২০২১–২২ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর

ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ভারত সফর করে।[1][2] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[3][4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সফরের সূচি নিশ্চিত করে।[5][6]

২০২১–২২ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ – ২০ ফেব্রুয়ারি ২০২২
অধিনায়ক রোহিত শর্মা কায়রন পোলার্ড
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সূর্যকুমার যাদব (১০৪) জেসন হোল্ডার (৬৫)
সর্বাধিক উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা (৯) আলজারি জোসেফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় প্রসিদ্ধ কৃষ্ণা (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সূর্যকুমার যাদব (১০৭) নিকোলাস পুরান (১৮৪)
সর্বাধিক উইকেট হর্ষল প্যাটেল (৫) রস্টন চেজ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব (ভারত)

ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়।[7] টি২০আই সিরিজেও ভারত প্রতিটি ম্যাচে জয়ী হতে সক্ষম হয়।[8]

দলীয় সদস্য

 ভারত  ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই[9] টি২০আই[10] ওডিআই[11] টি২০আই[12]

সফরের আগে রবিশ্রীনিবাসন সাই কিশোর ও শাহরুখ খানকে ভারতের টি২০আই দলে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[13] ভারতীয় দলের সাতজন সদস্যের দেহে কোভিড-১৯ শনাক্ত হলে মায়াঙ্ক আগরওয়ালকে ভারতের ওডিআই দলে যুক্ত করা হয়।[14] ইশান কিশনকে প্রথমে শুধু ভারতের টি২০আই দলে রাখা হলেও পরে তাঁকে ভারতের ওডিআই দলে যুক্ত করা হয়।[15] প্রথম ওডিআই ম্যাচের আগে ভারতের ওডিআই দলে শাহরুখ খানকে যুক্ত করা হয়।[16] টি২০আই সিরিজের আগে লোকেশ রাহুলঅক্ষর প্যাটেল চোটের কারণে ভারতের দল থেকে ছিটকে যান।[17] তাঁদের বদলি হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়দীপক হুডাকে ভারতীয় দলে নেয়া হয়।[18] চোটের কারণে ওয়াশিংটন সুন্দর ভারতের টি২০আই দল থেকে ছিটকে যান, যার ফলে কুলদীপ যাদবকে ভারতের টি২০আই দলে নেয়া হয়।[19]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৬ ফেব্রুয়ারি ২০২২
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৭৬ (৪৩.৫ ওভার)
 ভারত
১৭৮/৪ (২৮ ওভার)
রোহিত শর্মা ৬০ (৫১)
আলজারি জোসেফ ২/৪৫ (৭ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দীপক হুডা (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।

২য় ওডিআই

৯ ফেব্রুয়ারি ২০২২
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
২৩৭/৯ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৯৩ (৪৬ ওভার)
সূর্যকুমার যাদব ৬৪ (৮৩)
ওডিন স্মিথ ২/২৯ (৭ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।

৩য় ওডিআই

১১ ফেব্রুয়ারি ২০২২
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
২৬৫ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৬৯ (৩৭.১ ওভার)
ওডিন স্মিথ ৩৬ (১৮)
প্রসিদ্ধ কৃষ্ণা ৩/২৭ (৮.১ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১৬ ফেব্রুয়ারি ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৫৭/৭ (২০ ওভার)
 ভারত
১৬২/৪ (১৮.৫ ওভার)
নিকোলাস পুরান ৬১ (৪৩)
রবি বিষ্ণোই ২/১৭ (৪ ওভার)
রোহিত শর্মা ৪০ (১৯)
রস্টন চেজ ২/১৪ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রবি বিষ্ণোই (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

১৮ ফেব্রুয়ারি ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৬/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৭৮/৩ (২০ ওভার)
ঋষভ পন্ত ৫২* (২৮)
রস্টন চেজ ৩/২৫ (৪ ওভার)
ভারত ৮ রানে জয়ী
ইডেন গার্ডেনস, কলকাতা
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও বীরেন্দ্র শর্মা (ভারত)
ম্যাচসেরা: ঋষভ পন্ত (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২০ ফেব্রুয়ারি ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৪/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৬৭/৯ (২০ ওভার)
সূর্যকুমার যাদব ৬৫ (৩১)
রস্টন চেজ ১/২৩ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবেশ খান (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "Complete schedule of Indian cricket team in 2021 including IPL and T20 World Cup at home"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০
  2. "India Cricket Schedule Between 2021-2023 Announced by BCCI, Team to Play Non-stop Cricket"নিউজ১৮ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১
  3. "Schedule for inaugural World Test Championship announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  5. "India to host New Zealand, West Indies, Sri Lanka and South Africa in next nine months"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১
  6. "Update - 9th Apex Council Meeting"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১
  7. "Iyer and Pant get India out of trouble in 3-0 triumph"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২২
  8. "Venkatesh Iyer, Suryakumar star as India sweep WI 3-0"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২
  9. "India's squad for Paytm ODI & T20I series against West Indies announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  10. "Rohit and Kuldeep return for West Indies ODIs and T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  11. "West Indies announce ODI squad for tour of India"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  12. "West Indies announce unchanged T20I squad for tour of India"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২
  13. "Shahrukh Khan, Sai Kishore part of India's stand-bys for West Indies T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২
  14. "Dhawan, Iyer, Gaikwad, Saini test positive for Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২
  15. "Ishan Kishan Called Up For ODI Series Against West Indies Amid Covid Cases In Camp"ক্রিকেট অ্যাডিক্টর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২
  16. "Shahrukh Khan, Ishan Kishan added to India squad for first ODI against West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২
  17. "KL Rahul and Axar Patel ruled out of T20Is against West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২২
  18. "KL Rahul and Axar Patel ruled out of T20I Series"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২২
  19. "Washington Sundar ruled out of West Indies T20I series with hamstring injury"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.