২০২১–২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভারত সফর
শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলতে ভারত সফর করে।[1][2] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[3][4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সফরের সূচি নিশ্চিত করে।[5][6]
২০২১–২২ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
ভারত | শ্রীলঙ্কা | ||
তারিখ | ২৪ ফেব্রুয়ারি ২০২২ – ১৬ মার্চ ২০২২ | ||
অধিনায়ক | রোহিত শর্মা |
দিমুথ করুণারত্নে (টেস্ট) দাসুন শানাকা (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | রবীন্দ্র জাদেজা (২০১) | দিমুথ করুণারত্নে (১৬৬) | |
সর্বাধিক উইকেট | রবিচন্দ্রন অশ্বিন (১২) | লাসিথ এম্বুলডেনিয়া (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ঋষভ পন্ত (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | শ্রেয়াস আইয়ার (২০৪) | দাসুন শানাকা (১২৪) | |
সর্বাধিক উইকেট | ভুবনেশ্বর কুমার (৩) | লাহিরু কুমারা (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শ্রেয়াস আইয়ার (ভারত) |
২০২২ সালের ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা দলের ক্রিকেটার সুরংগ লকমল সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দেন।[7] ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি ভারত রোহিত শর্মাকে তাদের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়।[8]
টি২০আই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়।[9] টেস্ট সিরিজেও ভারত ২–০ ব্যবধানে জয়ী হতে সক্ষম হয়।[10]
দলীয় সদস্য
টি২০আই সিরিজের আগে দীপক চাহার ও সূর্যকুমার যাদব চোট পেয়ে ভারতের দল থেকে ছিটকে যান।[15][16] কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হওয়ার কারণে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভাও টি২০আই সিরিজের দল থেকে ছিটকে যান।[17]
১ম টি২০আই ম্যাচের পর চোটের কারণে মহেশ তীক্ষণ ও শিরন ফার্নান্দো শ্রীলঙ্কার দল থেকে বাদ পড়ে যান।[18] ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা ও মহেশ তীক্ষণের পরিবর্তে শ্রীলঙ্কার টি২০আই দলে ধনঞ্জয় দে সিলভা ও নিরোশন দিকভেল্লাকে নেয়া হয়।[19] কব্জির চোটের কারণে ১ম টি২০আই ম্যাচের পর ঋতুরাজ গায়কোয়াড় ভারতের দল থেকে ছিটকে যান, যে কারণে তাঁর বদলি হিসেবে দলে মায়াঙ্ক আগরওয়ালকে নেয়া হয়।[20] দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতের দল থেকে কুলদীপ যাদবকে অব্যাহতি দেয়া হয় ও তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকে দলে নেয়া হয়।[21]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
ব |
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৪–৮ মার্চ ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, শ্রীলঙ্কা ০।
২য় টেস্ট
ব |
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, শ্রীলঙ্কা ০।
তথ্যসূত্র
- "India Cricket Schedule Between 2021-2023 Announced by BCCI, Team to Play Non-stop Cricket"। নিউজ১৮ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭।
- "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২।
- "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "ICC confirms details of next World Test Championship"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১।
- "India to host New Zealand, West Indies, Sri Lanka and South Africa in next nine months"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।
- "Update - 9th Apex Council Meeting"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।
- "Suranga Lakmal to retire from all forms of international cricket"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- "Rohit Sharma appointed as India's full-time Test Captain"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২।
- "Shreyas' third straight fifty powers India to 3-0 sweep"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- "India brush aside SL despite Karunaratne's resistance"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- "Cheteshwar Pujara and Ajinkya Rahane dropped from India's Test squad for Sri Lanka series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২।
- "Ravindra Jadeja, Sanju Samson back in India squad for Sri Lanka T20Is"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২।
- "Sri Lanka Tour of India 2022 | Test Squad"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- "Sri Lanka T20I squad for India tour 2022"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২২।
- "Deepak Chahar ruled out of Sri Lanka T20Is"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২।
- "Injured Deepak Chahar, Suryakumar Yadav ruled out of SL T20Is"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২।
- "India vs Sri Lanka: Wanindu Hasaranga yet to recover from Covid-19, to miss T20I series"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২।
- "Maheesh Theekshana ruled out of T20Is, Sri Lanka fret over Kusal Mendis' fitness"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- "Dharamsala weather in focus as India hunt for 11th straight T20 win against injury-hit Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- "Wrist injury rules Gaikwad out of rest of Sri Lanka T20I series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- "Axar Patel returns to India squad for second Test in Bengaluru"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২।