২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ইংরেজি: 2021–23 ICC World Test Championship) টেস্ট ক্রিকেটকে ঘিরে চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর।[1][2][3] ৫ ম্যাচ বিশিষ্ট ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ বা পতৌদি ট্রফির মাধ্যমে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।[4] ২০২৩ সালের ৩১ মার্চ এটি শেষ হবে।[5] নিউজিল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স।[6][7]

২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
তারিখ৪ আগস্ট ২০২১ – ৩১ মার্চ ২০২৩
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটেস্ট ক্রিকেট
প্রতিযোগিতার ধরনলিগ ও ফাইনাল
অংশগ্রহণকারী দলসংখ্যা
আনুষ্ঠানিক ওয়েবসাইটICCWTC

আইসিসি জুলাই ২০২২-এ ঘোষণা করে যে, ২০২৩ সালের জুন মাসে লর্ড’স স্টেডিয়ামে এই মরসুমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।[8][9] পরে ঠিক করা হয় যে লন্ডনের দি ওভাল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পয়েন্ট পদ্ধতি

আগের বারের তুলনায় পয়েন্ট পদ্ধতি পরিবর্তন করা হয় ।

পয়েন্ট অর্জনের পদ্ধতি[10][11]
ফলাফল পয়েন্ট %পয়েন্ট
জয়১২১০০
টাই৫০
ড্র৩৩.৩৩
পরাজয়

শতকরা পয়েন্ট এর ভিত্তিতে স্থান নির্ধারণ করা হবে ।

সিরিজের ম্যাচ সংখ্যা মোট পয়েন্ট
২৪
৩৬
৪৮
৬০

অংশগ্রহণকারী দল

আইসিসির নয়টি পূর্ণাঙ্গ সদস্য এতে অংশ নিচ্ছে:[10][11]

প্রত্যেক দলই আটটি সম্ভাব্য প্রতিপক্ষীয় দলের ছয়টির বিপক্ষে খেলবে। আইসিসি ঘোষণা করেছে যে, এ প্রতিযোগিতায় ভারতপাকিস্তান দল একে-অপরের বিপক্ষে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে।

আইসিসির নিম্নবর্ণিত তিনটি পূর্ণাঙ্গ সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিবে না:

সময়সূচি

স্বাগতিক \ সফরকারী
অস্ট্রেলিয়া  ৪–০(৫) ২–০(৩) ২–০(২)
বাংলাদেশ  ০–২(২) ০–২(২) ০–১(২)
ইংল্যান্ড  ২–২(৫) ৩–০(৩) ২–১(৩)
ভারত  ২–১(৪) ১–০(২) ২–০(২)
নিউজিল্যান্ড  ১–১(২) ১–১(২) ২–০(২)
পাকিস্তান  ০–১(২) ০–৩(৩) ০–০(২)
দক্ষিণ আফ্রিকা  ২–০(২) ২–১(৩) ২–০(২)
শ্রীলঙ্কা  ১–১(২) ১–১(২) ২–০(২)
ওয়েস্ট ইন্ডিজ  ২–০(২) ১–০(৩) ১–১ (২)
২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: সিরিজ ফলাফলের পাশে ব্র্যাকেটে লেখা সংখ্যাটি সিরিজের খেলার সংখ্যা নির্দেশ করে ।[12]
* = চলমান সিরিজ
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।
দল ম্যাচ যাদের সাথে খেলবে না
মোট হোম অ্যাওয়ে
 অস্ট্রেলিয়া১৮১০ বাংলাদেশ এবং  নিউজিল্যান্ড
 বাংলাদেশ১২ অস্ট্রেলিয়া এবং  ইংল্যান্ড
 ইংল্যান্ড২২১১১১ বাংলাদেশ এবং  শ্রীলঙ্কা
 ভারত১৯১০ পাকিস্তান এবং  ওয়েস্ট ইন্ডিজ
 নিউজিল্যান্ড১৩ অস্ট্রেলিয়া এবং  ওয়েস্ট ইন্ডিজ
 পাকিস্তান১৪ ভারত এবং  দক্ষিণ আফ্রিকা
 দক্ষিণ আফ্রিকা১৫ পাকিস্তান এবং  শ্রীলঙ্কা
 শ্রীলঙ্কা১৩ ইংল্যান্ড এবং  দক্ষিণ আফ্রিকা
 ওয়েস্ট ইন্ডিজ১৩ ভারত এবং  নিউজিল্যান্ড

পয়েন্ট তালিকা

অব দল সিরিজ ম্যাচ মোট পয়েন্ট পয়েন্ট জরিমানা পয়েন্ট% রা/উ
খেলাজয়হারড্রখেলাজয়হারড্রটাই
 অস্ট্রেলিয়া১৮১১২২৮১৫২৬৬.৬৮%১.৪৬৬
 ভারত১৮১০২১৬১২৭[13][14]৫৮.৮০%১.২৮১
 দক্ষিণ আফ্রিকা১৫১৮৮১০০৫৫.৫৬%১.০৬৬
 ইংল্যান্ড২২১০২৬৪১২৪১২[13][15]৪৬.৯৭%০.৯৬০
 শ্রীলঙ্কা১২১১৪৬৪৪৪.৪৪%০.৮৬৫
 নিউজিল্যান্ড১৩১৫৬৬০৩৮.৪৬%০.৯৯৬
 পাকিস্তান১৪১৬৮৬৪৩৮.০৯%১.৩০৬
 ওয়েস্ট ইন্ডিজ১২১৫৬৭৮[16]৩৪.৬২%০.৯৪২
 বাংলাদেশ১২১০১৪৪১৬১১.১১%০.৫৩৯
২১ মার্চ ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত। উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল[17][18]
    • প্রথম দুটি দল ফাইনাল খেলবে ।
    • শতকরা পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ধারিত হবে।
    •      ফাইনালে অগ্রসর

