২০১৮ এশিয়ান গেমসে ভারত
ভারত (১৮ই আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর, ২০১৮) ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্ব্যাং-এ অনুষ্ঠিত ২০১৮ এশিয়ান গেমসএ অংশগ্রহণ করেছে। এটি ভারতের এশিয়ান গেমসে অষ্টাদশ অংশগ্রহণ। উদবোধনী অনুষ্ঠানে, ভারতের পতাকা বাহক ছিলেন বর্শা নিক্ষেপকারী নীরজ চোপড়া। অন্যদিকে সমাপ্তি অনুস্ঠানে পতাকাবাহক ছিলেন মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপাল। মোট পদকের সংখ্যা অনুযায়ী, এটি ভারতের সর্বাধিক সফল এশিয়ান গেমস। ৮ বছর আগে চীন-এর গুয়াংঝাউতে অনুস্ঠিত ২০১০ এশিয়ান গেমস-এর পদক-প্রাপ্তিকে ছাড়িয়ে এবারের প্রতিযোগিতায় মোট ৬৯টি পদক জয় করে ভারত। ক্রীড়া-অনুযায়ী, সবথেকে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্স-এ। এছাড়াও এবারেই প্রথম কুরাশ ও সেপাক টাকরো তে প্রথম পদক আসে ভারতের ঘরে। এছাড়াও স্বর্ণ-পদক আসে, এবারের গেমসে প্রথমবারের মত অনুষ্ঠিত ব্রিজ খেলা থেকেও। বর্শা নিক্ষেপকারী নীরজ চোপড়া, বর্শা নিক্ষেপ খেলাতে প্রথমবারের মত স্বর্ণ-পদক এনে দেন দেশকে। রাহি স্বর্নাবত, এশিয়ান গেমসে স্বর্ণ-পদক বিজয়ী প্রথম ভারতীয় মহিলা শ্যুটার।
এশিয়ান গেমসে ভারত | |
---|---|
আইওসি কোড | IND |
এনওসি | ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন |
ওয়েবসাইট | www |
জাকার্তা এবং প্যালেম্বাং, ইন্দোনেশিয়া | |
প্রতিযোগী | ৩৬টি ক্রীড়ায় ৫৭০[1] জন |
পতাকা বাহক | উদ্বোধনী: নিরজ চোপড়া সমাপনী: রাণী রামপাল |
পদক ৮ম স্থান |
|
এশিয়ান গেমসে অংশগ্রহণ | |
প্রতিযোগী
ক্রীড়া | পুরুষ | মহিলা | মোট |
---|---|---|---|
অ্যাকুয়াটিক - সন্তরণ | ১১ | ৪ | ১৫ |
অ্যাকুয়াটিক - ডাইভিং | ২ | ০ | ২ |
তীরন্দাজি | ৮ | ৮ | ১৬ |
অ্যাথলেটিক্স |
২২ | ২৮ | ৫০ |
ব্যাডমিন্টন | ১০ | ১০ | ২০ |
বাস্কেটবল | ০ | ১২ | ১২ |
বক্সিং | ৭ | ৩ | ১০ |
বোলিং | ৬ | ০ | ৬ |
ব্রিজ | ১৫ | ৯ | ২৪ |
ক্যানোয়িং- স্লালোম | ০ | ২ | ২ |
ক্যানোয়িং- স্প্রিন্ট | ৮ | ৭ | ১৫ |
ক্যানোয়িং- নৌচালনা | ১৬ | ১৫ | ৩১ |
সাইক্লিং | ৮ | ৭ | ১৫ |
অশ্বচালনা | ৭ | ০ | ৭ |
ফেন্সিং | ০ | ৪ | ৪ |
গলফ | ৪ | ৩ | ৭ |
শৈল্পিক জিম্ন্যাস্টিক | ৫ | ৫ | ১০ |
হ্যান্ডবল | ১৬ | ১৪ | ৩০ |
ফিল্ড হকি | ১৮ | ১৮ | ৩৬ |
জুডো | ৩ | ৩ | ৬ |
কবাডি | ১২ | ১২ | ২৪ |
ক্যারাটে | ২ | ০ | ২ |
মার্শাল আর্টস - কুরাশ | ৮ | ৬ | ১৪ |
মার্শাল আর্টস -পেনক্যাক সিলাট | ১ | ২ | ৩ |
