২০১৮ ফিফা বিশ্বকাপ গ্রুপ সি

২০১৮ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ সি পর্বের খেলা ২০১৮ সালের ১৬ থেকে ২৬ জুন অনুষ্ঠিত হবে।[1] এই গ্রুপে অংশগ্রহণ করছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু এবং ডেনমার্ক। পয়েন্ট তালিকায় প্রথম দুই দল পরবর্তী ১৬ দলের পর্বে অগ্রসর হবে।[2]

দলসমূহ

ড্র অবস্থান দল পট কনফেডারেশন বাছাইয়ের
পদ্ধতি
যোগ্যতা অর্জনের
তারিখ
বিশ্বকাপে সর্বমোট
অংশগ্রহণ
সর্বশেষ
অংশগ্রহণ
সর্বোচ্চ
সাফল্য
ফিফা র‌্যাঙ্কিং
অক্টোবর ২০১৭[টীকা 1] জুন ২০১৮
সি১ ফ্রান্সউয়েফাউয়েফা গ্রুপ এ এর চ্যাম্পিয়ন১০ অক্টোবর, ২০১৭১৫তম২০১৪চ্যাম্পিয়ন (১৯৯৮)
সি২ অস্ট্রেলিয়াএএফসিকনকাকাফ বনাম এএফসি প্লে-অফ বিজয়ী১৫ নভেম্বর, ২০১৭৫ম২০১৪১৬ দলের পর্ব (২০০৬)৪৩৩৬
সি৩ পেরুকনমেবলওএফসি বনাম কনমেবল প্লে-অফ বিজয়ী১৫ নভেম্বর, ২০১৭৫ম১৯৮২কোয়ার্টার ফাইনাল (১৯৭০), দ্বিতীয় পর্ব (১৯৭৮)১০১১
সি৪ ডেনমার্কউয়েফাউয়েফা দ্বিতীয় পর্ব বিজয়ী১৪ নভেম্বর, ২০১৭৫ম২০১০কোয়ার্টার ফাইনাল (১৯৯৮)১৯১২
টীকা
  1. ২০১৭ সালের অক্টোবর মাসের র‌্যাঙ্কিং এর সাহায্যে চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হয়।

ভেন্যু

অবস্থান

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফ্রান্স +২ নকআউট পর্বে উন্নীত
 ডেনমার্ক +১
 পেরু
 অস্ট্রেলিয়া
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার

১৬ দলের পর্বে:

  • গ্রুপ সি এর চ্যাম্পিয়ন গ্রুপ ডি এর রানার-আপ এর সাথে খেলবে।
  • গ্রুপ সি এর রানার-আপ গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন এর সাথে খেলবে।

খেলাসমূহ

খেলার সময়সূচী স্থানীয় সময় অনুযায়ী দেয়া হয়েছে।[1]

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া

দুই দলের পূর্বে মোট ৪ ম্যাচে দেখা হয়েছে, সর্বশেষ ২০১৩ সালের বন্ধুত্বপূর্ণ ম্যাচে, সেই ম্যাচে ফ্রান্স ৬-০ ব্যবধানে বিজয়ী হয়।[3]

