২০২০–২১ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য বাংলাদেশ সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হবে। [1] টেস্ট সিরিজটি উদ্বোধনী ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ওয়ানডে সিরিজটি ২০২০-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগের অংশ হবে। [2][3]

২০২০-২১ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ২০ জানুয়ারি – ১৫ ফেব্রুয়ারি ২০২১
অধিনায়ক মমিনুল হক (টেস্ট)
তামিম ইকবাল (ওডিআই)
ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট)
জেসন মোহাম্মদ (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লিটন দাস (২০০) কাইল মেয়ার্স (২৬১)
সর্বাধিক উইকেট রহকিম কর্নওয়াল (১৪) তাইজুল ইসলাম (১২)
সিরিজ সেরা খেলোয়াড় নক্রুমা বোনার (ওয়েস্ট ইন্ডিজ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান তামিম ইকবাল (১৫৮) রভম্যান পাওয়েল (১১৬)
সর্বাধিক উইকেট মেহেদী হাসান (৭) আকিয়েল হোসেন (৪)
সিরিজ সেরা খেলোয়াড় সাকিব আল হাসান (বাংলাদেশ)

পটভূমি

মূলত খেলার সূচীতে তিনটি টেস্ট, তিনটি ওডিআই ও দুইটি টি২০আই খেলা নির্ধারিত ছিল।[4] ২০২০ এর অক্টোবরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করে যে, বঙ্গবন্ধু টি২০ কাপ হতে পারে টি২০আই ম্যাচের জন্য খেলোয়াড় নির্বাচনের একটি ধাপ।[5][6] নভেম্বর ২০২০, বিসিবি তাদের তৈরী জৈব-বলয় পরিকল্পনার বিস্তারিত বিবরণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে পাঠায়।[7] নভেম্বর-ডিসেম্বর ২০২০ সময়ে ওয়েস্ট ইন্ডিজের কর্মকর্তাগণ বাংলাদেশ ভ্রমণে আসেন এবং দেশে কোভিড-১৯ বিরুদ্ধে গৃহীত পদ্ধতি দেখে "আমরা মুগ্ধ" এমন রিপোর্ট প্রদান করে।[8]

নভেম্বর ২০২০ এ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুরোধে উভয় ক্রিকেট বোর্ড সফরটিকে ছোট করতে একটি টেস্ট ম্যাচ কমানোর সম্ভাবনা খুজছিল।[9] ২০২০-এর ডিসেম্বরে, উভয় ক্রিকেট বোর্ড তিনটির পরিবর্তে দুটি টেস্ট খেলতে সম্মত হয়,[10] এবং সফর সূচী থেকে টি২০আই খেলাগুলোকে বাদ দেয়া হয়।[11]

দলীয় সদস্য

টেস্ট ওডিআই
 বাংলাদেশ  ওয়েস্ট ইন্ডিজ  বাংলাদেশ  ওয়েস্ট ইন্ডিজ

কোভিড-১৯ এর একটি ইতিবাচক পরীক্ষার কারণে রোমারিও শেফার্ডকে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেওয়া হয়, তার স্থলাভিষিক্ত হিসেবে কেওন হার্ডিং নামকরণ করা হয়। সালের ১৫ জানুয়ারি হেইডেন ওয়ালশ জুনিয়রকে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেওয়া হয় কোভিড-১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষার জন্য।[12]

প্রস্তুতিমূলক খেলা

২৯–৩১ জানুয়ারি ২০২১
Scorecard
২৫৭ (৭৯.১ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ৮৫ (১৮৭)
রিশাদ হোসেন ৫/৭৫ (২৩.১ ওভার)
১৬০ (৪৭.৪ ওভার)
মোহাম্মদ নাইম ৪৫ (৪৮)
রহকিম কর্নওয়াল ৫/৪৭ (১৬.৪ ওভার)
৫/৪৭ (১৬.৪ ওভার)
রহকিম কর্নওয়াল ৮০ (১৩৮)
মুকিদুল ইসলাম ৪/৫৯ (১৭.২ ওভার)
৬৩/২ (২৯ ওভার)
ইয়াসির আলী ৩৩* (৫৬)
রেমন রেইফার ২/৭ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২০ জানুয়ারি ২০২১
১১:৩০
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
১২২ (৩২.২ ওভার)
 বাংলাদেশ
১২৫/৪ (৩৩.৫ ওভার)
তামিম ইকবাল ৪৪ (৬৯)
আকিয়েল হোসেন ৩/২৬ (১০ ওভার)