    লিগ পর্বের খেলা

    ইংল্যান্ড ব ভারত (পতৌদি ট্রফি)

    ৪–৮ আগস্ট ২০২১
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ১৮৩ (৬৫.৪ ওভার)

    ৩০৩ (৮৫.৫ ওভার)
     ভারত
    ২৭৮ (৮৪.৫ ওভার)

    ৫২/১ (১৪ ওভার)
    ম্যাচ ড্র
    ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
    পয়েন্ট: ইংল্যান্ড ২, ভারত ২[13]
    ১২–১৬ আগস্ট ২০২১
    স্কোরকার্ড
    ভারত 
    ৩৬৪ (১২৬.১ ওভার)

    ২৯৮/৮ডি. (১০৯.৩ ওভার)
     ইংল্যান্ড
    ৩৯১ (১২৮ ওভার)

    ১২০ (৫১.৫ ওভার)
    ভারত ১৫১ রানে জয়ী
    লর্ড’স, লন্ডন
    পয়েন্ট: ইংল্যান্ড ০, ভারত ১২
    ২৫–২৯ আগস্ট ২০২১
    স্কোরকার্ড
    ভারত 
    ৭৮ (৪০.৪ ওভার)

    ২৭৮ (৯৯.৩ ওভার)
     ইংল্যান্ড
    ৪৩২ (১৩২.২ ওভার)
    ২–৬ সেপ্টেম্বর ২০২১
    স্কোরকার্ড
    ভারত 
    ১৯১ (৬১.৩ ওভার)

    ৪৬৬ (১৪৮.২ ওভার)
     ইংল্যান্ড
    ২৯০ (৮৪ ওভার)

    ২১০ (৯২.২ ওভার)
    ভারত ১৫৭ রানে জয়ী
    দি ওভাল, লন্ডন
    পয়েন্ট: ইংল্যান্ড ০, ভারত ১২
    ১–৫ জুলাই ২০২২[19]
    স্কোরকার্ড
    ভারত 
    ৪১৬ (৮৪.৫ ওভার)

    ২৪৫ (৮১.৫ ওভার)
     ইংল্যান্ড
    ২৮৪ (৬১.৩ ওভার)

    ৩৭৮/৩ (৭৬.৪ ওভার)

    ওয়েস্ট ইন্ডিজ ব পাকিস্তান

    ১২–১৬ আগস্ট ২০২১
    স্কোরকার্ড
    পাকিস্তান 
    ২১৭ (৭০.৩ ওভার)

    ২০৩ (৮৩.৪ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৫৩ (৮৯.৪ ওভার)

    ১৬৮/৯ (৫৬. ৫ ওভার)
    ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী
    সাবিনা পার্ক, জ্যামাইকা
    পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, পাকিস্তান ০
    ২০–২৪ আগস্ট ২০২১
    স্কোরকার্ড
    পাকিস্তান 
    ৩০২/৯ডি. (১১০ ওভার)

    ১৭৬/৬ডি. (২৭.২ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ১৫০ (৫১.৩ ওভার)

    ২১৯ (৮৩.২ ওভার)
    পাকিস্তান ১০৯ রানে জয়ী
    সাবিনা পার্ক, জ্যামাইকা
    পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ০,পাকিস্তান ১২

    শ্রীলঙ্কা ব ওয়েস্ট ইন্ডিজ (সোবার্স-তিসেরা ট্রফি)

    ২১–২৫ নভেম্বর ২০২১
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ৩৮৬ (১৩৩.৫ ওভার)

    ১৯১/৪ডি. (৪০.৫ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৩০ (৮৫.৫ ওভার)

    ১৬০ (৭৯ ওভার)
    শ্রীলঙ্কা ১৮৭ রানে জয়ী
    গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে
    পয়েন্ট: শ্রীলঙ্কা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০
    ২৯ নভেম্বর – ৩ ডিসেম্বর ২০২১
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ২০৪ (৬১.৩ ওভার)

    ৩৪৫/৯ডি. (১২১.৪ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৫৩ (১০৪.২ ওভার)

    ১৩২ (৫৬.১ ওভার)
    শ্রীলঙ্কা ১৬৪ রানে জয়ী
    গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে
    পয়েন্ট: শ্রীলঙ্কা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০

    ভারত ব নিউজিল্যান্ড

    ২৫–২৯ নভেম্বর ২০২১
    স্কোরকার্ড
    ভারত 
    ৩৪৫ (১১১.১ ওভার)

    ২৩৪/৭ডি. (৮১ ওভার)
     নিউজিল্যান্ড
    ২৯৬ (১৪২.৩ ওভার)

    ১৬৫/৯ (৯৮ ওভার)
    ম্যাচ ড্র
    গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর
    পয়েন্ট: ভারত ৪, নিউজিল্যান্ড ৪
    ৩–৭ ডিসেম্বর ২০২১
    স্কোরকার্ড
    ভারত 
    ৩২৫ (১০৯.৫ ওভার)

    ২৭৬/৭ডি. (৭০ ওভার)
     নিউজিল্যান্ড
    ৬২ (২৮.১)

