ||||||||||||
১০ অক্টোবর ২০২১ — দুবাই | ||||||||||||
১ | দিল্লি ক্যাপিটালস | ১৭২/৫ (২০ ওভার) | ||||||||||
২ | চেন্নাই সুপার কিংস | ১৭৩/৬ (১৯.৪ ওভার) | ২ | চেন্নাই সুপার কিংস | ১৯২/৩ (২০ ওভার) | |||||||
চেন্নাই ৪ উইকেটে বিজয়ী | ৪ | কলকাতা নাইট রাইডার্স | ১৬৫/৯ (২০ ওভার) | |||||||||
চেন্নাই ২৭ রানে বিজয়ী | ||||||||||||
১৩ অক্টোবর ২০২১ — শারজাহ | ||||||||||||
১ | দিল্লি ক্যাপিটালস | ১৩৫/৫ (২০ ওভার) | ||||||||||
৪ | কলকাতা নাইট রাইডার্স | ১৩৬/৭ (১৯.৫ ওভার) | ||||||||||
কলকাতা ৩ উইকেটে বিজয়ী | ||||||||||||
১১ অক্টোবর ২০২১ — শারজাহ | ||||||||||||
৩ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৩৮/৭ (২০ ওভার) | ||||||||||
৪ | কলকাতা নাইট রাইডার্স | ১৩৯/৬ (১৯.৪ ওভার) | ||||||||||
কলকাতা ৪ উইকেটে বিজয়ী |
প্রিলিমিনারী
- বাছাইপর্ব ১
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এলিমিনেটর
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাছাইপর্ব ২
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
পরিসংখ্যান
সর্বাধিক রান
- ১৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রা | সর্বোচ্চ | ১০০ | ৫০ | চার | ছয় |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পাঞ্জাব কিংস | ১৩ | ১৩ | ৬২৬ | ৬২.৬০ | ১৩৮.৮০ | ৯৮* | ০ | ৬ | ৪৮ | ৩০ | |
চেন্নাই সুপার কিংস | ১৫ | ১৫ | ৬০৩ | ৪৬.৩৮ | ১৩৭.৩৫ | ১০১* | ১ | ৪ | ৬১ | ২২ | |
শিখর ধাওয়ান | দিল্লি ক্যাপিটালস | ১৬ | ১৬ | ৫৮৭ | ৩৯.১৩ | ১২৪.৬২ | ৯২ | ০ | ৩ | ৬৩ | ১৬ |
ফাফ দু প্লেসিস | চেন্নাই সুপার কিংস | ১৫ | ১৫ | ৫৪৭ | ৪২.০৭ | ১৩৭.০৯ | ৯৫* | ০ | ৫ | ৫৩ | ২০ |
গ্লেন ম্যাক্সওয়েল | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৫ | ১৪ | ৫১৩ | ৪২.৭৫ | ১৪৪.১০ | ৭৮ | ০ | ৬ | ৪৮ | ২১ |
উৎস: IPLT20.com |
সর্বাধিক উইকেট
- ১৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | উই | সেরা | গড় | ইকন | স্ট্রা | ৪উ | ৫উ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
হার্শাল প্যাটেল | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৫ | ১৫ | ৩২ | ৫/২৭ | ১৪.৩৪ | ৮.১৪ | ১০.৫৬ | ১ | ১ |
আভেষ খান | দিল্লি ক্যাপিটালস | ১৬ | ১৬ | ২৪ | ৩/১৩ | ১৮.৭৫ | ৭.৩৭ | ১৫.২৫ | ০ | ০ |
জসপ্রীত বুমরাহ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ১৪ | ২১ | ৩/৩৬ | ১৯.৫২ | ৭.৪৫ | ১৫.৭১ | ০ | ০ |
মোহাম্মদ শামি | পাঞ্জাব কিংস | ১৪ | ১৪ | ১৯ | ৩/২১ | ২০.৭৮ | ৭.৫০ | ১৬.৬৩ | ০ | ০ |
বরুন চক্রবর্তী | কলকাতা নাইট রাইডার্স | ১৬ | ১৬ | ১৮ | ৩/১৩ | ২২.৭৭ | ৬.৪০ | ২১.৩৩ | ০ | ০ |
উৎস: IPLT20.com |
উইকেটের পরিসংখ্যান
- ১৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
সর্বমোট উইকেট |
৭০৪ | গড় রান/উইকেট | ২৫.৯৪ | মোট ক্যাচ | ৪৫৮ | ||||||||||
এলবিডব্লিউ | ৫১ | ||||||||||||||
বল/উইকেট | ১৯ | স্টাম্প | ১৩ | ||||||||||||
বোল্ড | ১১৩ | ||||||||||||||
ফাস্ট বোলিংয়ে উইকেট | ৪৫৯ | স্পিন বোলিংয়ে উইকেট | ১৯৯ | রান আউট | ৪৬ | ||||||||||
কট এন্ড বোল্ড | ২২ | ||||||||||||||
উৎস : ক্রিকবাজ |
মাঠ পরিসংখ্যান
নাম | ন্যূনতম রক্ষণযোগ্য স্কোর | গড় রক্ষণযোগ্য স্কোর | গড় অর্জনযোগ্য স্কোর | সর্বোচ্চ অর্জনযোগ্য স্কোর |
---|---|---|---|---|
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ১৫৬ (চেন্নাই দ্বারা) | ১৭৫ | ১৬৯ | ১৭৩ (চেন্নাই দ্বারা) |
তথ্যসূত্র
- "IPL 2021 Auction: VIVO Remains The Title Sponsor As BCCI Releases The Player Auction List"। Yahoo! Cricket। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১।
- "BCCI looking to get players vaccinated, UAE not a back-up option for IPL" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১।
