২০১৮-১৯ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

ভারত ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [1][2][3]

২০১৮-১৯ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড ভারত
তারিখ ২৩ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি ২০১৯
অধিনায়ক কেন উইলিয়ামসন বিরাট কোহলি (ওডিআই)
রোহিত শর্মা (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
সর্বাধিক রান রস টেলর (১৭৭) আম্বতি রায়ডু (১৯০)
সর্বাধিক উইকেট ট্রেন্ট বোল্ট (১২) মোহাম্মদ শামি (৯)
যুজবেন্দ্র চাহাল (৯)
সিরিজ সেরা খেলোয়াড় মোহাম্মদ শামি (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান টিম সেইফার্ট (১৩৯) রোহিত শর্মা (৮৯)
সর্বাধিক উইকেট ড্যারিল মিচেল (৪)
মিচেল স্যান্টনার (৪)
ক্রুনাল পাণ্ড্য (৪)
খলিল আহমেদ (৪)
সিরিজ সেরা খেলোয়াড় টিম সেইফার্ট (নিউজিল্যান্ড)

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 নিউজিল্যান্ড  ভারত  নিউজিল্যান্ড  ভারত

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২৩ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত)
নিউজিল্যান্ড 
১৫৭ (৩৮ ওভার)
 ভারত
১৫৬/২ (৩৪.৫ ওভার)
কেন উইলিয়ামসন ৬৪ (৮১)
কুলদীপ যাদব ৪/৩৯ (১০ ওভার)
শিখর ধাওয়ান ৭৫* (১০৩)
ডগ ব্রেসওয়েল ১/২৩ (৭ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: শিখর ধাওয়ান (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভারতকে ৪২ রানে ৪ উইকেটে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সূর্যের কারণে।
  • কেদার যাদব (ভারত) তার ৫০তম ওয়ানডে খেলেছেন।
  • মোহাম্মদ শামি ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করা ম্যাচের ক্ষেত্রে ভারতের হয়ে দ্রুততম বোলার হয়েছেন (৫)।
  • শিখর ধাওয়ান (ভারত) ওয়ানডেতে তার ৫০০০ তম রান করেছেন।

২য় ওডিআই

২৬ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত)
ভারত 
৩২৪/৪ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৪৫/৩ (৪৩ ওভার)
রোহিত শর্মা ৮৭ (৯৬)
ট্রেন্ট বোল্ট ২/৬১ (১০ ওভার)
ডগ ব্রেসওয়েল ৫৭ (৪৬)
কুলদীপ যাদব ৪/৪৫ (১০ ওভার)
ভারত ৯০ রানে জয়ী
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট জুড়ে তার ৪০০তম উইকেট নিয়েছে।
  • রানের বিচারে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়।

৩য় ওডিআই

২৮ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত)
নিউজিল্যান্ড 
২৪৩ (৪৯ ওভার)
 ভারত
২৪৫/৩ (৪৩ ওভার)
রস টেলর ৯৩ (১০৬)
মোহাম্মদ শামি ৩/৪১ (৯ ওভার)
রোহিত শর্মা ৬২ (৭৭)
ট্রেন্ট বোল্ট ২/৪০ (১০ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: মোহাম্মদ শামি (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

৩১ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত)
ভারত 
৯২ (৩০.৫ ওভার)
 নিউজিল্যান্ড
৯৩/২ (১৪.৪ ওভার)
রস টেলর ৩৭* (২৫)
ভুবনেশ্বর কুমার ২/২৫ (৫ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শুভমান গিল (ভারত) তার ওডিআই অভিষেক হয়।
  • রোহিত শর্মা (ভারত) ওডিআই খেলেছে ২০০ তম
  • ট্রেন্ট বোল্ট ওডিআইতে তার পঞ্চম উইকেট দাবী, যা নিউজিল্যান্ডের পাশাপাশি যৌথ-সর্বাধিক রিচার্ড হ্যাডলি
  • ট্রেন্ট বোল্ট এছাড়াও নিউজিল্যান্ডের ১০০ উইকেট শিকারকারী দ্বিতীয় বোলার এবং ম্যাচের দিক থেকে (৪৯) যে কোনও দেশের বোলার সবচেয়ে দ্রুততম মাইলফলকে পৌঁছেছেন।
  • ওডিআইতে এটি নিউজিল্যান্ডের সর্বনিম্ন মোট রান ছিল।
  • ওডিআইতে (২১২) বাকি বল বলের ক্ষেত্রেও এটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়।

৫ম ওডিআই

৩ ফেব্রুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত)
ভারত 
২৫২ (৪৯.৫ ওভার)
 নিউজিল্যান্ড
২১৭ (৪৪.১ ওভার)
আম্বতি রায়ডু ৯০ (১১৩)
ম্যাট হেনরি ৪/৩৫ (১০ ওভার)
জেমস নিশাম ৪৪ (৩২)
যুজবেন্দ্র চাহাল ৩/৪১ (১০ ওভার)
ভারত ৩৫ রানে জয়ী
ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: আম্বতি রায়ডু (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৬ ফেব্রুয়ারি ২০১৯
২০:০০ (রাত)
নিউজিল্যান্ড 
২১৯/৬ (২০ ওভার)
 ভারত
১৩৯ (১৯.২ ওভার)
নিউজিল্যান্ড ৮০ রানে জয়ী
ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: টিম সেইফার্ট (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।
  • টি২০আইতে রানের দিক থেকে এটিই ছিল ভারতের সবচেয়ে বড় হারের ব্যবধান।

২য় টি২০আই

৮ ফেব্রুয়ারি ২০১৯
১৯:০০ (রাত)
নিউজিল্যান্ড 
১৫৮/৮ (২০ ওভার)
 ভারত
১৬২/৩ (১৮.৫ ওভার)
রোহিত শর্মা ৫০ (২৯)
ড্যারিল মিচেল ১/১৫ (১ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ক্রুনাল পাণ্ড্য (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রোহিত শর্মা (ভারত) টি২০আইতে ১০০ ছক্কা মারার তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন।
  • টি২০আইতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই ভারতের প্রথম জয়।

৩য় টি২০আই

১০ ফেব্রুয়ারি ২০১৯
২০:০০ (রাত)
নিউজিল্যান্ড 
২১২/৪ (২০ ওভার)
 ভারত
২০৮/৬ (২০ ওভার)
কলিন মানরো 7৭২ (৪০)
কুলদীপ যাদব ২/২৬ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৪ রানে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: শন হেইগ (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: কলিন মানরো (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭
  2. "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup"। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৮
  3. "India tour studs New Zealand's packed home summer"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.