২০২১–২২ ওমান চতুর্দেশীয় সিরিজ

২০২১–২২ ওমান চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওমানে অনুষ্ঠিত হয়।[1][2] টুর্নামেন্টটিতে স্বাগতিক ওমানের সঙ্গে অংশগ্রহণ করে আয়ারল্যান্ড, নেপালসংযুক্ত আরব আমিরাত[3] অংশগ্রহণকারী দলগুলোর জন্য টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব এ-এর প্রস্তুতি হিসেবে টুর্নামেন্টটি গণ্য হয়।[4]

২০২১–২২ ওমান চতুর্দেশীয় সিরিজ
তারিখ১১ ফেব্রুয়ারি ২০২২ – ১৪ ফেব্রুয়ারি ২০২২
তত্ত্বাবধায়কওমান ক্রিকেট
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক ওমান
বিজয়ী সংযুক্ত আরব আমিরাত
রানার-আপ আয়ারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারী দীপেন্দ্র সিং আইরি (১৪২)
সর্বাধিক উইকেটধারী ক্রেইগ ইয়াং (৬)

টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আয়ারল্যান্ড দলের সদস্যদের নিজস্ব মালামাল পৌঁছাতে বিলম্ব হওয়ায় ম্যাচটি দুদিন পিছিয়ে দেয়া হয়।[5]

টুর্নামেন্টে বিজয়ী হয় সংযুক্ত আরব আমিরাত। একই সংখ্যক জয় পাওয়ার পরও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে আয়ারল্যান্ড।

দলীয় সদস্য

 আয়ারল্যান্ড[6]  ওমান[1][7]    নেপাল[8][9]  সংযুক্ত আরব আমিরাত[10]

আয়ার‍ল্যান্ড দলে নিল রক ও বেন হোয়াইটকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[11]

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 সংযুক্ত আরব আমিরাত +০.৫৪৭
 আয়ারল্যান্ড +০.৪৫৭
 ওমান (H) −০.৪৩৮
   নেপাল −০.৭৮৬
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি

১১ ফেব্রুয়ারি ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ওমান 
১৩৫/৬ (২০ ওভার)
   নেপাল
১৩৭/৪ (১৯.৩ ওভার)
জিশান মাকসুদ ৪৩* (৪১)
অবিনাশ বোহরা ৩/২৬ (৪ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ৭৩* (৫৩)
কলিমুল্লাহ ২/২৪ (৪ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: দীপেন্দ্র সিং আইরি (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শোয়েব খান (ওমান), বিবেক যাদব ও সাগর ঢকাল (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
  • সন্দীপ লামিছানে টি২০আই ক্রিকেটে প্রথমবারের মত নেপালের অধিনায়কত্ব করেন।[12]

১২ ফেব্রুয়ারি ২০২২
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৯২/৩ (২০ ওভার)
   নেপাল
১৬৭/৫ (২০ ওভার)
চিরাগ সুরি ৮৪* (৫৩)
আরিফ শেখ ১/১৭ (২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ২৫ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: চিরাগ সুরি (সংযুক্ত আরব আমিরাত)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লোকেশ বম (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

১২ ফেব্রুয়ারি ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ওমান 
১৩৭ (১৯.২ ওভার)
 আয়ারল্যান্ড
১৪০/১ (১৭.১ ওভার)
শোয়েব খান ৫৭ (৩৮)
সিমি সিং ৩/৯ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: অ্যান্ড্রু ব্যালবার্নি (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ ফেব্রুয়ারি ২০২২
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৭৮/৫ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৬৫/৭ (২০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১৩ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: রোহান মুস্তফা (সংযুক্ত আরব আমিরাত)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ ফেব্রুয়ারি ২০২২
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৬৪/৮ (২০ ওভার)
 ওমান
১৬৫/৩ (১৯.৩ ওভার)
মুহাম্মদ ওয়াসিম ৮৪ (৪৪)
আমির কলিম ৫/২৯ (৪ ওভার)
কাশ্যপ প্রজাপতি ৬৯* (৫৩)
কাশিফ দাউদ ১/১৩ (২ ওভার)
ওমান ৭ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচসেরা: আমির কলিম (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ ফেব্রুয়ারি ২০২২
১৪:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১২৭ (২০ ওভার)
   নেপাল
১১১/৯ (২০ ওভার)
আয়ারল্যান্ড ১৬ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচসেরা: দীপেন্দ্র সিং আইরি (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Oman announces quadrangular series with UAE, Ireland and Nepal"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২
  2. @CricketNep (২২ জানুয়ারি ২০২২)। "@CricketNep is set to participate in a Quadrangular T20I series against @TheOmanCricket, @EmiratesCricket and @IrelandCricket, in Muscat as part of preparation for the @ICC #T20WorldCup2022 Global Qualifier, Group A" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  3. "Nepal to play T20 series with UAE, Ireland and Oman prior to WC qualifiers"খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১
  4. "Ireland to play quadrangular tournament"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  5. @cricketireland। "Match Postponed" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  6. "Preview: Oman Quadrangular T20 Series - All you need to know"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২
  7. "Oman Cricket to host 4-nation T20I quadrangular series prior to global qualifiers"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২
  8. "National team announced for ICC Men's T-20 World Cup Global Qualifier"মাই রেপুবলিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২
  9. "Dhakal added to Nepal squad"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২
  10. "ECB Announce teams that will represent the UAE ahead of intense 3-series campaign in Oman"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২
  11. "O'Brien left out of T20 WCQ squad"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২
  12. "Nepal ready for T20 Global Qualifiers"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.