২০১৯ ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ পর্ব

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলাগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ পর্বে অংশগ্রহণকারী দশ দলই একে-অপরের বিপক্ষে একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। এরফলে সর্বমোট ৪৫টি খেলা সম্পন্ন হবে। প্রত্যেক দলই সর্বমোট নয়টি খেলায় অংশ নিবে। গ্রুপের শীর্ষ চার দল নক-আউট পর্বে উপনীত হবে। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপেও একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল।[1]

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 ভারত ১৫ +০.৮০৯ সেমি-ফাইনালে অগ্রসর
 অস্ট্রেলিয়া ১৪ +০.৮৬৮
 ইংল্যান্ড (H) ১২ +১.১৫২
 নিউজিল্যান্ড ১১ +০.১৭৫
 পাকিস্তান ১১ −০.৪৩০ বিদায়
 শ্রীলঙ্কা −০.৯১৯
 দক্ষিণ আফ্রিকা −০.০৩০
 বাংলাদেশ −০.৪১০
 ওয়েস্ট ইন্ডিজ −০.২২৫
১০  আফগানিস্তান −১.৩২২
উৎস: আইসিসি, ক্রিকইনফো
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই করা দলগুলির মধ্যে ফলাফল; ৫) প্রাক-টুর্নামেন্ট ভাগ
(H) স্বাগতিক।

গ্রুপ পর্বের সারাংশ

দল ↓ বনাম →  আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ
 আফগানিস্তান ৭ উইকেটে হার ৬২ রানে হার ১৫০ রানে হার ১১ রানে হার ৭ উইকেটে হার ৩ উইকেটে হার ৯ উইকেটে হার ৩৪ রানে হার ২৩ রানে হার
 অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী ৪৮ রানে জয়ী ৬৪ রানে জয়ী ৩৬ রানে হার ৮৬ রানে জয়ী ৪১ রানে জয়ী ১০ রানে হার ৮৭ রানে জয়ী ১৫ রানে জয়ী
 বাংলাদেশ ৬২ রানে জয়ী ৪৮ রানে হার ১০৬ রানে হার ২৮ রানে হার ২ উইকেটে হার ৯৪ রানে হার ২১ রানে জয়ী ম্যাচ পরিত্যক্ত ৭ উইকেটে জয়ী
 ইংল্যান্ড ১৫০ রানে জয়ী ৬৪ রানে হার ১০৬ রানে জয়ী ৩১ রানে জয়ী ১১৯ রানে জয়ী ১৪ রানে হার ১০৪ রানে জয়ী ২০ রানে হার ৮ উইকেটে জয়ী
 ভারত ১১ রানে জয়ী ৩৬ রানে জয়ী ২৮ রানে জয়ী ৩১ রানে হার ম্যাচ পরিত্যক্ত ৮৯ রানে জয়ী ৬ উইকেটে জয়ী ৭ উইকেটে জয়ী ১২৫ রানে জয়ী
 নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী ৮৬ রানে হার ২ উইকেটে জয়ী ১১৯ রানে হার ম্যাচ পরিত্যক্ত ৬ উইকেটে হার ৪ উইকেটে জয়ী ১০ উইকেটে জয়ী ৫ রানে জয়ী
 পাকিস্তান ৩ উইকেটে জয়ী ৪১ রানে হার ৯৪ রানে জয়ী ১৪ রানে জয়ী ৮৯ রানে হার ৬ উইকেটে জয়ী ৪৯ রানে জয়ী ম্যাচ পরিত্যক্ত ৭ উইকেটে হার
 দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী ১০ রানে জয়ী ২১ রানে হার ১০ রানে হার ৬ উইকেটে হার ৪ উইকেটে হার ৪৯ রানে হার ৯ উইকেটে জয়ী ফলাফল হয়নি
 শ্রীলঙ্কা ৩৪ রানে জয়ী ৮৭ রানে হার ম্যাচ পরিত্যক্ত ২০ রানে জয়ী ৭ উইকেটে হার ১০ উইকেটে হার ম্যাচ পরিত্যক্ত ৯ উইকেটে হার ২৩ রানে জয়ী
 ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে জয়ী ১৫ রানে হার ৭ উইকেটে হার ৮ উইকেটে হার ১২৫ রানে হার ৫ রানে হার ৭ উইকেটে জয়ী ফলাফল হয়নি ২৩ রানে হার

খেলা

ইংল্যান্ড ব দক্ষিণ আফ্রিকা

৩০ মে ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩১১/৮ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২০৭ (৩৯.৫ ওভার)
বেন স্টোকস ৮৯ (৭৯)
লুঙ্গি এনগিডি ৩/৬৬ (১০ ওভার)
ইংল্যান্ড ১০৪ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: বেন স্টোকস (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের হয়ে ২০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭০০০ রান পূর্ণ করেন।[2]
  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ৪০ বছর ৬৮ দিন বয়সে, দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের একটি ম্যাচ খেলতে যাওয়ার বয়সী ক্রিকেটার হয়েছিলেন।

