২০১৯ সংযুক্ত আরব আমিরাত ত্রি-দেশীয় সিরিজ
২০১৯ সংযুক্ত আরব আমিরাত ত্রি-দেশীয় সিরিজ একটি ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০১৯ সালের ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে।[1] এটি হবে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত একটি ত্রি-দেশীয় সিরিজ, যার সবগুলো খেলাই হবে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সূচী অনুযায়ী।[1] প্রতিযোগিতার সবগুলো খেলাই হবে ২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ প্রতিযোগিতার অংশ,[1] যা হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[2][3] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল উক্ত ত্রি-দেশীয় সিরিজের খেলার সূচীগুলো ২০১৯ সালের নভেম্বরে নিশ্চিত করে।[4]
২০১৯ সংযুক্ত আরব আমিরাত ত্রি-দেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর অংশ | |||||||||||||||||||||||||||||
তারিখ | ৮–১৫ ডিসেম্বর ২০১৯ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | সংযুক্ত আরব আমিরাত | ||||||||||||||||||||||||||||
ফলাফল | মার্কিন যুক্তরাষ্ট্র সিরিজ জয়ী | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
সংযুক্ত আরব আমিরাত সিরিজের উদ্বোধনী খেলার পূর্বে তাদের দল ঘোষণা করে, যেখানে ছয় জন ক্রিকেটারেরই ওডিআই খেলার পূর্ব অভিজ্ঞতা নেই।[5] ২০১৯ আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায় দুর্নীতির অভিযোগের তদন্তে কারণে দলে যে প্রভাব পড়ে, তার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত বাধ্য হয়েই তাদের দলে এ পরিবর্তন নিয়ে আসে।[6] এমন জবরদস্তি পরিবর্তনের ফলে, সংযুক্ত আরব আমিরাত তাদের উদ্বোধনী খেলায় তাদের জাতীয় দলের খেলোয়াড়দের তুলনায় কমবয়সী খেলোয়াড় থাকায় আশানুরূপ ফলাফলে পুরোপুরি ব্যর্থ হয়।[7]
জি. এস. লক্ষ্মীকে সিরিজের উদ্বোধীন সূচীর ম্যাচ রেফারী ঘোষণা করা হয়,[8] ফলে প্রথমবারের মতো কোন নারী রেফারী, পুরুষদের ওডিআই খেলার দেখাশুনা করেন।[9]
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রথম তিনটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজে তাদের আধিপত্য তৈরী হয়ে যায় এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের মধ্যকার তৃতীয় খেলাটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ জয় লাভ করে।[10]
দলীয় সদস্য
স্কটল্যান্ড[11] | সংযুক্ত আরব আমিরাত[12] | মার্কিন যুক্তরাষ্ট্র[13] |
---|---|---|
|
|
|
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৭১৩ |
২ | স্কটল্যান্ড | ৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | −০.৪২৮ |
৩ | সংযুক্ত আরব আমিরাত (H) | ৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | −০.৫৬৪ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট;
(H) স্বাগতিক।
সময়সূচী
১ম ওডিআই
ব |
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে উভয় দলের জন্য খেলাটিকে ৪৭ ওভারে সীমিত করা হয়।
- ওয়াহিদ আহমেদ, ব্রিত্য অরবিন্দ, দারিয়াস ডি সিলভা, বাসিল হামিদ, পলানিয়াপন মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক (সংযুক্ত আরব আমিরাত), ইয়ান হোলান্ড, অক্ষয় হোমরাজ, নসতোশ কেনজিগে ও ক্যামেরন স্টিভেনসন (যুক্তরাষ্ট্র) সব তার ওডিআই অভিষেক হয়।
- সৌরভ নেত্রাভালকার ওডিআইয়ে ৫ উইকেট লাভকারী প্রথম মার্কিন বোলার।[14]
২য় ওডিআই
ব |
||
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
ব |
||
- টস হয়নি
- বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।
৪র্থ ওডিআই
ব |
||
অ্যারন জন্স ৪৬ (৬১) দারিয়াস ডি সিলভা ২/২০ (৭ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম ওডিআই
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ষ্ঠ ওডিআই
ব |
||
চিরাগ সুরী ৬৭ (৭৩) ডিলান বুজ ১/২১ (৫ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জনাথান ফিজি (সংযুক্ত আরব আমিরাত) তার ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "ICC Men's Cricket World Cup League 2 series announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- "Fixture schedule for series three of Men's CWC League 2 announced"। www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- "UAE fall short as Aaron Jones leads USA to win in World Cup League Two series opener"। The National। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- "Cricket in turmoil: Where the UAE stands in bid to make the T20 World Cup"। The National। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- "Vriitya Aravind skips school to make 'dream' debut as youngest ever UAE team falls short against USA"। The National। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- "GS Lakshmi set to create history by becoming first woman referee to oversee a men's ODI"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "GS Lakshmi set to become first woman referee to oversee men's ODI"। Women's CricZone। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "UAE rolled over by clinical USA"। Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১২।
- "Squad announced for Scotland's second round of Cricket World Cup League Two – Cricket Scotland" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- "ECB announce team to represent the UAE in ICC Men's WCL2"। Emirates Cricket Board। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "Team USA Men's Squad Announced for ICC Cricket World Cup League 2 series in UAE"। USA Cricket। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- "Jones, Netravalkar star to give USA early lift off"। CricBuzz। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।