২০১৯ ওমান ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি

২০১৯ ওমান ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি হচ্ছে নতুন শুরু হতে যাওয়া ২০১৯-২১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী সূচীর একটি অংশ। যা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জনের একটি ধাপ।[1][2] প্রতিযোগিতাটি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০১৯ এ অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে,[3] যার সবগুলো খেলাই হবে লিস্ট এ মর্যাদা সম্পন্ন।[1] প্রথমে ২০১৯ এর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে, ক্রিকেট হংকং প্রতিযোগিতাটির আয়োজন করবে।[4] তবে হংকং এর অস্থিরতার কারণে স্থান পরিবর্তন করে ওমানে নেওয়া হয়।[5][6] উগান্ডা তাদের পাঁচটি ম্যাচের সবকটিতে জয় নিয়ে সিরিজ জিতে নেয়।[7] লিগের সূচীর চূড়ান্ত দিনের ১ম খেলায় বারমুডাকে ৫ উইকেটের বিরাট ব্যবধানে পরাজিত করে ইতালি বিজয়ী হয় ও অপর খেলায় কেনিয়াকে ৩ উইকেটে পরাজিত করে হংকং বিজয়ী হয়। ফলে হংকং দ্বিতীয় ও ইতালি তৃতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা সমাপ্ত করে। [8]

২০১৯ ওমান ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি
তারিখ২ ডিসেম্বর – ১২ ডিসেম্বর ২০১৯
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনলিস্ট এ
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজকওমান ক্রিকেট
বিজয়ী উগান্ডা (১ম শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
সর্বাধিক রান সংগ্রহকারী শাহজাদ উকানী (২৭৫)
সর্বাধিক উইকেটধারী গ্যারেথ বার্গ (১১)

দলীয় সদস্য

 বারমুডা[9]  হংকং[10]  ইতালি[11]  জার্সি[12]  কেনিয়া[13]  উগান্ডা[14]
  • ব্রায়ান মাসাবা (অধিঃ)
  • ফ্রেড অচেলাম
  • রিচার্ড আগামির
  • বিলাল হাসান
  • রজার মুকাসা
  • দিনেশ নকরানি
  • ফ্রাঙ্ক এনসুবুগা
  • আর্নল্ড ওতওয়ানী
  • রোনাক প্যাটেল
  • রিয়াজত আলী শাহ
  • হেনরি সেনাইউন্ডো
  • শাহজাদ উকানী
  • চার্লস ওয়াইসা
  • কেনেথ ওয়াইসা

পয়েন্ট টেবিল

দল (গ্রুপ বি)
খে হা ড্র ফহ এনআরআর
 উগান্ডা ১০+০.৭৪৩
 হংকং +০.১০০
 ইতালি –০.৩৬২
 জার্সি +০.৭৫৯
 কেনিয়া +০.২০২
 বারমুডা –১.৭২২

নির্ধারিত খেলার সূচী

২ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
উগান্ডা 
২৪৮/৮ (৫০ ওভার)
 জার্সি
২২৩ (৪৯.১ ওভার)
দিনেশ নকরানি ৭৯* (৭০)
জুলিয়াস সুমেরুয়ার ৩/৫১ (৮ ওভার)
বেন স্টিভেন্স ৪৩ (৫৮)
দিনেশ নকরানি ৩/৩২ (৮.১ ওভার)
উগান্ডা ২৫ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও তাবারক দার (হংকং)
ম্যাচসেরা: দিনেশ নকরানি (উগান্ডা)