পাকিস্তান ব ওয়েস্ট ইন্ডিজ

৩১ মে ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
পাকিস্তান 
১০৫ (২১.৪ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১০৮/৩ (১৩.৪ ওভার)
ফখর জামান ২২(১৬)
ওশেন টমাস ৪/২৭ (৫.৪ ওভার)
ক্রিস গেইল ৫০ (৩৪)
মোহাম্মদ আমির ৩/২৬ (৬ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ওশেন টমাস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হাসান আলী (পাকিস্তান) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেন।
  • শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) একদিনের আন্তর্জাতিক ম্যাচে উইকেট-রক্ষক হিসেবে ১০০টি ক্যাচ ধরেছেন।[3]
  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) বিশ্বকাপে ৪০ টি ছক্কা মেরেছেন, যেটি যেকোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ।[4]
  • এটি পাকিস্তানের একদিনের আন্তর্জাতিক ম্যাচে একটানা ১১ তম পরাজয়, যেটা তাদের সবচেয়ে খারাপ পরাজয়ের ধারা।[5]
  • পাকিস্তান বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হয়েছে এবং একইসাথে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বেশি বলের ব্যবধানে হারের রেকর্ড গড়েছে (২১৮ বল)।[6]

নিউজিল্যান্ড ব শ্রীলঙ্কা

১ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৩৬ (২৯.২ ওভার)
 নিউজিল্যান্ড
১৩৭/০ (১৬.১ ওভার)
নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেমস নিশাম ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা) বিশ্বকাপে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।[7]

অস্ট্রেলিয়া ব আফগানিস্তান

১ জুন ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
২০৭ (৩৮.২ ওভার)
 অস্ট্রেলিয়া
২০৯/৩ (৩৪.৫ ওভার)
ডেভিড ওয়ার্নার ৮৯ (১১৪)
মুজিব উর রহমান ১/৪৫ (৪.৫ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রশীদ খান (আফগানিস্তান) তার ১০০ তম আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন, যার মধ্যে একটি খেলা রয়েছে বিশ্ব একাদশ পাশে মে ২০১৮

বাংলাদেশ ব দক্ষিণ আফ্রিকা

২ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
৩৩০/৬ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৩০৯/৮ (৫০ ওভার)
বাংলাদেশ ২১ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • সাকিব আল হাসানমুশফিকুর রহিম এর তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি বিশ্বকাপে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।[8]
  • বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এবং বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে[9]
  • সাকিব আল হাসান (বাংলাদেশ) সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেট নিয়েছেন এবং ৫০০০ রান করেছেন (১৯৯ ম্যাচ)।[10]

ইংল্যান্ড ব পাকিস্তান

৩ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
পাকিস্তান 
৩৪৮/৮ (৫০ ওভার)
 ইংল্যান্ড
৩৩৪/৯ (৫০ ওভার)
মোহাম্মদ হাফিজ ৮৪ (৬২)
মঈন আলী ৩/৫০ (১০ ওভার)
জো রুট ১০৭ (১০৪)
ওয়াহাব রিয়াজ ৩/৮২ (১০ ওভার)
পাকিস্তান ১৪ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও সুন্দরাম রবি (ভারত)
ম্যাচসেরা: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেসন রয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করেছেন।

আফগানিস্তান ব শ্রীলঙ্কা

৪ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৫২ (৩২.৪ ওভার)
 আফগানিস্তান
২০১ (৩৬.৫ ওভার)
কুশল পেরেরা ৭৮ (৮১)
মোহাম্মাদ নবী ৪/৩১ (৯ ওভার)
শ্রীলঙ্কা ৩৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচকে ৪১ ওভারে নিয়ে আসা হয় এবং আফগানিস্তানকে ১৮৭ রানের নতুন লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ।[11]
  • রশীদ খান (আফগানিস্তান) জন্য তার ১০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন।
  • লাহিরু থিরিমানে (শ্রীলঙ্কা) ওয়ানডেতে ৩,০০০ তম রানের জুটি গড়েন।

ভারত ব দক্ষিণ আফ্রিকা

৫ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২২৭/৯ (৫০ ওভার)
 ভারত
২৩০/৪ (৪৭.৩ ওভার)
ক্রিস মরিস ৪২ (৩৪)
যুজবেন্দ্র চাহাল ৪/৫১ (১০ ওভার)
রোহিত শর্মা ১২২ (১৪৪)
কাগিসো রাবাদা ২/৩৯ (১০ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জসপ্রীত বুমরাহ (ভারত) তার ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছে[12]
  • রোহিত শর্মা (ভারত) আন্তর্জাতিক ক্রিকেটে ১২,০০০ রান পূর্ণ করেছেন।
  • একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে এটা ছিল বিরাট কোহলির ৫০তম জয়।[13]

বাংলাদেশ ব নিউজিল্যান্ড

৫ জুন ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪৪ (৪৯.২ ওভার)
 নিউজিল্যান্ড
২৪৮/৮ (৪৭.১ ওভার)
সাকিব আল হাসান ৬৪ (৬৮)
ম্যাট হেনরি ৪/৪৭ (৯.২ ওভার)
রস টেলর ৮২ (৯১)
মোসাদ্দেক হোসেন ২/৩৩ (৮ ওভার)
নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: রস টেলর (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সাকিব আল হাসান (বাংলাদেশ ) তার ২০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।[14]
  • মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ৩৫০তম আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। [15]
  • রস টেলর নিউজিল্যান্ডের হয়ে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।[16]
  • ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫০তম উইকেট নেন।
  • লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫০তম উইকেট নেন।[17]

