২০১৮-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা ডিসেম্বর ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [1][2][3]
২০১৮-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৮ ডিসেম্বর ২০১৮ – ১১ জানুয়ারি ২০১৯ | ||
অধিনায়ক |
কেন উইলিয়ামসন (টেস্ট ও ওডিআই) টিম সাউদি (টি২০আই) |
দিনেশ চান্ডিমাল (টেস্ট) লাসিথ মালিঙ্গা (ওডিআই ও টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪৫০) | অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৫৮) | |
সর্বাধিক উইকেট | টিম সাউদি (১৩) | লাহিরু কুমারা (৯) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | রস টেলর (২৮১) | থিসারা পেরেরা (২২৪) | |
সর্বাধিক উইকেট | ইশ সোধি (৮) | লাসিথ মালিঙ্গা (৭) | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | ডগ ব্রেসওয়েল (৪৪) | থিসারা পেরেরা (৪৩) | |
সর্বাধিক উইকেট |
লকি ফার্গুসন (৩) ইশ সোধি (৩) | কসুন রজিতা (৩) |
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা |
|
প্রস্তুতিমূলক খেলা
তিনদিনের ম্যাচ: নিউজিল্যান্ড একাদশ বনাম শ্রীলঙ্কা
৮–১০ ডিসেম্বর ২০১৮ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
১৫–১৯ ডিসেম্বর ২০১৮ |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টিপাতের কারণে ৫ দিনে মাত্র ১৩ ওভার বোলিং করা হয়।
- টম ল্যাথাম (নিউজিল্যান্ড) সর্বোচ্চ স্কোর করেছে ব্যাট বহন টেস্টে।
- টেস্টে ল্যাথামের প্রথম দ্বিগুণ সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের ব্যাটসম্যান প্রথমবারের মত ব্যাট হাতে নিয়েছিল গ্লেন টার্নার করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭২ সালে।
২য় টেস্ট
২৬–৩০ ডিসেম্বর ২০১৮ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এই নিউজিল্যান্ডের ছিল সর্বোচ্চ বিজয়ী মার্জিন, টেস্টে, রান দ্বারা।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
৩ জানুয়ারি ২০১৯ ১৪:০০ (দিন/রাত) |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টিম সিফার্ট (নিউজিল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।
- মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম ব্যাটসম্যান ওয়ানডেতে ৬০০০ রান।
- জেমস নিশাম স্কোর এক ওভারে সবচেয়ে বেশি রান নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (৩৪)।
২য় ওডিআই
৫ জানুয়ারি ২০১৯ ১৪:০০ (দিন/রাত) |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কলিন মানরো (নিউজিল্যান্ড) ওয়ানডেতে তার ১০০০ তম রান।
- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি এবং ওডিআই (৫৭ বল) ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি।
- থিসারা পেরেরা এক ইনিংসে শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ রান, তার ওয়ানডেতে তেরশ ছক্কা, ওয়ানডেতে হারানোর পক্ষে ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা।
৩য় ওডিআই
৮ জানুয়ারি ২০১৯ ১১:০০ |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রস টেলর (নিউজিল্যান্ড) তার স্কোর ২০তম সেঞ্চুরিতে, এবং প্রথম নিউজিল্যান্ডের খেলোয়াড় যিনি ২০ শতাব্দীতে খেলার কোনও ফর্ম্যাটে পৌছান।
- হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছেন।
টি২০আই সিরিজ
একমাত্র টি২০আই
১১ জানুয়ারি ২০১৯ ১৯:০০ (রাত) |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্কট কুগ্গেলেইজন (নিউজিল্যান্ড) ও লাহিরু কুমারা (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- "India tour studs New Zealand's packed home summer"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮।
- "Blackcaps/White Ferns in Double-Headers Against India"। New Zealand Cricket। ৩১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.