    ১৬৭ (৫৬.৩ ওভার)
    ভারত ৩৭২ রানে জয়ী
    ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
    পয়েন্ট: ভারত ১২, নিউজিল্যান্ড ০

    বাংলাদেশ ব পাকিস্তান

    ২৬–৩০ নভেম্বর ২০২১
    স্কোরকার্ড
    বাংলাদেশ 
    ৩৩০ (১১৪.৪ ওভার)

    ১৫৭ (৫৬.২ ওভার)
     পাকিস্তান
    ২৮৬ (১১৫.৪ ওভার)

    ২০৩/২ (৫৮.৩ ওভার)
    ৪–৮ ডিসেম্বর ২০২১
    স্কোরকার্ড
    পাকিস্তান 
    ৩০০/৪ডি. (৯৮.৩ ওভার)
     বাংলাদেশ
    ৮৭ (৩২)

    ২০৫ ফ.অ. (৮৪.৪ ওভার)

    অস্ট্রেলিয়া ব ইংল্যান্ড (দি অ্যাশেজ)

    ৮–১২ ডিসেম্বর ২০২১
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ১৪৭ (৫০.১ ওভার)

    ২৯৭ (১০৩ ওভার)
     অস্ট্রেলিয়া
    ৪২৫ (১০৪.৩ ওভার)

    ২০/১ (৫.১ ওভার)
    অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
    গাব্বা, ব্রিসবেন
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড –৮[15]
    ১৬–২০ ডিসেম্বর ২০২১
    (দিন/রাত)
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৪৭৩/৯ডি. (১৫০.৪ ওভার)

    ২৩০/৯ডি. (৬১ ওভার)
     ইংল্যান্ড
    ২৩৬ (৮৪.১ ওভার)

    ১৯২ (১১৩.১ ওভার)
    অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী
    অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড ০
    ২৬–৩০ ডিসেম্বর ২০২১
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ১৮৫ (৬৫.১ ওভার)

    ৬৮ (২৭.৪ ওভার)
     অস্ট্রেলিয়া
    ২৬৭ (৮৭.৫ ওভার)
    ৫–৯ জানুয়ারি ২০২২
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৪১৬/৮ডি. (১৩৪ ওভার)

    ২৬৫/৬ডি. (৬৮.৫ ওভার)
     ইংল্যান্ড
    ২৯৪ (৭৯.১ ওভার)

    ২৭০/৯ (১০২ ওভার)
    ম্যাচ ড্র
    সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ৪, ইংল্যান্ড ৪
    ১৪–১৮ জানুয়ারি ২০২২
    (দিন/রাত)
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৩০৩ (৭৫.৪ ওভার)

    ১৫৫ (৫৬.৩ ওভার)
     ইংল্যান্ড
    ১৮৮ (৪৭.৪ ওভার)

    ১২৪ (৩৮.৫ ওভার)
    অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী
    বেলেরিভ ওভাল, হোবার্ট
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড ০

    দক্ষিণ আফ্রিকা ব ভারত (ফ্রিডম ট্রফি)

    ২৬–৩০ ডিসেম্বর ২০২১
    স্কোরকার্ড
    ভারত 
    ৩২৭ (১০৫.৩ ওভার)

    ১৭৪ (৫০.৩ ওভার)
     দক্ষিণ আফ্রিকা
    ১৯৭ (৬২.৩ ওভার)

    ১৯১ (৬৮ ওভার)
    ভারত ১১৩ রানে জয়ী
    সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
    পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ০, ভারত ১১[14]
    ৩–৭ জানুয়ারি ২০২২
    স্কোরকার্ড
    ভারত 
    ২০২ (৬৩.১ ওভার)

    ২৬৬ (৬০.১ ওভার)
     দক্ষিণ আফ্রিকা
    ২২৯ (৭৯.৪ ওভার)

    ২৪৩/৩ (৬৭.৪ ওভার)
    ১১–১৫ জানুয়ারি ২০২২
    স্কোরকার্ড
    ভারত 
    ২২৩ (৭৭.৩ ওভার)

    ১৯৮ (৬৭.৩ ওভার)
     দক্ষিণ আফ্রিকা
    ২১০ (৭৬.৩ ওভার)

    ২১২/৩ (৬৩.৩ ওভার)

    নিউজিল্যান্ড ব বাংলাদেশ

    ১–৫ জানুয়ারি ২০২২
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ৩২৮ (১০৮.১ ওভার)

    ১৬৯ (৭৩.৪ ওভার)
     বাংলাদেশ
    ৪৫৮ (১৭৬.২ ওভার)

    ৪২/২ (১৬.৫ ওভার)
    বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
    বেয় ওভাল, মাউন্ট মংগানুই
    পয়েন্ট: নিউজিল্যান্ড ০, বাংলাদেশ ১২
    ৯–১৩ জানুয়ারি ২০২২
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ৫২১/৬ডি. (১২৮.৫ ওভার)
     বাংলাদেশ
    ১২৬ (৪১.২ ওভার)

    ২৭৮ (৭৯.৩ ওভার)
    (ফ.অ.)