অস্ট্রেলিয়া ব ওয়েস্ট ইন্ডিজ

৬ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২৮৮ (৪৯ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৭৩/৯ (৫০ ওভার)
শাই হোপ ৬৮ (১০৫)
মিচেল স্টার্ক ৫/৪৬ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: নাথান কোল্টার-নিল (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজ দল তাদের ৮০০তম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে।
  • প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) তার ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) বিশ্বকাপে ১,০০০ রান পূর্ণ করেছে।[18]
  • মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র ৭৭ ম্যাচে সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট নিয়েছেন।[19]
  • আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) বলের হিসেবে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রান পূর্ণ করেন (৭৬৭ বল)।[20]

পাকিস্তান ব শ্রীলঙ্কা

৭ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
খেলা পরিত্যক্ত
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং ভেজা আউটফিল্ড কারণে কোন খেলার সম্ভব ছিল।

ইংল্যান্ড ব বাংলাদেশ

৮ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৮৬/৬ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৮০ (৪৮.৫ ওভার)
জেসন রয় ১৫৩ (১২১)
মেহেদী হাসান ২/৬৭ (১০ ওভার)
সাকিব আল হাসান ১২১ (১১৯)
বেন স্টোকস ৩/২৩ (৬ ওভার)
ইংল্যান্ড ১০৬ রানে জয়ী
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের হয়ে তার ৩০০ তম ম্যাচ খেলেছেন।
  • ইংল্যান্ড প্রথম দল হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৭ ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে।

আফগানিস্তান ব নিউজিল্যান্ড

৮ জুন ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৭২ (৪১.১ ওভার)
 নিউজিল্যান্ড
১৭৩/৩ (৩২.১ ওভার)
কেন উইলিয়ামসন ৭৯* (৯৯)
আফতাব আলম ৩/৪৫ (৮.১ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জেমস নিশাম (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেমস নিশাম (নিউজিল্যান্ড) প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাঁচ-উইকেট নেন ও ওয়ানডেতে তার ৫০তম উইকেট পেয়েছেন।

অস্ট্রেলিয়া ব ভারত

৯ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
৩৫২/৫ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
৩১৬ (৫০ ওভার)
শিখর ধাওয়ান ১১৭ (১০৯)
মার্কাস স্টইনিস ২/৬২ (৭ ওভার)
স্টিভ স্মিথ ৬৯ (৭০)
ভুবনেশ্বর কুমার ৩/৫০ (১০ ওভার)
ভারত ৩৬ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও ইয়ান গোল্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: শিখর ধাওয়ান (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রোহিত শর্মা (ভারত) ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে কোনো একটি দলের বিপক্ষে ২০০০ রান সম্পূর্ণ করেন (৩৭ ইনিংস)।

দক্ষিণ আফ্রিকা ব ওয়েস্ট ইন্ডিজ

১০ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৯/২ (৭.৩ ওভার)
কুইন্টন ডি কক ১৭* (২১)
শেলডন কট্রিল ২/১৮ (৪ ওভার)
ফলাফল হয়নি
রোজ বোল, সাউদাম্পটন
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন বৃষ্টি আঘাত হানলে আর খেলা হয়নি।

বাংলাদেশ ব শ্রীলঙ্কা

১১ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং ভেজা আউটফিল্ড এর কারণে খেলা সম্ভব হয়নি।

অস্ট্রেলিয়া ব পাকিস্তান

১২ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩০৭ (৪৯ ওভার)
 পাকিস্তান
২৬৬ (৪৫.৪ ওভার)
ডেভিড ওয়ার্নার ১০৭ (১১১)
মোহাম্মাদ আমির ৫/৩০ (১০ ওভার)
ইমাম-উল-হক ৫৩ (৭৫)
প্যাট কামিন্স ৩/৩৩ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী
কাউন্টি গ্রাউন্ড, টানটন
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

ভারত ব নিউজিল্যান্ড

১৩ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
খেলা পরিত্যক্ত
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং ভেজা আউটফিল্ড এর কারণে খেলা সম্ভব হয়নি।

ইংল্যান্ড ব ওয়েস্ট ইন্ডিজ

১৪ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২১২ (৪৪.৪ ওভার)
 ইংল্যান্ড
২১৩/২ (৩৩.১ ওভার)
নিকোলাস পুরাণ ৬৩ (৭৮)
মার্ক উড ৩/১৮ (৬.৪ ওভার)
জো রুট ১০০* (৯৪)
শ্যানন গ্যাব্রিয়েল ২/৪৯ (৭ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
রোজ বোল, সাউদাম্পটন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও সুন্দরাম রবি (ভারত)
ম্যাচসেরা: জো রুট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের জন্য ৩০০ তম আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন।

অস্ট্রেলিয়া ব শ্রীলঙ্কা

১৫ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৩৪/৭ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২৪৭ (৪৫.৫ ওভার)
অ্যারন ফিঞ্চ ১৫৩ (১৩২)
ধনঞ্জয় ডি সিলভা ২/৪০ (৮ ওভার)
অস্ট্রেলিয়া ৮৭ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

