২০২১–২২ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[1][2] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[3][4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডে কোভিড-১৯-এর কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতার জন্য সফরের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়।[5][6] ২০২১ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ড ক্রিকেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি নিশ্চিত করে।[7]

২০২১–২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা
তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২ – ১ মার্চ ২০২২
অধিনায়ক টম ল্যাথাম ডিন এলগার
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান কলিন দ্য গ্রন্ডহোম (১৮৩) কাইল ভেরেইনা (১৮৮)
সর্বাধিক উইকেট ম্যাট হেনরি (১৪) কাগিসো রাবাদা (১০)
সিরিজ সেরা খেলোয়াড় ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)

প্রাথমিকভাবে সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আয়োজিত হওয়ার কথা ছিল।[8] কিন্তু ২০২২ সালের ২৭ জানুয়ারি নিউজিল্যান্ড ক্রিকেট নতুন এক ঘোষণার মাধ্যমে সিরিজের সবগুলো ম্যাচ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিয়ে আসে।[9]

সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[10]

দলীয় সদস্য

 নিউজিল্যান্ড[11]  দক্ষিণ আফ্রিকা[12]

সফরের আগে দক্ষিণ আফ্রিকার কিগান পিটারসেন কোভিড-১৯-এর কারণে দল থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে জুবায়ের হামজাকে দলে নেয়া হয়।[13]

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১৭–২১ ফেব্রুয়ারি ২০২২
স্কোরকার্ড
৯৫ (৪৯.২ ওভার)
জুবায়ের হামজা ২৫ (৭৪)
ম্যাট হেনরি ৭/২৩ (১৫ ওভার)
৪৮২ (১১৭.৫ ওভার)
হেনরি নিকোলস ১০৫ (১৬৩)
ডুয়ান অলিভিয়ের ৩/১০০ (২১ ওভার)
১১১ (৪১.৪ ওভার)
তেম্বা বাভুমা ৪১ (৭৩)
টিম সাউদি ৫/৩৫ (১৭.৪ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস ও ২৭৬ রানে জয়ী
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গ্লেন্টন স্টুরমান ও সরেল এরভে (দক্ষিণ আফ্রিকা)-এর টেস্ট অভিষেক হয়।
  • ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[14]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১২, দক্ষিণ আফ্রিকা ০।

২য় টেস্ট

২৫ ফেব্রুয়ারি–১ মার্চ ২০২২
স্কোরকার্ড
৩৬৪ (১৩৩ ওভার)
সরেল এরভে ১০৮ (২২১)
নিল ওয়াগনার ৪/১০২ (৩১ ওভার)
২৯৩ (৮০ ওভার)
কলিন দ্য গ্রন্ডহোম ১২০* (১৫৮)
কাগিসো রাবাদা ৫/৬০ (১৯ ওভার)
৩৫৪/৯ঘো (১০০ ওভার)
কাইল ভেরেইনা ১৩৬* (১৮৭)
ম্যাট হেনরি ২/৮১ (২৪ ওভার)
২২৭ (৯৩.৫ ওভার)
ডেভন কনওয়ে ৯২ (১৮৮)
কাগিসো রাবাদা ৩/৪৬ (১৯ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৯৮ রানে জয়ী
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সরেল এরভে ও কাইল ভেরেইনা (দক্ষিণ আফ্রিকা) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[15][16]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, নিউজিল্যান্ড ০।

তথ্যসূত্র

  1. "South Africa to host Netherlands, India and Bangladesh during home summer"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১
  2. "India set for blockbuster tour to South Africa"দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১
  3. "Schedule for inaugural World Test Championship announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  5. "India tour of New Zealand postponed as cricket's hefty MIQ allocation revealed"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১
  6. "NZ quarantine facilities in place for Bangladesh, Netherlands, South Africa to tour in 2021-22"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১
  7. "Summer of opportunity looms for Blackcaps and White Ferms"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১
  8. "NZ Cricket revises home schedule for Black Caps and White Ferns"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  9. "NZC announces revised home schedule"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২
  10. "Rabada, Jansen, Maharaj give SA series-levelling win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২
  11. "NZ call up Tickner, Fletcher for first South Africa Test; Rutherford, de Grandhomme recalled"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২
  12. "Simon Harmer returns to South Africa Test squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  13. "Covid-19 puts Keegan Petersen out of South Africa's Test tour of New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২
  14. "Matt Henry: 'You pinch yourself when you hear those stats'"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২
  15. "Sarel Erwee's maiden Test ton makes it South Africa's day"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২
  16. "Kyle Verreynne scores maiden Test century to put Proteas in driving seat!"দ্য সাউথ আফ্রিকান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.