২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে একটি সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা যা ২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[1][2] এটি ছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর, এবং দ্বিতীয় বারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[3] প্রতিযোগিতায় ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। প্রতি গ্রুপে শীর্ষ দুটি দল প্রতিযোগিতার সুপার লীগ পর্বে এবং প্রতি গ্রুপের শেষ দুটি দল প্লেট লীগে অগ্রসর হয়।[4] ভারত হচ্ছে বিগত আসরের চ্যাম্পিয়ন।[5]

২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ লোগো
তারিখ১৭ জানুয়ারি – ৯ ফেব্রুয়ারি ২০২০
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরন৫০ ওভার
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিননক-আউট
আয়োজক দক্ষিণ আফ্রিকা
বিজয়ী বাংলাদেশ (১ম শিরোপা)
রানার-আপ ভারত
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬
খেলার সংখ্যা৪৮
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ভারত যশস্বী জয়সওয়াল
সর্বাধিক রান সংগ্রহকারীভারত যশস্বী জয়সওয়াল (৪০০)
সর্বাধিক উইকেটধারীভারত রবি বিষ্ণুই (১৭)
আনুষ্ঠানিক ওয়েবসাইটওয়েবসাইট

প্রথম সুপারলীগ সেমি-ফাইনালে যশস্বী জয়সওয়ালের অপরাজিত শত রানের বিনিময়ে[6] ভারত পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।[7] অপরদিকে দ্বিতীয় সুপারলীগের সেমি-ফাইনালে মাহমুদুল হাসান জয় এর দুর্দান্ত শতরানে ভর করে, বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালেন উন্নীত হয়।[8] পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারনী প্লে অফ ম্যাচটি বৃষ্টির কারণে কোনও বল করা ছাড়াই পরিত্যক্ত হয়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের চেয়ে বেশি পয়েন্ট অর্জন করার কারণে পাকিস্তানকে তৃতীয় ঘোষণা করা হয়।[9]

ফাইনালে, ভারত প্রথমে ব্যাট করে ১৭৭ রান তোলে। তবে বাংলাদেশের ইনিংসের সময় বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতি অনুসারে, বিজয়ের জন্য বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৪৬ ওভাবে ১৭০ রান। বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়[10] ও ভারতকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্ট জয় করে।[11] এটি আইসিসি ইভেন্টের যে কোনও স্তরে বাংলাদেশের প্রথম শিরোপা জয়।[12]

বাছাইপর্ব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর ২০১৮ বিশ্বকাপের শীর্ষ ১১টি দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০ প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে; আয়ারল্যান্ড হচ্ছে একমাত্র পূর্ণসদস্য দল যারা স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়।[1] প্রতিটি দলই ৫টি আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা জিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।[13] যোগ্যতা অর্জনের ধাপের প্রতিযোগিতায় ২০১৮-২০১৯ সালে মোট ১৫টি দল অংশ গ্রহণ করে।[1] প্রথম বাছাইপর্ব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ৩১ জুলাই ২০১৮ তারিখে ইউরোপীয় দ্বিতীয় বিভাগ গ্রুপে।[1] বাছাইচক্রের সর্বশেষ রাউন্ডটি অনুষ্ঠিত হয় জুলাই আগস্ট ২০১৯ এ নেদারল্যান্ডস-এ।[14]

নাইজেরিয়া আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় সবগুলো দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে এবং ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার সুযোগ পায়।[15] অপর দিকে জাপানও তাদের ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার সযোগ পায়।[16] জাপান তাদের চূড়ান্ত বাছাই ছকে পাপুয়া নিউ গিনির সাথে খেলার জন্য নির্ধারিত ছিল, কিন্তু পাপুয়া নিউ গিনি উক্ত ম্যাচটি বাজেয়াপ্ত করে।[17] পাপুয়া নিউ গিনি ক্রিকেট বোর্ড খেলার আইন ভঙ্গ করার দায়ে ১০জন খেলোয়াড়কে বছরের জন্য নিষিদ্ধ করে[18][19] কানাডা, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত হচ্ছে অপর যোগ্যতা অর্জনকারী বাকী দলগুলো।[20]

দল বাছাইয়ের ধরন
 আফগানিস্তান আইসিসি পূর্ণ সদস্য
 অস্ট্রেলিয়া আইসিসি পূর্ণ সদস্য
 বাংলাদেশ আইসিসি পূর্ণ সদস্য
 ইংল্যান্ড আইসিসি পূর্ণ সদস্য
 ভারত আইসিসি পূর্ণ সদস্য
 নিউজিল্যান্ড আইসিসি পূর্ণ সদস্য
 পাকিস্তান আইসিসি পূর্ণ সদস্য
 দক্ষিণ আফ্রিকা আইসিসি পূর্ণ সদস্য
 শ্রীলঙ্কা আইসিসি পূর্ণ সদস্য
 ওয়েস্ট ইন্ডিজ আইসিসি পূর্ণ সদস্য
 জিম্বাবুয়ে আইসিসি পূর্ণ সদস্য
 নাইজেরিয়া[21] আফ্রিকা বিভাগ ১[22]
 কানাডা[23] আমেরিকা বিভাগ ১[24]
 সংযুক্ত আরব আমিরাত[25] এশিয়া বিভাগ ১[26]
 জাপান[27] ইএপি বিভাগ ১[28]
 স্কটল্যান্ড[29] ইউরোপ বিভাগ ১[30]

আম্পায়ার

৭ জানুয়ারি ২০২০ তারিখে, আইসিসি উক্ত প্রতিযোগিতার জন্য সকল কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে। ১৬ জন আম্পায়ারসহ গ্রেইম লেব্রয়, সাইদ ওয়াদভাল্লাফিল উইটিকেস কে ও ম্যাচ রেফারী হিসাবে নিয়োগ প্রদান করে।[31]

