২০১৮–১৯ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ভারত সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়।

২০১৮-১৯ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত অস্ট্রেলিয়া
তারিখ ২৪ ফেব্রুয়ারি – ১৩ মার্চ ২০১৯
অধিনায়ক বিরাট কোহলি অ্যারন ফিঞ্চ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান বিরাট কোহলি (৩১০) উসমান খাওয়াজা (৩৮৩)
সর্বাধিক উইকেট কুলদীপ যাদব (১০) প্যাট কামিন্স (১৪)
সিরিজ সেরা খেলোয়াড় উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লোকেশ রাহুল (৯৭) গ্লেন ম্যাক্সওয়েল (১৬৯)
সর্বাধিক উইকেট জসপ্রীত বুমরাহ (৩) নাথান কোল্টার-নিল (৪)
সিরিজ সেরা খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 ভারত[1]  অস্ট্রেলিয়া[2]  ভারত[1]  অস্ট্রেলিয়া[2]

শন মার্শ অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াডে তৃতীয় ওয়ানডেতে যোগ দেওয়ার প্রত্যাশার সাথে অন্তর্ভুক্ত ছিল। ডার্সি শর্ট মার্শ জন্য কভার নামে নামকরণ করা হয়।[2] সিদ্ধার্থ কৌল প্রথম দুটি ওয়ানডেতে নির্বাচিত হয়েছিলেন ভুবনেশ্বর কুমার ভারতের ওডিআই স্কোয়াডে তিনটি ওয়ানডে রানের জন্য তাকে প্রতিস্থাপন করলেন।[1]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৪ ফেব্রুয়ারি ২০১৯
১৯:০০ (রাত)
ভারত 
১২৬/৭ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১২৭/৭ (২০ ওভার)

২য় টি২০আই

২৭ ফেব্রুয়ারি ২০১৯
১৯:০০ (রাত)
ভারত 
১৯০/৪ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৯৪/৩ (১৯.৪ ওভার)

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২ মার্চ ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৩৬/৭ (৫০ ওভার)
 ভারত
২৪০/৪ (৪৮.২ ওভার)
উসমান খাওয়াজা ৫০ (৭৬)
মোহাম্মদ শমী ২/৪৪ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যাশটন টার্নার (অস্ট্রেলিয়া) তার ওডিআই অভিষেক হয়।
  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) তার ১০০তম ওডিআইতে খেলেছেন।

২য় ওডিআই

৫ মার্চ ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
ভারত 
২৫০ (৪৮.২ ওভার)
 অস্ট্রেলিয়া
২৪২ (৪৯.৩ ওভার)
বিরাট কোহলি ১১৬ (১২০)
প্যাট কামিন্স ৪/২৯ (৯ ওভার)
মার্কাস স্টইনিস ৫২ (৬৫)
কুলদীপ যাদব ৩/৫৪ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রবীন্দ্র জাদেজা ওয়ানডেতে ২,০০০ রান সংগ্রহ এবং দেড়শ উইকেট শিকারকারী ভারতের হয়ে তৃতীয় ক্রিকেটার হয়েছেন।
  • বিরাট কোহলি (ভারত) দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছিলেন, তার পরে শচীন তেন্ডুলকর, স্কোর করতে ওডিআইতে চল্লিশটি সেঞ্চুরি
  • বিরাট কোহলি অধিনায়ক ইনিংসের দিক থেকে (১৫৯) হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯,০০০ রানের লক্ষ্যে সবচেয়ে দ্রুত খেলোয়াড় হন।

৩য় ওডিআই

৮ মার্চ ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
৩১৩/৫ (৫০ ওভার)
 ভারত
২৮১ (৪৮.২ ওভার)
উসমান খাওয়াজা ১০৪ (১১৩)
কুলদীপ যাদব ৩/৬৪ (১০ ওভার)
বিরাট কোহলি ১২৩ (৯৫)
প্যাট কামিন্স ৩/৩৭ (৮.২ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া) ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
  • বিরাট কোহলি (ভারত) ওডিআইতে অধিনায়ক হিসাবে ৪,০০০ রানের লক্ষ্যে ইনিংসের দিক থেকে দ্রুততম খেলোয়াড় হয়েছেন (৬৩)।

৪র্থ ওডিআই

১০ মার্চ ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
ভারত 
৩৫৮/৯ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
৩৫৯/৬ (৪৭.৫ ওভার)
শিখর ধাওয়ান ১৪৩ (১১৫)
প্যাট কামিন্স ৫/৭০ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: অ্যাশটন টার্নার (অস্ট্রেলিয়া)

৫ম ওডিআই

১৩ মার্চ ২০১৯
১৩:৩০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৭২/৯ (৫০ ওভার)
 ভারত
২৩৭ (৫০ ওভার)
উসমান খাওয়াজা ১০০ (১০৬)
ভুবনেশ্বর কুমার ৩/৪৮ (১০ ওভার)
রোহিত শর্মা ৫৬ (৮৯)
অ্যাডাম জাম্পা ৩/৪৬ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৩৫ রানে জয়ী
অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি
আম্পায়ার: সি. কে. নন্দন (ভারত) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রোহিত শর্মা (ভারত) এক ওডিআইতে (২০০) ৮০০০ রানের ইনিংসে ইনিংসের তৃতীয় স্থানে তৃতীয় যুব ব্যাটসম্যান হয়ে ওঠে।

তথ্যসূত্র

  1. "BCCI announces 15 member squad for limited overs series against Australia"News Nation। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯
  2. "Australia name squad for India tour"Cricket Australia। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.