আফগানিস্তান ব দক্ষিণ আফ্রিকা

১৫ জুন ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
১২৫ (৩৪.১ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৩১/১ (২৮.৪ ওভার)
রশীদ খান ৩৫ (২৫)
ইমরান তাহির ৪/২৯ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টিপাতের কারণে ৪৮ ওভারে দক্ষিণ আফ্রিকার ১২৭ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়।

ভারত ব পাকিস্তান

১৬ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
৩৩৬/৫ (৫০ ওভার)
 পাকিস্তান
২২৬/৬ (৪০ ওভার)
রোহিত শর্মা ১৪০ (১১৩)
মোহাম্মাদ আমির ৩/৪৭ (১০ ওভার)
ফখর জামান ৬২ (৭৫)
বিজয় শঙ্কর ২/২২ (৫.২ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে পাকিস্তান ইনিংসের সময় নতুন লক্ষ্যমাত্রা ৪০ ওভারে ৩০২ রানের টার্গেট দেওয়া হয়।
  • মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।(৩৪১ ম্যাচ)[21]
  • বিরাট কোহলি (ভারত) ইনিংসের হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১,০০০ রান পূর্ণ করেন।(২২২ ইনিংস)[21]
  • ভারতের করা ৩৩৬/৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ রান।[21]
  • হাসান আলী (পাকিস্তান) বল করে ৮৪ রান ধারণ করেছেন, যেটা বিশ্বকাপে যেকোনো পাকিস্তানি বোলারের সর্বোচ্চ রান ধারণের রেকর্ড।[21]

বাংলাদেশ ব ওয়েস্ট ইন্ডিজ

১৭ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩২১/৮ (৫০ ওভার)
 বাংলাদেশ
৩২২/৩ (৪৩.৩ ওভার)
শাই হোপ ৯৬ (১২১)
মুস্তাফিজুর রহমান ৩/৫৯ (৯ ওভার)
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
কাউন্টি গ্রাউন্ড, টানটন
আম্পায়ার: সুন্দরাম রবি (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।[22]
  • মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।[23]
  • শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।[24]
  • শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআইতে তার ১০০০তম রান পূর্ণ করেন।[25]
  • সাকিব আল হাসান বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে ৬০০০ রানের রেকর্ড করেন এবং ইনিংস বিচারে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে ৬,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।(২০২ ইনিংস)[26]
  • এটা ছিল বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এবং বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।[27]
  • সাকিব আল হাসানলিটন দাস এর অপরাজিত ১৮৯ রানের জুটি বিশ্বকাপে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এবং একদিনের ক্রিকেটে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি।[28]

ইংল্যান্ড ব আফগানিস্তান

১৮ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৯৭/৬ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৪৭/৮ (৫০ ওভার)
ইংল্যান্ড ১৫০ রানে জয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড)

নিউজিল্যান্ড ব দক্ষিণ আফ্রিকা

১৯ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৪১/৬ (৪৯ ওভার)
 নিউজিল্যান্ড
২৪৫/৬ (৪৮.৩ ওভার)
কেন উইলিয়ামসন ১০৬* (১৩৮)
ক্রিস মরিস ৩/৪৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
এজবাস্টন, বার্মিংহাম
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভেজা আউটফিল্ডের কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটি ৪৯ ওভারে হ্রাস পায়।
  • হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ইনিংসের হিসাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০০ রান করেছেন (১৭৬)।
  • ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) ওয়ানডেতে ৩০০০তম রানের ইনিংস!
  • কেন উইলিয়ামসন ওয়ানডেতে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসাবে ৩০০০তম রান করেছেন।

অস্ট্রেলিয়া ব বাংলাদেশ

২০ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৮১/৫ (৫০ ওভার)
 বাংলাদেশ
৩৩৩/৮ (৫০ ওভার)
ডেভিড ওয়ার্নার ১৬৬ (১৪৭)
সৌম্য সরকার ৩/৫৮ (৫ ওভার)
অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটো ১৫০+ রানের ইনিংস খেলেছেন।[29]
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ।[29]
  • এটা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ[30]
  • দুই দলের সংগ্রহ ৭১৪ রান, বিশ্বকাপে যেকোনো ম্যাচে সর্বোচ্চ মোট রান।[29]

ইংল্যান্ড ব শ্রীলঙ্কা

২১ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২১২ (৪৭ ওভার)
 শ্রীলঙ্কা
২৩২/৯ (৫০ ওভার)
বেন স্টোকস ৮২ (৮৯)
মার্ক উড ৩/৪০ (৮ ওভার)
শ্রীলঙ্কা ২০ রানে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
  • মঈন আলী (ইংল্যান্ড) তার ১০০তম একদিনের আন্তর্জাতিক খেলেছে।
  • আদিল রশিদ ইংল্যান্ডের হয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।[31]
  • জো রুট ইংল্যান্ডের হয়ে ২৫০তম ম্যাচ খেলেছে।[31]
  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) বিশ্বকাপে তার ৫০তম উইকেটটি নেয়।[32]

