২০২১–২২ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

দক্ষিণ আফ্রিকা পুুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[1][2] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে গণ্য হয়।[3][4]

২০২১–২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা
তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ – ১৪ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক দাসুন শানাকা তেম্বা বাভুমা (ওডিআই)
কেশব মহারাজ (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান চরিত আশালংকা (১৯৬) ইয়ানেমান মালান (১৬২)
সর্বাধিক উইকেট মহেশ তীক্ষণ (৪)
দুষ্মন্ত চামিরা (৪)
ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৪)
তাবরাইজ শামসি (৮)
সিরিজ সেরা খেলোয়াড় চরিত আশালংকা (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান দিনেশ চান্দিমাল (৭১) কুইন্টন ডে কক (১৫৩)
সর্বাধিক উইকেট ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৩) বিয়র্ন ফরটুইন (৫)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)

সফরটি প্রাথমিকভাবে ২০২০ সালের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারি সফরটিকে ঝুঁকির মুখে ফেলে দেয়। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি দে সিলভাক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক গ্রেইম স্মিথ দুজনেই উল্লেখ করেন যে তাঁদের অনুশীলনের জন্য যথেষ্ট সময় প্রয়োজন।[5] ২০২০ সালের ২০ এপ্রিল উভয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করে যে মহামারির কারণে সফরটি স্থগিত করা হয়েছে।[6][7] ২০২০ সালের ১ আগস্ট গ্রেইম স্মিথ নিশ্চিত করেন যে ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর সঙ্গে তারিখ সংক্রান্ত ঝামেলার কারণে সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।[8]

২০২১ সালের ৩০ জুলাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করে যে সিরিজের সবগুলো ম্যাচ রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে জৈবসুরক্ষিত বুদ্‌বুদের মধ্যে অনুষ্ঠিত হবে।[9]

ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়।[10] টি২০আই সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করতে সক্ষম হয়।[11]

দলীয় সদস্য

 শ্রীলঙ্কা  দক্ষিণ আফ্রিকা
ওডিআই ও টি২০আই[12] ওডিআই[13] টি২০আই[14]

২০২১ সালের ২২ আগস্ট শ্রীলঙ্কা ক্রিকেট দাসুন শানাকাকে অধিনায়ক করে ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[15][16] শ্রীলঙ্কা ওডিআই ও টি২০আই ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা না করে পুরো সফরের জন্য ২২ সদস্যের একটি মিলিত দল ঘোষণা করে।[17]

কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসার কারণে জুনিয়র দালা দক্ষিণ আফ্রিকার ওডিআই দল থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে লুথো সিপামলাকে দলে নেয়া হয়।[18] প্রথম ওডিআই ম্যাচে খেলার সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার আঙুলে চিড় ধরায় তিনি সিরিজের বাকি ম্যাচগুলো হতে ছিটকে যান।[19] কেশব মহারাজকে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই-এর জন্য অধিনায়ক ঘোষণা করা হয়।[20]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩০০/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৮৬/৬ (৫০ ওভার)
অভিষ্কা ফার্নান্দো ১১৮ (১১৫)
কেশব মহারাজ ২/৩০ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, দক্ষিণ আফ্রিকা ০।

২য় ওডিআই

৪ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৮৩/৬ (৪৭ ওভার)
 শ্রীলঙ্কা
১৯৭ (৩৬.৪ ওভার)
ইয়ানেমান মালান ১২১ (১৩৫)
চামিকা করুণারত্নে ২/২৪ (৫ ওভার)
চরিত আশালংকা ৭৭ (৬৯)
তাবরাইজ শামসি ৫/৪৯ (৭.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: ইয়ানেমান মালান (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৭ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ৪১ ওভারে ২৬৫ নির্ধারণ করা হয়।
  • জর্জ লিন্ডা (দক্ষিণ আফ্রিকা)-এর ওডিআই অভিষেক হয়।
  • কেশব মহারাজ ওডিআই ক্রিকেটে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেন।[21]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, শ্রীলঙ্কা ০।

৩য় ওডিআই

৭ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২০৩/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১২৫ (৩০ ওভার)
চরিত আশালংকা ৪৭ (৭১)
কেশব মহারাজ ৩/৩৮ (১০ ওভার)
হাইনরিখ ক্লাসেন ২২ (৩০)
মহেশ তীক্ষণ ৪/৩৭ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৭৮ রানে জয়ী
রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও লিন্ডন হ্যানিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, দক্ষিণ আফ্রিকা ০।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১০ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৬৩/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৩৫/৬ (২০ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা) ও কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

১২ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১০৩ (১৮.১ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১০৫/১ (১৪.১ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রবীণ জয়বিক্রমা (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

১৪ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১২০/৮ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১২১/০ (১৪.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী
রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "South Africa tour of Sri Lanka schedule released"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১
  2. "South Africa to tour Sri Lanka for three ODIs and T20Is each in September"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১
  3. "Schedule for inaugural World Test Championship announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  5. "South Africa tour of Sri Lanka 2020 likely to be postponed"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০
  6. "South Africa's June tour of Sri Lanka postponed"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০
  7. "CSA and SLC jointly announce postponement of Proteas Tour to Sri Lanka"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০
  8. "South Africa's tours of West Indies and Sri Lanka postponed indefinitely"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২০
  9. "South Africa to tour Sri Lanka in Sept for limited-overs series"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১
  10. "Debutant Maheesh Theekshana spins Sri Lanka to series victory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১
  11. "Openers demolish Sri Lanka after bowling strangle as South Africa sweep series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১
  12. "Sri Lanka announce 22-man squad for South Africa series"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  13. "Quinton de Kock, David Miller and Lungi Ngidi to miss ODI leg of South Africa's Sri Lanka tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১
  14. "Pretorius returns as Proteas name squads for Sri Lanka white-ball series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১
  15. "30-man squad for limited over series against Proteas named"দ্যপাপারে। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১
  16. "Chandimal returns, four rookies called in"সানডে টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১
  17. "Kusal Perera back in limited-overs squads after recovering from Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  18. "SA bowling coach Charl Langeveldt and seamer Junior Dala to miss SL tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১
  19. "Fractured thumb rules Bavuma out, Maharaj to lead in remainder of ODI series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১
  20. "Bavuma ruled out of remainder of Sri Lanka series"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১
  21. "South Africa need a spin intervention against improving Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.