মার্শাল আর্টস - উশু | ১০ | ৩ | ১৩ |
রোলার স্পোর্টস - স্কেটিং | ২ | ২ | ৪ |
রোয়িং | ২৭ | ৭ | ৩৪ |
সেলিং | ৪ | ৫ | ৯ |
সেপাক টাকরে | ১২ | ১২ | ২৪ |
শ্যুটিং | ১৬ | ১২ | ২৮ |
স্পোর্টস ক্লাইম্বিং |
২ | ১ | ৩ |
স্কোয়াশ | ৪ | ৪ | ৮ |
টেবিল টেনিস | ৫ | ৫ | ১০ |
তাইকোন্ডু |
২ | ৬ | ৮ |
লন টেনিস | ৬ | ৬ | ১২ |
সফট টেনিস | ৫ | ৫ | ১০ |
ভলিবল | ১৪ | ১৪ | ২৮ |
ভারোত্তোলন | ৩ | ১ | ৪ |
কুস্তি | ১২ | ৬ | ১৮ |
মোট | ৩১২ | ২৫৮ | ৫৭২ |
পদক তালিকা
ক্রীড়া অনুযায়ী পদক | ||||
---|---|---|---|---|
ক্রীড়া | মোট | |||
Athletics | ৭ | ১০ | ২ | ১৯ |
শ্যুটিং | ২ | ৪ | ৩ | ৯ |
কুস্তি | ২ | ০ | ১ | ৩ |
ব্রিজ | ১ | ০ | ২ | ৩ |
লন টেনিস | ১ | ০ | ২ | ৩ |
রোয়িং | ১ | ০ | ২ | ৩ |
বক্সিং | ১ | ০ | ১ | ২ |
তীরন্দাজি | ০ | ২ | ০ | ২ |
ইকুয়েস্ট্রিয়ান | ০ | ২ | ০ | ২ |
স্কোয়াশ | ০ | ১ | ৪ | ৫ |
সেলিং | ০ | ১ | ২ | ৩ |
ব্যাডমিন্টন | ০ | ১ | ১ | ২ |
ফিল্ড হকি | ০ | ১ | ১ | ২ |
কবাডি | ০ | ১ | ১ | ২ |
কুরাশ | ০ | ১ | ১ | ২ |
উশু | ০ | ০ | ৪ | ৪ |
টেবিল টেনিস | ০ | ০ | ২ | ২ |
সেপাক টাকরো | ০ | ০ | ১ | ১ |
মোট | ১৫ | ২৪ | ৩০ | ৬৯ |
লিঙ্গ ভিত্তিক পদক প্রাপ্তি | ||||
---|---|---|---|---|
লিঙ্গ | মোট | |||
পুরুষ | ১১ | ১১ | ১৬ | ৩৮ |
মহিলা | ৪ | ১২ | ১১ | ২৭ |
মিশ্র | ০ | ১ | ৩ | ৪ |
মোট | ১৫ | ২৪ | ৩০ | ৬৯ |
দিন অনুযায়ী পদক-তালিকা | ||||||
---|---|---|---|---|---|---|
দিন | তারিখ | মোট | ||||
প্রথম দিন | ১৯শে আগস্ট | ১ | ০ | ১ | ২ | |
দ্বিতীয় দিন | ২০শে আগস্ট | ১ | ২ | ০ | ৩ | |
তৃতীয় দিন | ২১শে আগস্ট | ১ | ১ | ৩ | ৫ | |
চতুর্থ দিন | ২২শে আগস্ট | ১ | ০ | ৪ | ৫ | |
পঞ্চম দিন | ২৩শে আগস্ট | ০ | ১ | ২ | ৩ | |
ষষ্ঠ দিন | ২৪শে আগস্ট | ২ | ১ | ৪ | ৭ | |
সপ্তম দিন | ২৫শে আগস্ট | ১ | ০ | ৩ | ৪ | |
অষ্টম দিন | ২৬শে আগস্ট | ০ | ৫ | ২ | ৭ | |
নবম দিন | ২৭শে আগস্ট | ১ | ৩ | ১ | ৫ | |
দশম দিন | ২৮শে আগস্ট | ১ | ৬ | ২ | ৯ | |
একাদশ দিন | ২৯শে আগস্ট | ২ | ১ | ১ | ৪ | |
দ্বাদশ দিন | ৩০শে আগস্ট | ২ | ১ | ২ | ৫ | |
ত্রয়োদশ দিন | ৩১শে আগস্ট | ০ | ২ | ৪ | ৬ | |
চতুর্দশ দিন | ১লা সেপ্টেম্বর | ২ | ১ | ১ | ৪ | |
মোট | ১৫ | ২৪ | ৩০ | ৬৯ |
পদকজয়ীদের তালিকা
|
|
তথ্যসূত্র
- "Live – Indonesian President declares open the Asian Games 2018"। The Hindu। ১৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
Batirov (BRN)