    নিউজিল্যান্ড ব দক্ষিণ আফ্রিকা

    ১৭–২১ ফেব্রুয়ারি ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ৯৫ (১৯.২ ওভার)

    ১১১ (৪১.৪ ওভার)
     নিউজিল্যান্ড
    ৪৮২ (১১৭.৫ ওভার)
    ২৫ ফেব্রুয়ারি–১ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ৩৬৪ (১৩৩ ওভার)

    ৩৫৪/৯ডি. (১০০ ওভার)
     নিউজিল্যান্ড
    ২৯৩ (৮০ ওভার)

    ২২৭ (৯৩.৫ ওভার)
    দক্ষিণ আফ্রিকা ১৯৮ রানে জয়ী
    হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
    পয়েন্ট: নিউজিল্যান্ড ০, দক্ষিণ আফ্রিকা ১২

    ভারত ব শ্রীলঙ্কা

    ৪–৮ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    ভারত 
    ৫৭৪/৮ডি. (১২৯.২ ওভার)
     শ্রীলঙ্কা
    ১৭৪ (৬৫ ওভার)

    ১৭৮ (৬০ ওভার) (ফ.অ.)
    ১২–১৬ মার্চ ২০২২
    (দিন/রাত)
    স্কোরকার্ড
    ভারত 
    ২৫২ (৫৯.১ ওভার)

    ৩০৩/৯ডি. (৬৮.৫ ওভার)
     শ্রীলঙ্কা
    ১০৯ (৩৫.৫ ওভার)

    ২০৮ (৫৯.৩ ওভার)

    পাকিস্তান ব অস্ট্রেলিয়া (বেনো-কাদির ট্রফি)

    ৩–৭ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    পাকিস্তান 
    ৪৭৬/৪ডি. (১৬২ ওভার)

    ২৫২/০ (৭৭ ওভার)
     অস্ট্রেলিয়া
    ৪৫৯ (১৪০.১ ওভার)
    ১২–১৬ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৫৫৬/৯ডি. (১৮৯ ওভার)

    ৯৭/২ডি. (২২.৩ ওভার)
     পাকিস্তান
    ১৪৮ (৫৩ ওভার)

    ৪৪৩/৭ (১৭১.৪ ওভার)
    ম্যাচ ড্র
    জাতীয় স্টেডিয়াম, করাচি
    পয়েন্ট: পাকিস্তান ৪, অস্ট্রেলিয়া ৪
    ২১–২৫ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৩৯১ (১৩৩.৩ ওভার)

    ২২৭/৩ডি. (৫৬ ওভার)
     পাকিস্তান
    ২৬৮ (১১৬.৪ ওভার)

    ২৩৫ (৯২.১ ওভার)
    অস্ট্রেলিয়া ১১৫ রানে জয়ী
    গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
    পয়েন্ট: পাকিস্তান ০, অস্ট্রেলিয়া ১২

    ওয়েস্ট ইন্ডিজ ব ইংল্যান্ড (রিচার্ডস-বোথাম ট্রফি)

    ৮–১২ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ৩১১ (১০০.৩ ওভার)

    ৩৪৯/৬ডি. (৮৮.২ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ৩৭৫ (১৫৭.৩ ওভার)

    ১৪৭/৪ (৭০.১ ওভার)
    ১৬–২০ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ৫০৭/৯ডি. (১৫০.৫ ওভার)

    ১৮৫/৬ডি. (৩৯.৫ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ৪১১ (১৮৭.৫ ওভার)

    ১৩৫/৫ (৬৫ ওভার)
    ম্যাচ ড্র
    কেনসিংটন ওভাল, বার্বাডোস
    পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৪, ইংল্যান্ড ৪
    ২৪–২৮ মার্চ ২০২২
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ২০৪ (৮৯.৪ ওভার)

    ১২০ (৬৪.২ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৯৭ (১১৬.৩ ওভার)

    ২৮/০ (৪.৫ ওভার)

    দক্ষিণ আফ্রিকা ব বাংলাদেশ

    ৩১ মার্চ – ৪ এপ্রিল ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ৩৬৭ (১২১ ওভার)

    ২০৪ (৭৪ ওভার)
     বাংলাদেশ
    ২৯৮ (১১৫.৫ ওভার)

    ৫৩ (১৯ ওভার)
    ৮–১২ এপ্রিল ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ৪৫৩ (১৩৬.২ ওভার)

    ১৭৬/৬ডি. (৩৯.৫ ওভার)
     বাংলাদেশ
    ২১৭ (৭৪.২ ওভার)

    ৮০ (২৩.৩ ওভার)

    বাংলাদেশ ব শ্রীলঙ্কা

    ১৫–১৯ মে ২০২২
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ৩৯৭ (১৫৩ ওভার)

    ২৬০/৬ (৯০.১ ওভার)
     বাংলাদেশ
    ৪৬৫ (১৭০.১ ওভার)
    ২৩–২৭ মে ২০২২
    স্কোরকার্ড
    বাংলাদেশ 
    ৩৬৫ (১১৬.২ ওভার)

    ১৬৯ (৫৫.৩ ওভার)
     শ্রীলঙ্কা
    ৫০৬ (১৬৫.১ ওভার)

    ২৯/০ (৩ ওভার)

    ইংল্যান্ড ব নিউজিল্যান্ড

    ২–৬ জুন ২০২২
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ১৩২ (৪০ ওভার)

    ২৮৫ (৯১.৩ ওভার)
     ইংল্যান্ড
    ১৪১ (৪২.৫ ওভার)

    ২৭৯/৫ (৭৮.৫ ওভার)
    ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
    লর্ড’স, লন্ডন
    পয়েন্ট: ইংল্যান্ড ১২, নিউজিল্যান্ড ০
    ১০–১৪ জুন ২০২২
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ৫৫৩ (১৪৫.৩ ওভার)

