২০২১–২২ জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য স্কটল্যান্ড সফর করে।[1][2] সিরিজের ম্যাচগুলো এডিনবরার দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[3] ঘরের মাঠে স্কটল্যান্ড এর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০১৯ সালের আগস্ট মাসে।[4] সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয়।[5][6]
২০২১–২২ জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর | |||
---|---|---|---|
স্কটল্যান্ড | জিম্বাবুয়ে | ||
তারিখ | ১৫ সেপ্টেম্বর ২০২১ – ১৯ সেপ্টেম্বর ২০২১ | ||
অধিনায়ক | কাইল কুটজার | ক্রেইগ আরভাইন | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | রিচার্ড বেরিংটন (১৬৮) | মিল্টন শুম্বা (১১২) | |
সর্বাধিক উইকেট | সাফইয়ান শরিফ (৪) |
তেন্দাই চাতারা (৫) লুক জংওয়ে (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মিল্টন শুম্বা (জিম্বাবুয়ে) |
দলীয় সদস্য
স্কটল্যান্ড[7] | জিম্বাবুয়ে[8] |
---|---|
|
|
সিরিজটির দুদিন আগে অনুষ্ঠিত হওয়া জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফরের শেষ ম্যাচের পর জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।[9]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় টি২০আই
ব |
||
ম্যাথু ক্রস ৪২ (৩৫) রিচার্ড ন্গারাভা ২/১৩ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইনোসেন্ট কাইয়া (জিম্বাবুয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Zimbabwe to tour Ireland and Scotland in August-September"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১।
- "Zimbabwe get go-ahead to tour Ireland and Scotland in August-September"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১।
- "International cricket returns to Scotland as three matches against Zimbabwe are confirmed"। ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১।
- "Scotland arrange three T20I matches with Zimbabwe in Edinburgh"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১।
- "Milton Shumba's 29-ball 66 fires Zimbabwe to series win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।
- "Sensational Shumba helps Zimbabwe to series victory"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১।
- "Captain Coetzer leads Scotland squad to ICC Men's T20 World Cup"। ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- "Craig Ervine named Zimbabwe captain for Ireland, Scotland tours"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- "Brendan Taylor to retire from international cricket"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.