দলীয় সদস্য

গ্রুপ পর্যায়

প্রতিযোগিতার খেলার সময়সূচী আইসিসি কর্তৃক ২৪ অক্টোবর ২০১৯ তারিখে নিশ্চিত করা হয়। [32][33]

গ্রুপ এ

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ভারত +৩.৫৯৮
 নিউজিল্যান্ড −০.৫৭৭
 শ্রীলঙ্কা −০.২১৪
 জাপান −৫.৫০৮
উৎস:
১৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৯৫/২ (২৮.৫ ওভার)
ওলি হোয়াইট ৮০ (৮০)
যুগেন্দর রেদারেকার ১/১৭ (৩ ওভার)
ফলাফল হয়নি
নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
  • জাপান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিজউজিল্যান্ড ইনিংস চলাচালীন বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হলে পরবর্তীতে আর কোন খেলা মাঠে গড়ায় নি।

১৯ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ভারত 
২৯৭/৪ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২০৭ (৪৫.২ ওভার)
যশস্বী জয়সওয়াল ৫৯ (৭৪)
আশিয়ান ড্যানিয়েল ১/৩৯ (১০ ওভার)
নিপুন ধনঞ্জয়া ৫০ (৫৯)
আকাশ সিং ২/২৯ (৯ ওভার)
ভারত ৯০ রানে বিজয়ী
মাঙ্গাউং ওভাল, ব্লোয়েমফন্টেইন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও আহমেদ শাহ পাকতীন (আফগানিস্তা)
ম্যাচসেরা: সিদ্দেশ ভীর (ভারত)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জাপান 
৪১ (২২.৫ ওভার)
 ভারত
৪২/০ (৪.৫ ওভার)
সু নোগছি ৭ (১৭)
রবি বিষ্ণুই ৪/৫ (৮ ওভার)
ভারত ১০ উইকেটে জয়ী
মাঙ্গাউং ওভাল, ব্লোয়েমফন্টেইন
আম্পায়ার: আহমেদ শাহ পাকতীন (আফগানিস্তান) ও আদ্রিয়ান হোল্ডস্টোক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: রবি বিষ্ণুই (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জাপানের এই স্কোরটি ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় যৌথ সর্বনিম্ন স্কোর। [34]

২২ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৪২/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৪৩/৭ (৪৯.৫ ওভার)
অহন বিক্রমাসিংহে ৬৪ (৪৮)
আদিত্য অশোক ৩/৩৮ (১০ ওভার)
রাইস মারিও ৮৬ (১০৬)
সুদীরা থিলকরত্নে ২/৫২ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী
মাঙ্গাউং ওভাল, ব্লোয়েমফন্টেইন
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: বেকহ্যাম হুইলার-গ্রিনাল (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এই খেলার ফলাফলেই নিউজিল্যান্ডের পরবর্তী রাউন্ডের খেলা নিশ্চিত হয়ে যায়। [35]

২৪ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ভারত 
১১৫/০ (২৩ ওভার)
 নিউজিল্যান্ড
১৪৭ (২১ ওভার)
রাইস মারিউ ৪২ (৩১)
রবি বিষ্ণুই ৪/৩০ (৫ ওভার)
ভারত ৪৪ রানে জয়ী (ডি/এল)
মাঙ্গাউং ওভাল, ব্লোয়েমফন্টেইন
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: রবি বিষ্ণুই (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে নিউজিল্যান্ডকে ২৩ ওভারে ১৯৩ রানের নতুন লক্ষ্যমাত্রা প্রদান করা হয়।

২৫ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জাপান 
৪৩ (১৮.৩ ওভার)
 শ্রীলঙ্কা
৪৭/১ (৮.৩ ওভার)
দেবাশীষ সাহু ৯ (১২)
নভোদ পরানাভিথানা ২/২ (২.৩ ওভার)
রবীন্দু রাসান্থা ১৯* (২৫)
কেন্তু দোবেল ১/১৫ (৩ ওভার)
শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: নভোদ পরানাভিথানা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের জন্য খেলাটি ২২ ওভারে সীমিত করা হয়।

গ্রুপ বি

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ওয়েস্ট ইন্ডিজ +২.৩৪০
 অস্ট্রেলিয়া +১.২৫৫
 ইংল্যান্ড +০.৮৩৭
 নাইজেরিয়া −৫.০৭৪
উৎস:
১৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৭৯ (৩৫.৪ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৮০/৭ (৪৬ ওভার)
জ্যাক ফ্রাসার-ম্যাকগার্থ ৮৪ (৯৭)
জয়দেন সীলস ৪/৪৯ (৮ ওভার)
নাইম ইয়োং ৬১ (৬৯)
তানভীর সাঙ্গা ৪/৩০ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
ডায়মন্ড ওভাল, কিম্বারলী
আম্পায়ার: রশিদ রিয়াজ (পাকিস্তান) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচসেরা: নাইম ইয়োং (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলাটি উভয় দলের জন্য ৪৯ ওভারে সীমিত করা হয়।
  • আট বারের চেষ্টার পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।[36]

২০ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৬৭/৭ (৫০ ওভার)
 ইংল্যান্ড
১৮৪/৯ (৪৩.৪ ওভার)
কেলভন অ্যান্ডারসন ৮৬* (১০৫)
লুইস গোল্ডওয়র্থী ২/২৮ (১০ ওভার)
টম ক্লার্ক ৩৮ (৫৩)
নাইম ইয়োং ৫/৪৫ (৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭১ রানে জয়ী (ডি/এল)
ডায়মন্ড ওভাল, কিম্বারলী
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: নাইম ইয়োং (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইংল্যান্ড ইনিংসের সময় বৃষ্টির কারণে পরবর্তী কোন খেলা সম্ভব হয়নি।
  • নাইম ইয়োং ওয়েস্ট ইন্ডিজের প্রথম কোন ব্যাটসম্যান যিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের একই ম্যাচে একটি অর্ধশতক ও ৫ উইকেটে লাভের গৌরব অর্জন করে। [37]

