২০১৮-১৯ ভারত মহিলা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

ভারত মহিলা ক্রিকেট দল ২০১৮ এর সেপ্টেম্বরে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের সাথে খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[1][2][3] সফর সূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউওডিআই), যা ছিল ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ,[4] এবং পাঁচটি মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (ডব্লিউটি২০আই) খেলা।[5] খেলাগুলো অনুষ্ঠিত হয় গালে, কাতুনায়েককলম্বোতে[6][7] ভারত মহিলা দল ডব্লিউওডিআই সিরিজটি ২-১ এ জয় লাভ করে।[8] এবং ডব্লিউটি২০আই সিরিজের দ্বিতীয় খেলাটি ফলাফলহীন সমাপ্ত হলে, ৪-০ তে জয় লাভ করে। [9]

২০১৮-১৯ ভারত মহিলা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা মহিলা ভারত মহিলা
তারিখ ১১ – ২৫ সেপ্টেম্বর ২০১৮
অধিনায়ক চামারি আতাপাত্তু মিতালী রাজ (মহিলাওডিআই)
হারমানপ্রীত কৌর (ডব্লিউটি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত মহিলা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান চামারি আতাপাত্তু (২০৫) মিতালী রাজ (১৭৭)
সর্বাধিক উইকেট চামারি আতাপাত্তু (৪) মানসী জোসী (৭)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত মহিলা ৪–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান চামারি আতাপাত্তু (১০৭) জেমিমা রোদ্রিগেজ (১৯১)
সর্বাধিক উইকেট শশীকলা শ্রীবর্ধনে (৫)
চামারি আতাপাত্তু (৫)
পুনম যাদব (৮)

দলীয় সদস্য

ডব্লিউওডিআই ডব্লিউটি২০আই
 শ্রীলঙ্কা[10]  ভারত[11]  শ্রীলঙ্কা[12]  ভারত[13]

ডব্লিউওডিআই সিরিজ

১ম ডব্লিউওডিআই

আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ
১১ সেপ্টেম্বর ২০১৮
১০:০০
Scorecard
শ্রীলঙ্কা 
৯৮ (৩৫.১ ওভার)
 ভারত
১০০/১ (১৯.৫ ওভার)
চামারি আতাপাত্তু ৩৩ (৯৩)
মানসী জোসী ৩/১৬ (৬.১ ওভার)
ভারত মহিলা দল ৯ উইকেটে জয়ী
গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে
আম্পায়ার: দীপাল গুণবর্ধনে (শ্রীলঙ্কা) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দয়ালান হেমলতাতানিয়া ভাটিয়া (ভারত) উভয়ই তার ডব্লিউওডিআই ওডিআই অভিষেক হয়।
  • মিতালী রাজ (ভারত) অধিনায়ক হিসাবে মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উপস্থিতির রেকর্ড করেন। (১১৮ ম্যাচ)[14]
  • ঝুলন গোস্বামী (ভারত) আন্তর্জাতিক ক্রিকেটে তার ৩০০তম উইকেট লাভ করে।[15]
  • পুনম যাদব ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার যিনি মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ৫০টি উইকেট লাভ করেন।[14]
  • পয়েন্ট: ভারত মহিলা ২, শ্রীলঙ্কা মহিলা ০।

২য় ডব্লিউওডিআই

আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ
১৩ সেপ্টেম্বর ২০১৮
১০:০০
Scorecard
ভারত 
২১৯ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২১২ (৪৮.১ ওভার)
  • ভারত মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট : ভারত মহিলা ২, শ্রীলঙ্কা মহিলা ০।

৩য় ডব্লিউওডিআই

আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ
১৬ সেপ্টেম্বর ২০১৮
১০:০০
Scorecard
ভারত 
২৫৩/৫ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২৫৭/৭ (৪৯.৫ ওভার)
মিতালী রাজ ১২৫* (১৪৩)
উদেশিকা প্রবোধানি ১/২০ (৪ ওভার)
চামারি আতাপাত্তু ১১৫ (১৩৩)
ঝুলন গোস্বামী ২/৩৯ (১০ ওভার)
শ্রীলঙ্কা মহিলা দল ৩ উইকেটে জয়ী
এফটিজেড স্পোর্টস কমপ্লেক্স, কাতুনায়েক
আম্পায়ার: হেমন্ত বোতুজু (শ্রীলঙ্কা) ও লিন্ডন হান্নিবল (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটিই ছিল শ্রীলঙ্কা মহিলা দলের ডব্লিউওডিআইয়ে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়।[8]
  • পয়েন্ট: শ্রীলঙ্কা মহিলা ২, ভারত মহিলা ০।

