২০১৯–২০ ওমান পাঁচদেশীয় সিরিজ
২০১৯-২০ ওমান পাঁচদেশীয় সিরিজ হচ্ছে একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট প্রতিযোগিতা, যা ২০১৯ সালের অক্টোবরে ওমানে অনুষ্ঠিত হয়।[1] মুলত এটি চারটি দলের মধ্যে অনুষ্ঠিত হবার জন্য নির্ধারতি ছিল, পরে পাঁচ দলে উন্নীত করা হয়।[2][3] সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতাটি শুরুর পূর্বে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হয় হংকং, আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস ও আয়োজক ওমানের মধ্যে।.[4][5] সিরিজের সবগুলো খেলা অনুষ্ঠিত হয় মাস্কাট-এর আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।[6][7]
তারিখ | ৫ – ১০ অক্টোবর ২০১৯ |
---|---|
তত্ত্বাবধায়ক | ওমান ক্রিকেট |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | ওমান |
বিজয়ী | ওমান |
রানার-আপ | আয়ারল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ১০ |
সর্বাধিক রান সংগ্রহকারী | কেভিন ওব্রায়েন (১৯১) |
সর্বাধিক উইকেটধারী | করণ কেসি (১১) |
২০১৯ এর সেপ্টেম্বরে, যখন ক্রিকেট হংকং তাদের দল ঘোষণা করে, তখন, আনশুমান রাথ এর নাম অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ তিনি ভারতে তার নিজের ক্যারিয়ার তৈরী করার জন্য জাতীয় দল ত্যাগ করেন।[8] পরবর্তীতে রাথ হংকং দল ছাড়ার কথা ঘোষণা করলে, বাবর হায়াতও নিশ্চিত করে যে, তাকেও হংকং দলে আর পাওয়া যাচ্ছে না। [9] সহোদর তানভীর আহমেদ ও ইহসান নওয়াজ উভয়েই নিজেদেরকে দলীয় নির্বাচন থেকে তুলে নেন।[9] আয়োজক ওমান তাদের চারটি খেলার সবকটিতে জয়লাভ করে এবং সিরিজ জিতে নেয়, অপর দিকে আয়ারল্যান্ড রানার-আপ হিসাবে সিরিজটি সমাপ্ত করে।[10][11]
দলীয় সদস্য
হংকং[12] | আয়ারল্যান্ড[13] | নেপাল[14] | নেদারল্যান্ডস[15] | ওমান[16] |
---|---|---|---|---|
|
|
|
|
|
পয়েন্ট তালিকা
দল |
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
ওমান (H) | ৪ | 4 | ০ | ০ | ০ | ৮ | +২.১১৬ |
আয়ারল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৬৪৮ |
নেপাল | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | –০.০৫৪ |
নেদারল্যান্ডস | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | –০.২০৮ |
হংকং | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | –২.০৭০ |
H = আয়োজক
সময়সূচী
ব |
||
- হংকং টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সুরাজ কুমার (ওমান), আহসান আব্বাসী, হারুন আরশিদ, আরুশ ভাগবত, কাইল ক্রিস্টি, স্কট ম্যাককেইনি ও নসরুল্লা রানা (হংকং) সব তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস) তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
ওয়াকাস বরকত ৩৭ (৪৭) করণ কেসি ৪/৩৬ (৪ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ গাজানফার ও রাগ কাপুর (হংকং) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
হারুন আরশিদ ৪৫ (২৭) বয়েড র্যাঙ্কিন ২/২১ (৪ ওভার) |
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কেভিন ওব্রায়েন আয়ারল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসাবে টি২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করেন।[17]
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- খাওয়ার আলী (ওমান) টি২০ আন্তর্জাতিকে হ্যাট্রিক অর্জন করে।[18]
ব |
||
- হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আমির কালিম হলেন টি২০আই-এ পাঁচ উইকেট লাভকারী ওমানের প্রথম বোলার।[19]
তথ্যসূত্র
- "Nepal line-up four big Twenty20 International matches in Oman"। Cricketing Nepal। ১১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।
- "Ackermann boost for Netherlands"। Cricket Europe। ৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯।
- "Experienced Colin Ackermann added to Dutch Men's Squad"। Royal Dutch Cricket Association (KNCB)। ৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯।
- "Nepal to play T20 international series in Oman"। Khabarhub। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।
- "Ireland to play five-team tournament in Oman"। Cricket Europe। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- "Five nation T20 series announced in lead up to World Cup Qualifier"। Cricket Ireland। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- "Five-nation pre-T20 World Cup Qualifier warm-up tournament announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- "Exclusive: Anshuman Rath quits Hong Kong to pursue Indian dream – will enter IPL draft as a local"। Emerging Cricket। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯।
- "Babar Hayat withdraws from T20 World Cup Qualifiers, three more HK players have contracts torn up after Tanwir Afzal leads revolt over his non-selection"। Emerging Cricket। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- "Oman Pentangular T20 Series – Final Table"। Emerging Cricket। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "Oman hammer Nepal to seal T20I series"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "Revised Hong Kong Squad: ICC T20 Cricket World Cup Qualifiers"। Cricket Hong Kong। ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Squad announced for Oman Series and ICC Men's T20 World Cup Qualifier"। Cricket Ireland। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯।
- "Malla, Pandey join senior team as T20 series squad announced"। Online Khabar। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Ryan Campbell announces squad for T20 World Cup Qualifier"। Royal Dutch Cricket Association। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- "Oman squad for ICC T20 WC Qualifier in UAE announced"। Times of Oman। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- "All-round Karan KC stars in Nepal's thrilling win"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- "Oman consolidate lead at the top of the table"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- "Aamir Kaleem's 5-er Against Nepal Helps Unbeaten Oman Pocket Pentangular Series"। Cricket World। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।