২০২১–২২ সিয়েরা লিওন ক্রিকেট দলের নাইজেরিয়া সফর
সিয়েরা লিওন পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের অক্টোবর মাসে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নাইজেরিয়া সফর করে, যে ম্যাচগুলো লেগোস শহরের আকোকা এলাকার লেগোস বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[1] সিরিজটি ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বের জন্য উভয় দলের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[1] সিরিজে নাইজেরিয়া ৫-১ ব্যবধানে জয়ী হয়। সিরিজের পঞ্চম ম্যাচে নাইজেরিয়ার পিটার আহো মাত্র ৫ রান খরচ করে সিয়েরা লিওনের ৬ উইকেট তুলে নেন, যেটি ছিল পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচে সেরা বোলিং-এর রেকর্ড।[2]
২০২১–২২ সিয়েরা লিওন পুরুষ ক্রিকেট দলের নাইজেরিয়া সফর | |||
---|---|---|---|
নাইজেরিয়া | সিয়েরা লিওন | ||
তারিখ | ১৯ অক্টোবর ২০২১ – ২৬ অক্টোবর ২০২১ | ||
অধিনায়ক | জশুয়া আয়াননাইকে | লানসানা লামিন | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৬ ম্যাচের সিরিজে নাইজেরিয়া ৫–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | অশমিত শ্রেষ্ঠ (১০২) | জন বাংগুরা (১২০) | |
সর্বাধিক উইকেট | সিলভেস্টার ওকপে (১১) | স্যামুয়েল কোন্তেহ্ (১২) |
দলীয় সদস্য
নাইজেরিয়া[3] | সিয়েরা লিওন |
---|---|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
আইজ্যাক ওকপে ৩৬ (২৭) মিনিরু ক্পাকা ৪/১১ (৪ ওভার) |
লানসানা লামিন ২৮* (২৬) ওলুওয়াসেসান আদেদেজি ২/১৪ (২ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অশমিত শ্রেষ্ঠ, স্যামুয়েল ম্বা (নাইজেরিয়া), অরবিন্দ লালজি কেরাই, আবাস গ্ব্লা, আবু বকর কামারা, এডমন্ড আর্নেস্ট, জন বাংগুরা, জর্জ সেসায়, মিনিরু ক্পাকা, লানসানা লামিন, সলোমন উইলিয়ামস, সুলায়মান তারাওয়ালি ও স্যামুয়েল কোন্তেহ্ (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
অশমিত শ্রেষ্ঠ ২৪ (৩২) স্যামুয়েল কোন্তেহ্ ৫/১৭ (৪ ওভার) |
জন বাংগুরা ৪৬ (৪৮) সিলভেস্টার ওকপে ৩/১২ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সেগুন ওগুন্দিপে (নাইজেরিয়া) ও ওসমান সানকোহ (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
- স্যামুয়েল কোন্তেহ্ প্রথম সিয়েরা লিওনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
৩য় টি২০আই
ব |
||
আইজ্যাক ওকপে ২২ (১৮) আবু বকর কামারা ২/১২ (৩ ওভার) |
মিনিরু ক্পাকা ১৬* (১২) প্রসপার উসেনি ৩/৭ (৩ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইব্রাহিম মানসারায় (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
৫ম টি২০আই
ব |
||
চিমা আকাচুক্উ ৩০ (২৪) জর্জ সেসায় ৩/৮ (১.৪ ওভার) |
স্যামুয়েল কোন্তেহ্ ৩৪ (৪২) পিটার আহো ৬/৫ (৩.৪ ওভার) |
৬ষ্ঠ টি২০আই
ব |
||
ওলুওয়াসেসান আদেদেজি ৩৯ (৩০) আবাস গ্ব্লা ৫/১৬ (৪ ওভার) |
জন বাংগুরা ৩২ (২৬) পিটার আহো ৩/১২ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রিদওয়ান আব্দুলকরিম, সেগুন ওলায়িনকা (নাইজেরিয়া) ও চেরনোহ বাহ (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
- আবাস গ্ব্লা (সিয়েরা লিওন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
তথ্যসূত্র
- "Nigeria to host Sierra Leone for T20I series before T20 World Cup Africa qualifiers"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১।
- "Peter Aho breaks world record as the best bowling figures in a T20I series"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১।
- "Nigeria announce squad list for Sierra Leone bilateral series"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.