২০২০–২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ডিসেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হয়। [1][2]
২০২০-২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা | ||
তারিখ | ২৬ ডিসেম্বর ২০২০ – ৭ জানুয়ারি ২০২১ | ||
অধিনায়ক | কুইন্টন ডি কক | দিমুথ করুনারত্নে | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ডিন এলগার (২৫৩) | কুশল পেরেরা (১৪১) | |
সর্বাধিক উইকেট | অ্যানরিখ নরকিয়া (১১) | বিশ্ব ফার্নান্দো (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) |
দলীয় সদস্য
টেস্ট | |
---|---|
দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা |
|
|
প্র্যাকটিস ম্যাচ
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৬–৩০ ডিসেম্বর ২০২০ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- লুথো সিপামলা (দক্ষিণ আফ্রিকা) ও ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব টেস্টে প্রথমবার।
- আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) অন-ফিল্ড আম্পায়ার হিসাবে নিজের প্রথম টেস্টে দাঁড়িয়েছিলেন।
- কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) টেস্টে তার ৩,০০০ তম রান করেছে।
- ফাফ দু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) তার ৪,০০০ তম রান করেছে এবং তার টেস্টে দশম শতক।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ৬০, শ্রীলঙ্কা ০।
২য় টেস্ট
৩–৭ জানুয়ারি ২০২১ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মিনোদ ভানুকা ও অসিত ফার্নান্দো (শ্রীলঙ্কা) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) তার টেস্টে ৪,০০০তম রান করেছে।
- বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা) টেস্ট ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- নিরোশন ডিকওয়েলা (শ্রীলঙ্কা) তার টেস্টে ২,০০০তম রান করেছে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ৬০, শ্রীলঙ্কা ০।
তথ্যসূত্র
- "Bumper 2020/2021 international season ahead for the Proteas men"। Cricket South Africa। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০।
- "Sri Lanka set to play two-Test series in South Africa"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.