২০১৮–১৯ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
২০১৮–১৯ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-এর ৭ম আসর। লিগটি শুরু হয় ১০ ফেব্রুয়ারি ২০১৯ থেকে। যেখানে ১১টি দল অংশগ্রহণ করে।[1][2]
মৌসুম | ২০১৮-১৯ |
---|---|
তারিখ | ১০ ফেব্রুয়ারি – ২৪ মে ২০১৯ |
চ্যাম্পিয়ন | বাংলাদেশ পুলিশ এফসি |
উন্নীত | বাংলাদেশ পুলিশ এফসি উত্তর বারিধারা এসসি |
অবনমন | ফেনী সকার ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘ |
মোট খেলা | ১১০ |
মোট গোলসংখ্যা | ২২০ (ম্যাচ প্রতি ২টি) |
শীর্ষ গোলদাতা | আমিরুল ইসলাম (১৮ গোল) |
← ২০১৭ ২০১৯–২০ →
সব পরিসংখ্যান ২৪ মে ২০১৯ অনুযায়ী সঠিক। |
লিগ টেবিল
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলাদেশ পুলিশ এফসি | ২০ | ১১ | ৬ | ৩ | ৩১ | ১৩ | +১৮ | ৩৯ | ২০১৯-২০ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ-এ উত্তীর্ণ |
২ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব | ২০ | ৯ | ৬ | ৫ | ৩৫ | ২০ | +১৫ | ৩৩ | |
৩ | ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব | ২০ | ৭ | ৯ | ৪ | ১৭ | ১৩ | +৪ | ৩০ | |
৪ | টি এন্ড টি ক্লাব মতিঝিল | ২০ | ৫ | ১১ | ৪ | ১১ | ৯ | +২ | ২৬ | |
৫ | ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | ২০ | ৬ | ৮ | ৬ | ২০ | ১৯ | +১ | ২৬ | |
৬ | অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি | ২০ | ৫ | ১১ | ৪ | ১১ | ১০ | +১ | ২৬ | |
৭ | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | ২০ | ৬ | ৭ | ৭ | ২২ | ২৬ | −৪ | ২৫ | |
৮ | ঢাকা সিটি ফুটবল ক্লাব | ২০ | ৬ | ৭ | ৭ | ১৯ | ২৭ | −৮ | ২৫ | |
৯ | ওয়ারি ক্লাব | ২০ | ৬ | ৫ | ৯ | ১৮ | ২৫ | −৭ | ২৩ | |
১০ | ফেনী সকার ক্লাব | ২০ | ৫ | ৪ | ১১ | ১৬ | ২৭ | −১১ | ১৯ | সিনিয়র ডিভিশন লিগে অবনমন |
১১ | স্বাধীনতা ক্রীড়া সংঘ | ২০ | ৩ | ৮ | ৯ | ২০ | ৩১ | −১১ | ১৭ |
২৪ মে ২০১৯ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: bff.com.bd
তথ্যসূত্র
- "11 teams to participate in Bangladesh Championship League 2018-19"। BFF। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১০।
- Channel 24 Youtube (২০১৯-০২-১০), মাঠে গড়াল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.