২০ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৬১ (৩০.৩ ওভার)
 অস্ট্রেলিয়া
৬২/০ (৭.৪ ওভার)
ওলাইনকা ওলালায়ে ২১ (৫৩)
তানভীর সাঙ্ঘা ৫/১৪ (১০ ওভার)
স্যাম ফ্যানিং ৩০* (২৬)
অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
কাউন্টি ক্লাব ফিল্ড, কিম্বারলী।
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও মাসুদুর রহমান (বাংলাদেশ)
ম্যাচসেরা: তানভীর সাঙ্ঘা (অস্ট্রেলিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৩ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৫২/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৫৩/৮ (৫০ ওভার)
বেন চার্লসওয়ার্থ ৮২ (১০০)
কনার সুলী ২/৩৯ (১০ ওভার)
ম্যাকেনজি হার্ভে ৬৫ (৮৩)
লুইস গোল্ডসওয়ার্থি ২/২৪ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী
ডায়মন্ড ওভাল, কিম্বারলী
আম্পায়ার: দক্ষিণ আফ্রিকা আদ্রিয়ান হোল্ডস্টোক ও পাকিস্তান আসিফ ইয়াকুব
ম্যাচসেরা: কনার সুলী (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৩ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩০৩/৮ (৫০ ওভার)
 নাইজেরিয়া
৫৭ (২১.৪ ওভার)
ম্যাথু প্যাট্রিক ৬৮ (৭০)
পিটার আহো ২/৫৩ (১০ ওভার)
আব্দুর রহমান জিমু ১৭ (১৮)
জয়দেন সিলেস ৪/১৯ (৬ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ রানে জয়ী
Country Club B Field, Kimberley
আম্পায়ার: ইংল্যান্ড ইয়ান গৌল্ড ও জিম্বাবুয়ে ইকনু চাবি
ম্যাচসেরা: ম্যাথু প্যাট্রিক (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওছি বোনিফেস (নাইজেরিয়া) যুবা ওডিআই ক্রিকেটে অভিষেক করে।

২৫ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৫৮ (২৭.৫ ওভার)
 ইংল্যান্ড
৬৪/২ (১১ ওভার)
সিলভেস্টার ওকপে ১৬ (৩৯)
জর্জ হিল ৪/১২ (৭.৫ ওভার)
স্যাম ইয়ঙ ৩৯* (৩৩)
রাশেদ আবুলারিন ১/১১ (৫ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ডায়মন্ড ওভাল, কিম্বারলী
আম্পায়ার: ইকনু চাবি (জিম্বাবুয়ে) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: জর্জ হিল (ইংল্যান্ড)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

গ্রুপ সি

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 বাংলাদেশ +৫.০০৮
 পাকিস্তান +২.৭০৬
 জিম্বাবুয়ে +০.৪৭৮
 স্কটল্যান্ড −৪.৮০৪
উৎস:
১৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৩৭/৬ (২৮.১ ওভার)
 বাংলাদেশ
১৩২/১ (১১.২ ওভার)
টাডিওনাশে মারুয়ামি ৩১ (৩৩)
রকিবুল হাসান ১/১৯ (৫ ওভার)
পারভেজ হোসেন ইমন ৫৮* (৩৩)
ডিওন মেয়ার্স ১/২৬ (২.৩ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী (ডি/এল)
জেবি মার্ক ওভাল, পটচেথস্ট্রোম
আম্পায়ার: প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড রোল্যান্ড ব্ল্যাকক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ লেসলি রেইফার
ম্যাচসেরা: পারভেজ হোসেন ইমন (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে বাংলাদেশকে ২২ ওভারে ১৩০ রানের নতুন লক্ষ্যমাত্রা প্রদান করা হয়।

১৯ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
৭৫ (২৩.৫ ওভার)
 পাকিস্তান
৭৭/৩ (১১.৪ ওভার)
উজাইর শাহ ২০ (৩৬)
মোহাম্মদ ওয়াসিম ৫/১২ (৭.৫ ওভার)
ইরফান খান ৩৮* (৩৭)
লিয়াম নাইলর ১/১২ (৩ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ওভাল, পটচেথস্ট্রোম
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
৮৯ (৩০.৩ ওভার)
 বাংলাদেশ
৯৩/৩ (১৬.৪ ওভার)
উজাইর শাহ ২৮ (৪৮)
রকিবুল হাসান ৪/২০ (৫.৩ ওভার)
মাহমুদুল হাসান জয় ৩৫ (৪৮)
শন ফিশার কেওগ ৩/২৭ (৪ ওভার)
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ওয়াইট্রান্ড ওভাল, পটচেথস্ট্রোম
আম্পায়ার: লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ) ও অনিল চৌধুরী (ভারত)
ম্যাচসেরা: রকিবুল হাসান (বাংলাদেশ)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ড্যানিয়েল কেয়ার্নস ও শন ফিশার কেওগ (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে অভিষেক করে।
  • রকিবুল হাসান (বাংলাদেশ) এবারের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসরের প্রথম হ্যাট্রিক লাভ করে।[38]

২২ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
২৯৪/৯ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৫৬ (৪৬.৩ ওভার)
মোহাম্মদ হারিস ৮১ (৪৮)
ডাইলান গ্র্যান্ট ৩/৪৬ (৭ ওভার)
মিল্টন শুম্বা ৫৮ (৮২)
তাহির হোসেন ৩/৪২ (৭.৩ ওভার)
পাকিস্তান ৩৮ রানে জয়ী
ওয়াইট্রান্ড ওভাল, পটচেথস্ট্রোম
আম্পায়ার: নাইজেল ডুগুইড(ওয়েস্ট ইন্ডিজ) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: মোহাম্মদ হারিস (পাকিস্তান)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৪ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১০৬/৯ (২৫ ওভার)
তানজিদ হাসান ৩৪ (৩৫)
মোহাম্মদ আমির খান ৪/৩০ (৬ ওভার)
ফলাফল হয়নি
জেবি মার্কস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের খেলার ইনিংসের সময় বৃষ্টির কারণে খেলা আর অগ্রসর হয়নি।

