২০২০ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিনটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা জুলাই ২০২০-এ অনুষ্ঠিত হয়। [1][2]
২০২০ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ৮ – ২৮ জুলাই ২০২০ | ||
অধিনায়ক | জো রুট | জেসন হোল্ডার | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | বেন স্টোকস (৩৬৩) | জার্মেইন ব্ল্যাকউড (২১১) | |
সর্বাধিক উইকেট | স্টুয়ার্ট ব্রড (১৬) | শ্যানন গ্যাব্রিয়েল (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ) |
দলীয় সদস্য
টেস্ট | |
---|---|
ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ |
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৮–১০ জুলাই ২০২০ |
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে প্রথম দিন কেবলমাত্র ১৭.৪ ওভারের খেলা সম্ভব হয়েছিল। ২৬.৩ ওভারের খেলাগুলি খারাপ আলোর কারণে দ্বিতীয় দিন হেরে গেছে।
- বেন স্টোকস ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন টেস্টে প্রথমবার।
- বেন স্টোকস (ইংল্যান্ড) টেস্টে ৪,০০০ রান সংগ্রহ এবং ১৫০ উইকেট শিকারকারী ষষ্ঠ ক্রিকেটার হয়েছেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৪০, ইংল্যান্ড ০।
২য় টেস্ট
১৬–২০ জুলাই ২০২০ |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ৩য় দিনে কোনও খেলা সম্ভব হয়নি।
- বেন স্টোকস (ইংল্যান্ড) টেস্টে নিজের দশম সেঞ্চুরি করেছে।
- ক্রিস উকস (ইংল্যান্ড) টেস্টে তার ১০০তম উইকেট নিয়েছে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৪০, ওয়েস্ট ইন্ডিজ ০।
৩য় টেস্ট
২৪–২৮ জুলাই ২০২০ |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ৪র্থ দিনে কোনও খেলা সম্ভব হয়নি।
- কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে তার ২০০তম উইকেট নিয়েছে।
- স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) টেস্টে তার ৫০তম উইকেট নিয়েছে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৪০, ওয়েস্ট ইন্ডিজ ০।
তথ্যসূত্র
- "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- "England men's international schedule for 2020 confirmed"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.