ডব্লিউটি২০আই সিরিজ

১ম ডব্লিউটি২০আই

১৯ সেপ্টেম্বর ২০১৮
১০.০০
Scorecard
ভারত 
১৬৮/৮ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৫৫ (১৯.৩ ওভার)
তানিয়া ভাটিয়া ৪৬ (৩৫)
উদেশিকা প্রবোধানি ২/১৮ (৪ ওভার)
ইশানী কৌশল্যা ৪৫ (৩১)
পুনম যাদব ৪/২৬ (৪ ওভার)
ভারত মহিলা দল ১৩ রানে জয়ী
এফটিজেড স্পোর্টস কমপ্লেক্স, কাতুনায়েক
আম্পায়ার: র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা) ও প্রদীপ উদাত্ত (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কাভিশা দিলহারি (শ্রীলঙ্কা) ও অরুন্ধতী রেড্ডি (ভারত) উভয়ই তার ডব্লিউটি২০আই অভিষেক হয়।

২য় ডব্লিউটি২০আই

২১ সেপ্টেম্বর ২০১৮
১০.০০
Scorecard
শ্রীলঙ্কা 
৪৯/৩ (৭.৫ ওভার)
ফলাফল হয়নি
কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: প্রদীপ উদাত্ত (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
  • ভারত মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শ্রীলঙ্কা ইনিংস চলাকালীন বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে আর কোন খেলা সম্ভব হয়নি।

৩য় ডব্লিউটি২০আই

২২ সেপ্টেম্বর ২০১৮
১০.০০
Scorecard
শ্রীলঙ্কা 
১৩১/৮ (২০ ওভার)
 ভারত
১৩২/৫ (১৮.২ ওভার)
জেমিমা রোদ্রিগেজ ৫৭ (৪০)
চামারি আতাপাত্তু ২/২৯ (৪ ওভার)
ভারত মহিলা দল ৫ উইকেটে জয়ী
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা) ও প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা)
  • ভারত মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ডব্লিউটি২০আই

২৪ সেপ্টেম্বর ২০১৮
১০.০০
Scorecard
শ্রীলঙ্কা 
১৩৪/৫ (১৭ ওভার)
 ভারত
১৩৭/৩ (১৫.৪ ওভার)
অনুজা পাতিল ৫৪* (৪২)
ওশাদি রানাসিংহে ৩/৩৩ (৩.৪ ওভার)
ভারত মহিলা দল ৭ উইকেটে জয়ী
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: হেমন্ত বোতুজু (শ্রীলঙ্কা) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
  • ভারত মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলাটিকে উভয় দলের জন্য ১৭ ওভারে সীমিত করা হয়।

৫ম ডব্লিউটি২০আই

২৫ সেপ্টেম্বর ২০১৮
১০.০০
Scorecard
ভারত 
১৫৬ (১৮.৩ ওভার)
 শ্রীলঙ্কা
১০৫ (১৭.৪ ওভার)
অনুস্কা সঞ্জিবানী ২৯ (৩৭)
পুনম যাদব ৩/১৮ (৪ ওভার)
ভারত মহিলা দল ৫১ রানে জয়ী
এফটিজেড স্পোর্টস কমপ্লেক্স, কাতুনায়েক
আম্পায়ার: প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "India women's coach Tushar Arothe resigns"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮
  2. "Indian women's cricket team coach Tushar Arothe resigns after players' revolt"New Indian Express। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮
  3. "BCCI announces women's squads for Sri Lanka tour"Newstrack। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮
  4. "BCCI plans more matches for India women"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮
  5. "Powar to continue as Indian women's coach till World T20"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮
  6. "Sri Lanka women to host India for three ODIs and five T20Is"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮
  7. "India women vs Sri Lanka women 2018 ICC championship: Full schedule, fixtures, timings, venue"The Free Press Journal। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮
  8. "Athapaththu ton trumps Raj's as Sri Lanka claim last-over thriller"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৮
  9. "Kaur, Rodrigues set up big Indian win in final T20I"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮
  10. "Chamari Athapaththu back to lead Sri Lanka against India"International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮
  11. "Fast bowler Mansi Joshi back for India women"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮
  12. "Chamari Athapaththu returns to lead Sri Lanka women's T20 squad"Sports Cafe। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮
  13. "Uncapped দয়ালান হেমলতা and অরুন্ধতী রেড্ডি called up to India Women squad"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮
  14. "Mandhana, bowlers lead India's rout of Sri Lanka"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮
  15. "Stellar show bowlers, Mandhana give India easy win in first ODI"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.