২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব
২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বতসোয়ানায় অনুষ্ঠিত হয়।[1][2] টুর্নামেন্টের ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয় এবং টুর্নামেন্টের সেরা দল ২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য উত্তীর্ণ হয়।[1] এ টুর্নামেন্টের মাধ্যমেই কোনও আইসিসি নারী ইভেন্টে বতসোয়ানা, ক্যামেরুন ও মালাউই-এর অভিষেক হওয়ার কথা ছিল।[3] কিন্তু পরবর্তীতে মালাউইর পরিবর্তে এসোয়াতিনিকে টুর্নামেন্টে নেয়া হয়।[4]
তারিখ | ৯ সেপ্টেম্বর ২০২১ – ১৯ সেপ্টেম্বর ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | বতসোয়ানা |
বিজয়ী | জিম্বাবুয়ে |
রানার-আপ | নামিবিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১১ |
খেলার সংখ্যা | ২৯ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ফাতুমা কিবাসু |
সর্বাধিক রান সংগ্রহকারী | ফাতুমা কিবাসু (২৮০) |
সর্বাধিক উইকেটধারী | লরিন পিরি (১৬) |
প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ২০২১ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সূচির জটিলতা কমানোর উদ্দেশ্যে টুর্নামেন্টটিকে এগিয়ে আনা হয়।[5] ২০২১ সালের জুলাই মাসে টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়।[6][7] টুর্নামেন্ট শুরুর আগে ক্যামেরুন দলের এক সদস্যের দেহে কোভিড-১৯ ধরা পড়ায় সূচিতে পরিবর্তন আনা হয়। দলের সব সদস্যকে পরীক্ষায় নেগেটিভ আসা পর্যন্ত আইসোলেশনে রাখা হয়।[8]
উগান্ডার বিপক্ষে ক্যামেরুনের প্রথম ম্যাচে ক্যামেরুনের বোলার মায়েভা দুমার হাতে উগান্ডার চারজন ব্যাটার 'মানকড়' রান আউটের শিকার হন।[9]
টুর্নামেন্টটির ফাইনালে উত্তীর্ণ হয় জিম্বাবুয়ে ও নামিবিয়া।[10][11][12] ফাইনালে নামিবিয়াকে ১৩ রানে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জিম্বাবুয়ে, এবং এর সাথে তারা মূল বাছাইপর্ব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।[13]
দলীয় সদস্য
টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[14][15][16]
উগান্ডা[16][17] | এসোয়াতিনি[15][18] | ক্যামেরুন[16][19] | জিম্বাবুয়ে[15][20] | তানজানিয়া[15][21] | নাইজেরিয়া[16][22] | নামিবিয়া[16][23] | বতসোয়ানা[15][24] | মোজাম্বিক[15][25] | রুয়ান্ডা[15][26] | সিয়েরা লিওন[16][27] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
|
গ্রুপ পর্ব
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | জিম্বাবুয়ে | ৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +৪.৪৩৫ |
২ | তানজানিয়া | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +৫.৭৬৪ |
৩ | রুয়ান্ডা | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +২.০৩০ |
৪ | বতসোয়ানা (H) | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | +১.৭৮৬ |
৫ | মোজাম্বিক | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −৫.৪১৬ |
৬ | এসোয়াতিনি | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −৯.০৯৪ |
সেমিফাইনালে উত্তীর্ণ
সূচি
মোজাম্বিক ১৭ (৭.৩ ওভার) |
ব |
রুয়ান্ডা ১৮/০ (২.১ ওভার) |
ওফেলিয়া মোইয়ানে ৩ (৩) ইমাকুলে মুহাওয়েনিমানা ৪/৬ (৩ ওভার) |
সারাহ উয়েরা ৭* (৭) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলদা মাংগি, ওফেলিয়া মোইয়ানে, তানিয়া শিরাশেক ও হেলেনা পোনজা (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
বতসোয়ানা ২২৪/২ (২০ ওভার) |