    ২৮৪ (৮৪.৪ ওভার)
     ইংল্যান্ড
    ৫৩৯ (১২৮.২ ওভার)

    ২৯৯/৫ (৫০ ওভার)
    ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
    ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
    পয়েন্ট: ইংল্যান্ড ১০, নিউজিল্যান্ড ০[21]
    ২৩–২৭ জুন ২০২২
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ৩২৯ (১১৭.৩ ওভার)

    ৩২৬ (১০৫.২ ওভার)
     ইংল্যান্ড
    ৩৬০ (৬৭ ওভার)

    ২৯৬/৩ (৫৪.২ ওভার)
    ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
    হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড, লিডস
    পয়েন্ট: ইংল্যান্ড ১২, নিউজিল্যান্ড ০

    ওয়েস্ট ইন্ডিজ ব বাংলাদেশ

    ১৬–২০ জুন ২০২২
    স্কোরকার্ড
    বাংলাদেশ 
    ১০৩ (৩২.৫ ওভার)

    ২৪৫ (৯০.৫ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৬৫ (১১২.৫ ওভার)

    ৮৮/৩ (২২ ওভার)
    ২৪–২৮ জুন ২০২২
    স্কোরকার্ড
    বাংলাদেশ 
    ২৩৪ (৬৪.২ ওভার)

    ১৮৬ (৪৫ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ৪০৮ (১২৬.৩ ওভার)

    ১৩/০ (২.৫ ওভার)

    শ্রীলঙ্কা ব অস্ট্রেলিয়া (ওয়ার্ন-মুরলীধরন ট্রফি)

    ২৯ জুন–৩ জুলাই ২০২২
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ২১২ (৫৯ ওভার)

    ১১৩ (২২.৫ ওভার)
     অস্ট্রেলিয়া
    ৩২১ (৭০.৫ ওভার)

    ১০/০ (০.৪ ওভার)
    ৮–১২ জুলাই ২০২২
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৩৬৪ (১১০ ওভার)

    ১৫১ (৪১ ওভার)
     শ্রীলঙ্কা
    ৫৫৪ (১৮১ ওভার)

    শ্রীলঙ্কা ব পাকিস্তান

    ১৬–২০ জুলাই ২০২২
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ২২২ (৬৬.১ ওভার)

    ৩৩৭ (১০০ ওভার)
     পাকিস্তান
    ২১৮ (৯০.৫ ওভার)

    ৩৪৪/৬ (১২৭.২ ওভার)
    ২৪–২৮ জুলাই ২০২২
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ৩৭৮ (১০৩ ওভার)

    ৩৬০/৮ডি. (৯১.৫ ওভার)
     পাকিস্তান
    ২৩১ (৮৮.১ ওভার)

    ২৬১ (৭৭ ওভার)

    ইংল্যান্ড ব দক্ষিণ আফ্রিকা (ব্যাসিল ডি’অলিভেইরা ট্রফি)

    ১৭–২১ আগস্ট ২০২২
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ১৬৫ (৪৫ ওভার)

    ১৪৯ (৩৭.৪ ওভার)
     দক্ষিণ আফ্রিকা
    ৩২৬ (৮৯.১ ওভার)
    দক্ষিণ আফ্রিকা ইংনিস ও ১২ রানে জয়ী
    লর্ড’স, লন্ডন
    পয়েন্ট: ইংল্যান্ড ০, দক্ষিণ আফ্রিকা ১২
    ২৫–২৯ আগস্ট ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ১৫১ (৫৩.২ ওভার)

    ১৭৯ (৮৫.১ ওভার)
     ইংল্যান্ড
    ৪১৫/৯ডি. (১০৬.৪ ওভার)
    ৮–১২ সেপ্টেম্বর ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ১১৮ (৩৬.২ ওভার)

    ১৬৯ (৫৬.২ ওভার)
     ইংল্যান্ড
    ১৫৮ (৩৬.২ ওভার)

    ১৩০/১ (২২.৩ ওভার)
    ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
    দি ওভাল, লন্ডন
    পয়েন্ট: ইংল্যান্ড ১২, দক্ষিণ আফ্রিকা ০

    অস্ট্রেলিয়া ব ওয়েস্ট ইন্ডিজ (ফ্রাঙ্ক ওরেল ট্রফি)

    ৩০ নভেম্বর – ৪ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৫৯৮/৪ডি. (১৫২.৪ ওভার)

    ১৮২/২ডি. (৩৭ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৮৩ (৯৮.২ ওভার)

    ৩৩৩ (১১০.৫ ওভার)
    অস্ট্রেলিয়া ১৬৪ রানে জয়ী
    পার্থ স্টেডিয়াম, পার্থ
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ওয়েস্ট ইন্ডিজ ০
    ৮–১২ ডিসেম্বর ২০২২
    (দিন/রাত)
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৫১১/৭ডি. (১৩৭ ওভারে)

    ১৯৯/৬ডি. (৩১ ওভারে)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২১৪ (৬৯.৩ ওভারে)

    ৭৭ (৪০.৫ ওভারে)
    অস্ট্রেলিয়া ৪১৯ রানে জয়ী
    অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ওয়েস্ট ইন্ডিজ ০

    পাকিস্তান ব ইংল্যান্ড

    ১–৫ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ৬৫৭ (১০১ ওভার)

    ২৬৪/৭ডি. (৩৫.৫ ওভার)
     পাকিস্তান
    ৫৭৯ (১৫৫.৩ ওভার)