আফগানিস্তান ব ভারত

২২ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
২২৪/৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
২১৩ (৪৯.৫ ওভার)
বিরাট কোহলি ৬৭ (৬৩)
মোহাম্মাদ নবী ২/৩৩ (৯ ওভার)
মোহাম্মাদ নবী ৫২ (৫৫)
মোহাম্মদ শামি ৪/৪০ (৯.৫ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ শামি (ভারত) গ্রহণ একটি হ্যাট্রিক
  • বিশ্বকাপে এটি ভারতের ৫০তম জয়।
  • খেলার ফলাফল স্বরূপ আফগানিস্তান বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার যোগ্যতা হারিয়েছে।

নিউজিল্যান্ড ব ওয়েস্ট ইন্ডিজ

২২ জুন ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৯১/৮ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৮৬ (৪৯ ওভার)
কেন উইলিয়ামসন ১৪৮ (১৫৪)
শেলডন কট্রিল ৪/৫৬ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৫ রানে জয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কার্লোস ব্রাদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছেন।

পাকিস্তান ব দক্ষিণ আফ্রিকা

২৩ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
পাকিস্তান 
৩০৮/৭ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৫৯/৯ (৫০ ওভার)
হারিস সোহেল ৮৯ (৫৯)
লুঙ্গি এনগিডি ৩/৬৪ (৯ ওভার)
পাকিস্তান ৪৯ রানে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: হারিস সোহেল (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যান্ডিল ফেহলাকওয়াইও (দক্ষিণ আফ্রিকা) তার ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।
  • শাদাব খান (পাকিস্তান) ওয়ানডেতে তার ৫০তম উইকেট নেন।
  • এই ম্যাচের ফলাফলের মাধ্যমেই এবারের বিশ্বকাপ আসরে দক্ষিণ আফ্রিকা নকআউট পর্বে যাওয়ার যোগ্যতা হারিয়েছে। ২০০৩ সালের পর এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা নক-আউট পর্বে যেতে ব্যর্থ হয়েছে। [33][34]

আফগানিস্তান ব বাংলাদেশ

২৪ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৬২/৭ (৫০ ওভার)
 আফগানিস্তান
২০০ (৪৭ ওভার)
মুশফিকুর রহিম ৮৩ (৮৭)
মুজিব উর রহমান ৩/৩৯ (১০ ওভার)
বাংলাদেশ ৬২ রানে জয়ী
রোজ বোল, সাউদাম্পটন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সৌম্য সরকার (বাংলাদেশ) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।
  • গুলবাদিন নায়েব আফগানিস্তানের জন্য ১০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রান পূর্ণ করেছেন।
  • সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান করেছেন এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।[35]
  • সাকিব আল হাসান যুবরাজ সিং এর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই ম্যাচে ৫০ রান করা ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।[36]
  • সাকিব আল হাসান বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে ১,০০০ রান ও ৩০ উইকেট নেবার নজির গড়েছেন এবং একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের একটি আসরে ৪০০ রান বা তার বেশি ও ১০ উইকেট নেবার কৃতিত্ব অর্জন করেছেন।[37]

ইংল্যান্ড ব অস্ট্রেলিয়া

২৫ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২৮৫/৭ (৫০ ওভার)
 ইংল্যান্ড
২২১ (৪৪.৪ ওভার)
অ্যারন ফিঞ্চ ১০০ (১১৬)
ক্রিস উকস ২/৪৬ (১০ ওভার)
বেন স্টোকস ৮৯ (১১৫)
জেসন বেহরেনডর্ফ ৫/৪৪ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও সুন্দরাম রবি (ভারত)
ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেসন বেহরেনডর্ফ (অস্ট্রেলিয়া) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এক ম্যাচে ৫ উইকেট পেয়েছেন।
  • ম্যাচের ফলস্বরূপ অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

নিউজিল্যান্ড ব পাকিস্তান

২৬ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৩৭/৬ (৫০ ওভার)
 পাকিস্তান
২৪১/৪ (৪৯.১ ওভার)
জেমস নিশাম ৯৭* (১১২)
শাহীন আফ্রিদি ৩/২৮ (১০ ওভার)
বাবর আজম ১০১* (১২৭)
কেন উইলিয়ামসন ১/৩৯ (৮ ওভার)
পাকিস্তান ৬ উইকেটে জয়ী
এজবাস্টন, বার্মিংহাম
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: বাবর আজম (পাকিস্তান)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাবর আজম ইনিংসের হিসাবে সবচেয়ে দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩,০০০ রান করেছেন। (৬৮ ইনিংস)
  • বাবর আজম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ১০ম এবং বিশ্বকাপে তার প্রথম শতরান করেছেন।

ভারত ব ওয়েস্ট ইন্ডিজ

২৭ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
২৬৮/৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৪৩ (৩৪.২ ওভার)
বিরাট কোহলি ৭২ (৮২)
কেমার রোচ ৩/৩৬ (১০ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হার্দিক পাণ্ড্য (ভারত) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • বিরাট কোহলি (ভারত) ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান সংগ্রহ করেছেন।(৪১৭ ইনিংস)[38]
  • ম্যাচের ফলস্বরূপ ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলার যোগ্যতা হারিয়েছে।