২৫ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৪০ (৩৭.২ ওভার)
 জিম্বাবুয়ে
১৪৬/২ (১৭.১ ওভার)
কেস সাজ্জাদ ৬৮ (৭১)
সাকুমুজি এনডেলা ৪/২৭ (৪ ওভার)
তাদিওনাশে মারুমানি ৮৫ (৫৫)
জ্যাসপার ডেভিডসন ১/১৭ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী
ওয়াইট্রান্ড ওভাল, পটচেথস্ট্রোম
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও ইয়ান গোল্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: তাদিওনাশে মারুমানি (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের জন্য ম্যাচটিকে ৪২ ওভারে সীমিত করা হয়।

গ্রুপ ডি

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 আফগানিস্তান +২.৯২৭ সুপার লীগ কোয়ার্টার-ফাইনাল
 দক্ষিণ আফ্রিকা +০.৪৮৮
 সংযুক্ত আরব আমিরাত −১.১০৪
 কানাডা −২.২৫৩
উৎস:
১৭ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১২৯ (২৯.১ ওভার)
 আফগানিস্তান
১৩০/৩ (২৫ ওভার)
ব্রেস পারসন ৪০ (৪২)
ফজল হক ২/৪৩ (৬ ওভার)
ইমরান ৫৭ (৪৮)
আছিল ক্লোয়েট ২/২০ (৪ ওভার)
আফগান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ডায়মন্ড ওভাল, কিম্বারলী
আম্পায়ার: নিউজিল্যান্ড ওয়েন নাইটসশ্রীলঙ্কা রবীন্দ্র উইমালাসিরি
ম্যাচসেরা: শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান)
  • দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান) আফগান অনূর্ধ্ব-১৯ দলের হিসাবে এটি ছিল তার সেরা বোলিং।[39]

১৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
কানাডা 
২৩১/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৩২/২ (৩৮.৪ ওভার)
মিহির পাটেল ৯০ (১০৫)
সঞ্চিত শর্মা ৩/৪২ (১০ ওভার)
জনাথান ফিজি ১০২* (১০১)
মোহাম্মদ কামাল ১/২৭ (৪ ওভার)
আরব আমিরাত ৮ উইকেটে জয়ী।
ম্যাঙ্গাউং ওভাল, ব্লোয়েমফন্টেইন
আম্পায়ার: আফগানিস্তান আহমেদ শাহ পাকতীন এবং বাংলাদেশ শরফুদ্দৌলা
ম্যাচসেরা: জনাথান ফিজি (আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জনাথান ফিজি (আরব আমিরাত) প্রথমবারের মতো আরব আমিরাতের কোন ব্যাটসম্যান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সেঞ্চুরী করে।[40]

২২ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৪৯/৮ (৫০ ওভার)
 কানাডা
১৯৯ (৪১.১ ওভার)
ব্রেস পারসনস ১২১ (৯১)
আখিল কুমার ৪/৫৬ (১০ ওভার)
বেনজামিন কালিটজ ৬২ (৭৭)
থিয়ান ফন ভুরেন ২/২৪ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৫০ রানে জয়ী
জেবি মার্কস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও রশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচসেরা: ব্রেইস পারসন (দক্ষিণ আফ্রিকা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২২ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৬৫/৬ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১০৫ (৩২.৪ ওভার)
ইব্রাহিম জাদরান ৮৭ (১২১)
পলানিয়াপন মিয়াপ্পান ২/৪৯ (১০ ওভার)
আর্যন লাকরা ২৮ (৫৩)
শাফিকুল্লাহ জাফারি ৫/২৩ (৮ ওভার)
আফগানিস্তান ১৬০ রানে জয়ী
নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: শাফিকুল্লাহ জাফারি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৪ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
খেলা পরিত্যাক্ত
ইবিস ওভাল, পটচেফস্ট্রোম
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

২৫ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৯৯/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১১২/৩ (২৩.৫ ওভার)
লুক বিউফোর্ট ৮৫ (১০৪)
আর্যন লাকরা ৩/৪৮ (১০ ওভার)
জনাথান ফিজি ৩৬* (৫৯)
পেকু মলেটস্যান ১/১৪ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২৩ রানে জয়ী (ডি/এল)
ম্যাঙ্গাউং ওভাল, ব্লোয়েমফন্টেইন
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচসেরা: ব্রেস পারসন্স (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আরব আমিরাতের ইনিংস চলাকালীন বৃষ্টির কারণে খেলা বন্ধু হলে আর কোন খেলা সম্ভব হয়নি।

প্লেট লীগ

  ১৩তম স্থান প্লে-অফ প্লেট প্লে-অফ সেমি-ফাইনাল প্লেট কোয়ার্টার-ফাইনাল প্লেট সেমি-ফাইনাল প্লেট ফাইনাল
                                               
