২০২০–২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ডিসেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হয়। [1][2]

২০২০-২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা
তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ – ৭ জানুয়ারি ২০২১
অধিনায়ক কুইন্টন ডি কক দিমুথ করুনারত্নে
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ডিন এলগার (২৫৩) কুশল পেরেরা (১৪১)
সর্বাধিক উইকেট অ্যানরিখ নরকিয়া (১১) বিশ্ব ফার্নান্দো (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)

দলীয় সদস্য

টেস্ট
 দক্ষিণ আফ্রিকা  শ্রীলঙ্কা

প্র্যাকটিস ম্যাচ

২০–২২ ডিসেম্বর ২০২০
ম্যাচ স্থগিত
উইলোমুর পার্ক, বেনোনি

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২৬–৩০ ডিসেম্বর ২০২০
৩৯৬ (৯৬ ওভার)
দিনেশ চান্ডিমাল ৮৫ (১৬১)
লুথো সিপামলা ৪/৭৬ (১৬ ওভার)
৬২১ (১৪২.১ ওভার)
ফাফ দু প্লেসিস ১৯৯ (২৭৬)
ওয়ানিদু হাসারাঙ্গা ৪4/১৭১ (৪৫ ওভার)
১৮০ (৪৬.১ ওভার)
কুশল পেরেরা ৬৪ (৮৭)
লুথো সিপামলা ২/২৪ (৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা একটি ইনিংস এবং ৪৫ রানে দ্বারা জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: ফাফ দু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • লুথো সিপামলা (দক্ষিণ আফ্রিকা) ও ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
  • কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব টেস্টে প্রথমবার
  • আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) অন-ফিল্ড আম্পায়ার হিসাবে নিজের প্রথম টেস্টে দাঁড়িয়েছিলেন।
  • কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) টেস্টে তার ৩,০০০ তম রান করেছে।
  • ফাফ দু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) তার ৪,০০০ তম রান করেছে এবং তার টেস্টে দশম শতক
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ৬০, শ্রীলঙ্কা ০।

২য় টেস্ট

৩–৭ জানুয়ারি ২০২১
১৫৭ (৪০.৩ ওভার)
কুশল পেরেরা ৬০ (৬৭)
অ্যানরিখ নরকিয়া ৬/৫৬ (১৪.৩ ওভার)
৩০২ (৭৫.৪ ওভার)
ডিন এলগার ১২৭ (১৬৩)
বিশ্ব ফার্নান্দো ৫/১০১ (২৩.৪ ওভার)
২১১ (৫৬.৫ ওভার)
দিমুথ করুনারত্নে ১০৩ (১২৮)
লুঙ্গি এনগিডি ৪৪৪ (১৫ ওভার)
৬৭/০ (১৪.২ ওভার)
এইডেন মার্করাম ৩৬* (৫৩)
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী
ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)

তথ্যসূত্র

  1. "Bumper 2020/2021 international season ahead for the Proteas men"Cricket South Africa। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০
  2. "Sri Lanka set to play two-Test series in South Africa"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.