২০২১–২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[1][2] ২০২১ সালের মে মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া সফরের সূচি নিশ্চিত করে।[3][4] ২০২২ সালের জানুয়ারি মাসে কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকি কমানোর উদ্দেশ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া সূচিতে পরিবর্তন আনে।[5][6]

২০২১–২২ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২২ – ২০ ফেব্রুয়ারি ২০২২
অধিনায়ক অ্যারন ফিঞ্চ দাসুন শানাকা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জশুয়া ইংলিস (১৫৫) পাথুম নিশঙ্কা (১৮৪)
সর্বাধিক উইকেট জশ হ্যাজলউড (৮)
কেন রিচার্ডসন (৮)
দুষ্মন্ত চামিরা (৭)
সিরিজ সেরা খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী হয়।[7]

দলীয় সদস্য

 অস্ট্রেলিয়া[8]  শ্রীলঙ্কা[9]

২০২২ সালের ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়, যার ফলে সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে অসমর্থ বলে গণ্য হন।[10]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১১ ফেব্রুয়ারি ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৪৯/৯ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১২২/৮ (১৯ ওভার)
পাথুম নিশঙ্কা ৩৬ (৩৭)
জশ হ্যাজলউড ৪/১২ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ২০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: শন ক্রেইগ (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ১৯ ওভারে ১৪৩ নির্ধারণ করা হয়।
  • জশুয়া ইংলিস (অস্ট্রেলিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

১৩ ফেব্রুয়ারি ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৬৪/৬ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৬৪/৮ (২০ ওভার)
জশুয়া ইংলিস ৪৮ (৩২)
দুষ্মন্ত চামিরা ২/৩০ (৪ ওভার)
পাথুম নিশঙ্কা ৭৩ (৫৩)
জশ হ্যাজলউড ৩/২২ (৪ ওভার)
ম্যাচ টাই (অস্ট্রেলিয়া সুপার ওভারে জয়ী)
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নুওয়ান তুষার (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

১৫ ফেব্রুয়ারি ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১২১/৬ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১২৪/৪ (১৬.৫ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
মানুকা ওভাল, ক্যানবেরা
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও শন ক্রেইগ (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই

১৮ ফেব্রুয়ারি ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৩৯/৮ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৪৩/৪ (১৮.১ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই

২০ ফেব্রুয়ারি ২০২২
১৭:১০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৫৪/৬ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৫৫/৫ (১৯.৫ ওভার)
কুশল মেন্ডিস ৬৯* (৫৮)
কেন রিচার্ডসন ২/৩৮ (৩.৪ ওভার)
শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কামিল মিশারা ও জনিত লিয়ানাগে (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯
  2. "Fixture confirmed for dual Ashes series, Afghan Test"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১
  3. "Australia's Test drought poses possible Ashes problems"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১
  4. "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২
  5. "Schedule confirmed for Sri Lanka's tour of Australia"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২
  6. "SCG, MCG, Manuka Oval to host Sri Lanka T20Is"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২
  7. "Mendis and Shanaka script consolation win for Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২
  8. "McDermott in, Warner out of Australia's T20 squad"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২
  9. "Sri Lanka T20I squad for Australia tour 2022"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  10. "Sri Lanka's Kusal Mendis tests positive for Covid-19, to miss start of Australia T20I series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.