২০২০–২১ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

ইংল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা নভেম্বর থেকে ডিসেম্বর ২০২০-এ অনুষ্ঠিত হয়। [1][2]

২০২০-২১ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড
তারিখ ২৭ নভেম্বর – ৯ ডিসেম্বর ২০২০
অধিনায়ক কুইন্টন ডি কক ইয়ন মর্গ্যান
একদিনের আন্তর্জাতিক সিরিজ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রাসি ফন ডার ডাসেন (১৩৬) দাউদ মালান (১৭৩)
সর্বাধিক উইকেট লুঙ্গি এনগিডি (৪)
তাব্রাইজ শামসী (৪)
স্যাম কারেন (৩)
ক্রিস জর্দান (৩)
সিরিজ সেরা খেলোয়াড় দাউদ মালান (ইংল্যান্ড)

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 দক্ষিণ আফ্রিকা  ইংল্যান্ড  দক্ষিণ আফ্রিকা  ইংল্যান্ড

প্র্যাকটিস ম্যাচ

২১ নভেম্বর ২০২০
১০:০০
দল বাটলার 
২৫৫/৭ (৪০ ওভার)
 দল মর্গ্যান
২০৫ (৩৫.৫ ওভার)
জো রুট ৭৭ (৭৭)
মার্ক উড ৩/৪০ (৬ ওভার)
ক্রিস উকস ৫৫ (৪১)
লুইস গ্রেগরি ৩/১৮ (৩.৫ ওভার)
দল বাটলার ৫০ রানে জয়ী
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও আলাহুদ্দেইন পালেকের (দক্ষিণ আফ্রিকা)
  • দল বাটলার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৩ নভেম্বর ২০২০
১০:০০
দল মর্গ্যান 
১৩৯/৯ (২০ ওভার)
 দল বাটলার
১৪১/৪ (১২.৪ ওভার)
মঈন আলী ৪১ (৪০)
অলি স্টোন ৩/১২ (২ ওভার)
স্যাম কারেন ৪৫* (১৮)
টম কারেন ২/১৪ (২ ওভার)
দল বাটলার ৬ উইকেটে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও আলাহুদ্দেইন পালেকের (দক্ষিণ আফ্রিকা)
  • দল মর্গ্যান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৭ নভেম্বর ২০২০
১৮:০০ (রাত)
দক্ষিণ আফ্রিকা 
১৭৯/৬ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৮৩/৫ (১৯.২ ওভার)
ফাফ দু প্লেসিস ৫৮ (৪০)
স্যাম কারেন ৩/২৮ (৪ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও আলাহুদ্দেইন পালেকের (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা) তার টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

২৯ নভেম্বর ২০২০
১৪:৩০
দক্ষিণ আফ্রিকা 
১৪৬/৬ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৫০/৬ (১৯.৫ ওভার)
কুইন্টন ডি কক ৩০ (১৮)
আদিল রশিদ ২/২৩ (৪ ওভার)
দাউদ মালান ৫৫ (৪০)
তাব্রাইজ শামসী ৩/১৯ (৪ ওভার)
ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: দাউদ মালান (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটিই হবে প্রথম টি২০আই ম্যাচ এই ভেন্যুতে খেলেছে
  • আদিল রশিদ (ইংল্যান্ড) টি২০আইতে নিজের ৫০তম উইকেট নিয়েছিল।

৩য় টি২০আই

১ ডিসেম্বর ২০২০
১৮:০০ (রাত)
দক্ষিণ আফ্রিকা 
১৯১/৩ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৯২/১ (১৭.৪ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও আলাহুদ্দেইন পালেকের (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: দাউদ মালান (ইংল্যান্ড)

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৬ ডিসেম্বর ২০২০
১০:০০
ম্যাচ স্থগিত
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও আলাহুদ্দেইন পালেকের (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই

৭ ডিসেম্বর ২০২০
১৩:০০ (দিন/রাত)
ম্যাচ স্থগিত
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও আলাহুদ্দেইন পালেকের (দক্ষিণ আফ্রিকা)

৩য় ওডিআই

৯ ডিসেম্বর ২০২০
১৩:০০ (দিন/রাত)
ম্যাচ স্থগিত
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা)

তথ্যসূত্র

  1. "England hope for six-match tour to South Africa this winter"Evening Standard। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২০
  2. "England expect South Africa tour go-ahead after quarantine agreement is reached"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.