    ২৬৮ (৯৬.৩ ওভার)
    ৯–১৩ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    ইংল্যান্ড 
    ২৮১ (৫১.৪ ওভারে)

    (২৭৫ ৬৪.৫ ওভারে)
     পাকিস্তান
    ২০২ (৬২.৫ ওভারে)

    ৩২৮ (১০২.১ ওভার)
    ১৭–২১ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    পাকিস্তান 
    ৩০৪ (৭৯ ওভার)

    ২১৬ (৭৪.৫ ওভার)
     ইংল্যান্ড
    ৩৫৪ (৮১.৪ ওভার)

    ১৭০/২ (২৮.১ ওভারে)
    ইংল্যান্ড উইকেটে ৮ জয়ী
    জাতীয় স্টেডিয়াম, করাচী
    পয়েন্ট: পাকিস্তান ০, ইংল্যান্ড ১২

    বাংলাদেশ ব ভারত (গাঙ্গুলি-দুর্জয় ট্রফি)

    ১৪–১৮ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    ভারত 
    ৪০৪ (১৩৩.৫ ওভার)

    ২৫৮/২ডি (৬১.৪ ওভার)
     বাংলাদেশ
    ১৫০ (৫৫.৫ ওভার)

    ৩২৪ (১১৩.২ ওভার)
    ২২–২৬ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    বাংলাদেশ 
    ২২৭ (৭৩.৫ ওভার)

    ২৩১ (৭০.১ ওভার)
     ভারত
    ৩১৪ (৮৬.৩ ওভার)

    ১৪৫/৭ (৪৭ ওভার)

    অস্ট্রেলিয়া ব দক্ষিণ আফ্রিকা

    ১৭–২১ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ১৫২ (৪৮.২ ওভার)

    ৯৯ (৩৭.৪ ওভার)
     অস্ট্রেলিয়া
    ২১৮ (৫০.৩ ওভার)

    ৩৫/৪ (৮ ওভার)
    অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
    দ্য গাব্বা, ব্রিসবেন
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, দক্ষিণ আফ্রিকা ০
    ২৬–৩০ ডিসেম্বর ২০২৩
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ১৮৯ (৬৮.৪ ওভার)

    ২০৪ (৬৮.৫ ওভার)
     অস্ট্রেলিয়া
    ৫৭৫/৮ঘো (১৪৫ ওভার)
    ৪–৮ জানুয়ারি ২০২৩
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৪৭৫/৪ঘো (১৩১ ওভার)
     দক্ষিণ আফ্রিকা
    ২৫৫ (১০৮ ওভার)

    ১০৬/২ (৪১.৫ ওভার) (ফলো-অন)
    ম্যাচ ড্র
    সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
    পয়েন্ট: অস্ট্রেলিয়া ৪, দক্ষিণ আফ্রিকা ৪

    পাকিস্তান ব নিউজিল্যান্ড

    ২৭–৩১ ডিসেম্বর ২০২২
    স্কোরকার্ড
    পাকিস্তান 
    ৪৩৮ (১৩০.৫ ওভার)

    ৩১১/৮ঘো (১০৪ ওভার)
     নিউজিল্যান্ড
    ৬১২/৯ঘো (১৯৪.৫ ওভার)

    ৬১/১ (৭.৩ ওভার
    ম্যাচ ড্র
    জাতীয় স্টেডিয়াম, করাচি
    পয়েন্ট: পাকিস্তান ৪, নিউজিল্যান্ড ৪
    ৪–৮ জানুয়ারি ২০২৩
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ৪৪৯ (১৩১ ওভার)

    ২৭৭/৫ঘো (৮২ ওভার)
     পাকিস্তান
    ৪০৮ (১৩৩ ওভার)

    ৩০৪/৯ (৯০ ওভার)
    ম্যাচ ড্র
    মুলতান ক্রিকেট স্টেডিয়াম, মুলতান
    পয়েন্ট: পাকিস্তান ৪, নিউজিল্যান্ড ৪

    ভারত ব অস্ট্রেলিয়া (বর্ডার-গাভাস্কার ট্রফি)

    ৯-১৩ ফেব্রুয়ারি ২০২৩
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ১৭৭ (৬৩.৫ ওভার)

    ৯১ (৩২.৩ ওভার)
     ভারত
    ৪০০ (১৩৯.৩ ওভার)
    ১৭-২১ ফেব্রুয়ারি ২০২৩
    স্কোরকার্ড
    ভারত 
    ২৬৩ (৭৮.৪ ওভার)

    ১১৩ (৩১.১ ওভার)
     অস্ট্রেলিয়া
    ২৬২ (৮৩.৩ ওভার)

    ১১৮/৪ (২৬.৪ ওভার)
    ভারত ৬ উইকেটে জয়ী
    অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি
    পয়েন্ট: ভারত ১২, অস্ট্রেলিয়া ০
    ১-৫ মার্চ ২০২৩
    স্কোরকার্ড
    ভারত 
    ১০৯ (৩৩.২ ওভার)

    ১৬৩ (৬০.৩ ওভার)
     অস্ট্রেলিয়া
    ১৯৭ (৭৬.৩ ওভার)

    ৭৮/১ (১৮.৫ ওভার)
    ৯-১৩ মার্চ ২০২৩
    স্কোরকার্ড
    অস্ট্রেলিয়া 
    ৪৮০ (১৬৭.২ ওভার)