দক্ষিণ আফ্রিকা ব শ্রীলঙ্কা

২৮ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২০৩ (৪৯.৩ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২০৬/১ (৩৭.২ ওভার)
ফাফ দু প্লেসিস ৯৬* (১০৩)
লাসিথ মালিঙ্গা ১/৪৭ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: সুন্দরাম রবি (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ডোয়েন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

আফগানিস্তান ব পাকিস্তান

২৯ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২২৭/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
২৩০/৭ (৪৯.৪ ওভার)
আসগর আফগান ৪২ (৩৫)
শাহীন আফ্রিদি ৪/৪৭ (১০ ওভার)
ইমাদ ওয়াসিম ৪৯* (৫৪)
মোহাম্মাদ নবী ২/২৩ (১০ ওভার)
পাকিস্তান ৩ উইকেটে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ইমাদ ওয়াসিম (পাকিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ নবী (আফগানিস্তান) আন্তর্জাতিক ক্রিকেটে ২০০তম উইকেট নেন।

অস্ট্রেলিয়া ব নিউজিল্যান্ড

২৯ জুন ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২৪৩/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৫৭ (৪৩.৪ ওভার)
উসমান খাওয়াজা ৮৮ (১২৯)
ট্রেন্ট বোল্ট ৪/৫১ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: অ্যালেক্স কেরি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) আন্তর্জাতিক ক্রিকেটে ১৩,০০০ রান পূর্ণ করেছেন।[39]
  • ট্রেন্ট বোল্ট এই বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক করেন এবং প্রথম নিউজিল্যান্ডের বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন।[39]
  • কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ইনিংসের হিসেবে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬,০০০ রান পূর্ণ করেন।[39]
  • মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৩ বার ইনিংসে ৫ উইকেট নেন।[40]

ইংল্যান্ড ব ভারত

৩০ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৩৭/৭ (৫০ ওভার)
 ভারত
৩০৬/৫ (৫০ ওভার)
জনি বেয়ারস্টো ১১১ (১০৯)
মোহাম্মদ শামি ৫/৬৯ (১০ ওভার)
রোহিত শর্মা ১০২ (১০৯)
লিয়াম প্লাঙ্কেট ৩/৫৫ (১০ ওভার)
ইংল্যান্ড ৩১ রানে জয়ী
এজবাস্টন, বার্মিংহাম
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুলদীপ যাদব (ভারত) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • এটি ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার খেলা ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
  • মোহাম্মদ শামি একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
  • যুজবেন্দ্র চাহাল ৮৮ রান ধারণ করেছেন, যেটা বিশ্বকাপে যেকোনো ভারতীয় বোলারের সর্বোচ্চ রান ধারণ।[41]
  • বিরাট কোহলি (ভারত) বিশ্বকাপে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একটানা ৫ টি অর্ধ্বশতরান করার গৌরব অর্জন করেছেন।[42]
  • ম্যাচের ফলস্বরূপ শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলার যোগ্যতা হারিয়েছে।

শ্রীলঙ্কা ব ওয়েস্ট ইন্ডিজ

১ জুলাই ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩৩৮/৬ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৩১৫/৯ (৫০ ওভার)
নিকোলাস পুরাণ ১১৮ (১০৩)
লাসিথ মালিঙ্গা ৩/৫৫ (১০ ওভার)
শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: অভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। (৪৫৫ ম্যাচ)[43]
  • অভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতরান করেন।
  • জেসন হোল্ডার প্রথম ওয়েষ্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেন।[44]
  • নিকোলাস পুরাণ (ওয়েস্ট ইন্ডিজ) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতরান করেন।

বাংলাদেশ ব ভারত

২ জুলাই ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
৩১৪/৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৮৬ (৪৮ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তামিম ইকবাল (বাংলাদেশ) ২০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • রোহিত শর্মা (ভারত) কুমার সাঙ্গাকারার পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৪ টি শতরান করেন।[45]
  • সাকিব আল হাসান (বাংলাদেশ) প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।[46]
  • ম্যাচের ফলস্বরূপ ভারত সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্যতা হারিয়েছে।[47]

ইংল্যান্ড ব নিউজিল্যান্ড

৩ জুলাই ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩০৫/৮ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৮৬ (৪৫ ওভার)
জনি বেয়ারস্টো ১০৬ (৯৯)
জেমস নিশাম ২/৪১ (১০ ওভার)
টম ল্যাথাম ৫৭ (৬৫)
মার্ক উড ৩/৩৪ (৯ ওভার)
ইংল্যান্ড ১১৯ রানে জয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: সুন্দরাম রবি (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
  • ম্যাচের ফলস্বরূপ ইংল্যান্ড সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।[48]

ওয়েস্ট ইন্ডিজ ব আফগানিস্তান

৪ জুলাই ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩১১/৬ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৮৮ (৫০ ওভার)
শাই হোপ ৭৭ (৯২)
দৌলত জাদরান ২/৭৩ (৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ক্রিস গেইল বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৩৫ ম্যাচ খেলেছেন।
  • ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রায়ান লারার সমান ২৯৫ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন।
  • ইকরাম আলী খিল (আফগানিস্তান) বিশ্বকাপে সর্বকনিষ্ঠ উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে অর্ধশত রান করেছেন।[49]

