২০২০–২১ পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

পাকিস্তান ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা ডিসেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হয়। [1][2]

২০২০-২১ পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড পাকিস্তান
তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ – ৭ জানুয়ারি ২০২১
অধিনায়ক কেন উইলিয়ামসন মিচেল স্যান্টনার প্রথম টি২০আইতে নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন। মোহাম্মাদ রিজওয়ান (টেস্ট)
শাদাব খান (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কেন উইলিয়ামসন (৩৮৮) মোহাম্মাদ রিজওয়ান (২০২)
সর্বাধিক উইকেট কাইল জেমিসন (১৬) শাহীন আফ্রিদি (৬)
সিরিজ সেরা খেলোয়াড় কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান টিম সিফার্ট (১৭৬) মোহাম্মদ হাফিজ (১৪০)
সর্বাধিক উইকেট টিম সাউদি (৬) হারিস রউফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় টিম সিফার্ট (নিউজিল্যান্ড)

দলীয় সদস্য

টেস্ট টি২০আই
 নিউজিল্যান্ড  পাকিস্তান  নিউজিল্যান্ড  পাকিস্তান

প্র্যাকটিস ম্যাচ

১৭–২০ ডিসেম্বর ২০২০
পাকিস্তান এ পাকিস্তান
নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ
194 (73 overs)
Azhar Ali 58 (172)
Edward Nuttall 5/54 (17 overs)
226 (82.5 overs)
Rachin Ravindra 70 (158)
Mohammad Abbas 4/40 (21.5 overs)
329 (96.3 overs)
Fawad Alam 139 (233)
Matt Henry 6/53 (25.3 overs)
208 (64 overs)
Nathan Smith 45 (108)
Amad Butt 3/38 (11 overs)
Pakistan A ৮৯ রানে জয়ী
কোবহ্যাম ওভাল, হোয়াঙ্গারেই
আম্পায়ার: জন ডেম্পসি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড এ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৭ ডিসেম্বর ২০২০
১৬:০০ (দিন/রাত)
পাকিস্তান পাকিস্তান এ
182/9 (20 overs)
টিম সিফার্ট 99* (55)
Khushdil Shah 1/22 (3 overs)
Zeeshan Malik 52 (33)
Josh Brown 3/42 (4 overs)
নর্দার্ন নাইটস ২১ রানে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: জন ডেম্পসি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান এ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জোশ ব্রাউন, কেটিন ক্লার্ক and হেনরি কুপার (নর্দার্ন নাইটস) সব তার টি২০আই অভিষেক হয়।

২৯ ডিসেম্বর ২০২০
১৪:৪০
পাকিস্তান পাকিস্তান এ

১ জানুয়ারি ২০২১
১৪:০০
পাকিস্তান পাকিস্তান এ

৩ জানুয়ারি ২০২১
১১:০০
পাকিস্তান পাকিস্তান এ

৫ জানুয়ারি ২০২১
১১:০০
পাকিস্তান পাকিস্তান এ

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১৮ ডিসেম্বর ২০২০
১৯:০০ (রাত)
নিউজিল্যান্ড 
১৫৩/৯ (২০ ওভার)
 পাকিস্তান
১৫৬/৫ (১৮.৫ ওভার)
শাদাব খান ৪২ (৩২)
জ্যাকব ডাফি ৪/৩৩ (৪ ওভার)
টিম সিফার্ট ৫৭ (৪৩)
হারিস রউফ ৩/২৯ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: শন হেইগ (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: জ্যাকব ডফি (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।
  • শাদাব খান পাকিস্তানের অধিনায়কত্ব টি২০আই প্রথমবার

২য় টি২০আই

২০ ডিসেম্বর ২০২০
১৯:০০ (রাত)
পাকিস্তান 
১৬৩/৬ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৬৪/১ (১৯.২ ওভার)
মোহাম্মদ হাফিজ ৯৯* (৫৭)
টিম সাউদি ৪/২১ (৪ ওভার)
টিম সিফার্ট ৮৪* (৬৩)
ফাহিম আশরাফ ১/১৯ (৩.২ ওভার)
নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: টিম সাউদি (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২২ ডিসেম্বর ২০২০
১৯:০০ (রাত)
নিউজিল্যান্ড 
১৭৩/৭ (২০ ওভার)
 পাকিস্তান
১৭৭/৬ (১৯.৪ ওভার)
ডেভন কনওয়ে ৬৩ (৪৫)
ফাহিম আশরাফ ৩/২০ (৪ ওভার)
পাকিস্তান ৪ উইকেটে জয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: মোহাম্মাদ রিজওয়ান (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২৬–৩০ ডিসেম্বর ২০২০
৪৩১ (১৫৫ ওভার)
কেন উইলিয়ামসন ১২৯ (২৯৭)
শাহীন আফ্রিদি ৪/১০৯ (৩৬ ওভার)
২৩৯ (১০২.২ ওভার)
ফাহিম আশরাফ ৯১ (১৩৪)
কাইল জেমিসন ৩/৩৫ (২৩.২ ওভার)
১৮০/৫ঘো (৪৫.৩ ওভার)
টম ব্লান্ডেল ৬৪ (১০৭)
নাসিম শাহ ৩/৫৫ (১২.৩ ওভার)
২৭১ (১২৩.৩ ওভার)
ফায়াদ আলম ১০২ (২৬৯)
টিম সাউদি ২/৩৩ (২৩ ওভার)
নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মাদ রিজওয়ান পাকিস্তানের অধিনায়কত্ব টেস্টে প্রথমবার
  • রস টেলর আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বাধিক ক্যাপেড খেলোয়াড় হয়েছিলেন, তিনটি ফর্ম্যাটে তাঁর ৪৩৮ তম ম্যাচ খেলে।
  • টিম সাউদি (নিউজিল্যান্ড) তার নিয়েছিল টেস্টে ৩০০তম উইকেট
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: নিউজিল্যান্ড ৬০, পাকিস্তান ০।

২য় টেস্ট

৩–৭ জানুয়ারি ২০২১
২৯৭ (৮৩.৫ ওভার)
আজহার আলী ৯৩ (১৭২)
কাইল জেমিসন ৫/৬৯ (২১ ওভার)
৬৫৯/৬ঘো (১৫৮.৫ ওভার)
কেন উইলিয়ামসন ২৩৮ (৩৬৪)
মোহাম্মদ আব্বাস ২/৯৮ (৩৪ ওভার)
১৮৬ (৮১.৪ ওভার)
জাফর গহর ৩৭ (৬৪)
কাইল জেমিসন ৬/৪৮ (২০ ওভার)
নিউজিল্যান্ড একটি ইনিংস এবং ১২৬ রান দ্বারা জয়ী
হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: কাইল জেমিসন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জাফর গহর (পাকিস্তান) তার টেস্ট অভিষেক হয়।
  • হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) টেস্টে তার ২,০০০ তম রান।
  • কেন উইলিয়ামসন হন নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম ব্যাটসম্যান, ইনিংসের বিচারে, টেস্টে ৭,০০০ রান করা (১৪৪)
  • কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস রেকর্ড সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে (৩৬৯)।
  • ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) টেস্টে প্রথম সেঞ্চুরি করেছে।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: নিউজিল্যান্ড ৬০, পাকিস্তান ০।

তথ্যসূত্র

  1. "Complete schedule of Pakistan cricket team in 2020 including Asia Cup and T20 World Cup"The National। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  2. "Black Caps home season likely to start mid-November as cricket schedule takes shape"Stuff। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.