২০১৯–২০ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ভারত সফর
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তিনটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ভারত সফর করে, যা সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০১৯-এ অনুষ্ঠিত হয়। টেস্ট সিরিজটি হবে নতুন শুরু হওয়া ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ।[1][2] দক্ষিণ আফ্রিকাও মার্চ ২০২০ তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ভারতে ফেরার সূচী নির্ধারিত করে রেখেছে।
২০১৯-২০ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
ভারত | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ১৫ সেপ্টেম্বর ২০১৯ – ১৮ মার্চ ২০২০ | ||
অধিনায়ক | বিরাট কোহলি |
ফাফ দু প্লেসিস (টেস্ট) কুইন্টন ডি কক (ওডিআই ও টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | রোহিত শর্মা (৫২৯) | ডিন এলগার (২৩২) | |
সর্বাধিক উইকেট | রবিচন্দ্রন অশ্বিন (১৫) | কাগিসো রাবাদা (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রোহিত শর্মা (ভারত) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র হয় | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | বিরাট কোহলি (৮১) | কুইন্টন ডি কক (১৩১) | |
সর্বাধিক উইকেট |
দীপক চাহার (২) হার্দিক পাণ্ড্য (২) |
বিয়র্ন ফরটুইন (৩) কাগিসো রাবাদা (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) |
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
ভারত | দক্ষিণ আফ্রিকা | ভারত | দক্ষিণ আফ্রিকা | ভারত | দক্ষিণ আফ্রিকা |
|
প্রস্তুতিমূলক খেলা
দুইদিনের ম্যাচ: ভারতীয় বোর্ড সভাপতির একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা
২৬–২৮ সেপ্টেম্বর ২০১৯ |
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে প্রথম দিন কোনও খেলা সম্ভব হয়নি।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০০ (রাত) |
ব |
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- তেম্বা বাভুমা, বিয়র্ন ফরটুইন ও অ্যানরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) সব তার টি২০আই অভিষেক হয়।
- কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব টি২০আই প্রথমবার।[3]
৩য় টি২০আই
২২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০০ (রাত) |
ব |
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রোহিত শর্মা টি২০আই-ক্রিকেটে ভারতে যৌথ সর্বাধিক ম্যাচ খেলুড়ে ক্রিকেটার (৯৮ ম্যাচ) হিসাবে তালিকাভূক্ত হন।[4]
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২–৬ অক্টোবর ২০১৯ Scorecard |
ব |
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে প্রথম দিনে চা বিরতির পর আর কোন খেলা সম্ভব হয়নি।
- সেনুরান মুতুসামি (দক্ষিণ আফ্রিকা) তার টেস্ট অভিষেক হয়।
- মায়াঙ্ক আগরওয়াল (ভারত) টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরী লাভ করেন, যাকে পরে তিনি ডাবল সেঞ্চুরীতে পরিণত করেন।[5][6]
- রবীন্দ্র জাদেজা (ভারত) টেস্ট ক্রিকেটে তার ২০০তম উইকেট লাভ করে।[7]
- রবিচন্দ্রন অশ্বিন (ভারত) টেস্ট ক্রিকেটে ম্যাচের হিসাবে (৬৬) ৩৫০ উইকেট লাভকারী দ্রুততম বোলার।[8]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ভারত ৪০, দক্ষিণ আফ্রিকা ০।
২য় টেস্ট
১০–১৪ অক্টোবর ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অ্যানরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) তার টেস্ট অভিষেক হয়।
- কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা) টেস্ট ক্রিকেটে তার শততম উইকেট লাভ করে।[9]
- বিরাট কোহলি ভারতের অধিনায়ক হিসাবে সর্বাধিক ৫০ বার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব করেন।[10]
- বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে নিজের ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং ভারতের প্রথম ব্যাটসম্যান হিসাবে সর্বাধিক ৭টি ডাবল সেঞ্চুরির রেকর্ড তৈরী করেন।[11][12]
- এই ম্যাচের ফলাফলে ভারত নিজেদের ফ্রিডম ট্রফি অর্জন করে নেয়।[13]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ভারত ৪০, দক্ষিণ আফ্রিকা ০।
৩য় টেস্ট
১৯–২৩ অক্টোবর ২০১৯ Scorecard |
ব |
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আলো স্বল্পতার কারণে ১ম দিনের ৩২ ওভার খেলা সম্ভব হয়নি।
- শাহবাজ নাদিম (ভারত), হেইনরিখ ক্লাসেন ও জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা) সব তার টেস্ট অভিষেক হয়।
- রোহিত শর্মা (ভারত) টেস্ট ক্রিকেটে তার প্রথম দ্বৈত সেঞ্চুরী ও ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।[14][15]
- খেলার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দলের ডিন এলগার এর বদলী খেলোয়াড় হিসাবে থিউনিস ডি ব্রুন খেলেন।[16]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ভারত ৪০, দক্ষিণ আফ্রিকা ০।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
৩য় ওডিআই
তথ্যসূত্র
- "Schedule for inaugural World Test Championship announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- "Men's Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- "'A new stepping stone in my career' – Quinton de Kock on captaincy"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
- "India vs South Africa: Rohit Sharma joins MS Dhoni in illustrious T20I list"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯।
- "India vs South Africa: Mayank Agarwal hits maiden Test hundred"। India Today। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- "India vs South Africa: Mayank Agarwal hits Test double hundred in only his 8th innings"। India Today। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- "Ravindra Jadeja fastest left-armed bowler to take 200 Test wickets"। India Today। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- "India vs South Africa: R Aswhin equals Muttiah Muralitharan's record for fastest to 350 Test wickets"। India Today। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- "Keshav Maharaj Gets His 100th Wicket Dismissing Ajinkya Rahane During IND vs SA, 2nd Test 2019 Day 2"। Latestly। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "King Kohli overhauls Bradman's Test runs tally with double ton"। France24। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "India vs South Africa 2nd Test: Virat Kohli 4th fastest ever to score 7000 runs in Tests"। India Today। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "King Kohli passes Bradman as records tumble"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "Record-breaking India take unassailable 2-0 lead"। Cricbuzz। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "Rohit Sharma completes 2,000 runs in Test cricket"। Sportstar। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "India vs South Africa 3rd Test: Prolific Rohit Sharma delights with maiden Test double ton"। Times of India। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- "Ranchi Test: Theunis de Bruyn comes in as concussion substitute for Dean Elgar"। India Today। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.