পাকিস্তান ব বাংলাদেশ

৫ জুলাই ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
পাকিস্তান 
৩১৫/৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
২২১ (৪৪.১ ওভার)
ইমাম-উল-হক ১০০ (১০০)
মুস্তাফিজুর রহমান ৫/৭৫ (১০ ওভার)
সাকিব আল হাসান ৬৪ (৭৭)
শাহীন আফ্রিদি ৬/৩৫ (৯.১ ওভার)
পাকিস্তান ৯৪ রান জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: শাহীন আফ্রিদি (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মুস্তাফিজুর রহমান, ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুততম বাংলাদেশী হিসেবে এবং সর্বোপরি যুগ্ম চতুর্থ দ্রুততম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেন (৫৪ ইনিংস)।[50]
  • বাবর আজম পাকিস্তানের হয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন (৪৭৪ রান)।[51]
  • সাকিব আল হাসান বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৭ টি ৫০+ রানের ইনিংস খেলে শচীন তেন্ডুলকর এর রেকর্ড ছুয়েছেন।[52]
  • শাহীন আফ্রিদি (পাকিস্তান) সর্বকনিষ্ঠ বোলার হিসেবে বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন (১৯ বছর ৯০ দিন) এবং বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ইনিংসে সেরা বোলিং করেছেন।[53]
  • ম্যাচের ফলস্বরূপ নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং পাকিস্তান সেমিফাইনাল খেলার যোগ্যতা হারিয়েছে।

ভারত ব শ্রীলঙ্কা

৬ জুলাই ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৬৪/৭ (৫০ ওভার)
 ভারত
২৬৫/৩ (৪৩.৪ ওভার)
লোকেশ রাহুল ১১১ (১১৮)
কসুন রজিতা ১/৪৭ (8 ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দিনেশ কার্তিক ভারতের হয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে খেলেন।
  • জসপ্রীত বুমরাহ (ভারত) ওয়ানডেতে তাঁর ১০০তম উইকেট নেন।[54]
  • রোহিত শর্মালোকেশ রাহুল এর মধ্যেকার ১৮৯ রানের জুটি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।[55]
  • রোহিত শর্মা (ভারত) প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫ টি শতরান করেছেন।[56]

দক্ষিণ আফ্রিকা ব অস্ট্রেলিয়া

৬ জুলাই ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩২৫/৬ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
৩১৫ (৪৯.৫ ওভার)
ফাফ দু প্লেসিস ১০০ (৯৪)
নাথান লায়ন ২/৫৩ (১০ ওভার)
ডেভিড ওয়ার্নার ১২২ (১১৭)
কাগিসো রাবাদা ৩/৫৬ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: ফাফ দু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ১৯৯২ সালের পর এই প্রথম বার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।[57]
  • জেপি ডুমিনিইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) উভয়ই তাদের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

