২০২০–২১ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
ইংল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা নভেম্বর থেকে ডিসেম্বর ২০২০-এ অনুষ্ঠিত হয়। [1][2]
২০২০-২১ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ||
তারিখ | ২৭ নভেম্বর – ৯ ডিসেম্বর ২০২০ | ||
অধিনায়ক | কুইন্টন ডি কক | ইয়ন মর্গ্যান | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | রাসি ফন ডার ডাসেন (১৩৬) | দাউদ মালান (১৭৩) | |
সর্বাধিক উইকেট |
লুঙ্গি এনগিডি (৪) তাব্রাইজ শামসী (৪) |
স্যাম কারেন (৩) ক্রিস জর্দান (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | দাউদ মালান (ইংল্যান্ড) |
দলীয় সদস্য
ওডিআই | টি২০আই | ||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড |
|
|
প্র্যাকটিস ম্যাচ
২১ নভেম্বর ২০২০ ১০:০০ |
ব |
||
- দল বাটলার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৩ নভেম্বর ২০২০ ১০:০০ |
ব |
||
- দল মর্গ্যান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২৭ নভেম্বর ২০২০ ১৮:০০ (রাত) |
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা) তার টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
২৯ নভেম্বর ২০২০ ১৪:৩০ |
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এটিই হবে প্রথম টি২০আই ম্যাচ এই ভেন্যুতে খেলেছে।
- আদিল রশিদ (ইংল্যান্ড) টি২০আইতে নিজের ৫০তম উইকেট নিয়েছিল।
৩য় টি২০আই
১ ডিসেম্বর ২০২০ ১৮:০০ (রাত) |
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ক্রিস জর্দান হয়ে গেলেন ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে শীর্ষস্থানীয় উইকেট শিকারী, তার ৬৬তম বরখাস্ত হয়ে।
- জস বাটলার ও দাউদ মালান (ইংল্যান্ড) তৈরি টি২০আইতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ ১৭৭ রান দিয়ে।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
৩য় ওডিআই
তথ্যসূত্র
- "England hope for six-match tour to South Africa this winter"। Evening Standard। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২০।
- "England expect South Africa tour go-ahead after quarantine agreement is reached"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.