ফ্রান্স ২-১ অস্ট্রেলিয়া
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪১,২৭৯[4]
রেফারি: আন্দ্রেস কুনহা (উরুগুয়ে)
ফ্রান্স[5]
অস্ট্রেলিয়া[5]
GKউগো লরিস (c)
RBবঁজামাঁ পাভার
CBরাফায়েল ভারান
CBস্যামুয়েল উমতিতি
LB২১লুকাস এর্নান্দেজ
CM১২করেন্তিনো তোলিসোহলুদ কার্ড ৭৬'৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
CM১৩এনগোলো কঁতে
CMপল পগবা
RF১১উসমান দেম্বেলে৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
CF১০কিলিয়ান এমবাপে
LFঅঁতোয়ান গ্রিয়েজমান৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
খেলোয়াড় বদল:
FWঅলিভিয়ে জিরু৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
FW১৮নাবিল ফেকির৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
MF১৪ব্লেস মাতুইদি৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
ম্যানেজার:
দিদিয়ের দেশাম্পস
GKম্যাথু রায়ান
RB১৯জোশ রিসডনহলুদ কার্ড ৫৭'
CBমার্ক মিলিগান
CB২০ট্রেন্ট সেইন্সবুরি
LB১৬আজিজ ব্যায়িচহলুদ কার্ড ৮৭'
CM১৫মাইল জেডিনাক (c)
CM১৩অ্যারন মুয়
RWম্যাথু লেকিহলুদ কার্ড ১৩'
AM২৩টম রগিচ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
LW১০রবি ক্রুস৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
CF১১অ্যান্ড্রু নাবুট৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
খেলোয়াড় বদল:
FWটমি জুরিক৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
MF২২জ্যাকসন আরভাইন৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
FW১৭ড্যানিয়েল আরজানি৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
ম্যানেজার:
নেদারল্যান্ডস বের্ট ভান মারউইক

ম্যান অব দ্য ম্যাচ:
অঁতোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স)[6]

Assistant referees:[5]
Nicolás Tarán (Uruguay)
Mauricio Espinosa (Uruguay)
Fourth official:
Julio Bascuñán (Chile)
Fifth official:
Christian Schiemann (Chile)
Video assistant referee:
Mauro Vigliano (Argentina)
Assistant video assistant referees:
Gery Vargas (Bolivia)
Hernán Maidana (Argentina)
Tiago Martins (Portugal)

পেরু বনাম ডেনমার্ক

দুই দলের পূর্বে কোনদিন দেখা হয়নি।[7]

পেরু ০-১ ডেনমার্ক
প্রতিবেদন
  • পলসেন গোল ৫৯'
দর্শক সংখ্যা: ৪০,৫০২[8]
রেফারি: বাকারি গাসামা (গাম্বিয়া)
পেরু[9]
ডেনমার্ক[9]
GKপেদ্রো গালেস
RB১৭লুইস আদভিনকুলা
CBআলবার্তো রদ্রিগেজ (c)
CB১৫ক্রিস্তিয়ান রামোস
LBমিগেল ত্রাউকো
CM১৩রেনাতো তাপিয়াহলুদ কার্ড ৩৮'৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
CM১৯ইয়োশিমার ইয়োতুন
RW১৮আন্দ্রে কারিয়ো
AMক্রিস্তিয়ান কুয়েভা
LW২০এদিসন ফ্লোরেস৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
CF১০জেফারসন ফারফান৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
খেলোয়াড় বদল:
FWপাওলো গেরেরো৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
FW১১রাউল রুইদিয়াজ৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
MF২৩পেদ্রো আকিনো৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
ম্যানেজার:
আর্জেন্টিনা রিকার্দো গারেকা
GKক্যাসপার স্মেইকেল
RB১৪হেনরিক ডালসগার্ড
CBসিমন কেজার (c)
CBআন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসন৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
LB১৭ইয়েন্স স্ট্রাইগার লারসেন
CMউইলিয়াম কেভিস্ট৩৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩৫'
CM১০ক্রিস্টিয়ান ইয়েরিকসেন
CMথমান ডোলানিহলুদ কার্ড ৮৬'
RF২০ইউসুফ পলসেনহলুদ কার্ড ৯০+৩'
CFনিকোলাই জার্গেনসন
LF২৩পিওনি সিস্টো৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
খেলোয়াড় বদল:
MF১৯লাস স্কোনি৩৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩৫'
FW১১মার্টিন ব্র্যাথওয়েট৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
DF১৩মাথিয়াস জার্গেনসন৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
ম্যানেজার:
নরওয়ে অগে হারেইদা

ম্যান অব দ্য ম্যাচ:
ইউসুফ পলসেন (ডেনমার্ক)[10]