ব |
|
ওলেবোগেং বাতিসানি ৭৭ (৬৬) নোম্বুসো খুমালো ১/৩৩ (৪ ওভার) |
ম্বালি দ্লামিনি ৬ (১১) বোৎসোগো ম্পেদি ৩/১ (৩ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- উইনিলে গিনিন্দজা, খুলানি মাসেকো, দুমসিলে দ্লামিনি, নোথান্দো মাবিলা, নোম্বুসো খুমালো, ন্তোম্বিজিনি গোয়েবু, ন্তোম্বিজোদোয়া ম্খাৎশোয়া, ন্তোম্বিজোনকে ম্খাৎশোয়া, ফিন্দো দ্লামিনি, ম্বালি দ্লামিনি ও সামকেলিসিওয়ে মাবুজা (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
মনিকা প্যাসকাল ৪২ (৪১) লরিন পিরি ৪/১২ (৪ ওভার) |
ম্যারি-অ্যান মুসোন্দা ৫২* (৪৫) নাসরা সাইদি ২/৯ (৩ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোয়ানাইদ্দি ইব্রাহিম, লিন্ডা মাসাওয়ে ও সোফিয়া জেরোম (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
বতসোয়ানা ১৫১/৬ (২০ ওভার) |
ব |
মোজাম্বিক ৪১ (১৪ ওভার) |
আমান্ত্লে মোকগোৎলে ৫২* (২৪) ক্রিস্তিনা মাগাইয়া ২/৩০ (৪ ওভার) |
পালমিরা কুইনিকা ১৩ (১৯) শামিলা মোসোয়েউ ৬/৩ (৪ ওভার) |
ব |
||
ন্তোম্বিজিনি গোয়েবু ৬ (৮) এস্থার ম্বোফানা ৬/১১ (৪ ওভার) |
মোডস্টার মুপাচিকোয়া ১৩* (৭) |
- এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- তেনেলে মালিংগা (এসোয়াতিনি) ও এস্থার ম্বোফানা (জিম্বাবুয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
- এস্থার ম্বোফানা প্রথম জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[29]
ব |
মোজাম্বিক ২৮ (১২.৫ ওভার) | |
মোয়ানাইদি সোয়েদি ৮৭* (৪৮) ক্রিস্তিনা মাগাইয়া ৩/৩৫ (৪ ওভার) |
ওলগা মাৎসোলো ৬* (২৩) পেরিস কামুনিয়া ৩/৬ (৪ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোয়ানাইদি সোয়েদি ও মোয়ানামভুয়া উশাংগা (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
রুয়ান্ডা ২০৪/৫ (২০ ওভার) |
ব |
|
জিজেল ইশিমোয়ে ১১৪* (৬৯) উইনিলে গিনিন্দজা ২/২৪ (২.৪ ওভার) |
ন্তোম্বিজোদোয়া ম্খাৎশোয়া ৫ (২২) মার্গারিত ভুমিলিয়া ৪/০ (১ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নোমভুইয়ো মাগাগুলা (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।
- জিজেল ইশিমোয়ে (রুয়ান্ডা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[30]
ব |
বতসোয়ানা ৩১ (১৩ ওভার) | |
অ্যাশলি ন্দিরায়া ৪৪ (৩৯) তুয়েলো শ্যাডর্যাক ১/১২ (৪ ওভার) |
লরা মোপাকেদি ১৪ (২৬) লরিন পিরি ৫/৬ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- লরিন পিরি (জিম্বাবুয়ে) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[30]
ব |
রুয়ান্ডা ৬১ (১৬.৫ ওভার) | |
সাউম ম্তে ৩৪ (২৯) মার্গারিত ভুমিলিয়া ৩/১০ (৪ ওভার) |
ক্যাথিয়া উয়ামাহোরো ১১ (১৯) ফাতুমা কিবাসু ৪/১৩ (২.৫ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
মোজাম্বিক ৩৪ (১৪.১ ওভার) | |
জোসেফিন ন্কোমো ৫৬* (৩২) ক্রিস্তিনা মাগাইয়া ২/২৯ (৪ ওভার) |
পালমিরা কুইনিকা ২০ (২১) প্রেশাস মারাংগে ৪/৮ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- শিলা গুয়াম্বে (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ফাতুমা কিবাসু ১২৭* (৬৬) দুমসিলে দ্লামিনি ১/২৮ (২.৪ ওভার) |
উইনিলে গিনিন্দজা ৫ (১৩) মোয়ানামভুয়া উশাংগা ৩/১ (৩.৫ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মাউইলসিয়া মে (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।
বতসোয়ানা ৯৪/৯ (২০ ওভার) |
ব |
রুয়ান্ডা ৯৫/৭ (১৮.৪ ওভার) |
শামিলা মোসোয়েউ ২১ (৩০) মার্গারিত ভুমিলিয়া ২/১০ (৪ ওভার) |
