২০২১–২২ পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর

পাকিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে।[1][2][3] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[5] পাকিস্তান দল এর আগে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৫ সালের এপ্রিল ও মে মাসে[6]

২০২১–২২ পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ পাকিস্তান
তারিখ ১৯ নভেম্বর ২০২১ – ৮ ডিসেম্বর ২০২১
অধিনায়ক মমিনুল হক (টেস্ট)
মাহমুদউল্লাহ রিয়াদ (টি২০আই)
বাবর আজম
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লিটন কুমার দাস (২২৪) আবিদ আলি (২৬৩)
সর্বাধিক উইকেট তাইজুল ইসলাম (১০) সাজিদ খান (১৬)
সিরিজ সেরা খেলোয়াড় আবিদ আলি (পাকিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আফিফ হোসেন (৭৬) ফখর জামান (৯১)
সর্বাধিক উইকেট মাহমুদউল্লাহ রিয়াদ (৩) মোহাম্মদ ওয়াসিম (৫)
সিরিজ সেরা খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)

টি২০আই সিরিজে পাকিস্তান বাংলাদেশকে ৩–০ ব্যবধানে পরাজিত করে।[7] টেস্ট সিরিজেও পাকিস্তান ২–০ ব্যবধানে জয়লাভ করে।[8]

দলীয় সদস্য

 বাংলাদেশ  পাকিস্তান
টেস্ট[9] টি২০আই[10] টেস্ট[11] টি২০আই[12]

কামরুল ইসলাম রাব্বিপারভেজ হোসেন ইমনকে তৃতীয় টি২০আই ম্যাচের জন্য বাংলাদেশ দলে যুক্ত করা হয়।[13] দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলে তাসকিন আহমেদমোহাম্মদ নাইমকে যুক্ত করা হয়।[14]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১৯ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১২৭/৭ (২০ ওভার)
 পাকিস্তান
১৩২/৬ (১৯.২ ওভার)
আফিফ হোসেন ৩৬ (৩৪)
হাসান আলি ৩/২২ (৪ ওভার)
খুশদিল শাহ ৩৪ (৩৫)
তাসকিন আহমেদ ২/৩১ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাইফ হাসান (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

২০ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১০৮/৭ (২০ ওভার)
 পাকিস্তান
১০৯/২ (১৮.১ ওভার)
ফখর জামান ৫৭* (৫১)
মুস্তাফিজুর রহমান ১/১২ (২.১ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২২ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১২৪/৭ (২০ ওভার)
 পাকিস্তান
১২৭/৫ (২০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শহিদুল ইসলাম (বাংলাদেশ) ও শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২৬–৩০ নভেম্বর ২০২১
স্কোরকার্ড
৩৩০ (১১৪.৪ ওভার)
লিটন কুমার দাস ১১৪ (২৩৩)
হাসান আলি ৫/৫১ (২০.৪ ওভার)
২৮৬ (১১৫.৪ ওভার)
আবিদ আলি ১৩৩ (২৮২)
তাইজুল ইসলাম ৭/১১৬ (৪৪.৪ ওভার)
১৫৭ (৫৬.২ ওভার)
লিটন কুমার দাস ৫৯ (৮৯)
শাহিন শাহ আফ্রিদি ৫/৩২ (১৫ ওভার)
২০৩/২ (৫৮.৩ ওভার)
আবিদ আলি ৯১ (১৪৮)
মেহেদী হাসান মিরাজ ১/৫৯ (১৮.৩ ওভার)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: আবিদ আলি (পাকিস্তান)

২য় টেস্ট

৪–৮ ডিসেম্বর ২০২১
স্কোরকার্ড
৩০০/৪ঘো (৯৮.৩ ওভার)
বাবর আজম ৭৬ (১২৬)
তাইজুল ইসলাম ২/৭৩ (২৫ ওভার)
৮৭ (৩২ ওভার)
সাকিব আল হাসান ৩৩ (৫৪)
সাজিদ খান ৮/৪২ (১৫ ওভার)
২০৫ (৮৪.৪ ওভার) (ফলো-অন)
সাকিব আল হাসান ৬৩ (১৩০)
সাজিদ খান ৪/৮৬ (৩২.৪ ওভার)
পাকিস্তান ইনিংস ও ৮ রানে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: সাজিদ খান (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৩৩ ওভার ও ২৩ ওভার খেলা সম্ভব হয়নি।
  • দ্বিতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ৯১.৪ ওভার ও ১২ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ)-এর টেস্ট অভিষেক হয়।
  • সাজিদ খান (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[17]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ১২, বাংলাদেশ ০।

তথ্যসূত্র

  1. "Bangladesh to host Pakistan in November next year"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। ১৪ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১
  2. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  3. "BCB prepares a compact two-year schedule 2021-2022"ক্রিকফ্রেনজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১
  4. "Pakistan World Test Championship 2021-23 Schedule: Complete Series Details And Updates"ক্রিকফিট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১
  5. "Pakistan to tour Bangladesh in November for three T20Is and two Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১
  6. "Pakistan men to travel to Bangladesh after five years"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১
  7. "Pak vs Ban: Pakistan clean sweep T20I series against Bangladesh in thriller"জিও টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২১
  8. "Pak vs Ban: Pakistan whitewash Bangladesh 2-0 after ecstatic Dhaka Test victory"জিও টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১
  9. "Bangladesh pick uncapped Mahmudul Hasan, Rejaur Rahman for first Pakistan Test"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২১
  10. "No Mushfiqur for Pakistan T20Is as Bangladesh name young squad following poor World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১
  11. "Pakistan squad for Bangladesh Tests named"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১
  12. "Pakistan squad for Bangladesh T20Is"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১
  13. "Kamrul Islam Rabbi & Parvez Hossain added for last Pakistan T20I"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১
  14. "Shakib, Taskin return for second Test against Pakistan"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১
  15. "Liton brings up his maiden Test hundred"নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১
  16. "Debutant Yasir goes off concussed after delayed effect from Shaheen bouncer"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১
  17. "Follow-on looms for Bangladesh after Sajid Khan's six-for"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.