২০২২ ভারত পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
ভারত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে।[1] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[2] সিরিজটি প্রথমে ২০২০ সালের আগস্ট মাসে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু ২০২০ সালের জুন মাসে কোভিড-১৯ মহামারির কারণে সিরিজটি স্থগিত করা হয়।[3][4] পরবর্তীতে ২০২২ সালের জুলাই মাসে নিশ্চিত করা হয় যে সিরিজটি ২০২২ সালের আগস্ট মাসে খেলা হবে।[5] সিরিজের ম্যাচগুলো হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা হয়।[6] সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়।[7]
২০২২ ভারত পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | ভারত | ||
তারিখ | ১৮ আগস্ট ২০২২ – ২২ আগস্ট ২০২২ | ||
অধিনায়ক | রেজিস চাকাবভা | লোকেশ রাহুল | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | সিকান্দার রাজা (১৪৩) | শুভমান গিল (২৪৫) | |
সর্বাধিক উইকেট | ব্র্যাড এভানস (৫) | অক্ষর প্যাটেল (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শুভমান গিল (ভারত) |
দলীয় সদস্য
জিম্বাবুয়ে[8] | ভারত[9] |
---|---|
|
ভারত দলে প্রাথমিকভাবে শিখর ধাওয়ানকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল, কিন্তু প্রাথমিক দলে অনুপস্থিত থাকা লোকেশ রাহুল সিরিজে খেলতে সমর্থ বলে গণ্য হওয়ায় তাঁকে দলে যুক্ত করে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[10] সে সময় শিখর ধাওয়ানকে দলের সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়।[11] কাঁধে চোট পেয়ে ওয়াশিংটন সুন্দর ভারত দল থেকে ছিটকে যান।[12] তাঁর বদলি হিসেবে শাহবাজ আহমেদকে দলে যুক্ত করা হয়।[13]
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
শুভমান গিল ৮২* (৭২) |
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, জিম্বাবুয়ে ০।
২য় ওডিআই
ব |
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, জিম্বাবুয়ে ০।
৩য় ওডিআই
ব |
||
শুভমান গিল ১৩০ (৯৭) ব্র্যাড এভানস ৫/৫৪ (১০ ওভার) |
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- শুভমান গিল (ভারত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[14]
- ব্র্যাড এভানস (জিম্বাবুয়ে) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[15]
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, জিম্বাবুয়ে ০।
তথ্যসূত্র
- "Complete schedule of Indian cricket team in 2020 including the all-important tour of Australia and T20 World Cup"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- "Men's Future Tour Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮।
- "India's tours to Sri Lanka, Zimbabwe postponed"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- "India tours to Sri Lanka and Zimbabwe called off"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০।
- "India to tour Zimbabwe for three ODIs"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২২।
- "Zimbabwe to host Bangladesh and India before touring Australia"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২।
- "Gill's 130 trumps Raza's heroic 115 as rattled India make it 3-0"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- "Zimbabwe name squad for ODI series against India"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।
- "India's squad for Zimbabwe tour announced"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২২।
- "KL Rahul cleared to play; set to lead Team India in Zimbabwe"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।
- "KL Rahul to captain India in Zimbabwe after being passed fit"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।
- "Washington Sundar out of Zimbabwe series with shoulder injury"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২২।
- "Shahbaz Ahmed replaces injured Washington Sundar for Zimbabwe tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- @ICC (২২ আগস্ট ২০২২)। "Maiden ODI century for Shubman Gill ✨" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- @ICC (২২ আগস্ট ২০২২)। "A maiden international five-for!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।