     এ৩   শ্রীলঙ্কা  ৩০৬/৭ (৫০)  
     বি৪   নাইজেরিয়া  ৭৩ (১৭.৩)  
   বি৪   নাইজেরিয়া  ১৪৫ (৪৬.৪)        এ৩   শ্রীলঙ্কা  ২৭৭/৬(৫০)  
   ডি৩   ইউএই  ১৪৬/৩(২৯.২)        সি৪   স্কটল্যান্ড  ১৪৯/৮(৪০)  
   ডি৩   ইউএই  ২৪৯ (৪৯)
     সি৪   স্কটল্যান্ড  ২৫০/৩ (৪৪.৩)  
   ডি৩   ইউএই  ১৭৪(৪৪.১)        এ৩   শ্রীলঙ্কা  ১২৭/১০(৩১)
   ডি৪   কানাডা  ১৭৯/৬(৪২.২)        বি৩   ইংল্যান্ড  ২৭৯/৭(৫০)
     বি৩   ইংল্যান্ড  ৯৪/১ (১১.৩)  
       এ৪   জাপান  ৯৩ (৩৮.৪)  
 এ৪   জাপান  ১১৮(২৯.৪)        বি৩   ইংল্যান্ড  ২৮৬/৯(৫০)
  ১৫তম স্থান প্লে-অফ      ডি৪   কানাডা  ৩০০/৭(৫০)        সি৩   জিম্বাবুয়ে  ২১১(৪০.৫)     ১১তম স্থান প্লে-অফ
   বি৪   নাইজেরিয়া  ১১৬/২(২২.৪)    সি৩   জিম্বাবুয়ে  ২৭১/৭ (৫০)    সি৪   স্কটল্যান্ড  ১৮২(৩৩.৪)
   এ৪   জাপান  ১১৫ (৪২)      ডি৪   কানাডা  ১৭৬ (৪৭.৩)      সি৩   জিম্বাবুয়ে  ৩৫৪/৮(৫০)

প্লেট কোয়ার্টার-ফাইনাল

২৭ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩০৬/৭ (৫০ ওভার)
 নাইজেরিয়া
৭৩ (১৭.৩ ওভার)
রবীন্দু রাসান্থা ১০২* (১১১)
রাশীদ আবুলারিন ২/৫০ (১০ ওভার)
আব্দুলরহমান জিমুহ ১৫ (২০)
দিলশান মাদুশাঙ্কা ৫/৩৬ (৭.৩ ওভার)
শ্রীলঙ্কা ২৩৩ রানে জয়ী
ইবিস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: ইয়ান গৌল্ড (ইংল্যান্ড) ও রশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচসেরা: রবীন্দু রাসান্থা (শ্রীলঙ্কা)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৭ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জাপান 
৯৩ (৩৮.৪ ওভার)
 ইংল্যান্ড
৯৪/১ (১১.৩ ওভার)
দেবাশীষ সাহু ২৪ (৭৫)
স্কট কারি ৩/১৫ (৭ ওভার)
ড্যান মৌসলী ৫৭* (৩৬)
ম্যাক্স ক্লেমেন্টস ১/১৭ (৩ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
ওয়াইট্রান্ড ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও আহমেদ শাহ পাকতীন (আফগানিস্তান)
ম্যাচসেরা: ড্যান মৌসলী (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
২৭১/৭ (৫০ ওভার)
 কানাডা
১৭৬ (৪৭.৩ ওভার)
ইমানুয়েল বাউয়া ১০৫* (৯৫)
আকিল কুমার ৩/৬৩ (১০ ওভার)
হারমানজিত বেদি ২৬* (৬২)
সাখুমুজি এনডেলা ২/৩৪ (৯ ওভার)
জিম্বাবুয়ে ৯৫ রানে জয়ী
ইবিস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: ইমানুয়েল বাউয়া (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
 স্কটল্যান্ড
২৫০/৩ (৪৪.৩ ওভার)
ওসামা হাসান ৮১ (৬৮)
ড্যানিয়েল কিয়ার্নস ৪/৩২ (৭ ওভার)
উজাইর শাহ ৭১ (৭৭)
পলানিয়াপন মিয়াপ্পান ১/৫২ (১০ ওভার)
স্কটল্যান্ড ৭ উইকেটে জয়ী
ওয়াইট্রান্ড ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: ইকনু চাবি (জিম্বাবুয়ে) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: উজাইর শাহ (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্লেট প্লে-অফ সেমি-ফাইনাল

৩০ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১৪৫ (৪৬.৪ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৪৬/৩ (২৯.২ ওভার)
ওলাইঙ্কা ওলালেয়ি ৩১ (৫০)
ঋষভ মুখার্জি ৪/৩৫ (১০ ওভার)
আলিশান শারাফু ৫৯* (৬০)
ইফিনিয়াচুকু উবোহ ২/২৩ (৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে জয়ী
নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: আলিশান শারাফু (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
কানাডা 
৩০০/৭ (৫০ ওভার)
 জাপান
১১৮ (২৯.৪ ওভার)
নিকোলাস মানোহর ১০১ (১০২)
তুষার চতুর্বেদী ২/৪৭ (৬ ওভার)
নীল দাতে ৫৯ (৭৫)
আখিল কুমার ৬/৪৬ (১০ ওভার)
কানাডা ১৮২ রানে জয়ী
ইবিস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: রশীদ রিয়াজ (পাকিস্তান) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচসেরা: আখিল কুমার (কানাডা)
  • জাপান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্লেট সেমি-ফাইনাল

৩০ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৭৭/৬ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৪৯/৮ (৪০ ওভার)
নিপুন ধনঞ্জয়া ৬৬ (৬৯)
জাসপার ডেভিডসন ২/৩১ (৬ ওভার)
অঙ্গুস গুই ৩১ (৭২)
চামিন্দু উইজেসিঙ্গে ৩/৩১ (৯ ওভার)
শ্রীলঙ্কা ৯৭ রানে জয়ী (ডি/এল)
নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: ইয়ান গৌল্ড (ইংল্যান্ড) ও আহমেদ শাহ পাকতীন (আফগানিস্তান)
ম্যাচসেরা: নিপুন ধনঞ্জয়া (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
  • স্কটল্যান্ড ইনিংসের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে আর কোন খেলা সম্ভব হয়নি।

৩১ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৮৬/৯ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২১১ (৪০.৫ ওভার)
জর্জ হিল ৯০ (৯৩)
ওয়েসলি মাধেবেরে ৪/৪২ (১০ ওভার)
তাওরাই তাগওয়েট ৫৮ (৬৫)
জর্জ বালদারসন ৩/২৯ (৩.৫ ওভার)
ইংল্যান্ড ৭৫ রানে জয়ী
ডায়মন্ড ওভাল, কিম্বার্লী
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও মাসুদুর রহমান (বাংলাদেশ)
ম্যাচসেরা: জর্জ হিল (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সুপার লীগ

