২০১৯–২০ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২০-এ অনুষ্ঠিত হয়। [1][2][3]

২০১৯-২০ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ১৭ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০১৭
অধিনায়ক দিমুথ করুনারত্নে (ওডিআই)
লাসিথ মালিঙ্গা (টি২০আই)
কিরণ পোলার্ড
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অভিষ্কা ফার্নান্দো (২০৬) শাই হোপ (২৩৮)
সর্বাধিক উইকেট অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫) আলজারি জোসেফ (১০)
সিরিজ সেরা খেলোয়াড় ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কুশল মেন্ডিস (৮১) ব্র্যান্ডন কিং (৭৬)
লেন্ডল সিমন্স (৭৬)
সর্বাধিক উইকেট সাতজন বোলার একটি করে উইকেট নিয়েছিলেন দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লক্ষ্মণ সন্দাকানলাসিথ মালিঙ্গা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছিল। ওশেন টমাস (৬)
সিরিজ সেরা খেলোয়াড় আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ  শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ

প্রস্তুতিমূলক খেলা

একদিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৭ ফেব্রুয়ারি ২০২০
ওয়েস্ট ইন্ডিজ 
২৮২ (৪৯.৪ ওভার)
ড্যারেন ব্র্যাভো ১০০ (৮৮)
দিলশান মাদুশঙ্কা ৩/৪৭ (৭ ওভার)
উপুল থারাঙ্গা ১২০ (১২৪)
শেলডন কট্রিল ২/২২ (৪ ওভার)
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ ২ উইকেটে জয়ী
পি. সারা ওভাল, কলম্বো
আম্পায়ার: হেমন্ত বোতুজু (শ্রীলঙ্কা) (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র কোত্তাহাচ্চি (শ্রীলঙ্কা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

একদিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

২০ ফেব্রুয়ারি ২০২০
 ওয়েস্ট ইন্ডিজ
২৭৭/৪ (৪৬.৩ ওভার)
মিনোদ ভানুকা ৬৯ (৮৮)
কিমো পল ২/৪৫ (৯ ওভার)
রস্টন চেজ ১৩৬ (১১৩)
বিশ্ব ফার্নান্দো ২/৫৬ (৮.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
এফটিজেড স্পোর্টস কমপ্লেক্স, কাতুনায়েক
আম্পায়ার: দীপল গুণবর্ধনে (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র কোত্তাহাচ্চি (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২২ ফেব্রুয়ারি ২০২০
০৯:৪৫
ওয়েস্ট ইন্ডিজ 
২৮৯/৭ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২৯০/৯ (৪৯.১ ওভার)
শাই হোপ ১১৫ (১৪০)
ইসুরু উদানা ৩/৮২ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

২৬ ফেব্রুয়ারি ২০২০
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা 
৩৪৫/৮ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৮৪ (৩৯.১ ওভার)
শাই হোপ ৫১ (৬৫)
ওয়ানিদু হাসারাঙ্গা ৩/৩০ (১০ ওভার)
শ্রীলঙ্কা ১৬১ রানে জয়ী
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়াম, হাম্বানটোটা
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: অভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুশল পেরেরা (শ্রীলঙ্কা) তার ১০০তম ওডিআই খেলেছে।
  • রানের বিচারে ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার এটি ছিল সবচেয়ে বড় জয়।

৩য় ওডিআই

১ মার্চ ২০২০
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা 
৩০৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৩০১/৯ (৫০ ওভার)
কুশল মেন্ডিস ৫৫ (৪৮)
আলজারি যোসেফ ৪/৬৫ (১০ ওভার)
শাই হোপ ৭২ (৮৮)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪/৫৯ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৪ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
ওয়েস্ট ইন্ডিজ 
১৯৬/৪ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৭১ (১৯.২ ওভার)
কুশল পেরেরা ৬৬ (৩৮)
ওশেন টমাস ৫/২৮ (৩ ওভার)

২য় টি২০আই

৬ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
শ্রীলঙ্কা 
১৫৫/৬ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫৮/৩ (১৭ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Schedule for inaugural World Test Championship announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯
  2. "Men's Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  3. "Injured Sri Lanka pacer Isuru Udana virtually ruled out of third T20 vs India"India Today। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.