২০২০-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজ
২০২০-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজ একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০২১ সালের এপ্রিলে নেপালে অনুষ্ঠিত হয়েছে। [1][2] এটি নেপাল, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসের মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল। [3]
২০২০-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৭–২৪ এপ্রিল ২০২১ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | নেপাল | ||||||||||||||||||||||||||||
ফলাফল | নেপাল সিরিজ জয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | কুশল ভুর্তেল | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
দলীয় সদস্য
মালয়েশিয়া | নেপাল | নেদারল্যান্ডস |
---|---|---|
|
|
|
রাউন্ড রবিন
পয়েন্ট তালিকা
দল | খেলা | জয় | হার | ড্র | ফ.বি. | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
নেপাল | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +২.১২২ |
নেদারল্যান্ডস | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | –০.৫০১ |
মালয়েশিয়া | ১ | ০ | ২ | ০ | ০ | ০ | –২.৩২৬ |
খেলার সূচী
১৭ এপ্রিল ২০২১ ১৩:১৫ |
ব |
||
কুশল ভুর্তেল ৬২ (৪৬) জুলিয়ান ডি মি ১/৩৫ (৪ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শাহাব আলম, কুশল ভুর্তেল, আসিফ শেখ (নেপাল), জুলিয়ান ডি মি ও আর্য দত্ত (নেদারল্যান্ডস) সব তার টি২০আই অভিষেক হয়।
১৮ এপ্রিল ২০২১ ১২:১৫ |
ব |
||
বিরেনদ্বীপ সিং ৮৭ (৫৩) আর্য দত্ত ২/১৪ (২ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ম্যাক্স ও'দাউড নেদারল্যান্ডসের হয়ে প্রথম ব্যাটসম্যান হয়েছেন টি২০আই সেঞ্চুরি করে।
১৯ এপ্রিল ২০২১ ১৩:১৫ |
ব |
||
সৈয়দ আজিজ ২৭ (২৪) করন কেসি ৩/১৭ (৩ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২০ এপ্রিল ২০২১ ১৩:১৫ |
ব |
||
- নেপাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২১ এপ্রিল ২০২১ ১২:১৫ |
ব |
||
সৈয়দ আজিজ ৩০ (২৬) সেবাস্টিয়ান ব্রাট ২/১৪ (২ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১৩ ওভার থেকে জয়ের জন্য মালয়েশিয়াকে ১২০ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
২২ এপ্রিল ২০২১ ১৩:১৫ |
ব |
||
করন কেসি ৪৫ (১৩) সৈয়দ আজিজ ২/৪ (১ ওভার) |
আমিনুদ্দীন রামলী ২/৪ (১ ওভার) কামাল আইরে ৩/১৬ (৩.১ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কামাল আইরে (নেপাল) তার টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
২৪ এপ্রিল ২০২১ ১৩:১৫ |
ব |
||
কুশল ভুর্তেল ৭৭ (৫৩) ফিলিপ বইসেনভেইন ২/৪৩ (৪ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কুশল ভুর্তেল টি২০আইতে হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন; ইতোমধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রেকর্ডটি তিনি রেখেছিলেন।
তথ্যসূত্র
- "Nepal Tri-Series series with Malaysia and the Netherlands announced"। Emerging Cricket। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১।
- "Nepal to host Netherlands and Malaysia for T20I tri-series in April"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১।
- "Tri-Nation Series: Where do all three teams stand?"। Cricketing Nepal। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.