২০১৯–২০ আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ

২০১৯-২০ আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি সেপ্টেম্বর ২০১৯ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। [1][2] এটি আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসস্কটল্যান্ডের মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল। [3]

২০১৯-২০ আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ
তারিখসেপ্টেম্বর
অবস্থানআয়ারল্যান্ড
ফলাফল আয়ারল্যান্ড সিরিজ জয় করে
সিরিজ সেরা খেলোয়াড় জর্জ মানসে
দলসমূহ
 আয়ারল্যান্ড  নেদারল্যান্ডস  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
গ্যারি উইলসন পিটার সিলার কাইল কোয়েতজার
সর্বাধিক রান
অ্যান্ড্রু বালবির্নি (১২৯) পিটার সিলার (১০৪) জর্জ মানসে (১৯৪)
সর্বাধিক উইকেট
জর্জ ডকরেল (৪) শেন স্নেটার (৫) হামজা তাহির (৭)

দলীয় সদস্য

 আয়ারল্যান্ড  নেদারল্যান্ডস  স্কটল্যান্ড

সময়সূচী

দল
খেলা জয় হার ড্র ফ.বি. পয়েন্ট এনআরআর
 আয়ারল্যান্ড ১০+০.২৪৭
 স্কটল্যান্ড +১.৩৩৫
 নেদারল্যান্ডস –২.০৩১

১ম টি২০আই

১৫ সেপ্টেম্বর ২০১৯
১৩:৩০
খেলা পরিত্যক্ত
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং ভেজা আউটফিল্ড এর কারণে খেলা সম্ভব হয়নি।

২য় টি২০আই

১৬ সেপ্টেম্বর ২০১৯
১৩:৩০
স্কটল্যান্ড ৫৮ রানে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: জর্জ মানসে (স্কটল্যান্ড)

৩য় টি২০আই

১৭ সেপ্টেম্বর ২০১৯
১৩:৩০
আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)

৪র্থ টি২০আই

১৮ সেপ্টেম্বর ২০১৯
১৩:৩০
নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)

৫ম টি২০আই

১৯ সেপ্টেম্বর ২০১৯
১৩:৩০
নেদারল্যান্ডস 
১২৩ (২০ ওভার)
 স্কটল্যান্ড
১২৬/৪ (১৩.২ ওভার)
বাস দি লিডি ৩০ (৩৬)
হামজা তাহির ৪/৩০ (৪ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিক্রমজিৎ সিংটম সোলে (নেদারল্যান্ডস) সব তার টি২০আই অভিষেক হয়।

৬ষ্ঠ টি২০আই

২০ সেপ্টেম্বর ২০১৯
১৩:৩০
আয়ারল্যান্ড 
১৮৬/৯ (২০ ওভার)
 স্কটল্যান্ড
১৮৫/৬ (২০ ওভার)
Kevin O'Brien ৬৩ (৪৫)
Tom Sole ২/২৬ (৪ ওভার)
Richie Berrington ৭৬ (৪৩)
Mark Adair ২/৩০ (৪ ওভার)
আয়ারল্যান্ড ১ রানে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Ireland to host Scotland, Netherlands in T20I tri-series"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯
  2. "Ireland, Netherlands and Scotland to contest tri-series in September"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯
  3. "New T20 International Tri-Series announced for Ireland, free entry to all games"Cricket Ireland। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.