হেনরিয়েট ইশিমোয়ে ১৯ (১৯) জ্যাকলিন ক্গাং ৩/২২ (৪) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
মোজাম্বিক ১৩৮/৬ (২০ ওভার) |
ব |
|
ওলগা মাৎসোলো ৩৩* (৫৪) ন্তোম্বিজোনকে ম্খাৎশোয়া ২/২৪ (৪ ওভার) |
ন্তোম্বিজোদোয়া ম্খাৎশোয়া ১২ (২৭) সিসিলিয়া মুরোম্বে ৪/৪ (২ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
রুয়ান্ডা ৯০/৯ (২০ ওভার) | |
ম্যারি-অ্যান মুসোন্দা ৩৪ (২৮) সিফা ইনগাবিরে ২/২৯ (৪ ওভার) |
সারাহ উয়েরা ৩৯ (৫৫) লরিন ৎশুমা ৪/১১ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
বতসোয়ানা ৮২ (১৯.৩ ওভার) |
ব |
|
ওলেবোগেং বাতিসানি ২৪ (৩৩) পেরিস কামুনিয়া ৩/৬ (৪ ওভার) |
মনিকা প্যাসকাল ৩৪* (২৬) ফ্লোরেন্স সামান্য়িকা ১/৫ (১ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | নামিবিয়া | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.৭৯৫ |
২ | উগান্ডা | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +৩.০৩০ |
৩ | নাইজেরিয়া | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −০.২৭৭ |
৪ | সিয়েরা লিওন | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −১.২৩২ |
৫ | ক্যামেরুন | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −৫.৩৬৭ |
সেমিফাইনালে উত্তীর্ণ
সূচি
ব |
||
কেইলিন গ্রিন ৫৪* (৪৯) এভেলিন আন্য়িপো ১/৯ (২ ওভার) |
ইমাকুলেট নাকিসুইয়ি ৩৬ (৩১) সুনে ভিটমান ২/১১ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আইরিন আলুমো (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
সিয়েরা লিওন ১০২/৯ (২০ ওভার) |
ব |
নাইজেরিয়া ১০৩/৫ (১৬ ওভার) |
আমিনাতা কামারা ২৮ (৩৬) জয় এফোসা ২/১৫ (৪ ওভার) |
ব্লেসিং এতিম ২৭ (৩১) ফাতু পেস্সিমা ২/২৫ (৩ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- চিনিয়েনুম জর্জ, লাকি পাইটি (নাইজেরিয়া) ও ফাতু পেস্সিমা (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
নাইজেরিয়া ৬৬/৭ (২০ ওভার) | |
কেইলিন গ্রিন ২৯ (২১) তাইও আব্দুলকাদরি ২/১৯ (৪ ওভার) |
ওমোনিয়ে আসিকা ১৪ (২৯) কেইলিন গ্রিন ২/১২ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
নাইজেরিয়া ৬১ (১৪.৫ ওভার) | |
স্টেফানি নাম্পিনা ২২* (২০) ম্যারি ডেসমন্ড ২/১৮ (৪ ওভার) |
ওমোনিয়ে আসিকা ১৩ (১২) কনসি আওয়েকো ২/৭ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
ক্যামেরুন ৩৫ (১৪.৩ ওভার) | |
রিতা মুসামালি ৫৯ (৪০) মিশেল একানি ১/২৭ (৪ ওভার) |
মাদালেন সিসাকো ১৭* (৩৫) কনসি আওয়েকো ৩/৪ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্যাট্রিসিয়া মালেমিকিয়া (উগান্ডা), আকাগো এলিয়ানে, ক্লেমেন্স মানিদোম, চুয়াবো লেসলি, জান ন্গোনো, নান্তিয়া কেনফাক, বের্নাদেত ম্বিদা, মাদালেন সিসাকো, মায়েভা দুমা, মার্গারিত বেসালা, মিশেল একানি ও সাইনেরাহ ম্বোয়ে (ক্যামেরুন)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
সিয়েরা লিওন ৮৭/৯ (২০ ওভার) | |
সুনে ভিটমান ৫২ (৪৩) জয়নব কামারা ৩/২৫ (৪ ওভার) |
মারি তুরে ১৮ (২৯) ইয়াসমিন খান ৩/১০ (৪ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেইলি ফন ভাইক (নামিবিয়া) ও মারি তুরে (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
ক্যামেরুন ৪৭ (১৯.৩ ওভার) |
ব |
নাইজেরিয়া ৪৮/০ (৬.৩ ওভার) |
নান্তিয়া কেনফাক ২৩ (৩১) ব্লেসিং এতিম ৪/০ (৪ ওভার) |
কেহিন্দে আব্দুলকাদরি ১৬* (১৮) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
সিয়েরা লিওন ৮৬/৮ (২০ ওভার) |
ব |
|
