২০১৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা জুন ২০১৮-এ অনুষ্ঠিত হয়।

২০১৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড অস্ট্রেলিয়া
তারিখ – ২৭ জুন ২০১৮
অধিনায়ক ইয়ন মর্গ্যান টিম পেইন (ওডিআই)
অ্যারন ফিঞ্চ (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান Jason Roy (304) Shaun Marsh (288)
সর্বাধিক উইকেট Moeen Ali
Adil Rashid (12)
Kane Richardson
Billy Stanlake (6)
সিরিজ সেরা খেলোয়াড় জস বাটলার (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান Jos Buttler (61) Aaron Finch (84)
সর্বাধিক উইকেট Chris Jordan
Adil Rashid (3)
Mitchell Swepson (2)

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 ইংল্যান্ড  অস্ট্রেলিয়া  ইংল্যান্ড  অস্ট্রেলিয়া

প্রস্তুতিমূলক খেলা

লিস্ট এ: সাসেক্স বনাম অস্ট্রেলিয়া

৭ জুন ২০১৮
১৪:০০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৭৭/৯ (৫০ ওভার)
সাসেক্স
২২০ (৪২.৩ ওভার)
মার্কাস স্টইনিস ১১০ (১১২)
জোফ্রা আর্চার ৩/৬২ (১০ ওভার)
ফিল সল্ট ৬২ (৫৭)
অ্যাস্টন অ্যাগার ৩/৬৭ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৫৭ রানে জয়ী
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, হোভ
আম্পায়ার: জেফ ইভান্স (ইংল্যান্ড) ও মার্ক নেয়েল (ইংল্যান্ড)
  • সাসেক্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

লিস্ট এ: মিডলসেক্স বনাম অস্ট্রেলিয়া

৯ জুন ২০১৮
১১:০০
অস্ট্রেলিয়া 
২৮৩/৬ (৫০ ওভার)
মিডলসেক্স
১৮২ (৪১ ওভার)
ট্রাভিস হেড ১০৬ (১৪১)
টম বার্বের ৩/৬২ (৯ ওভার)
ম্যাক্স হোল্ডেন ৭১ (৭১)
কেন রিচার্ডসন ৩/৩১ (৯ ওভার)
অস্ট্রেলিয়া ১০১ রানে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: জেফ ইভান্স (ইংল্যান্ড) ও মার্ক নেয়েল (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রবি হোয়াইট (মিডলসেক্স) তার লিস্ট এ অভিষেক হয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৩ জুন ২০১৮
১৩:০০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২১৪ (৪৭ ওভার)
 ইংল্যান্ড
২১৮/৭ (৪৪ ওভার)
ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: রব বেইলি (ইংল্যান্ড) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: মঈন আলী (ইংল্যান্ড)

২য় ওডিআই

১৬ জুন ২০১৮
১১:০০
ইংল্যান্ড 
৩৪২/৮ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
৩০৪ (৪৭.১ ওভার)
জেসন রয় ১২০ (১০৮)
কেন রিচার্ডসন ২/৫৬ (8 ওভার)
শন মার্শ ১৩১ (১১৬)
লিয়াম প্লাঙ্কেট ৪/৫৩ (৯.১ ওভার)
ইংল্যান্ড ৩৮ রানে জয়ী
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডার্সি শর্ট (অস্ট্রেলিয়া) তার ওডিআই অভিষেক হয়।
  • অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) তার প্রথম ওয়ানডেতে আম্পায়ার হয়ে দাঁড়িয়েছিলেন।
  • ওয়ানডেতে ইংল্যান্ড তাদের সর্বোচ্চ স্কোর করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
  • আদিল রশিদ (ইংল্যান্ড) ওয়ানডেতে তার ১০০ তম উইকেট নিয়েছে।

৩য় ওডিআই

১৯ জুন ২০১৮
১৪:০০ (দিন/রাত)
ইংল্যান্ড 
৪৮১/৬ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৩৯ (৩৭ ওভার)
অ্যালেক্স হেলস ১৪৭ (৯২)
ঝাই রিচার্ডসন ৩/৯২ (১০ ওভার)
ট্রাভিস হেড ৫১ (৩৯)
আদিল রশিদ ৭/৪৭ (১০ ওভার)
ইংল্যান্ড ২৪২ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও টিম রবিনসন (ইংল্যান্ড)
ম্যাচসেরা: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইয়ন মর্গ্যান স্কোর করেছে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ওয়ানডে রান (৫,৪৪৩)। ওয়ানডেতে (২১ বলে) ইংল্যান্ডের হয়েও দ্রুততম ফিফটিসে রান করেছিলেন তিনি।
  • ইংল্যান্ড এর জন্য একটি নতুন রেকর্ড গড়েছে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস। এটিও প্রথম ঘটনা যেখানে কোনও ওয়ানডেতে পুরুষদের দল ৪৫০ রানের বেশি রান করেছিল।
  • রানের ক্ষেত্রে, এটি উভয়ই ছিল ইংল্যান্ডের বৃহত্তম জয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়।

৪র্থ ওডিআই

২১ জুন ২০১৮
১৪:০০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
৩১০/৮ (৫০ ওভার)
 ইংল্যান্ড
৩১৪/৪ (৪.৪ ওভার)
শন মার্শ ১০১ (৯২)
ডেভিড উইলি ৪/৪৩ (৭ ওভার)
জেসন রয় ১০১ (৮৩)
অ্যাস্টন অ্যাগার ২/৪৮ (৮ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ক্রেগ ওভারটন (ইংল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।

৫ম ওডিআই

২৪ জুন ২০১৮
১১:০০
অস্ট্রেলিয়া 
২০৫ (৩৪.৪ ওভার)
 ইংল্যান্ড
২০৮/৯ (৪৮.৩ ওভার)
ট্রাভিস হেড ৫৬ (৪২)
মঈন আলী ৪/৪৬ (8.৪ ওভার)
জস বাটলার ১১০* (১২২)
বিলি স্ট্যানলেক ৩/৩৫ (১০ ওভার)
ইংল্যান্ড ১ উইকেটে জয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
আম্পায়ার: রব বেইলি (ইংল্যান্ড) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: জস বাটলার (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্যাম কারেন (ইংল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।

টি২০আই সিরিজ

একমাত্র টি২০আই

২৭ জুন ২০১৮
১৮:৩০ (দিন/রাত)
ইংল্যান্ড 
২২১/৫ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৯৩ (১৯.৪ ওভার)
জস বাটলার ৬১ (৩০)
মিচেল সোয়েপসন ২/৩৭ (৪ ওভার)
অ্যারন ফিঞ্চ ৮৪ (৪১)
আদিল রশিদ ৩/২৭ (৪ ওভার)
ইংল্যান্ড ২৮ রানে জয়ী
এজবাস্টন, বার্মিংহাম
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: আদিল রশিদ (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মিচেল সোয়েপসন (অস্ট্রেলিয়া) তার টি২০আই অভিষেক হয়।
  • জস বাটলার টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির (২২ বল)।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.