  ৫ম স্থান প্লে-অফ সুপার লীগ প্লে-অফ সেমি-ফাইনাল সুপার লীগ কোয়ার্টার-ফাইনাল সুপার লীগ সেমি-ফাইনাল ফাইনাল
                                               
     A1   ভারত  ২৩৩/৯ (৫০)  
     B2   অস্ট্রেলিয়া  ১৫৯ (৪৩.৩)  
   B2   অস্ট্রেলিয়া  ১৯৫/৬(৪৯.৫)        A1   ভারত  ১৭৬/০ (৩৫.২)  
   D1   আফগানিস্তান  ১৯১/৭(৫০)        C2   পাকিস্তান  ১৭২ (৪৩.১)  
   D1   আফগানিস্তান  ১৮৯ (৫০)
     C2   পাকিস্তান  ১৯০/৪(৪১.১)  
   B2   অস্ট্রেলিয়া  ৩১৯/৮ (৫০)        A1   ভারত  ১৭৭ (৪৭.২)
   B1   ওয়েস্ট ইন্ডিজ  ৬২/১(১২.৩)        C1   বাংলাদেশ  ১৭০/৭(৪২.১)
     B1   ওয়েস্ট ইন্ডিজ  ২৩৮ (৫০)  
       A2   নিউজিল্যান্ড  ২৩৯/৮ (৪৯.৪)  
 B1   ওয়েস্ট ইন্ডিজ  ১৪৭/৬(৪১.৪)        A2   নিউজিল্যান্ড  ২১১/৮ (৫০)
  ৭ম স্থান প্লে-অফ      D2   দক্ষিণ আফ্রিকা  ১৪৩ (৩৮.২)        C1   বাংলাদেশ  ২১৫/৪ (৪৪.১)     ৩য় স্থান প্লে-অফ
   D1   আফগানিস্তান  ১৫৮/৫ (৪০.২)    C1   বাংলাদেশ  ২৬১/৫(৫০)    C2   পাকিস্তান  
   D2   দক্ষিণ আফ্রিকা  ১৫৪ (৩৯.৩)      D2   দক্ষিণ আফ্রিকা  ১৫৭ (৪২.৩)      D2   নিউজিল্যান্ড  

সুপারলীগ কোয়ার্টার ফাইনাল

২৮ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ভারত 
২৩৩/৯ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৫৯ (৪৩.৩ ওভার)
যশস্বী জয়সোয়াল ৬২ (৮২)
টড মারফী ২/৪০ (১০ ওভার)
স্যাম ফানিং ৭৫ (১২৭)
কার্তিক ত্যাগী ৪/২৪ (৮ ওভার)
ভারত ৭৪ রানে জয়ী
জেবি মার্ক ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: কার্তিক ত্যাগী (ভারত)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৯ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৩৮ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৩৯/৮ (৪৯.৪ ওভার)
কার্ক ম্যাককেঞ্জি ৯৯ (১০৪)
ক্রিস্টিয়ান ক্লার্ক ৪/২৫ (৭.৫ ওভার)
ক্রিস্টিয়ান ক্লাক ৪৬* (৪২)
আসমিড ন্যাড ৩/৩৩ (১০ ওভার)
নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
উইলোমোর পার্ক, বেনুনি
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ক্রিস্টিয়ান ক্লার্ক (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৬১/৫ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৫৭ (৪২.৩ ওভার)
তানজিদ হাসান ৮০ (৮৪)
ফেকো মলেটসেইন ২/৪১ (১০ ওভার)
লুক বিউফর্ট ৬০ (৯১)
রকিবুল হাসান ৫/১৯ (৯.৩ ওভার)
বাংলাদেশ ১০৪ রানে জয়ী
জেবি মার্ক ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: রকিবুল হাসান (বাংলাদেশ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩১ জানুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৮৯ (৪৯.১ ওভার)
 পাকিস্তান
১৯০/৪ (৪১.১ ওভার)
ফারহান জাকিল ৪০ (৫৫)
মোহাম্মদ আমির খান ৩/৫৮ (১০ ওভার)
মোহাম্মদ হুরাইরা ৬৪ (৭৬)
নূর আহমদ ২/৩২ (১০ ওভার)
পাকিস্তান ৬ উইকেটে জয়ী
উইলিমোর পার্ক, বেনুনি
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: মোহাম্মদ হুরাইরা (পাকিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

সুপারলীগ প্লে-অফ সেমি-ফাইনাল

১ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৪৩ (৩৮.২ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৪৭/৬ (৪১.৪ ওভার)
লিবার্ট মানজে ৪৩ (৬৩)
ম্যাথু প্যাট্রিক ২/১২ (৬.২ ওভার)
কিমানি মেলিয়াস ২৯ (৩০)
ব্রেস প্রাসন ২/২৩ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
জেবি মার্ক ওভাল, পটচেফস্ট্রোম।
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও অনিল চৌধুরী (ভারত)
ম্যাচসেরা: ম্যাথু প্যাট্রিক (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৯১/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৯৫/৬ (৪৯.৫ ওভার)
ফারহান জাকিল ৯১* (১৩২)
তানভীর সাঙ্ঘা ৪/৪১ (১০ ওভার)
স্যাম ফ্যানিং ৬২ (১০৮)
আব্দুল রহমান ৩/৪৮ (৯ ওভার)
অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
নর্থ ওয়েস্ট ইউনির্ভাসিটি ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: তানভীর সাঙ্ঘা (অস্ট্রেলিয়া)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সুপারলীগ সেমি-ফাইনাল