ফাতু পেস্সিমা ২২ (৩২) স্টেফানি নাম্পিনা ৩/১৮ (৪ ওভার) |
কেভিন আউইনো ৩৯* (৩৬) অ্যান-মারি কামারা ১/১৪ (২ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ক্যামেরুন ৩০ (১৫.৫ ওভার) |
ব |
|
বের্নাদেত ম্বিদা ১০ (২০) উইলকা মোয়াতিলে ৫/৬ (৪ ওভার) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মিশেল তেজুই (ক্যামেরুন) ও মেকেলায়ে মোয়াতিলে (নামিবিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
- উইলকা মোয়াতিলে প্রথম নামিবীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[31]
ক্যামেরুন ৭৬/৯ (২০ ওভার) |
ব |
সিয়েরা লিওন ৭৭/৪ (১৪.৩ ওভার) |
মাদালেন সিসাকো ২১ (২৩) লিন্ডা বুল ৩/১১ (৪ ওভার) |
লিন্ডা বুল ১৭ (২১) মিশেল একানি ৩/১২ (৩.৩ ওভার) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
প্লেঅফ
বন্ধনী
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | জিম্বাবুয়ে | ১০৮/৬ (২০) | ||||||
বি২ | উগান্ডা | ৯৪ (২০) | ||||||
এ১ | জিম্বাবুয়ে | ১৩৩/৪ (২০) | ||||||
বি১ | নামিবিয়া | ১২০/৯ (২০) | ||||||
এ২ | তানজানিয়া | ৮৯/৭ (২০) | ||||||
বি১ | নামিবিয়া | ৯০/৮ (১৯.৫) | ৩য় স্থান নির্ধারণী | |||||
বি২ | উগান্ডা | ৭৯ (১৮.৪) | ||||||
এ২ | তানজানিয়া | ৮২/১ (১৩.২) |
১ম সেমিফাইনাল
ব |
||
প্রেশাস মারাংগে ৪০ (২৫) আইরিন আলুমো ২/১৩ (৪ ওভার) |
ইমাকুলেট নাকিসুইয়ি ১৮ (২৯) এস্থার ম্বোফানা ৩/১৬ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- পেলায়িয়া মুজাজি (জিম্বাবুয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
২য় সেমিফাইনাল
ব |
||
মনিকা প্যাসকাল ৩০ (৪৮) কেইলিন গ্রিন ২/৯ (২ ওভার) |
ইরেনে ফন জেইল ২২ (২৮) সোফিয়া জেরোম ৩/১৮ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী
ব |
||
প্রসকোভিয়া আলাকো ২০ (২৮) ফাতুমা কিবাসু ২/৩ (১.৪ ওভার) |
সাউম ম্তে ৩৬ (৪০) জ্যানেট ম্বাবাজি ১/১৪ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
ব |
||
চিয়েদজা ধুরুরু ৪৪ (৫৬) কেইলিন গ্রিন ২/২২ (৪ ওভার) |
আদ্রি ফন ডের মেরভা ২৯ (৩৪) নোমভেলো সিবান্দা ২/৭ (২ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- "Uganda Cricket Summons 28 Ladies To Start World Cup Qualifiers Preparations"। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২১।
- "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup"। দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- "Cricket comes to town"। দ্য ভয়েস (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১।
- "Men's T20 World Cup 2022 Regional Qualifiers postponed"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১।
- "Cricket: Rwanda to host four Africa Regional Qualifying tournaments"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- "Rwanda to host four Africa Regional Qualifying tournaments"। রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- "Botswana, Cameroon and Eswatini to compete in their first ICC Women's events"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- "Cameroon v Uganda: Bowler Mankads four batters"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- "Zimbabwe to face Namibia in final of T20I World Cup Africa Qualifier"। দ্য হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।
- "Namibia beat Tanzania in thriller"। দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।
