২০২১–২২ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২০২১ সালের অক্টোবর মাসে চারটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে।[1] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[2] ২০১৮ সালে নিউজিল্যান্ডের আয়ারল্যান্ড সফরের পর এ সিরিজেই প্রথমবারের মত আয়ারল্যান্ড একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়, যার সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে ২০২১ সালের এপ্রিল মাসে একদিনের আন্তর্জাতিক মর্যাদা লাভের পর জিম্বাবুয়েও এ সিরিজেই প্রথমবারের মত একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।[3] সিরিজটি উভয় দলের জন্য ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[4]
২০২১–২২ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
জিম্বাবুয়ে | আয়ারল্যান্ড | ||
তারিখ | ৫ অক্টোবর ২০২১ – ১১ অক্টোবর ২০২১ | ||
অধিনায়ক | ম্যারি-অ্যান মুসোন্দা | লরা ডেলানি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ম্যারি-অ্যান মুসোন্দা (১৫৯) | গ্যাবি লুইস (২৬৩) | |
সর্বাধিক উইকেট | জোসেফিন ন্কোমো (৪) | কারা মারে (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | গ্যাবি লুইস (আয়ারল্যান্ড) |
সিরিজে আয়ারল্যান্ড ৩–১ ব্যবধানে জয়লাভ করে।[5] সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের অ্যামি হান্টার ১৬ বছর বয়সে শতরানের ইনিংস খেলে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ শতকধারী খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।[6]
দলীয় সদস্য
![]() |
![]() |
---|---|
|
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
লরা ডেলানি ৮৮ (৮১) জোসেফিন ন্কোমো ২/৪৬ (৯ ওভার) |
ম্যারি-অ্যান মুসোন্দা ১০৩* (১১৪) কারা মারে ২/৪৭ (৮.৫ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যাশলি ন্দিরায়া, এস্থার ম্বোফানা, চিয়েদজা ধুরুরু, জোসেফিন ন্কোমো, নোমভেলো সিবান্দা, পেলায়িয়া মুজাজি, প্রেশাস মারাংগে, মোডস্টার মুপাচিকোয়া, ম্যারি-অ্যান মুসোন্দা, লরিন ৎশুমা, লরিন পিরি (জিম্বাবুয়ে), অ্যামি হান্টার, ওর্লা প্রেন্ডারগাস্ট, জর্জিনা ডেম্পসি ও সেলেস্তে রাক (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
- ম্যারি-অ্যান মুসোন্দা প্রথম জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[9]
২য় ওডিআই
ব |
||
লিয়া পল ৯৫ (১১৮) জোসেফিন ন্কোমো ১/৩৩ (১০ ওভার) |
জোসেফিন ন্কোমো ৭০* (৮৬) কারা মারে ৩/৫৬ (১০ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেন ম্যাগুয়ায়ার (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
ব |
||
ম্যারি-অ্যান মুসোন্দা ২৬ (২২) সেলেস্তে রাক ৩/৩৪ (১০ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অড্রে মাজভিশায়া, তাসমিন গ্রেঞ্জার ও নিয়াশা গোয়ানজুরা (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।
৪র্থ ওডিআই
ব |
||
অ্যামি হান্টার ১২১* (১২৭) জোসেফিন ন্কোমো ১/৪৫ (১০ ওভার) |
জোসেফিন ন্কোমো ৬৬ (১০৬) লরা ডেলানি ২/৩২ (১০ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যামি হান্টার (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[10]
তথ্যসূত্র
- "Ireland to tour Zimbabwe for four ODIs; Laura Delany to lead 15-member squad"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- "Zimbabwe Women to host Ireland Women for ODI series"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- "Ireland Women name squad for historic Zimbabwe tour"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- "Ireland Women's squad for tour of Zimbabwe announced"। ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- "Amy Hunter: Ireland batter turns 16 by becoming youngest player to hit international ton"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১।
- "Amy Hunter makes history as Belfast teen becomes youngest to hit century in ODI clash"। বেলফাস্ট টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১।
- @zimbabwewomen (৪ অক্টোবর ২০২১)। "🇿🇼 team to play Ireland in the ODI series. Matches are scheduled for 5, 7, 9 and 11 October at Harare Sports Club" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Ireland Women's squad for tour of Zimbabwe announced"। ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- "Mary-Anne Musonda leads Zimbabwe to victory on their ODI debut"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২১।
- "Irish cricketer Amy Hunter becomes youngest batter to hit international century"। ব্রেকিংনিউজ.ie (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১।