    ১৭৫/২ঘো (৭৮.১ ওভার)
     ভারত
    ৫৭১ (১৭৮.৫ ওভার)
    খেলা ড্র
    নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
    পয়েন্ট: ভারত ৪, অস্ট্রেলিয়া ৪

    দক্ষিণ আফ্রিকা ব ওয়েস্ট ইন্ডিজ (স্যার ভিভিয়ান রিচার্ডস ট্রফি)

    ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ২০২৩
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ৩৪২ (৮৬.৩ ওভার)

    ১১৬ (২৮ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২১২ (৬৯ ওভার)

    ১৫৯ (৪১ ওভার)
    দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে জয়ী
    সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
    পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০
    ৮–১২ মার্চ ২০২৩
    স্কোরকার্ড
    দক্ষিণ আফ্রিকা 
    ৩২০ (৯২.২ ওভার)

    ৩২১ (১০০.৪ ওভার)
     ওয়েস্ট ইন্ডিজ
    ২৫১ (৭৯.৩ ওভার)

    ১০৬ (৩৫.১ ওভার)

    নিউজিল্যান্ড ব শ্রীলঙ্কা

    ৯–১৩ মার্চ ২০২৩
    স্কোরকার্ড
    শ্রীলঙ্কা 
    ৩৫৫ (৯২.৪ ওভার)

    ৩০২ (১০৫.৩ ওভার)
     নিউজিল্যান্ড
    ৩৭৩ (১০৭.৩ ওভার)

    ২৮৫/৮ (৭০ ওভার)
    নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
    হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
    পয়েন্ট: নিউজিল্যান্ড ১২, শ্রীলঙ্কা ০
    ১৭–২১ মার্চ ২০২৩
    স্কোরকার্ড
    নিউজিল্যান্ড 
    ৫৮০/৪ঘো (১২৩ ওভার)
     শ্রীলঙ্কা
    ১৬৪ (৬৬.৫ ওভার)

    ৩৫৮ (১৪২ ওভার) (ফলো-অন)

    ফাইনাল


    পরিসংখ্যান

    Individual statistics

    The top 5 players in each category are listed.

    Most runs

    RunsBatsmanMatchesInningsNOAvgHS100s50s
    1,915 Joe Root2240453.19180*86
    1,608 Usman Khawaja1628569.91195*67
    1,527 Babar Azam1426161.08196410
    1,509 Marnus Labuschagne1933553.8920455
    1,285 Jonny Bairstow1528351.4016262
    Last updated: 20 March 2023[22]

    Most wickets

    WicketsPlayerMatInnsRunsOversBBIBBMAvg5WI10WM
    83 Nathan Lyon19322239869.58/6411/9926.9751
    67 Kagiso Rabada13221411388.46/508/8921.0530
    61 Ravichandran Ashwin13261200483.56/918/4219.6720
    58 James Anderson15281182519.25/606/6220.3720
    53 Ollie Robinson132511004085/497/8120.7530
    Last updated: 20 March 2023[23]

    Most dismissals for a wicket-keeper

    DismissalsPlayerMatInnsCatchesStumpingBBIDis/Inn
    62 Alex Carey193560261.771
    57 Joshua Da Silva132654372.192
    54 Tom Blundell132647742.076
    50 Rishabh Pant122344642.173
    40 Kyle Verreynne122037352.000
    Last updated: 20 March 2023[24]

    Highest individual score

    RunsBatsmanBalls4s6sOppositionGroundMatch date
    252 Tom Latham373342 বাংলাদেশChristchurch9 January 2022
    215 Kane Williamson296232 শ্রীলঙ্কাWellington17 March 2023
    206* Dinesh Chandimal326165 অস্ট্রেলিয়াGalle8 July 2022
    204 Marnus Labuschagne350201 ওয়েস্ট ইন্ডিজPerth30 November 2022
    Last updated: 20 March 2023[25]

    Best bowling figures in an innings

    FiguresBowlerOversMdnsEconOppositionGroundMatch date
    10/119 Ajaz Patel47.5122.48 IndiaMumbai3 December 2021
    8/42 Sajid Khan15.042.80 BangladeshDhaka4 December 2021
    8/64 Nathan Lyon23.312.72 IndiaIndore1 March 2023
    7/23 Matt Henry15.071.53 South AfricaChristchurch17 February 2022
    7/32 Keshav Maharaj10.003.20 BangladeshDurban31 March 2022
    Last updated: 20 March 2023[26]

    Best bowling figures in a match

    FigureBowlerOversMdnsOppositionGroundMatch date
    14/225 Ajaz Patel73.515 IndiaMumbai3 December 2021
    12/128 Sajid Khan47.412 BangladeshDhaka4 December 2021
    12/177 Prabath Jayasuriya52.05 AustraliaGalle8 July 2022
    11/99 Nathan Lyon34.53 IndiaIndore1 March 2023
    11/136 Ramesh Mendis59.214 West IndiesGalle29 November 2021
    Last updated: 20 March 2023[27]

    Best batting averages

    AverageBatsmanMatchesInningsRunsHSNO100s50s
    75.20 Kane Williamson712752215230
    72.50 Saud Shakeel510580125*315
    69.91 Usman Khawaja16281608195*567
    68.42 Dinesh Chandimal1018958206*425
    61.08 Babar Azam142615271961410
    Qualification: Minimum 10 innings
    Last updated: 20 March 2023
    [28]