৪ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
 পাকিস্তান
১৭২ (৪৩.১ ওভার)
ভারত 
১৭৬/০ (৩৫.২ ওভার)
রোহেল নাজির ৬২ (১০২)
সুশান্ত মিশরা ৩/২৮ (৮.১ ওভার)
ভারত ১০ উইকেটে জয়ী
জেবি মার্কস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: আন্দ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: যশস্বী জয়সওয়াল (ভারত)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২১১/৮ (৫০ ওভার)
 বাংলাদেশ
২১৫/৪ (৪৪.১ ওভার)
ব্যাকহাম-হুইলার গ্রিনাল ৭৫* (৮৩)
শরিফুল ইসলাম ৩/৪৫ (১০ ওভার)
মাহমুদুল হাসান জয় ১০০ (১২৭)
ডেভিড হ্যানকক ১/৩১ (৭ ওভার)
বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) এবং স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ক্রিকেটের যে কোন সংস্করণে বাংলাদেশ দল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।[41]

স্থান নির্ধারণী খেলা

১৫তম স্থান প্লে-অফ

১ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জাপান 
১১৫ (৪২ ওভার)
 নাইজেরিয়া
১১৬/২ (২২.৪ ওভার)
শু নোগুছি ৩১ (৭৭)
ইফেনিয়াচুকু উবুহ ৫/২৩ (৮ ওভার)
সুলাইমান রানসুয়ে ৫৬* (৭১)
আশলী থারগেট ২/২৬ (৬ ওভার)
নাইজেরিয়া ৮ উইকেটে জয়ী
ইবিস ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: ইকনু চাবি (জিম্বাবুয়ে) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচসেরা: ইফেনিয়াচুকু উবুহ (নাইজেরিয়া)
  • জাপান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৩তম স্থান প্লে-অফ

১ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৭৪ (৪৪.১ ওভার)
 কানাডা
১৭৯/৫ (৪২.২ ওভার)
আলিশান শারাফু ৬৫* (৭৩)
উদয়বীর ওয়ালিয়া ৩/১৬ (৩.১ ওভার)
উদয়বীর ওয়ালিয়া ৪২* (৫৩)
ঋষভ মুখার্জি ৪/৬২ (১০ ওভার)
কানাডা ৪ উইকেটে জয়ী।
উইট্রান্ড ওভাল, পটচেফস্ট্রোম
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: উদয়বীর ওয়ালিয়া (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১তম স্থান প্লে-অফ

২ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৩৫৪/৮ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৮২ (৩৩.৪ ওভার)
তাদিওনাসে মারুমানি ৯০ (৯২)
বেন ডেভিডসন ২/৪৪ (৬ ওভার)
ড্যানিয়েল কাইরনস ৫৮ (৮০)
প্রিভিলেজ চেসা ৫/৪৯ (১০ ওভার)
জিম্বাবুয়ে ১৭২ রানে জয়ী
ডায়মন্ড ওভাল, কিম্বার্লী
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: প্রিভিলেজ চেসা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ম স্থান প্লে-অফ (প্লেট ফাইনাল)

৩ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৭৯/৭ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
১২৭ (৩১ ওভার)
ড্যান মৌসলী ১১১ (১৩৫)
সুধীরা থিলকরত্নে ২/৩৯ (৯ ওভার)
রবীন্দু রাসান্থা ৬৬ (৮১)
লুইস গোল্ডসওর্থী ৫/২১ (৭ ওভার)
ইংল্যান্ড ১৫২ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও আহমেদ শাহ পাকতীন (আফগানিস্তান)
ম্যাচসেরা: ড্যান মৌসলী (ইংল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ম স্থান প্লে-অফ

৫ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৫৪ (৩৯.৩ ওভার)
 আফগানিস্তান
১৫৮/৫ (৪০.২ ওভার)
জনাথান বার্ড ৩৪ (৩৭)
শাফিকুল্রাহ জাফারি ৩/১৫ (৮ ওভার)
ইব্রাহিম জাদরান ৭৩* (১১৩)
ওদিরিল মোদিমোকোয়ান ২/৩৭ (১০ ওভার)
আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও ইয়ান গৌল্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: শাফিকুল্লাহ জাফারি (আফগানিস্তান)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম স্থান প্লে-অফ

৭ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩১৯/৮ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৬২/১ (১২.৩ ওভার)
লিয়াম স্কট ৬৬ (৬৮)
ম্যাথু প্যাট্রিক ৩/৪৩ (১০ ওভার)
কিমানি মেলিয়াস ৩৯* (৩৬)
লিয়াম স্কট ১/৬ (০.৩ ওভার)
ফলাফল হয়নি।
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: *
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাচালীন বৃষ্টি শুরু হলে পরবর্তীতে ফলাফল বিহীন খেলাটি সমাপ্ত হয়।
  • গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩ উইকেটের পরাজয়কে বিবেচনায় রেখে ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম স্থান অধিকারী ঘোষণা করা হয়।[42]

৩য় স্থান প্লে-অফ

৮ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
স্কোরকার্ড
খেলা পরিত্যাক্ত
উইলোমুর পার্ক, বেনোনি
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি
  • গ্রুপ পর্যায়ের খেলায় নিউজিল্যান্ডের চেয়ে পাকিস্তানের পয়েন্ট বেশি ছিল। সেই হিসাবকে বিবেচনায় রেখে পাকিস্তানকে তৃতীয় স্থান বিজয়ী ঘোষণা করা হয়।[43]

ফাইনাল

৯ ফেব্রুয়ারি ২০২০
১০:০০
Scorecard
ভারত 
১৭৭ (৪৭.২ ওভার)
 বাংলাদেশ
১৭০/৭ (৪২.১ ওভার)
যশস্বী জয়সওয়াল ৮৮ (১২১)
অভিষেক দাস ৩/৪০ (৯ ওভার)
পারভেজ হোসেন ইমন ৪৭ (৭৯)
রবি বিষ্ণুই ৪/৩০ (১০ ওভার)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী (ডি/এল)
জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: আকবর আলী (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশ ইনিংস চলাকালে বৃষ্টি শুরু হলে ৪৬ ওভারে ১৭০ রানের নতুন টার্গেট দেয়া হয়।
  • বাংলাদেশ প্রথমবারের মতো ক্রিকেটের যে কোন সংস্করণে বিশ্বকাপের শিরোপা লাভ করে।[44]

