২০১৮-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
বাংলাদেশ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়।
২০১৮-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | বাংলাদেশ | ||
তারিখ | ১০ ফেব্রুয়ারি – ২০ মার্চ ২০১৯ | ||
অধিনায়ক | কেন উইলিয়ামসন |
মাহমুদুল্লাহ রিয়াদ (টেস্ট) মাশরাফি বিন মর্তুজা (ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (২৭৪) | তামিম ইকবাল (২৭৮) | |
সর্বাধিক উইকেট | নিল ওয়াগনার (১৬) | আবু জায়েদ (৩) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | মার্টিন গাপটিল (২৬৪) | সাব্বির রহমান (১৫৮) | |
সর্বাধিক উইকেট |
টিম সাউদি (৬) ট্রেন্ট বোল্ট (৬) | মুস্তাফিজুর রহমান (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) |
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
নিউজিল্যান্ড | বাংলাদেশ | নিউজিল্যান্ড | বাংলাদেশ |
প্রস্তুতিমূলক খেলা
৫০ ওভার ম্যাচ: নিউজিল্যান্ড একাদশ বনাম বাংলাদেশ
ব |
||
- নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
দুইদিনের খেলা: নিউজিল্যান্ড একাদশ বনাম বাংলাদেশ
২৩–২৪ ফেব্রুয়ারি ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২য় দিনে মাত্র ১২ ওভার খেলা সম্ভব হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার ১০০ তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন।[1]
- মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ওডিআইতে তার পঞ্চদশ শতক হাঁকান।[2]
২য় ওডিআই
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মুশফিকুর রহিম ২য় বাংলাদেশী হিসেবে ২০০টি ওডিআই ম্যাচ খেলেন।[3]
৩য় ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রস টেলর ওয়ানডেতে ৮০০০ রান করেন এবং ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে শীর্ষ রান সংগ্রহকারী হন।
- সাব্বির রহমান (বাংলাদেশ) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেন।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইবাদত হোসেন (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- জিৎ রাভাল (নিউজিল্যান্ড) টেস্টে তার প্রথম সেঞ্চুরি করেন।
- কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে বিশটি শতক করেন।
- ইনিংসের হিসেবে, কেন উইলিয়ামসন টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম ৬০০০ রান করেন (১২৬)।
- নিউজিল্যান্ড টেস্টে এক ইনিংসে তাদের সর্বোচ্চ দলীয় রান করে।
- সৌম্য সরকার (বাংলাদেশ) টেস্টে তার প্রথম শতক হাঁকান।
- বিজে ওয়াটলিং নিউজিল্যান্ডের উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০২টি ডিসমিসাল নেন, এই সময় তিনি স্বদেশী অ্যাডাম প্যারোরের রেকর্ড (২০১) ছাড়িয়ে যান।
২য় টেস্ট
৮–১২ মার্চ ২০১৯ স্কোরকার্ড |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে দিনে ১ম ও ২য় দিনে খেলা সম্ভব ছিল না।
৩য় টেস্ট
তথ্যসূত্র
- "Bangladesh set for another pace test as NZ look to seal series"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
- "Cricket: Black Caps dominate Bangladesh in first ODI"। NZ Herald। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯।
- "New Zealand set to be unchanged for second ODI against Bangladesh"। Sky Sports। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.