- "Lady Chevrons storm T20 World Cup Africa Qualifier final"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।
- "All-round Zimbabwe beat Namibia to win T20 World Cup Africa Qualifier"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১।
- "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"। উইমেস'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- "T20 World Cup Africa qualifier: Group A – Know the teams"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- "T20 World Cup Africa qualifers: Group B – Know the teams"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- "Uganda names Final 14 for Women's Cricket World Cup Qualifiers"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১।
- "ICC Women's T20 World Cup Africa Region Qualifier 2021 – Eswatini Women"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- "List of Cameroon cricket national team players retained for ICC T-20 World Cup Africa Qualifier"। ক্যামেরুন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।
- "ICC Women's T20 World Cup Africa Region Qualifier 2021 – Zimbabwe Women"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১।
- "Our Tanzanian National women's team is all set to go to the upcoming ICC 2021 Women T20 World Cup Africa qualifier to be held in Botswana."। তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Final Nigeria Women's team for ICC T-20 World Cup Africa Qualifier announced"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১।
- @CricketNamibia1 (১৮ আগস্ট ২০২১)। "Capricorn Eagles Squad Announcement Cricket. We are excited to announce the women's squad scheduled to represent Namibia at the T20 World Cup Africa Qualifier in Botswana in September" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "ICC Women's T20 World Cup Africa Region Qualifier 2021 – Botswana Women"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১।
- "ICC Women's T20 World Cup Africa Region Qualifier 2021 – Mozambique Women"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১।
- "Nhamburo summons squad for ICC world Cup Africa Qualifiers"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
- "Sierra Leone Cricket Association names 14 female players for ICC Women's T20 Cricket World Cup Qualifiers"। সিয়েরা লোডেড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২১।
- "Shameelah Mosweu steals headlines as Botswana, Namibia extend winning streak"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- "Zimbabwe thump Eswatini by ten wickets; Tanzania, Uganda register their first wins"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১।
- "Gisele Ishimwe, Loryn Phiri headline day 3 of Africa Qualifier as Rwanda, Zimbabwe, Uganda register big wins"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- "Fatuma Kibasu, Wilka Mwatile star as Tanzania, Namibia register huge wins in Africa Qualifier"। উইমেস'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১।