চূড়ান্ত অবস্থান

অব. দল
 বাংলাদেশ
 ভারত
 পাকিস্তান
 নিউজিল্যান্ড
 ওয়েস্ট ইন্ডিজ
 অস্ট্রেলিয়া
 আফগানিস্তান
 দক্ষিণ আফ্রিকা
 ইংল্যান্ড
১০ শ্রীলঙ্কা
১১ জিম্বাবুয়ে
১২ স্কটল্যান্ড
১৩ কানাডা
১৪ সংযুক্ত আরব আমিরাত
১৫ নাইজেরিয়া
১৬ জাপান

তথ্যসূত্র

  1. "The journey to ICC U19 Cricket World Cup 2020 set to begin"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮
  2. "Pakistan U19 to tour Sri Lanka for two four-dayers and three 50-over matches"www.pcb.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
  3. "ICC U19 Cricket World Cup launches in South Africa"www.icc-cricket.com। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯
  4. "U-19 World Cup to open with hosts South Africa facing Afghanistan on January 17"ESPNcricinfo। ২৪ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  5. "Stats: The key numbers from India's U19 CWC Final triumph"www.icc-cricket.com। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮
  6. "U19 World Cup: Yashasvi Jaiswal ton leads India to 10-wicket win over Pakistan and into final"The National (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০
  7. "Recent Match Report - India Under-19s vs Pakistan Under-19s, Under-19s World Cup, Semi-Final | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০
  8. "Recent Match Report - Bangladesh Under-19s vs New Zealand Under-19s, Under-19s World Cup, Semi-Final | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০
  9. "Pak gets third place in ICC U19 cricket World Cup"অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান। ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০
  10. "U19s Cricket World Cup: Bangladesh beat India in final to win first title"বিবিসি স্পোর্ট। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০
  11. "ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ"banglanews24.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০
  12. "Akbar Ali and Shoriful Islam lead Bangladesh to Under-19 World Cup glory"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০
  13. "2020 ICC U19 Cricket World Cup comes to Thailand"www.icc-cricket.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮
  14. "Six teams bidding for final ICC U19 Cricket World Cup spot in Division 1 Europe Qualifier"www.icc-cricket.com। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  15. "History as Nigeria qualify for first ever World Cup"www.icc-cricket.com। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯
  16. "Japan qualify for 2020 U-19 World Cup after Papua New Guinea forfeiture"ESPNcricinfo। ৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯
  17. "Papua New Guinea forfeit has Japan qualify for Under-19 World Cup"CricBuzz। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯
  18. "Papua New Guinea suspends ten Under-19 players for a year"ESPNcricinfo। ১৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯
  19. "Sport: PNG U19 cricketers facing ban after shoplifting in Japan"RNZ (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯
  20. "Scotland recover from nervy start to win Europe Qualifier 2019 and secure final spot at ICC 2020 U19 Cricket World Cup"www.icc-cricket.com। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  21. "Nigeria qualify for 2020 ICC U-19 World Cup in South Africa"Vanguard Media Limited, Nigeria। ২৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯
  22. "Namibia ready to get U19 Cricket World Cup Africa Qualifier underway"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯
  23. "Canada U19s qualify for World Cup by beating USA"Cricket Canada। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯
  24. "Bermuda Cricket Team To Play In ICC In Canada"Bernews। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯
  25. "UAE emerge Asian Champions to qualify for Under-19 World Cup"Gulf News। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯
  26. "Winner of Asia Qualifier competing to claim 13th ICC U19 World Cup 2020 spot"International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯
  27. "Sport: PNG forfeits U19 Cricket World Cup chance"Radio New Zealand। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯
  28. "Next generation target U19 Cricket World Cup qualification"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯
  29. "Scotland Qualify for the ICC Boys U19 World Cup"Cricket Scotland। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  30. "Fixtures for three ICC events announced ahead of Europe's 'Summer of Cricket'"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯
  31. "Match officials named for ICC U19 Cricket World Cup"International Cricket Council। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০
  32. "ICC U19 Cricket World Cup 2020 schedule announced"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  33. "ICC U19 Cricket World Cup 2020 schedule announced"cricket.co.za। ২৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  34. "Bowled out for 41, Japan look to 'tick off the little wins'"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০
  35. "Ghafari spins Afghanistan into quarters; Sri Lanka crash out"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০
  36. "WEST INDIES BEAT AUSTRALIA FOR THE FIRST TIME AT THE ICC UNDER 19 WORLD CUP | Windies Cricket news"Windies। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০
  37. "West Indies U-19 win 2nd match in a row in ICC World Cup | Windies Cricket news"Windies। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০
  38. "Rakibul Hasan Takes First Hat-Trick of ICC Under-19 Cricket World Cup 2020, Achieves The Feat During Bangladesh vs Scotland Match (Watch Video) | 🏏 LatestLY"LatestLY (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০
  39. "Ghafari six-fer helps Afghanistan beat SA in U19 WC opener"Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০
  40. "Jonathan Figy scores 'dream' century as UAE thrash Canada in U19 World Cup opener"The National (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০
  41. "প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০
  42. "Recent Match Report - Australia Under-19s vs West Indies Under-19s, Under-19s World Cup, 5th Place Play-off | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০
  43. "Recent Match Report - New Zealand Under-19s vs Pakistan Under-19s, Under-19s World Cup, 3rd Place Play-off | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০
  44. "Recent Match Report - Bangladesh Under-19s vs India Under-19s, Under-19s World Cup, Final | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.