৩ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
কেনিয়া 
২১০ (৪৯.৪ ওভার)
 ইতালি
২১১/৬ (৪৬.৫ ওভার)
ইরফান করিম ৭১ (১২১)
মাইকেল রস ৪/৩৫ (৯.৪ ওভার)
নিকোলাই স্মিথ ১০২* (১২২)
কলিন্স ওবুয়া ৩/৩৮ (১০ ওভার)
ইতালি ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচসেরা: নিকোলাই স্মিথ (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জাহিদ চিমা, মাধুপা ফার্নান্দো, লুইস ডি গিগলিও, নিকোলাস মাইলো, জিয়ান-পিয়েরো মাইডে, জয় পেরেরা, মাইকেল রস, মানপ্রীত সিং (ইতালি) ও নামান প্যাটেল (কেনিয়া) সব উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৩ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
বারমুডা 
২৯১/৮ (৫০ ওভার)
 হংকং
২৯৪/৭ (৪৯.২ ওভার)
কামাউ লিভারক ৬৩ (৪০)
আফতাব হোসাইন ৩/৩৯ (১০ ওভার)
কিঞ্চিৎ শাহ ১১৬* (১৩৫)
ওনাইস বাসকাম ২/৪৯ (১০ ওভার)
হংকং ৩ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: কিঞ্চিৎ শাহ (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওকেরা বেসকম, ওনাইস বেসকম, দেউন্তে ড্যারেল, ট্রি ম্যানডার্সসিনক্লায়ার স্মিথ (বারমুডা) সব উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৫ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
জার্সি 
১৭৩ (৪৯.৪ ওভার)
 হংকং
১৭৭/৬ (৪২.৫ ওভার)
নাথানেল ওয়াটকিন্স ৩১ (৬৯)
কিঞ্চিৎ শাহ ৩/৩৫ (১০ ওভার)
কিঞ্চিৎ শাহ ৫৯* (৭৫)
বেন স্টিভেন্স ৩/২৮ (১০ ওভার)
হংকং ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও হরিকৃষ্ণা পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: কিঞ্চিৎ শাহ (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অদিত গোরাবরা (হংকং) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৫ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
কেনিয়া 
২৫৩/৬ (৫০ ওভার)
 উগান্ডা
২৫৪/৭ (৪৯.২ ওভার)
নামান প্যাটেল ৬০ (৮৩)
ফ্রাঙ্ক সুবুগা ২/৩৮ (১০ ওভার)
রোনাক প্যাটেল ৮৬ (১০৬)
নেহেমিয়া ওধিয়াম্বো ৩/৫৩ (৮.২ ওভার)
উগান্ডা ৩ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও তবারক দার (হংকং)
ম্যাচসেরা: রোনাক প্যাটেল (উগান্ডা)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রিচার্ড আগামিরকেনেথ ওয়াইসা (উগান্ডা) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৬ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
বারমুডা 
২০৮ (৪৫.২ ওভার)
 উগান্ডা
২১১/৩ (৪০.১ ওভার)
ট্রি ম্যানডার্স ৫৯ (৯৯)
হেনরি সেনাইউন্ডো ৪/৩৫ (৮.২ ওভার)
শাহজাদ উকানী ৮৬ (১১৬)
কাইল হডসোল ১/২৩ (৮ ওভার)
উগান্ডা ৮ উইকেটে বিজয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও তাবারক দার (হংকং)
ম্যাচসেরা: শাহজাদ উকানী (উগান্ডা)
  • বারমুডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেকু বার্গেস (বারমুডা) ও ফ্রেড আচেলাম (উগান্ডা) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৬ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
জার্সি 
২৮০/৮ (৫০ ওভার)
 ইতালি
১৫৮ (৪১ ওভার)
নিক গ্রীনউড ১০২ (১১১)
গ্যারেথ বার্গ ৩/৩২ (১০ ওভার)
জয় পেরেরা ৪৭ (৫৯)
বেন স্টিভেন্স ৩/২৪ (৯ ওভার)
জার্সি ১২২ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: নিক গ্রীনউড (জার্সি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রেহমান আব্দুল (ইতালি) ও জোশ লরেনসন (জার্সি) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
  • নিক গ্রীনউড (জার্সি) তার লিস্ট এ ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করে।[15]