২য় ওডিআই

২২ জানুয়ারি ২০২১
১১:৩০
Scorecard
বাংলাদেশ 
১৪৮ (৪৩.৪ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৪৯/৩ (৩৩.২ ওভার)
তামিম ইকবাল ৫০ (৭৬)
রেমন রেইফার ১/১৮ (৫ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কেজর্ন ওটলি (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লীগ পয়েন্ট: বাংলাদেশ ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।

৩য় ওডিআই

২৫ জানুয়ারি ২০২১
১১:৩০
Scorecard
বাংলাদেশ 
২৯৭/৬ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৭৭ (৪৪.২ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জাহমার হ্যামিল্টনকেওন হার্ডিং (ওয়েস্ট ইন্ডিজ) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
  • কেওন হার্ডিং ওয়েস্ট ইন্ডিজের এক ওডিআই অভিষেকের এক বোলারের সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড ৮৮ রানে।[13]
  • মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) তার ২০০ তম আন্তর্জাতিক উইকেট নিয়েছে।[14]
  • বিশ্বকাপ সুপার লীগ পয়েন্ট: বাংলাদেশ ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৩–৭ ফেব্রুয়ারি ২০২১
Scorecard
৪৩০ (১৫০.২ ওভার)
মেহেদী হাসান ১০৩ (১৬৮)
জোমেল ওয়ারিকান ৪/১৩৩ (৪৮ ওভার)
২৫৯ (৯৬.১ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ৭৬ (১১১)
মেহেদী হাসান ৪/৫৮ (২৬ ওভার)
২২৩/৮ঘো (৬৭.৫ ওভার)
মমিনুল হক ১১৫ (১৮২)
জোমেল ওয়ারিকান ৩/৫৭ (১৭.৫ ওভার)
৩৯৫/৭ (১২৭.৩ ওভার)
কাইল মেয়ার্স ২১০* (৩১০)
মেহেদী হাসান ৪/১১৩ (৩৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ)

২য় টেস্ট

১১–১৫ ফেব্রুয়ারি ২০২১
Scorecard
৪০৯ (১৪২.২ ওভার)
জশুয়া দা সিলভা ৯২ (১৮৭)
আবু জায়েদ ৪/৯৮ (২৮ ওভার)
২৯৬ (৯৬.৫ ওভার)
লিটন দাস ৭১ (১৩৩)
রহকিম কর্নওয়াল ৫/৭৪ (৩২ ওভার)
১১৭ (৫২.৫ ওভার)
নক্রুমা বোনার ৩৮ (১২০)
তাইজুল ইসলাম ৪/৩৬ (২১ ওভার)
২৩১ (৬১.৩ ওভার)
তামিম ইকবাল ৫০ (৪৬)
রহকিম কর্নওয়াল ৪/১০৫ (৩০ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মেহেদী হাসান ম্যাচের দিক থেকে, বাংলাদেশের হয়ে দ্রুততম বোলার হয়েছেন টেস্টে ১০০ উইকেট নিন (২৪)।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৬০, বাংলাদেশ ০।

তথ্যসূত্র

  1. "BCB on track to host WI in January"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০
  2. "Schedule for inaugural World Test Championship announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯
  3. "Men's Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  4. "BCB on track to host WI in January"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০
  5. "Five corporates pick up teams for Bangabandhu T20 Cup"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০
  6. "BCB takes first step to conduct Bangabandhu T20 Cup"CricBuzz। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০
  7. "BCB sends bio-bubble plan to Windies"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০
  8. "Cricket West Indies officials happy with 'concise and tight' Covid-19 protocols in Bangladesh"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০
  9. "BCB set to reduce one Test from West Indies series"CricBuzz। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০
  10. "Media Release: BCB-CWI agree on schedule for West Indies Cricket Team's Tour to Bangladesh"Bangladesh Cricket Board। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  11. "CWI and BCB agree in principle to West Indies Tour of Bangladesh"Cricket West Indies। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  12. "Hayden Walsh ruled out of Bangladesh ODI series after testing positive for Covid-19"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮
  13. "Mohammad Saifuddin, batsmen help Bangladesh sweep series"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮
  14. সোলায়মান, মোহাম্মদ। "টেন্ডুলকার–কোহলির পরেই সাকিব ও বোলিংয়ে বাংলাদেশের সেরা সিরিজ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.