২০২১–২২ নেপাল টি২০আই ত্রিদেশীয় সিরিজ
২০২১–২২ নেপাল টি২০আই ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে নেপালে অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে স্বাগতিক নেপাল, পাপুয়া নিউ গিনি ও মালয়েশিয়া।[2] টুর্নামেন্টের ম্যাচগুলো কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে খেলা হয়।[1]
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে নেপাল ও পাপুয়া নিউ গিনি নিজেদের মধ্যে দুটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলে।[3] ২০২২ সালের ১২ মার্চ নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) সিরিজের সূচি নিশ্চিত করে।[4]
ওডিআই সিরিজে পাপুয়া নিউ গিনি ২–০ ব্যবধানে জয়ী হয়।[5] ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নেপাল।[6] নেপালের দীপেন্দ্র সিং আইরি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[7]
দ্বিপাক্ষিক সিরিজ
২০২১–২২ পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দলের নেপাল সফর | |||
---|---|---|---|
নেপাল | পাপুয়া নিউ গিনি | ||
তারিখ | ২৫ মার্চ ২০২২ – ২৬ মার্চ ২০২২ | ||
অধিনায়ক | সন্দীপ লামিছানে | আসাদুল্লাহ ভালা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে পাপুয়া নিউ গিনি ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | রোহিত কুমার পৌডেল (১৬১) | চার্লস আমিনি (১১২) | |
সর্বাধিক উইকেট | সোমপাল কামি (৫) | নরম্যান ভানুয়া (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | চার্লস আমিনি (পাপুয়া নিউ গিনি) |
দলীয় সদস্য
নেপাল[8] | পাপুয়া নিউগিনি[9] |
---|---|
|
|
১ম ওডিআই
ব |
||
রোহিত কুমার পৌডেল ১২৬ (১০৭) নরম্যান ভানুয়া ৩/৬২ (১০ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দেব খনাল (নেপাল) ও সেমো কামেয়া (পাপুয়া নিউ গিনি)-এর ওডিআই অভিষেক হয়।
- রোহিত কুমার পৌডেল (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[10]
২য় ওডিআই
ব |
||
দীপেন্দ্র সিং আইরি ১০৫ (১৪০) আলেই নাও ৩/৪৮ (৯ ওভার) |
লেগা সিয়াকা ৯০ (১০২) সোমপাল কামি ৩/৩৮ (৯ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- দীপেন্দ্র সিং আইরি (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[11]
ত্রিদেশীয় সিরিজ
২০২১–২২ নেপাল ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ২৮ মার্চ ২০২২ – ৪ এপ্রিল ২০২২ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | নেপাল | ||||||||||||||||||||||||||||
ফলাফল | নেপাল টুর্নামেন্টে জয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | দীপেন্দ্র সিং আইরি | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
দলীয় সদস্য
নেপাল[8] | পাপুয়া নিউগিনি[9] | মালয়েশিয়া[12] |
---|---|---|
|
|
২০২২ সালের ২৮ মার্চ রোহিত কুমার পৌডেলকে নেপাল দলে যোগ করা হয়।[13]
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | নেপাল | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.৫৩০ |
২ | পাপুয়া নিউগিনি | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −০.৪৬৭ |
৩ | মালয়েশিয়া | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −২.০৯৪ |
ফাইনালে উত্তীর্ণ
সূচি
ব |
||
আসিফ শেখ ৪৩ (৩৫) চাদ সোপার ২/২৪ (৪ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
টনি উরা ৫৬ (৩৫) শারভিন মুনিয়ান্দি ৪/৩২ (৩.৩ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আম্মার জুহদি হাজালান ও বিজয় সুরেশ (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
জুবাইদি জুলকিফলি ৩২ (১৫) করণ খাতরি ছেত্রী ২/১৬ (৩ ওভার) |
আসিফ শেখ ৫৭ (৩৮) পবনদীপ সিং ২/২৩ (৩ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- দিলীপ নাথ (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
দীপেন্দ্র সিং আইরি ৬৬ (৩৩) কাবুয়া ভাগি মোরেয়া ৩/২৯ (৪ ওভার) |
চার্লস আমিনি ৬২ (৪৭) করণ খাতরি ছেত্রী ৫/২১ (৩.৪ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আদিল আনসারি (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
- করণ খাতরি ছেত্রী প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
- করণ খাতরি ছেত্রী প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব |
||
সৈয়দ আজিজ ৬৪ (৩৫) কাবুয়া ভাগি মোরেয়া ৪/২৯ (৩ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সেমো কামেয়া (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
বিরনদীপ সিং ৪৭ (২৬) সন্দীপ লামিছানে ৩/১৯ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দীপেন্দ্র সিং আইরি (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
ফাইনাল
ব |
||
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Nepal to organize T20I tri-series in late March"। হাম্রো খেলকুদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২।
- "CAN announces preliminary squad"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২।
- @CricketNep (৬ মার্চ ২০২২)। "Nepal is scheduled to play two One-day Internationals against PNG in Nepal on March 25 & 26, 2022" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- @CricketNep (১২ মার্চ ২০২২)। "Tournament Fixture - ODI & T20I Series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "PNG clean sweep Nepal as Dipendra ton goes in vain"। ক্রিকেটিংনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- "Nepal clinches the Tri-nation T20 International title defeating PNG by 50 runs"। খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২।
- "Nepal thump PNG to claim Tri-Nation T20I series"। দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২।
- @CricketNep। "Nepal Squad" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "PNG Cricket announce men's squads for tours of UAE and Nepal"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২।
- "Paudel maiden ton in vain as PNG clinch series opener against Nepal"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "With Dipendra's first century, Nepal sets a target of 279 runs against PNG"। খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২।
- "Malaysia raring to go - Nepal Tri Series 2022"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- @CricketNep (২৮ মার্চ ২০২২)। "Rohit Paudel has been added into the T20I squad for the upcoming T20I Tri-Series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।