    Best bowling averages

    AverageBowlerMatchesWktsRunsBallsBBIBBM
    13.42 Scott Boland72837610336/77/55
    17.65 Kyle Mayers10234069785/187/31
    18.19 Shaheen Afridi8417461,5586/5110/94
    19.67 Ravichandran Ashwin1361120029036/918/42
    19.73 Jasprit Bumrah104588819735/249/110
    Qualification: Minimum 500 deliveries bowled
    Last updated: 20 March 2023
    [29]

    Highest team totals

    ScoreTeamOversRRInnsOppositionVenueDate
    657  ইংল্যান্ড1016.51 পাকিস্তানRawalpindi1 December 2022
    612/9d  নিউজিল্যান্ড194.53.142Karachi26 December 2022
    598/4d  অস্ট্রেলিয়া152.43.911 ওয়েস্ট ইন্ডিজPerth Stadium30 November 2022
    580/4d  নিউজিল্যান্ড1234.711 শ্রীলঙ্কাBasin Reserve18 March 2023
    579  পাকিস্তান155.33.722 ইংল্যান্ডRawalpindi1 December 2022
    (d=declared)
    Last updated: 20 March 2023[30]

    Lowest team totals

    ScoreTeamOversRRInnsOppositionVenueDate
    53  বাংলাদেশ19.02.784 দক্ষিণ আফ্রিকাDurban31 March 2022
    62  নিউজিল্যান্ড28.12.202 ভারতMumbai3 December 2021
    68  ইংল্যান্ড27.42.453 অস্ট্রেলিয়াMelbourne26 December 2021
    77  ওয়েস্ট ইন্ডিজ40.51.884Adelaide8 December 2022
    78  ভারত40.41.911 ইংল্যান্ডLeeds25 August 2021
    Last updated: 20 March 2023[31]

    Highest successful run-chases

    ScoreTeamTargetOversRROppositionVenueDate
    378/3  ইংল্যান্ড37876.44.93 ভারতEdgbaston, Birmingham5 July 2022
    344/6  পাকিস্তান342127.22.70 শ্রীলঙ্কাGalle International Stadium, Galle20 July 2022
    299/5  ইংল্যান্ড29950.05.98 নিউজিল্যান্ডTrent Bridge, Nottingham14 June 2022
    296/3 29654.25.44Headingley, Leeds27 June 2022
    285/8  নিউজিল্যান্ড285704.07 শ্রীলঙ্কাHagley Oval, Christchurch13 March 2023
    Last updated: 20 March 2023[32]

    চূড়ান্ত অবস্থান

    অবস্থান দল প্রাইজমানি (মার্কিন ডলার$)
    ১মTBD
    ২য়TBD
    ৩য় দক্ষিণ আফ্রিকা
    ৪র্থ ইংল্যান্ড
    ৫ম শ্রীলঙ্কা
    ৬ষ্ঠ নিউজিল্যান্ড
    ৭ম পাকিস্তান
    ৮ম ওয়েস্ট ইন্ডিজ
    ৯ম বাংলাদেশ

    আরও দেখুন

    তথ্যসূত্র

    1. "What lies ahead of the nine teams in the next World Test Championship cycle?"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬
    2. "World Test Championship : Everything you need to know"cricket.com.au (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২১। ১২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১
    3. "Takeaways: Are Pakistan dark horses for the 2023 World Test Championship?"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১
    4. "২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত-ইংল্যান্ড সিরিজের মাধ্যমে শুরু হবে"
    5. "আইসিসি পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমস্ত তথ্য প্রকাশ করল"
    6. "World Test Championship final: New Zealand beat India on sixth day to become world champions, while India are the defending runners."BBC Sport। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১
    7. "Kiwi kings stun India to win World Test Championship"Cricket Australia। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৭
    8. "Three sub-continent countries set to host ICC events in next cycle"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২
    9. "Lord's to host next two WTC finals"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২
    10. "Everything you need to know about World Test Championship 2021-23"International Cricket Council। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১
    11. "FAQS ON WTC 2021-23" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১
    12. www.icc-cricket.com/world-test-championship
    13. "ভারত ও ইংল্যান্ড উভয়পক্ষের স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেল"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)।
    14. "India fined for slow over-rate in the first Test against South Africa"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২২
    15. "England lose more WTC points for slow over-rate in first Ashes Test"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২১
    16. "West Indies docked WTC points and drop a place due to slow over-rate against England"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২
    17. www.icc-cricket.com/world-test-championship
    18. "ICC World Test Championship 2021-2023 Standings"International Cricket Council। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১
    19. "ইংল্যান্ড ভারত বাতিল হওয়া পঞ্চম টেস্টের তারিখ পুনরায় নির্দিষ্ট করা হল"ইকোনমিক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১
    20. "India docked two WTC points for slow over-rate, slip to fourth place behind Pakistan"International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২
    21. "England fined for slow over-rate in second test against New Zealand"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২
    22. "Most Runs World Test Championship 2021–2023"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    23. "Most Wickets World Test Championship 2021–2023"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    24. "Most Dismissals for a wicket-keeper World Test Championship 2021–2023"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    25. "High Scores World Test Championship"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    26. "Best Bowling Figures in an Innings World Test Championship"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    27. "Best Bowling Figures in a Match World Test Championship"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    28. "Highest Average World Test Championship"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    29. "Best Bowling Average World Test Championship"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    30. "Highest Team Totals"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    31. "Lowest Team Totals"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
    32. "Highest Successful Run chases"ESPN Cricinfo। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.