২০১৮ ভারত ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

ভারত ক্রিকেট দল দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য আয়ারল্যান্ড সফর করে, যা জুন ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [1][2]

২০১৮ ভারত ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড ভারত
তারিখ ২৭ – ২৯ জুন ২০১৮
অধিনায়ক গ্যারি উইলসন বিরাট কোহলি
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জেমস শ্যানন (৬২) রোহিত শর্মা (৯৭)
সর্বাধিক উইকেট পিটার চেজ (৫) কুলদীপ যাদব (৭)
সিরিজ সেরা খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল (ভারত)

দলীয় সদস্য

 আয়ারল্যান্ড  ভারত

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৭ জুন ২০১৮
১৬:০০
ভারত 
২০৮/৫ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৩২/৯ (২০ ওভার)
রোহিত শর্মা ৯৭ (৬১)
পিটার চেজ ৪/৩৫ (4 ওভার)
জেমস শ্যানন ৬০ (৩৫)
কুলদীপ যাদব ৪/২১ (৪ ওভার)
ভারত ৭৬ রানে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: মার্ক হাথর্ন (আয়ারল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: কুলদীপ যাদব (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটি ছিল ভারতের ১০০ তম টি২০আই।

২য় টি২০আই

২৯ জুন ২০১৮
১৬:০০
ভারত 
২১৩/৪ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
৭০ (১২.৩ ওভার)
গ্যারি উইলসন ১৫ (১৮)
কুলদীপ যাদব ৩/১৬ (২.৩ ওভার)
ভারত ১৪৩ রানে জয়ী
দ্য ভিলেজ, মেলাহাইড
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: লোকেশ রাহুল (ভারত)

তথ্যসূত্র

  1. "India to tour Ireland in June"International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৮
  2. "Ireland Announce India T20Is for June 2018"Cricket Ireland। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.