২০২০-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজ

২০২০-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজ একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০২১ সালের এপ্রিলে নেপালে অনুষ্ঠিত হয়েছে। [1][2] এটি নেপাল, মালয়েশিয়ানেদারল্যান্ডসের মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল। [3]

২০২০-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজ
তারিখ১৭–২৪ এপ্রিল ২০২১
অবস্থাননেপাল
ফলাফল   নেপাল সিরিজ জয়ী
সিরিজ সেরা খেলোয়াড় কুশল ভুর্তেল
দলসমূহ
 মালয়েশিয়া    নেপাল  নেদারল্যান্ডস
অধিনায়কবৃন্দ
আহমদ ফাইয়াজ জ্ঞানেন্দ্র মল্ল পিটার সিলার
সর্বাধিক রান
বীরেনদ্বীপ সিং (১২০) কুশল ভুর্তেল (২৭৮) ম্যাক্স ও'দাউড (১৭২)
সর্বাধিক উইকেট
মুহাম্মদ ওয়াফিক (৩)
আনোয়ার রহমান (৩)
সন্দীপ লামিছানে (১৩) সেবাস্টিয়ান ব্রাট (৫)

দলীয় সদস্য

 মালয়েশিয়া    নেপাল  নেদারল্যান্ডস
  • আহমদ ফাইয়াজ (অধিঃ)
  • বীরেনদ্বীপ সিং (সহঃ অধিঃ)
  • আনোয়ার আরুদিন
  • সৈয়দ আজিজ
  • আইনুল হাফিজ
  • খিজার হায়াৎ
  • সাইয়াজরুল ইদ্রুস
  • ধীভেন্দ্রান মগান
  • শারভিন মুনিয়ান্দী
  • আনোয়ার রহমান
  • আমিনুদ্দীন রামলী
  • ফিত্রি শাম
  • শফিক শরীফ
  • পবনদ্বীপ সিং
  • মুহাম্মদ ওয়াফিক

রাউন্ড রবিন

পয়েন্ট তালিকা

দল খেলা জয় হার ড্র ফ.বি. পয়েন্ট এনআরআর
   নেপাল +২.১২২
 নেদারল্যান্ডস –০.৫০১
 মালয়েশিয়া –২.৩২৬

খেলার সূচী

১৭ এপ্রিল ২০২১
১৩:১৫
নেদারল্যান্ডস 
১৩৬/৪ (২০ ওভার)
   নেপাল
১৪১/১ (১৫ ওভার)
ব্যাস ডি লিড ৪১ (৪৯)
সন্দীপ লামিছানে ২/২২ (৪ ওভার)
কুশল ভুর্তেল ৬২ (৪৬)
জুলিয়ান ডি মি ১/৩৫ (৪ ওভার)
নেপাল ৯ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও দুর্গা সুবেদী (নেপাল)
ম্যাচসেরা: কুশল ভুর্তেল (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শাহাব আলম, কুশল ভুর্তেল, আসিফ শেখ (নেপাল), জুলিয়ান ডি মিআর্য দত্ত (নেদারল্যান্ডস) সব তার টি২০আই অভিষেক হয়।

১৮ এপ্রিল ২০২১
১২:১৫
নেদারল্যান্ডস 
১৯১/২ (২০ ওভার)
 মালয়েশিয়া
১৭৬/৮ (২০ ওভার)
ম্যাক্স ও'দাউড ১৩৩* (৭৩)
পবনদ্বীপ সিং ১/২২ (৩ ওভার)
বিরেনদ্বীপ সিং ৮৭ (৫৩)
আর্য দত্ত ২/১৪ (২ ওভার)
নেদারল্যান্ডস ১৫ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: হিমল গিরি (নেপাল) ও বিনয় কুমার ঝাঁ (নেপাল)
ম্যাচসেরা: ম্যাক্স ও'দাউড (নেদারল্যান্ডস)

১৯ এপ্রিল ২০২১
১৩:১৫
মালয়েশিয়া 
১০৯ (১৬.৫ ওভার)
   নেপাল
১১৩/১ (১২.১ ওভার)
সৈয়দ আজিজ ২৭ (২৪)
করন কেসি ৩/১৭ (৩ ওভার)
কুশল ভুর্তেল ৬১* (৪১)
বিরেনদ্বীপ সিং ১/৭ (১ ওভার)
নেপাল ৯ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: সঞ্জয় গুরুং (নেপাল) ও দুর্গা সুবেদী (নেপাল)
ম্যাচসেরা: করন কেসি (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২০ এপ্রিল ২০২১
১৩:১৫
নেপাল   
২-৬/৬ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
২০৯/৭ (১৯.৩ ওভার)
কুশল ভুর্তেল ৬২ (৪৬)
পিটার সিলার ২/৩৭ (৪ ওভার)
ব্যাস ডি লিড ৮১* (৪২)
সন্দীপ লামিছানে ৪/৪৮ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৩ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝাঁ (নেপাল) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচসেরা: ব্যাস ডি লিড (নেদারল্যান্ডস)
  • নেপাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ এপ্রিল ২০২১
১২:১৫
নেদারল্যান্ডস 
১০৭/৪ (১৩ ওভার)
 মালয়েশিয়া
৯১/৪ (১০ ওভার)
বেন কুপার ৫৪* (৩২)
মুহাম্মদ ওয়াফিক ২/১৩ (৩ ওভার)
সৈয়দ আজিজ ৩০ (২৬)
সেবাস্টিয়ান ব্রাট ২/১৪ (২ ওভার)
খেলা ড্র (ডি/এল)
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: সঞ্জয় গুরুং (নেপাল) ও দুর্গা সুবেদী (নেপাল)
ম্যাচসেরা: বেন কুপার (নেদারল্যান্ডস)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ১৩ ওভার থেকে জয়ের জন্য মালয়েশিয়াকে ১২০ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

২২ এপ্রিল ২০২১
১৩:১৫
নেপাল   
২১৭/৭ (২০ ওভার)
 মালয়েশিয়া
১৪৮ (১৯.১ ওভার)
করন কেসি ৪৫ (১৩)
সৈয়দ আজিজ ২/৪ (১ ওভার)
আমিনুদ্দীন রামলী ২/৪ (১ ওভার)
কামাল আইরে ৩/১৬ (৩.১ ওভার)
নেপাল ৬৯ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝাঁ (নেপাল) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচসেরা: সোমপাল কামি (নেপাল)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কামাল আইরে (নেপাল) তার টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

২৪ এপ্রিল ২০২১
১৩:১৫
নেপাল   
২৩৮/৩ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
৯৬ (১৭.২ ওভার)
কুশল ভুর্তেল ৭৭ (৫৩)
ফিলিপ বইসেনভেইন ২/৪৩ (৪ ওভার)
সেবাস্টিয়ান ব্রাট ২৬* (২৭)
করন কেসি ৩/১১ (৩ ওভার)
নেপাল ১৪২ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও দুর্গা সুবেদী (নেপাল)
ম্যাচসেরা: করন কেসি (নেপাল)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুশল ভুর্তেল টি২০আইতে হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন; ইতোমধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রেকর্ডটি তিনি রেখেছিলেন।

তথ্যসূত্র

  1. "Nepal Tri-Series series with Malaysia and the Netherlands announced"Emerging Cricket। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১
  2. "Nepal to host Netherlands and Malaysia for T20I tri-series in April"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১
  3. "Tri-Nation Series: Where do all three teams stand?"Cricketing Nepal। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.