২০২১ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং পাঁচটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা জুন থেকে জুলাই ২০২১-এ অনুষ্ঠিত হয়। [1][2][3]
২০২১ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ৯ – ২৬ জুলাই ২০২১ | ||
অধিনায়ক |
নিকোলাস পুরাণ (টি২০আই) কিরণ পোলার্ড (ওডিআই) |
অ্যারন ফিঞ্চ (টি২০আই) অ্যালেক্স কেরি (ওডিআই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কিরণ পোলার্ড (৬৯) | অ্যালেক্স কেরি (১২২) | |
সর্বাধিক উইকেট | হেইডেন ওয়ালশ জুনিয়র (৭) | মিচেল স্টার্ক (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৪–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | লেন্ডল সিমন্স (১৬৫) | মিচেল মার্শ (২১৯) | |
সর্বাধিক উইকেট | হেইডেন ওয়ালশ জুনিয়র (১২) | মিচেল মার্শ (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হেইডেন ওয়ালশ জুনিয়র (ওয়েস্ট ইন্ডিজ) |
দলীয় সদস্য
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | |
---|---|---|
ওডিআই | টি২০আই | ওডিআই ও টি২০আই |
|
|
|
প্র্যাকটিস ম্যাচ
৫ জুলাই ২০২১ |
ব |
||
৭ জুলাই ২০২১ |
ব |
||
টি২০আই সিরিজ
১ম টি২০আই
৯ জুলাই ২০২১ ১৯:৩০ (রাত) |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিকোলাস পুরাণ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব টি২০আই প্রথমবার।
২য় টি২০আই
৩য় টি২০আই
১২ জুলাই ২০২১ ১৯:৩০ (রাত) |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে তার ১৪,০০০ রান করেছেন।
৪র্থ টি২০আই
৫ম টি২০আই
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২০ জুলাই ২০২১ ১৪:৩০ (দিন/রাত) |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের ৪৯ ওভারের ২৫৭ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
- ওয়েস অ্যাগার, বেন ম্যাকডারমট ও জোশ ফিলিপ (অস্ট্রেলিয়া) সব তার ওডিআই অভিষেক হয়।
- অ্যালেক্স কেরি অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ওডিআই প্রথমবার।
- হেইডেন ওয়ালশ জুনিয়র (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- বিশ্বকাপ সুপার লীগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।
২য় ওডিআই
২২–২৪ জুলাই ২০২১ ১৪:৩০ (দিন/রাত) |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইতিবাচক কোভিড-১৯ কেসের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিল ও পুনঃনির্ধারিত হয়েছিল।
- রাইলি মেরেডিথ (অস্ট্রেলিয়া) তার ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লীগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, অস্ট্রেলিয়া ০।
৩য় ওডিআই
২৬ জুলাই ২০২১ ১৪:৩০ (দিন/রাত) |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লীগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।
তথ্যসূত্র
- "The Hundred could lose overseas players after West Indies v Australia series agreed"। The Times। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
- "West Indies cricket schedule: Full list of Test, ODI & T20I fixtures in 2021"। Wisden। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
- "Australia set for Caribbean return with white-ball tour"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.