২০১৮ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
শ্রীলঙ্কা ক্রিকেট দল তিনটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা ৩০ মে থেকে ২৭ জুন ২০১৮-এ অনুষ্ঠিত হয়।
২০১৮ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৩০ মে – ২৭ জুন ২০১৮ | ||
অধিনায়ক | Jason Holder | Dinesh Chandimal | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | Shane Dowrich (২৮৮) | Kusal Mendis (২৮৫) | |
সর্বাধিক উইকেট | Shannon Gabriel (২০) | Lahiru Kumara (১৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | Shane Dowrich (ওয়েস্ট ইন্ডিজ) |
প্রস্তুতিমূলক খেলা
তিনদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ একাদশ বনাম শ্রীলঙ্কা
৩০ মে–১ জুন ২০১৮ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৬–১০ জুন ২০১৮ |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে দ্বিতীয় দিন লাঞ্চের আগে মাত্র ৯.৩ ওভারের খেলা সম্ভব হয়েছিল।
২য় টেস্ট
১৪–১৮ জুন ২০১৮ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কেবলমাত্র ৪২.৩ ওভারের খেলা সম্ভব হয়েছিল।
- কসুন রজিতা ও মাহেলা উদাত্তে (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে তার ১৫০তম উইকেট নিয়েছেন।
- শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে নিজের প্রথম দশ-উইকেট ম্যাচ দুরত্ব এবং ১০০তম উইকেট উভয়ই নিয়েছিলেন।
৩য় টেস্ট
২৩–২৭ জুন ২০১৮ (দিন/রাত) |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে প্রথম দিন এবং দ্বিতীয় দিনে যথাক্রমে কেবল ৪৬.৩ এবং ৫৯ ওভারের খেলা সম্ভব হয়েছিল।
- এই প্রথম ছিল দিন / রাতের টেস্ট ওয়েস্ট ইন্ডিজে খেলতে হবে।
- সুরঙ্গা লকমল শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন টেস্টে প্রথমবারের জন্য।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.