২০২১–২২ পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর
পাকিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে।[1][2][3] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[5] পাকিস্তান দল এর আগে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৫ সালের এপ্রিল ও মে মাসে।[6]
২০২১–২২ পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | পাকিস্তান | ||
তারিখ | ১৯ নভেম্বর ২০২১ – ৮ ডিসেম্বর ২০২১ | ||
অধিনায়ক |
মমিনুল হক (টেস্ট) মাহমুদউল্লাহ রিয়াদ (টি২০আই) | বাবর আজম | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | লিটন কুমার দাস (২২৪) | আবিদ আলি (২৬৩) | |
সর্বাধিক উইকেট | তাইজুল ইসলাম (১০) | সাজিদ খান (১৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | আবিদ আলি (পাকিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | আফিফ হোসেন (৭৬) | ফখর জামান (৯১) | |
সর্বাধিক উইকেট | মাহমুদউল্লাহ রিয়াদ (৩) | মোহাম্মদ ওয়াসিম (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) |
টি২০আই সিরিজে পাকিস্তান বাংলাদেশকে ৩–০ ব্যবধানে পরাজিত করে।[7] টেস্ট সিরিজেও পাকিস্তান ২–০ ব্যবধানে জয়লাভ করে।[8]
দলীয় সদস্য
বাংলাদেশ | পাকিস্তান | ||
---|---|---|---|
টেস্ট[9] | টি২০আই[10] | টেস্ট[11] | টি২০আই[12] |
|
|
কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ হোসেন ইমনকে তৃতীয় টি২০আই ম্যাচের জন্য বাংলাদেশ দলে যুক্ত করা হয়।[13] দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলে তাসকিন আহমেদ ও মোহাম্মদ নাইমকে যুক্ত করা হয়।[14]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- শহিদুল ইসলাম (বাংলাদেশ) ও শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৬–৩০ নভেম্বর ২০২১ স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইয়াসির আলী (বাংলাদেশ) ও আবদুল্লাহ শফিক (পাকিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
- লিটন কুমার দাস (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[15]
- ইয়াসির আলী (বাংলাদেশ)-এর বদলি হিসেবে খেলেন নুরুল হাসান।[16]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ১২, বাংলাদেশ ০।
২য় টেস্ট
৪–৮ ডিসেম্বর ২০২১ স্কোরকার্ড |
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৩৩ ওভার ও ২৩ ওভার খেলা সম্ভব হয়নি।
- দ্বিতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ৯১.৪ ওভার ও ১২ ওভার খেলা সম্ভব হয়নি।
- তৃতীয় দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
- মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ)-এর টেস্ট অভিষেক হয়।
- সাজিদ খান (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[17]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ১২, বাংলাদেশ ০।
তথ্যসূত্র
- "Bangladesh to host Pakistan in November next year"। বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। ১৪ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।
- "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "BCB prepares a compact two-year schedule 2021-2022"। ক্রিকফ্রেনজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১।
- "Pakistan World Test Championship 2021-23 Schedule: Complete Series Details And Updates"। ক্রিকফিট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
- "Pakistan to tour Bangladesh in November for three T20Is and two Tests"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১।
- "Pakistan men to travel to Bangladesh after five years"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১।
- "Pak vs Ban: Pakistan clean sweep T20I series against Bangladesh in thriller"। জিও টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২১।
- "Pak vs Ban: Pakistan whitewash Bangladesh 2-0 after ecstatic Dhaka Test victory"। জিও টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- "Bangladesh pick uncapped Mahmudul Hasan, Rejaur Rahman for first Pakistan Test"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২১।
- "No Mushfiqur for Pakistan T20Is as Bangladesh name young squad following poor World Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১।
- "Pakistan squad for Bangladesh Tests named"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১।
- "Pakistan squad for Bangladesh T20Is"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১।
- "Kamrul Islam Rabbi & Parvez Hossain added for last Pakistan T20I"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- "Shakib, Taskin return for second Test against Pakistan"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- "Liton brings up his maiden Test hundred"। নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- "Debutant Yasir goes off concussed after delayed effect from Shaheen bouncer"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১।
- "Follow-on looms for Bangladesh after Sajid Khan's six-for"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.