তথ্যসূত্র

  1. "ICC Cricket World Cup 2019 schedule announced" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৬
  2. "Eoin Morgan Completes 7000 ODI Runs in ENG vs SA ICC Cricket World Cup 2019 Match at The Oval"LatestLY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯
  3. "Shai Hope takes a stunner to reach 100 ODI catches"Times of India (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৯। ১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯
  4. "Chris Gayle creates new record for hitting the most number of sixes at the World Cups"Times of India (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৯।
  5. "Pakistan register their longest winless streak in ODIs with World Cup 2019 defeat vs West Indies"TImes Now News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯
  6. Bharath Seervi (২০১৯-০৫-৩১)। "Pakistan crash to their biggest World Cup defeat"ESPNCricinfo (ইংরেজি ভাষায়)।
  7. "Cricket World Cup 2019: Ferguson, Henry skittle Sri Lanka for 136"Cricket Country (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯
  8. "World Cup 2019: 'What A Lovely Batting Tigers', Rave Netizens As Shakib Al Hasan And Mushfiqur Rahim's Record-breaking Partnership Sets Bangladesh Up For A Big Total Against South Africa"Republic World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  9. "Cricket-Record partnership spurs Bangladesh to score their highest ODI total"Reuters (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  10. "Shakib fastest to 5k runs, 250 wickets double"The Daily Star (Bangladesh) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  11. Team, BS Web। "ICC CWC 2019 Match 7 highlights: Lanka hand Afghanistan 34-run defeat (D/L)"www.business-standard.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৪
  12. "Teetering South Africa hope not to capsize"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯
  13. "ICC World Cup 2019, India vs South Africa: Virat Kohli on verge of joining MS Dhoni, Sourav Ganguly in elite list ahead of opener"Hindustan Times। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯
  14. "Interesting facts ahead of Tigers' game against New Zealand"The Daily Star (Bangladesh)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯
  15. "ICC Cricket World Cup 2019 (Match 9): Bangladesh vs New Zealand – Stats Preview"Cricket Addictor। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯
  16. "ICC World Cup 2019: Match 9, Bangladesh vs New Zealand – Statistical Preview"CricTracker। ৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯
  17. "Taylor fifty, Henry burst help New Zealand secure nervy win over Bangladesh"International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯
  18. "Chris Gayle survives not once but twice to Mitchell Starc – All thanks to DRS"News Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯
  19. "World Cup 2019: Smith, Coulter-Nile, Starc shine as Australia beat West Indies"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯
  20. "Highlights, Australia vs West Indies, ICC Cricket World Cup 2019 Match, Full Cricket Score: Aaron Finch and Co register 15 runs win"First Cricket (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯
  21. "STATS: Virat Kohli, Rohit Sharma sizzle on the biggest stage"Cricbuzz (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১৯।
  22. "ICC World Cup 2019: Match 23, Windies vs Bangladesh – Statistical Preview"CricTracker। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯
  23. "Cricket World Cup: Bangladesh and Windies target momentum boost from Taunton showdown"Sporting News। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯
  24. "ICC Cricket World Cup 2019 (Match 23): Bangladesh vs Windies – Stats Preview"Cricket Addictor। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯
  25. "World Cup 2019: Hetmyer smashes joint-fastest fifty, crosses 1000 ODI runs"SportStar। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯
  26. "Shakib gets past 6,000 ODI runs"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯
  27. "World Cup 2019: Shakib Al Hasan, Liton Das power Bangladesh past West Indies in record chase"Scroll India। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯
  28. "বিশ্বকাপে গর্বের ৫ 'সেঞ্চুরি জুটি'"Prothom Alo। ১৭ জুন ২০১৯।
  29. "Stats - Warner clobbers his sixth 150-plus score"ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯
  30. "তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড বাংলাদেশের"Prothom Alo। ২০ জুন ২০১৯।
  31. "ICC Cricket World Cup 2019 (Match 27): England vs Sri Lanka – Stats Preview"Cricket Addictor। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯
  32. "Malinga becomes second Sri Lankan to pick 50 wickets in World Cup"Sport Star। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯
  33. "Cricket World Cup: Butter-fingered Pakistan stay alive, South Africa eliminated after Lord's scrap"Cricket Country। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  34. "Haris blitz ends South Africa's World Cup dream"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  35. "বিশ্বকাপকে অনন্য এক রেকর্ড উপহার দিলেন সাকিব"Prothom Alo। ২৪ জুন ২০১৯।
  36. "Shakib al Hasan matches Yuvraj Singh's World Cup record for best all-round performance"Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯
  37. "রেকর্ডটির কথা মাথায় ছিল সাকিবের"Prothom Alo। ২৫ জুন ২০১৯।
  38. "লারা-টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি"Prothom Alo। ২৭ জুন ২০১৯।
  39. "ICC Cricket World Cup 2019 (Match 37): New Zealand vs Australia – Statistical Highlights"Cricket Addictor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯
  40. "Alex Carey, Mitchell Starc to the fore as Australia thump New Zealand"ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯
  41. "ভারতের হয়ে এমন দিলদরিয়া বোলিং করেননি কেউ"Prothom Alo। ২ জুলাই ২০১৯।
  42. "India vs England: Virat Kohli becomes first captain to score 5 consecutive World Cup fifties"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯
  43. "ICC Cricket World Cup 2019 (Match 39): Sri Lanka vs Windies – Statistical Highlights"Cricket Addictor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯
  44. "ICC World Cup 2019: Match 39, Sri Lanka vs Windies – Pooran's unsuccessful attempt, Holder's 100th as captain and more stats"CricTracker (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯
  45. "ICC World Cup 2019: Match 40, Bangladesh vs India – Rohit's form, Bumrah's finishing and more stats"Crictracker। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯
  46. Sportstar, Team (২ জুলাই ২০১৯)। "Shakib Al Hasan first to 500 runs and 10 wickets in single World Cup"Sportstar (ইংরেজি ভাষায়)। The Hindu। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯
  47. "বিশ্বকাপ শেষ হয়ে গেল বাংলাদেশের"Prothom Alo। ২ জুলাই ২০১৯।
  48. "পাকিস্তানকে 'অসম্ভব' লক্ষ্যে ফেলে সেমিতে ইংল্যান্ড"Prothom Alo। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯
  49. "সান্ত্বনাটুকুও পেল না আফগানিস্তান"Prothom Alo। ৪ জুলাই ২০১৯।
  50. "ব্রেট লি-আকরামদের পেছনে ফেললেন মোস্তাফিজ"Prothom Alo। ৫ জুলাই ২০১৯।
  51. "Babar Azam breaks a 27-year-old World Cup record for Pakistan"India Today (ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০১৯।
  52. "৩ ম্যাচ কম খেলেই টেন্ডুলকারকে ছুঁলেন সাকিব"Prothom Alo। ৫ জুলাই ২০১৯।
  53. "Shaheen Afridi destroys Bangladesh as Pakistan bid goodbye to World Cup"Jantaka Reporter। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  54. "The Latest: Bumrah earns 100th ODI wicket"Fox Sports। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯
  55. "Rohit Sharma - The century aficionado"Cricbuzz। ৭ জুলাই ২০১৯।
  56. "Rohit Sharma first batsman to hit five centuries in a World Cup"Times of India। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯
  57. "Australia lose thriller; face England in the semis"Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.