২০১৮-১৯ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর
জিম্বাবুয়ে ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট জন্য বাংলাদেশ সফর করছে, যা ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [1][2][3]
২০১৮-১৯ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | জিম্বাবুয়ে | ||
তারিখ | ১৯ অক্টোবর – ১৫ নভেম্বর ২০১৮ | ||
অধিনায়ক |
মাহমুদুল্লাহ রিয়াদ (টেস্ট) মাশরাফি বিন মর্তুজা (ওডিআই) | হ্যামিল্টন মাসাকাদজা | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | মুশফিকুর রহিম (২৭০) | ব্রেন্ডন টেলর (২৪৬) | |
সর্বাধিক উইকেট | তাইজুল ইসলাম (১৮) | কাইল জার্ভিস (১০) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ইমরুল কায়েস (৩৪৯) | শন উইলিয়ামস (২২৬) | |
সর্বাধিক উইকেট |
মেহেদী হাসান (৪) মোহাম্মদ সাইফুদ্দিন (৪) নাজমুল ইসলাম (৪) | কাইল জার্ভিস (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইমরুল কায়েস (বাংলাদেশ) |
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
বাংলাদেশ | জিম্বাবুয়ে | বাংলাদেশ | জিম্বাবুয়ে |
প্রস্তুতিমূলক খেলা
৫০ ওভারের ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম বনাম জিম্বাবুয়ে
১৯ অক্টোবর ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তিনদিনের ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম বনাম জিম্বাবুয়ে
২৯–৩১ অক্টোবর ২০১৮ |
ব |
||
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ দিনের খেলা সম্ভব ছিল না।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২১ অক্টোবর ২০১৮ ১৪:৩০ (দিন/রাত) |
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ফজলে মাহমুদ (বাংলাদেশ) তার ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
৩য় ওডিআই
২৬ অক্টোবর ২০১৮ ১৪:৩০ (দিন/রাত) |
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আরিফুল হক (বাংলাদেশ) তার ওডিআই অভিষেক হয়।
- ইমরুল কায়েস ও সৌম্য সরকার জন্য একটি নতুন রেকর্ড সেট করুন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ অংশীদারিত্ব ওয়ানডেতে (২২০)।
- ইমরুল কায়েস তিন ম্যাচের ওডিআই দ্বিপাক্ষিক সিরিজে (৩৪৯) সবচেয়ে বেশি রান করেছেন।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৩–৭ নভেম্বর ২০১৮ |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আরিফুল হক, নাজমুল ইসলাম (বাংলাদেশ), ওয়েলিংটন মাসাকাদজা ও ব্রেন্ডন মাভুতা (জিম্বাবুয়ে) তার টেস্ট অভিষেক হয়।
- এই ঘটনাস্থল থেকে খেলা প্রথম টেস্ট ছিল।
- তাইজুল ইসলাম (বাংলাদেশ) টেস্টে তার প্রথম ১০ উইকেট দখল করেছিলেন।
২য় টেস্ট
১১–১৫ নভেম্বর ২০১৮ |
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- খালেদ আহমেদ ও মোহাম্মদ মিঠুন (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- মোহাম্মদ মিঠুন সবচেয়ে অভিজ্ঞ হয়ে ওঠে প্রথম-শ্রেণীর ক্রিকেটার ৮৮ টেস্টে টেস্ট অভিষেকের জন্য বাংলাদেশ থেকে।
- মুশফিকুর রহিম (বাংলাদেশ) টেস্টে দুটি দ্বিগুণ সেঞ্চুরি করার জন্য প্রথম উইকেটরক্ষক হন।
- মুশফিকুর রহিমও তৈরি করেছেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (২১৯), একটি ইনিংসে (৪২১) সর্বাধিক বল মোকাবিলা করেছিলেন, এবং টেস্টে একজন বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ ইনিংসটি (৫৮৯) সর্বাধিক মিনিটেই কাটিয়েছিলেন।
তথ্যসূত্র
- "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- "Sylhet set to become Bangladesh's eighth Test venue"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮।
- "Media Release : ITINERARY: Zimbabwe in Bangladesh 2018"। Bangladesh Cricket Board। ২৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.