২০১৮ নিদাহাস ট্রফি

২০১৮ নিদাহাস ট্রফি হচ্ছে ২০১৮ সালের মার্চ মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা[1][2] এটি হচ্ছে একটি ত্রিদেশীয় সিরিজ যেখানে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা প্রতিযোগিতা করে।[3] প্রত্যেক দল বিপরীত দলের সাথে ২টি করে ম্যাচ খেলে, যেখান থেকে ২টি দল ফাইনালের জন্য উত্তীর্ণ হয়।[1] শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০তম বছর উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।[4] শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করে যে, এই সিরিজের খেলাগুলো টুয়েন্টি২০ আন্তর্জাতিক হবে।[5] ২০১৭ সালের নভেম্বর মাসে, এই সিরিজের সময়সূচী এবং ভেন্যু ঘোষণা করা হয় ও সকল ম্যাচ কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[6]

২০১৮ নিদাহাস ট্রফি
অফিসিয়াল লোগো
তারিখ৬–১৮ মার্চ ২০১৮
অবস্থান শ্রীলঙ্কা
ফলাফল ভারত বিজয়ী
সিরিজ সেরা খেলোয়াড়ভারত ওয়াশিংটন সুন্দর
দলসমূহ
 বাংলাদেশ  ভারত  শ্রীলঙ্কা
অধিনায়কবৃন্দ
সাকিব আল হাসান রোহিত শর্মা দিনেশ চান্ডিমাল
সর্বাধিক রান
মুশফিকুর রহিম (১৯৯) শিখর ধাওয়ান (১৯৮) কুশল পেরেরা (২০৪)
সর্বাধিক উইকেট
রুবেল হোসেন (৭)
মুস্তাফিজুর রহমান (৭)
ওয়াশিংটন সুন্দর (৮)
যুজবেন্দ্র চাহাল (৮)
নুয়ান প্রদীপ (৪)
আকিলা ধনঞ্জয় (৪)

দলীয় সদস্য

 বাংলাদেশ[7]  ভারত[8]  শ্রীলঙ্কা

পয়েন্ট তালিকা

দল
ম্যাচ জয় হার ড্র বো.প পয়েন্ট এনআরআর
 ভারত +০.৩৭৭
 বাংলাদেশ –০.২৯৩
 শ্রীলঙ্কা –০.০৮৫

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৬ মার্চ ২০১৮
১৯:০০ (রাত)
স্কোরবোর্ড
ভারত 
১৭৪/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৭৫/৫ (১৮.৩ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিজয় শঙ্কর (ভারত) তার টি২০আই অভিষেক হয়।
  • টুয়েন্টি২০-তে এটি হচ্ছে ভারতের বিরুদ্ধে নিজ দেশের মাটিতে শ্রীলঙ্কার প্রথম জয়।

২য় টি২০আই

৮ মার্চ ২০১৮
১৯:০০ (দিন/রাত)
স্কোরবোর্ড
বাংলাদেশ 
১৩৯/৮ (২০ ওভার)
 ভারত
১৪০/৪ (১৮.৪ ওভার)
লিটন দাস ৩৪ (৩০)
জয়দেব উনাদকট ৩/৩৮ (৪ ওভার)
শিখর ধাওয়ান ৫৫ (৪৩)
রুবেল হোসেন ২/২৪ (৩.৪ ওভার)
ভারত ৬ উইকেটে জয়ী
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: বিজয় শঙ্কর (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

১০ মার্চ ২০১৮
১৯:০০ (রাত)
স্কোরবোর্ড
শ্রীলঙ্কা 
২১৪/৬ (২০ ওভার)
 বাংলাদেশ
২১৫/৫ (১৯.৪ ওভার)

৪র্থ টি২০আই

১২ মার্চ ২০১৮
১৯:০০ (রাত)
স্কোরবোর্ড
শ্রীলঙ্কা 
১৫২/৯ (১৯ ওভার)
 ভারত
১৫৩/৪ (১৭.৩ ওভার)
মনীষ পাণ্ডে ৪২* (৩১)
আকিলা ধনঞ্জয় ২/১৯ (৪ ওভার)
ভারত ৬ উইকেটে জয়ী
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: শার্দুল ঠাকুর (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা ১৯ ওভার করা হয়।
  • লোকেশ রাহুল টি-টোয়েন্টিতে ভারত হিট উইকেট কে হারাতে ভারতের প্রথম ব্যাটসম্যান হয়ে ওঠে।

৫ম টি২০আই

১৪ মার্চ ২০১৮
১৯:০০ (রাত)
স্কোরবোর্ড
ভারত 
১৭৬/৩ (২০ ওভার)
 বাংলাদেশ
১৫৯/৬ (২০ ওভার)
রোহিত শর্মা ৮৯ (৬১)
রুবেল হোসেন ২/২৭ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ টি২০আই

১৬ মার্চ ২০১৮
১৯:০০ (রাত)
স্কোরবোর্ড
শ্রীলঙ্কা 
১৫৯/৭ (২০ ওভার)
 বাংলাদেশ
১৬০/৮ (১৯.৫ ওভার)
তামিম ইকবাল ৫০ (৪২)
আকিলা ধনঞ্জয় ২/৩৭ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মুশফিকুর রহিম টি২০আইতে তার ১০০০ তম রান এবং মাইলফলক পৌঁছানোর তৃতীয় বাংলাদেশী হয়েছেন।
  • কুশল পেরেরা দ্রুততম শ্রীলঙ্কার হয়ে ও শ্রীলঙ্কার পক্ষে পঞ্চম ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে (৩৪ ইনিংসে) ১,০০০ রান সংগ্রহ করেন। তিনি একই বিরোধী দলের বিরুদ্ধে পাঁচ টি টি-টোয়েন্টি সেঞ্চুরির প্রথম খেলোয়াড় হয়েছিলেন।
  • কুশল পেরেরাথিসারা পেরেরা সেট করেছেন শ্রীলঙ্কায় সর্বোচ্চ ছয় উইকেটে অংশীদারিত্ব টি-টোয়েন্টিতে (৯৭)।

ফাইনাল

১৮ মার্চ ২০১৮
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৬৬/৮ (২০ ওভার)
 ভারত
১৬৮/৬ (২০ ওভার)
রোহিত শর্মা ৫৬ (৪২)
রুবেল হোসেন ২/৩৫ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রোহিত শর্মা (ভারত) টি২০আইয়ে দশম ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রান করেন।
  • টি-টোয়েন্টি ফাইনালে যে কোনো দলের হিসেবে ভারত সফলভাবে সর্বোচ্চ রান তাড়া করে।

তথ্যসূত্র

  1. "India, Bangladesh, SL to play tri-series in 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭
  2. "Nidahas Trophy 2018 tri-series fixtures announced"Yahoo! Cricket। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮
  3. "India, Sri Lanka, Bangladesh triangular series in 2018"Times of India। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭
  4. "Nidahas Trophy to be played next March"The Papare। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭
  5. "Nidahas trophy 2018 announced"Cricket Sri Lanka। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭
  6. "Nidahas Trophy 2018 fixtures announced"Cricket Sri Lanka। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭
  7. "Shakib in tri-series despite major fitness concerns"ESPN Cricinfo। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Rohit Sharma to lead India in Nidahas Trophy 2018"BCCI Press Release। ২৫ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.