২০১৯ পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

পাকিস্তান ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা মে ২০১৯-এ অনুষ্ঠিত হয়।[1][2]

২০১৯ পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড পাকিস্তান
তারিখ ২৭ এপ্রিল – ১৯ মে ২০১৯
অধিনায়ক ইয়ন মর্গ্যান সরফরাজ আহমেদ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জেসন রয় (২৭৭) বাবর আজম (২৭৭)
সর্বাধিক উইকেট ক্রিস উকস (১০) ইমাদ ওয়াসিম (৬)
সিরিজ সেরা খেলোয়াড় জেসন রয় (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ইয়ন মর্গ্যান (৫৭) বাবর আজম (৬৫)
সর্বাধিক উইকেট জোফ্রা আর্চার (২) শাহীন আফ্রিদি (১)
হাসান আলী (১)
ইমাদ ওয়াসিম (১)

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 ইংল্যান্ড[3]  পাকিস্তান[4]  ইংল্যান্ড[3]  পাকিস্তান[4]

প্রস্তুতিমূলক খেলা

একদিনের ম্যাচ: কেন্ট ব পাকিস্তান

২৭ এপ্রিল ২০১৯
১০:৩০
পাকিস্তান 
৩৫৮/৭ (৫০ ওভার)
কেন্ট
২৫৮ (৪৪.১ ওভার)
ইমাদ ওয়াসিম ১১৭* (৭৮)
ইমরান কাইয়ুম ৪/৪৫ (১০ ওভার)
অ্যালেক্স ব্ল্যাক ৮৯ (৪৮)
ইয়াসির শাহ ৩/৯০ (১০ ওভার)
পাকিস্তান ১০০ রানে জয়ী
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, বেকেনহাম
আম্পায়ার: নীল বেনটন (ইংল্যান্ড) ও মার্ক নেয়েল (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জর্দান কক্স (কেন্ট) তার লিস্ট এ অভিষেক হয়।

একদিনের ম্যাচ: নর্দাম্পটনশায়ার ব পাকিস্তান

২৯ এপ্রিল ২০১৯
১০:৩০
নর্দাম্পটনশায়ার
২৭৩/৬ (৫০ ওভার)
 পাকিস্তান
২৭৫/২ (৪১ ওভার)
জস কব ১৪৬* (১৪৫)
হারিস সোহেল ১/১৮ (৫ ওভার)
ফখর জামান ১০১ (৮১)
নাথান বাক ১/৫২ (৭ ওভার)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, নর্দাম্পটন
আম্পায়ার: মাইক বার্নস (ইংল্যান্ড) ও রব হোয়াইট (ইংল্যান্ড)
  • নর্দাম্পটনশায়ার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

একাদশ ম্যাচ: লিচেস্টারশায়ার ব পাকিস্তান

৫ মে ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
পাকিস্তান 
২০০/৬ (২০ ওভার)
লিচেস্টারশায়ার
১৪২ (১৯.২ ওভার)
বাবর আজম ১০১ (৬৩)
বেন মাইক ৩/৩৮ (৪ ওভার)
বেন মাইক ৩৭ (২৬)
শাহীন আফ্রিদি ২/১২ (২.২ ওভার)
পাকিস্তান ৫৮ রানে জয়ী
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: পিটার হার্টলি (ইংল্যান্ড) ও টম লঙ্গলি (ইংল্যান্ড)
  • লিচেস্টারশায়ার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • উইল ডেভিসবেন মাইক (লিসেস্টারসেয়ার) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
  • বাবর আজম (পাকিস্তান) নিজের প্রথম টি২০আই সেঞ্চুরি করেছিলেন।

টি২০আই সিরিজ

একমাত্র টি২০আই

৫ মে ২০১৯
১৪:৩০
পাকিস্তান 
১৭৩/৬ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৭৫/৩ (১৯.৩ ওভার)
বাবর আজম ৬৫ (৪২)
জোফ্রা আর্চার ২/২৯ (৪ ওভার)
ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড)

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৮ মে ২০১৯
১৩:০০ (দিন/রাত)
পাকিস্তান 
৮০/২ (১৯ ওভার)
ইমাম-উল-হক ৪২* (৬৮)
জোফ্রা আর্চার ১/৬ (৪ ওভার)
ফলাফল হয়নি
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: রবার্ট বেইলি (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পাকিস্তানের ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও খেলা হয়নি।

২য় ওডিআই

১১ মে ২০১৯
১১:০০
ইংল্যান্ড 
৩৭৩/৩ (৫০ ওভার)
 পাকিস্তান
৩৬১/৭ (৫০ ওভার)
জস বাটলার ১১০* (৫৫)
ইয়াসির শাহ ১/৬০ (৭ ওভার)
ফখর জামান ১৩৮ (১০৬)
ডেভিড উইলি ২/৫৭ (১০ ওভার)
ইংল্যান্ড ১২ রানে জয়ী
রোজ বোল, সাউদাম্পটন
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও টিম রবিনসন (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জস বাটলার (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

১৪ মে ২০১৯
১৩:০০ (দিন/রাত)
পাকিস্তান 
৩৫৮/৯ (৫০ ওভার)
 ইংল্যান্ড
৩৫৯/৪ (৪৪.৫ ওভার)
ইমাম-উল-হক ১৫১ (১৩১)
ক্রিস উকস ৪/৬৭ (১০ ওভার)
জনি বেয়ারস্টো ১২৮ (৯৩)
জুনায়েদ খান ১/৫৭ (৮ ওভার)
ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইয়ন মর্গ্যান হয়ে ওঠে ইংল্যান্ডের জন্য ওডিআইতে সর্বাধিক ক্যাপ্টেন প্লেয়ার, তার ১৯৮ তম ম্যাচ খেলে।[5]
  • ইমাম-উল-হক একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন।[6]

৪র্থ ওডিআই

১৭ মে ২০১৯
১৩:০০ (দিন/রাত)
পাকিস্তান 
৩৪০/৭ (৫০ ওভার)
 ইংল্যান্ড
৩৪১/৭ (৪৯.৩ ওভার)
বাবর আজম ১১৫ (১১২)
টম কারেন ৪/৭৫ (১০ ওভার)
জেসন রয় ১১৪ (৮৯)
ইমাদ ওয়াসিম ২/৬২ (১০ ওভার)
ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই

১৯ মে ২০১৯
১১:০০
ইংল্যান্ড 
৩৫১/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
২৯৭ (৪৬.৫ ওভার)
জো রুট ৮৪ (৭৩)
শাহীন আফ্রিদি ৪/৮২ (১০ ওভার)
সরফরাজ আহমেদ ৯৭ (৮০)
ক্রিস উকস ৫/৫৪ (১০ ওভার)
ইংল্যান্ড ৫৪ রানে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ক্রিস উকস (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "England schedule confirmed for summer 2019"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮
  2. "Ashes schedule confirmed for 2019, along with England's maiden Ireland Test"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮
  3. "England name preliminary ICC Men's Cricket World Cup Squad"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯
  4. "Pakistan name squad for ICC Men's Cricket World Cup 2019"। Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯
  5. "England vs Pakistan, 3rd ODI: Eoin Morgan to surpass Paul Collingwood as England's most-capped player"Cricket Country। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯
  6. "Imam century powers Pakistan to 358-9 in third ODI against England"Yahoo! Sports। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.