২০১৯–২০ একস্ত্রাকলাসা

২০১৯–২০ একস্ত্রাকলাসা (স্পন্সরজনিত কারণে পিকেও একস্ত্রাকলাসা নামেও পরিচিত[1][2]) পোলীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ৯৪তম এবং একস্ত্রাকলাসার ৮৬তম মৌসুম। এই মৌসুমটি ২০১৯ সালের ১৯শে জুলাই তারিখে শুরু হয়েছে। পিয়াস্ত গ্লিভিৎসে এই লীগের বর্তমান চ্যাম্পিয়ন ছিল। এই মৌসুমে রাকুফ চেঁস্তোখোভা এবং এউকাএস উচ ২০১৯–২০ আই লিগা হতে যোগদান করেছিল এবং মিয়েচ লেগনিৎসা এবং জাগওয়েম্বিয়ে সসনোভিয়েৎস ২০১৮–১৯ একস্ত্রাকলাসায় অবনমিত হয়েছিল।

একস্ত্রাকলাসা
মৌসুম২০১৯–২০
তারিখ১৯ জুলাই ২০১৯ – ১৯ জুলাই ২০২০
২০১৮–১৯
২০২০–২১

দল

স্টেডিয়াম এবং অবস্থান

ক্লাবঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা
আরকা গদিনিয়াগদিনিয়াস্তাদিওন মিয়েস্কি১৫,১৩৯
ক্রাকোভিয়াক্রাকুফস্তাদিওন ক্রাকোভি১৫,০১৬
গুর্নিক জাবজেজাবজেস্তাদিওন ইম. আর্নেস্টা পোয়লা২৪,৪১৩
ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তকবিয়াউইস্তকস্তাদিওন মিয়েস্কি২২,৪৩২
কোরোনা কিয়েলৎসেকিয়েলৎসেসুজুকি এরিনা১৫,৫৫০
লেখ পজনানপজনানস্তাদিওন মিয়েস্কি৪৩,২৬৯
লেখিয়া গদানিস্কগদানিস্কস্তাদিওন এনের্গা গদানিস্ক৪২,৬১৫
লেগিয়া ওয়ারশওয়ারশস্তাদিওন এম. মার্শাউকা ইয়োজেফা পিউসুদস্কিয়েগো৩১,৮০০
এউকাএস উচউচস্তাদিওন উচ৫,৭০০
পিয়াস্ত গ্লিভিৎসেগ্লিভিৎসেস্তাদিওন মিয়েস্কি১০,০৩৭
পগোন শ্চেচিনশ্চেচিনস্তাদিওন ইম. ফ্লোরিয়ান ক্রিগিয়েরা১৮,০২৭
রাকুফ চেঁস্তোখোভাবেউখাতুফস্তাদিওন জিকেএস৫,২৬৪
শ্লঁস্ক ভ্রৎসোয়াফভ্রৎসোয়াফস্তাদিওন মিয়েস্কি৪৪,৪১৬
ভিসুয়া ক্রাকুফক্রাকুফস্তাদিওন ইম. ইয়েনরিকা রেইমানা৩৩,৩২৬
ভিসুয়া পুয়ৎস্কপুয়ৎস্কস্তাদিওন ইম. কাজিমিয়েশা গুরস্কিয়েগো১২,৮০০
জাগুয়েম্বিয়ে লুবিনলুবিনস্তাদিওন জাগুয়েম্বিয়া১৬,০৬৮
  1. ^ ৩১,৮৭১ জনে উন্নীত করা হচ্ছে।
  2. ^ রাকুফ চেঁস্তোখোভা বেউখাতুফের স্তাদিওন জিকেএস নিজেদের সকল হোম ম্যাচ খেলেছে।

তথ্যসূত্র

  1. "পিকেও ব্যাংক ২০১৯–২০ মৌসুমে একস্ত্রাকলাসার পৃষ্ঠপোষক" (পোলিশ ভাষায়)। ekstraklasa.org। ২৮ জুন ২০১৯। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯
  2. "পিকেও বিপি হলো পোলীয় ফুটবল লীগ একস্ত্রাকলাসার পৃষ্ঠপোষক" (পোলিশ ভাষায়)। tvp.info। ২৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:২০১৯–২০-এ পোলীয় ফুটবল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.