Assistant referees:[9]
জিন ক্লাউদে বিরুমুনশাহু (Burundi)
আব্দেলহক এতচিয়ালি (Algeria)
Fourth official:
Mehdi Abid Charef (Algeria)
Fifth official:
Anouar Hmila (Tunisia)
Video assistant referee:
Felix Zwayer (Germany)
Assistant video assistant referees:
Bastian Dankert (Germany)
Mark Borsch (Germany)
Danny Makkelie (Netherlands)

ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া

ডেনমার্ক ১-১ অস্ট্রেলিয়া
  • এরিকসেন গোল ৭'
প্রতিবেদন
কসমস এরিনা, সামারা
দর্শক সংখ্যা: ৪০,৭২৭[11]
রেফারি: অ্যান্তোনিও মাতে লাহোজ (স্পেন)

ফ্রান্স বনাম পেরু

ফ্রান্স ১-০ পেরু
প্রতিবেদন
কেন্দ্রীয় স্টেডিয়াম, ইয়েকাতেরিনবুর্গ
দর্শক সংখ্যা: ৩২,৭৮৯[12]
রেফারি: মোহাম্মদ আবদুল্লাহ হাসান (সংযুক্ত আরব আমিরাত)

ডেনমার্ক বনাম ফ্রান্স

ডেনমার্ক ০-০ ফ্রান্স
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৮,০১১[13]
রেফারি: সান্দ্রো রিচি (ব্রাজিল)

অস্ট্রেলিয়া বনাম পেরু

অস্ট্রেলিয়া ০-২ পেরু
প্রতিবেদন
  • কারিলো গোল ১৮'
  • গুয়েরেরো গোল ৫০'
দর্শক সংখ্যা: ৪৪,০৭৩[14]
রেফারি: সার্গেই কারাসেভ (রাশিয়া)

শৃঙ্খলা

গ্রুপ পর্বে যদি সামগ্রিক ও মুখোমুখি খেলার মানদন্ডের উপর ভিত্তি করেও যদি একাধিক দল একই অবস্থানে থাকে তবে সুশৃঙ্খল ভাবে খেলার জন্য পয়েন্ট এর উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারিত হবে। এই পয়েন্ট নির্ণয় করা হবে গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে যা নিম্নে বর্ণিত হল।[15]

  • প্রথম হলুদ কার্ড: ১ পয়েন্ট কাটা হবে;
  • পরোক্ষ লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড): ৩ পয়েন্ট কাটা হবে;
  • সরাসরি লাল কার্ড: ৪ পয়েন্ট কাটা হবে;
  • হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড: ৫ পয়েন্ট কাটা হবে;

একটি ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য নিম্নে বর্ণিত উপায়ের মধ্যে শুধুমাত্র একভাবেই পয়েন্ট কাটা যাবে।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 ফ্রান্স −৩
 অস্ট্রেলিয়া −৭
 পেরু −৫
 ডেনমার্ক −৫

তথসূত্র

  1. "FIFA World Cup Russia 2018 - Match Schedule" (পিডিএফ)। FIFA.com। ১ ডিসেম্বর ২০১৭। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  2. "Regulations – 2018 FIFA World Cup Russia" (পিডিএফ)। FIFA.com। ২ মে ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮
  3. "2018 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। FIFA.com। পৃষ্ঠা 7। ১৩ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  4. "Match report – Group C – France v Australia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  5. "Tactical Line-up – Group C – France-Australia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  6. "France v Australia – Man of the Match"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  7. "2018 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। FIFA.com। ১৩ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  8. "Match report – Group C – Peru-Denmark" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  9. "Tactical Line-up – Group C – Peru-Denmark" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  10. "Peru v Denmark – Man of the Match"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮
  11. "Match report – Group C – Denmark-Australia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮
  12. "Match report – Group C – France-Peru" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮
  13. "Match report – Group C – Denmark v France" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮
  14. "Match report – Group C – Australia v Peru" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮
  15. "Regulations – 2018 FIFA World Cup Russia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.