২০১৭ স্বাধীনতা কাপ
২০১৭ স্বাধীনতা কাপ হচ্ছে একটি ক্রিকেট প্রতিযোগিতা, যা পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১২ থেকে ১৫ সেপ্টেম্বর।[1][2] এ প্রতিদ্বন্দ্বিতাটি হয়েছিল বিশ্ব একাদশ দল এবং পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে টুয়েন্টি২০ আন্তর্জাতিক মান সম্পন্ন তিনটি ম্যাচ।[3] ২-১ ব্যবধানে পাকিস্তান সিরিজটিতে জয় লাভ করে।[4] দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস বিশ্ব ক্রিকেট দলের নেতৃত্ব দেয়,[5] অপরদিকে পাকিস্তান দলের নেতৃত্ব দয় সরফরাজ আহমেদ।[6] পাকিস্তান দলের দশজন খেলোয়াড়ই পূর্বে দেশের মাঠিতে আন্তর্জাতিক ম্যাচে খেলেনি।[7] বিশ্ব একাদশের খেলোয়াড়েরা প্রতিযোগিতা শুরুর একদিন আগেই করা নিরাপত্তার মধ্য দিয়ে লাহোরে পৌছে যায়।[8] কাপটির নামকরণ করা হয় পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসের স্মরণে।[9]
২০১৭ স্বাধীনতা কাপ | |||
---|---|---|---|
পাকিস্তান | বিশ্ব একাদশ | ||
তারিখ | ১২ – ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ||
অধিনায়ক | সরফরাজ আহমেদ | ফাফ দু প্লেসিস | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | বাবর আজম (১৭৯) | হাশিম আমলা (১১৯) | |
সর্বাধিক উইকেট |
সোহেল খান (৩) রুম্মান রইস (৩) | থিসারা পেরেরা (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বাবর আজম (পাকিস্তান) |
দলীয় সদস্য
টি২০আই | |
---|---|
পাকিস্তান | বিশ্ব একাদশ |
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
১২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:০০ (দিন/রাত) |
ব |
বিশ্ব একাদশ ১৭৭/৭ (২০ ওভার) | |
- বিশ্ব একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ফাহিম আশরাফ (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৯:০০ (দিন/রাত) |
ব |
বিশ্ব একাদশ ১৭৫/৩ (১৯.৫ ওভার) | |
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানে টি-টোয়েন্টিতে পাকিস্তানে প্রথম পরাজয় ছিল।
- শোয়েব মালিক (পাকিস্তান) পাকিস্তানের জন্য টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ওঠে।
৩য় টি২০আই
১৫ সেপ্টেম্বর ২০১৭ ১৯:০০ (দিন/রাত) |
ব |
বিশ্ব একাদশ ১৫০/৮ (২০ ওভার) | |
- বিশ্ব একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Du Plessis to captain World XI against Pakistan in Independence Cup"। Pakistan Cricket Board। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭।
- Farooq, Umar (২১ আগস্ট ২০১৭)। "Pakistan to host World XI series in September"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭।
- "PCB confirm World XI series"। Cricket Australia। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭।
- Rasool, Danyal (১৫ সেপ্টেম্বর ২০১৭)। "Pakistan mark cricket's return to the country with series win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- "Du Plessis to captain World XI against Pakistan in Independence Cup"। International Cricket Council। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭।
- "Sohail Khan back in Pakistan squad for World XI series"। ESPN Cricinfo। ২৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭।
- Arshad, Mazher (১১ সেপ্টেম্বর ২০১৭)। "Pakistani pride: 10 players set for home debut"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭।
- Farooq, Umar (১১ সেপ্টেম্বর ২০১৭)। "World XI series a 'huge leap' for Pakistan – Najam Sethi"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭।
- Martin, Ali (৬ মার্চ ২০১৭)। "Pakistan to host international cricket again with T20 series versus World XI"। The Guardian। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.