২০১৯-২০২২-এ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট
২০১৯-২০২২ সালে শ্রীলংকার অর্থনৈতিক সংকট দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় চলমান একটি অর্থনৈতিক সংকট, যার কারণে অভূতপূর্ব মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় সম্পূর্ণ নিঃশেষ, চিকিৎসা দ্রব্য সরবরাহে ঘাটতি এবং মৌলিক নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধির মতো ঘটনাগুলির সৃষ্টি হয়েছে। ঐ সময়ে ক্ষমতাসীন সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনাকে মূলত এই সংকটের জন্য দায়ী করা হয়েছে।[3] কর হ্রাস, টাকা সৃষ্টি, দেশব্যাপী জৈব পদ্ধতিতে কৃষিকাজ প্রবর্তনের নীতি, ২০১৯ সালের পুনরুত্থাণ পার্বণের বোমা হামলা, করোনাভাইরাস রোগ-২০১৯-এর আঘাত, ইত্যাদি বহুসংখ্যক কারণ মিলে এই সংকটটির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই সংকটের কারণে যে অর্থনৈতিক দুর্ভোগ সৃষ্টি হয়, তার জের ধরে ২০২২ সালে আসে রাষ্ট্রটির ইতিহাসের বৃহত্তম সরকার-বিরোধী আন্দোলনটি সংঘটিত হয়।
২০১৯-২০২২-এ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট | |
---|---|
তারিখ | এপ্রিল ২০১৯ — চলমান (৩ বছর ও ৯ মাস) |
অবস্থান | |
কারণ |
|
অবস্থা | চলমান |
শ্রীলংকাকে সার্বভৌম ঋণখেলাপের জন্য চিহ্নিত করা হয়েছে, কেননা ২০২২ সালের মার্চ মাসে দেশটির বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল মাত্র ১৯০ কোটি মার্কিন ডলার, যা দিয়ে ২০২২ সালে দেশটির ৪০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক ঋণ পরিশোধের কোনও সম্ভাবনা নেই।[4] এছাড়া ২০২২ সালে জুলাই মাসে ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের আন্তর্জাতিক সার্বভৌম বণ্ড পুনঃপরিশোধও প্রদেয় হয়ে আছে। সব মিলিয়ে ২০২২ সালে শ্রীলংকাকে দেশী ও বিদেশী ঋণ মিলিয়ে সব মিলিয়ে ৮৬০ কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধ করতে হবে।[5][6] ২০২২ সালের এপ্রিল মাসে শ্রীলংকার সরকার ঋণখেলাপি হিসেবে নিজেকে ঘোষণা দেয়, যা ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পরে এইরূপ ঋণখেলাপির সর্বপ্রথম ঘটনা।[7]
তথ্যসূত্র
- "Sri Lanka halts chemical fertilizer subsidies"। নভেম্বর ২২, ২০২১। সংগ্রহের তারিখ মার্চ ১১, ২০২২।
- "Shock Waves From War in Ukraine Threaten to Swamp Sri Lanka"। Bloomberg News। মার্চ ১৭, ২০২২। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০২২।
- "The Powerful Rajapaksa Dynasty Bankrupted Sri Lanka In Just 30 Months"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮।
- "Sri Lanka forex reserves drop to US$1.9bn in March 2022"। EconomyNext (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৮।
- "Sri Lanka Faces Wall of Debt Payments Amid Economic Meltdown"। www.bloomberg.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৯।
- "Sri Lanka reserves drop to $1.93 bn in March, $8.6 bn due in payments this year"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৯।
- "Sri Lanka suspends debt payments as it struggles to import fuel and food"। Washington Post। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।