৮ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
হংকং 
১৭০/৭ (৪৫.৩ ওভার)
শাহীদ ওয়াসিফ ৩৯ (৫১)
মাইকেল রস ২/২৫ (১০ ওভার)
ফলাফল হয়নি
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও বিনয় কুমার ঝা (নেপাল)
  • ইতালি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে হংকংয়ের ইনিংসের সময় খেলা বন্ধ করা হলে পরবর্তীতে আর খেলা সম্ভব হয়নি।
  • আহমেদ হাসান (ইতালি) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৮ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
বারমুডা 
২৩০/৭ (৪৬.৪ ওভার)
ট্রি ম্যান্ডার্স ৫১ (৬৩)
লামেক ওনিয়াঙ্গো ৩/৫২ (১০ ওভার)
ফলাফল হয়নি
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও তাবারক দার (হংকং)
  • বারমুডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে বারমুডার ইনিংসের সময় খেলা বন্ধ করা হলে পরবর্তীতে আর খেলা সম্ভব হয়নি।
  • ডেরিক ব্রাংম্যান (বারমুডা) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৯ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
জার্সি 
২৩৩/৫ (৫০ ওভার)
 কেনিয়া
২৩৯/৩ (৪৬.২ ওভার)
কোরি বিসন ৫৮* (৪৪)
শেম এনগোচে ৩/২৪ (১০ ওভার)
কেনিয়া ৭ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হরিকৃষ্ণা পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: রাকেপ প্যাটেল (কেনিয়া)
  • জার্সি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শচীন ভুদিয়া (কেনিয়া) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৯ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
উগান্ডা 
২১৮ (৪৮.২ ওভার)
 ইতালি
১৮০ (৪৬.৪ ওভার)
শাহজাদ উকানী ৭৮ (৮৮)
গ্যারেথ বার্গ ৪/২৫ (৯.৩ ওভার)
জিয়ান-পেরু মাইদ ৪৩ (৯৪)
বিলাল হাসান ৫/২৭ (৮.৪ ওভার)
উগান্ডা ৩৮ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও তবারক দার (হংকং)
ম্যাচসেরা: বিলাল হাসান (উগান্ডা)
  • ইতালি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
হংকং 
১৪৭ (৪৭.৫ ওভার)
 উগান্ডা
১৫০/৪ (৩৬.২ ওভার)
ওয়াকাস বরকত ২৭ (৪৩)
বিলাল হাসান ৩/৩৩ (৯ ওভার)
আর্নল্ড ওতওয়ানী ৬৬* (১১২)
আইজাজ খান ২/১৬ (৭ ওভার overs)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশেস (ওমান) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচসেরা: আর্নল্ড ওতওয়ানী (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
বারমুডা 
১১০ (২৩ ওভার)
 জার্সি
১১৩/৪ (১৯.৩ ওভার)
ডেলরয় রলিন্স ৩১ (২৭)
ইলিয়ট মাইলস ৪/৮ (৫ ওভার)
জ্যাক ডানফর্ড ৩৫ (৫০)
ডেরিক ব্র্যাংম্যান ১/২১ (৩.৩ ওভার)
জার্সি ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: তাবারক দার (হংকং) ও হরিকৃষ্ণা পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: ইলিয়ট মাইলস (জার্সি)
  • বারমুডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পিয়েরে স্মিথ (বারমুডা) ও ড্যানিয়েল বাইরেল (জার্সি) উভয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক করে।

১২ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
বারমুডা 
১৮০ (৪০.৩ ওভার)
 ইতালি
১৮১/৫ (৩২ ওভার)
কামাউ লিভারক ৪০ (১৫)
মাদুপা ফার্নান্দো ৩/২১ (১০ ওভার)
জিয়ান-পিয়েরো মাইদে ৪৯ (৬৩)
জেকো বার্গেস ৩/২৯ (৫ ওভার)
ইতালি ৫ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: তাবারক দার (হংকং) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচসেরা: জিয়ান-পিয়েরো মাইদে (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জসপ্রীত সিং (ইতালি) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১২ ডিসেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
কেনিয়া 
২১৩ (৪৭ ওভার)
 হংকং
২১৭/৭ (৪১.৫ ওভার)
আইজাজ খান ৫৩ (৬২)
শেম এনগোচে ২/৪০ (১০ ওভার)
হংকং ৩ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হরিকৃষ্ণা পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: নসরুল্লা রানা (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved"International Cricket Council। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮
  2. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮
  3. "Paternott Called To Cricket Cranes Squad For World Challenge League"Cricket Uganda। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  4. "ICC board and full council concludes in London"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  5. "Politically unstable Hong Kong loses men's CWC Challenge League B hosting rights"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  6. "Oman to replace Hong Kong as hosts of Men's CWC Challenge League B"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  7. "Uganda completes the slam as Jersey down Bermuda"Cricket Europe। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯
  8. "Italy and Hong Kong win on final day"www.cricketeurope.com। ২০১৯-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১২
  9. "Bermuda National Squad For Men's Cricket World Cup Challenge League B Announced"Bermuda Cricket Board। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯
  10. "Hong Kong ICC Challenge League 'B' Squad Announcement"Hong Kong Cricket। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  11. "ICC Calling Cricket World Cup Challenge League group B" (পিডিএফ)Federazione Cricket Italiana। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  12. "Jersey name squad for World Cup Challenge League tournament in Oman"ITV News। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯
  13. "The 46-year-old Swamibapa's bowler is a surprise inclusion in Kenya team as Otieno dropped again"The Star (Kenya)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯
  14. "Brian Masaba To Lead Cricket Cranes, Hamu Kayondo Misses Out On Final 14"Cricket Uganda। ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  15. "Greenwood hits maiden century as Jersey secure first Challenge League win"ITV News। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.