- "Mumbai trump Super Kings to win record fourth IPL title" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "Trent Boult and Rohit Sharma help dominant Mumbai Indians coast to fifth IPL title" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "Await ten team IPL in 2021"। The Island Online। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "Time too short for 10-team IPL 2021, addition should happen in 2022: BCCI official"। Times Now News। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "IPL 2021 New Team : Guwahati wants IPL team, BCCI official says 'not possible at this stage'"। InsideSport। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "BCCI approves 10-team IPL from 2022 at AGM in Ahmedabad"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "BCCI approves 10 teams in IPL 2022; backs cricket's inclusion in 2028 Los Angeles Olympics"। Times Now News। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- "IPL 2021: Who will be retained, and who will be released?"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
- "IPL 2021 player auction to be held on February 18"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।
- "1097 players register for IPL 2021 Player Auction"। iplt20.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- "VIVO IPL 2021 Player Auction list announced"। iplt20.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২১।
- "The moral maze of Morris' millions"। Cricbuzz। ১৯ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।
- "IPL auction 2021-Krishnappa Gowtham becomes most expensive uncapped player in IPL history"। The Hindu। ১৯ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।
- "More Aussies leave IPL early as COVID crisis deepens"। Cricket Australia। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "KKR v RCB postponed amidst COVID scare"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "L Balaji among three in CSK camp to test positive for Covid-19"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "Delhi Capitals told to quarantine"। CricBuzz। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "Amid Covid-19 concern, IPL may shift entirely to Mumbai"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "বিসিসিআই আইপিএল ২০২১ পুনরায় ইউএইতে শুরু করার কথা ভাবছে"।
- "বিসিসিআই আইপিএলের দ্বিতীয় অংশের সূচি ঘোষণা করল"।
- "BCCI announces schedule for VIVO IPL 2021"। www.iplt20.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭।
- "Padikkal 101*, Kohli 72* flatten Royals in ten-wicket win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২১।
- "IPL 2021: Ravindra Jadeja slams 37 runs in Harshal Patel's single over"। CricTracker। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- "CSK vs SRH: David Warner becomes 1st batsman to hit 50 IPL fifties, 4th player to 10,000 T20 runs"। India Today। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২১।
- "বিসিসিআই দ্বিতীয় অংশের সূচি ঘোষণা করল"।
- "Chakravarthy, Warrier test positive for Covid-19; KKR vs RCB rescheduled"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "হার্শাল প্যাটেল হ্যাট-ট্রিক নিলেন"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১।
- "বিরাট কোহলি ১০০০০ রান যুক্ত প্রথম ভারতীয় টি২০ ক্রিকেটার"। স্পোর্টস্টার। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১।
- "Dwayne Bravo, Josh Hazlewood lead dominant CSK into playoffs"। espncricinfo। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- "IPL 2021: KL Rahul Keeps PBKS Alive; DC Into Playoffs After KKR Lose By Five Wickets"। www.news18.com। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১।
- "রয়্যালসদের ৮৬ রানে উড়িয়ে দিয়ে কেকেআর প্লে-অফের কাছাকাছি"। ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১।
- "Recent Match Report - Sunrisers Hyderabad vs Mumbai Indians, Indian Premier League 2021, 55th Match"। ESPN.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
- DelhiOctober 8, Rohit Mundayur New। "IPL 2021 Playoffs Line-up: DC to face CSK in Qualifier 1, RCB up against KKR in Eliminator"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।